ওগো ধন্যবাদ বন্ধু, পোস্ট গুলোকে public করার জন্য, Tiktok এর মত কিছু বানাও না গো, চোখ ভিজে চলেছে কিন্তু তোমার হৃদয় থেকে অভিমান দূর করতে পারলামনা
ওগো ধন্যবাদ বন্ধু, পোস্ট গুলোকে public করার জন্য, Tiktok এর মত কিছু বানাও না গো, চোখ ভিজে চলেছে কিন্তু তোমার হৃদয় থেকে অভিমান দূর করতে পারলামনা | Cinderella Love Story 2021 👩🎨🌹🍫💝 | The Untold Feelings
ওগো ধন্যবাদ বন্ধু, পোস্ট গুলোকে public করার জন্য 🥰
মানুষ কল্পনাতেই সবচেয়ে বেশি খুশি ও সুখি থাকে।
ঠিক গো এটা আমার কথাই বললে,
আমাকে যেন বলছো ❤️
আমি যেমন চোখ বন্ধ করে তোমার সাথে কথা বলি,
মনে যেন একটা শান্তি পাই,
সব টাকা পয়সা চিন্তা কাজ দূরে থাকে,
সেটা এক কল্পনার রাজ্য যেখানে শুধু আমি আর তুমি,
আর কেউ নেই সেখানে।
সেখানে শুধু রাজ করে ভালোবাসা শ্রদ্ধা আর সম্মান।
এসব লিখলে যেন মন টাও শান্ত হয়ে গেছে।
ওগো অনামিকা আমি তোমাকে বউ হিসাবে দেখতে পাই এই কল্পনার রাজ্যে,
চোখ বন্ধ করলেই, আমি জানিনা এসব বলা ঠিক কি ভূল,
কিন্তু সত্যি বলছি তোমার মিষ্টি হাসি দেখলেই যেন মন টা ভালো হয়ে যায়।
ওগো আবার Tiktok এর মত কিছু বানাও না গো,
অনেকদিন তোমার বাচ্চা সেজে, নতুন বউ সেজে, প্রেমিকা সেজে,
কত রকমের হাসি খুশির অ্যাক্টিং করে ভিডিও বানাতে,
সত্যি খুবই সুন্দর বানাতে গো।
ওগো চোখ বন্ধ করে ওগুলো দেখতে চেষ্টা করি আবার।
ওগো কোথায় আবার এরকম ভিডিও বানাচ্ছ গো,
একটু দেখাও না গো, অনেকদিন দেখিনি গো।
আমি তোমাকে খুব মিস করছি গো অনামিকা 😭😭😭,
জানিনা কেন লিখলে মন ভালো লাগে,
কিন্তু সত্যি বলছি খুব মিস করি তোমাকে,
চোখ দুটো জল গড়িয়ে বালিশ ভিজছে,
যেন আজকে এই জল থামবেনা।
রাত ১টা ৩৮ বাজছে, না ঘুমিয়ে শুধু তোমাকে ভেবে,
চোখের জল গড়িয়ে যাচ্ছে।
তুমি কবে আমাকে বুঝবে গো।
আর কতদিন এভাবে আমার সাথে না কথা বলে থাকবে।
আর পারছিনা গো, আমাকে একটু ভালোবাসা দাও তোমার।
একটু কথা বলোনা গো।
ওই অনামিকা আমি তোমাকে খুব ভালোবাসি,
সারা জিবন ভালোবাসবো শুধু তোমাকে।
তুমি যদি চাও একটা ভালো বন্ধু হয়ে থেকো,
আমি ওভাবেই থাকবো গো।
আমাকে কষ্ট দাওনা আর।
আমি তোমায় ছাড়া বাঁচতে পারছিনা গো।
মনে হয় তোমাকে মেসেজ করে বলি,
ও অনামিকা অনেক তো হলো,
দেখো দুটো বছর হতে এলো আমাদের বন্ধুত্ব রাগ অভিমান,
এবার সব ভুলে আবার ভালো বন্ধু হয়ে যাই।
I love you Anamika,
I lost myself for you.
I don't know what is my future,
But I know I love you forever and ever.
আজ জানো গো অনামিকা দত্ত মেসেজ এ বলছে,
অনামিকা: Hi Nice Color,
আমি: Kigo
সে: Bolo
Aami: Etaa ki
সে: Kichuina
আমি: Nice color bolle
Kon color taa go
সে: Massenger
আমি: আচ্ছা
এটা তো অনেক দিন বানিয়েছি
😁
সে: Ami akhon dakchi
Gd news ache
আমি: Kigo?
BDO হয়ে গেলে কি?
সে: Nana
Ami massenger neachi
(আগে ও বিনা মেসেঞ্জার এ কথা বলতো, আজ ইনস্টল করেছে তো তোমার কাছ থেকে শেখা theme use এখন করি।)
আমি: বাহ্ খুব ভালো
তাহলে একটু fb call এও কথা বলা যাবে যদি তুমি চাও তো 😁
সে: Kl
Ato rate noy
আমি: কখন গো
সে: Jokhn icha
আমি: ১১ টা র সময়
রাতে
সে: Ok
আমি: 🥰🥰🥰
সে: Na
আমি: কি করছো
শরীর ভালো আছে তো
সে: Sulm
Vlo
আমি: ভালো থেকো ❤️
অনামিকা: Tumeo
আমি: ধন্যবাদ
চেষ্টা করছি
সে: Hm
দেখো এই কথাই হলো ওর সাথে,
জানিনা কি হয়েছে,
কিন্তু এখন তোমার সাথে সাথে তোমার নাম কেও ভালোবেসে ফেলেছি।
একে বন্ধুর মতো ভালো লাগে কিন্তু তার বেশি না।
জানো গো, ও যখন মেসেজ করে,
পরে দেখতে পাই,
Anamika sent you a message,
তখন মনে হয় যেন তুমি আমাকে মেসেজ করেছ।
ভাবছো ছেলেটার মাথা টা গেছে, পাগল পুরো।
হ্যাঁ গো, জয়দীপ অনামিকা এর জন্য পাগল শুধু।
আর কারু জন্য নয়।
দেখলাম তুমি একটা ইউটিউব ভিডিও বানিয়েছ,
দেখি কোথায় আবার গে ছলে ঘুরতে।
রাত ৩ টে বাজছে, সবাই ঘুমে আচ্ছন্ন,
আর আমি তোমার প্রেমে নিমজ্জিত হয়ে যেন সব কিছু ভুলে গেছি।
ভিডিও টা দেখলাম Mython গেছলে।
Topchanchi Lake Mython দারুণ জায়গা টা তো,
Mython আমি গেছলাম যখন আসানসোলে পড়তাম।
এখন খুব সুন্দর বানিয়েছে তো❤️।
আগের বছর গেছলে তো,খুব ভালো।
ওই তুমি টো পিকনিক ভালই মানালে,
তোমার লেখার মধ্যে যেন খুশি টা অনুভব করি।
ভালো গো, এরকম খুশিতেই থাকো।
তোমার লেখার মধ্য থেকে যেন মনে হয়,
আমি তোমাকে সামনা সামনি দেখতে পাচ্ছি।
তুমি কত খুশিতে সবাইকে reply করো।
আমি সব বুঝি, কোন কোন দিন কারু reply করোনা।
আমি বুঝতে পারি, ম্যাডামের মন ভালো নেই আজ।
আমিও আর তোমাকে বিরক্ত করিনা রোজ রোজ নতুন একাউন্ট বানিয়ে আর।
যেদিন মন খুব খারাপ থেকে,
সেদিন একটা ভালো প্রশংসা লিখি তোমার কমেন্টে।
জানো গো যে খুশি টা পেতাম তোমার মেসেজ এ গিয়ে,
তোমার সুপ্রভাত শুভ রাত্রি wish করার সময়,
সেটা আমি কখনও পাইনি এখন আর।
ওই দুটো শাড়ি পরে ছবি তুলে লাগাও না,
তোমাকে খুব সুন্দর লাগে,
এত সুন্দর লাগে যেন সাক্ষাৎ দেবীর দর্শন।
জানিনা এটা কি, কিন্তু কাউকেও লাগেনা,
শুধু তোমাকে দেখলে মনে হয় এরকম।
ওগো ঘুম পাচ্ছে এবার, চলো ঘুমোই এবারে,
শুভ রাত্রি আমার মিষ্টি বন্ধু,
আমার জীবনের Cindrella ❤️,
আমার চোখ বন্ধ করে আমাকে দেখে মুচকি মুচকি হাসতে থাকা একটা মিষ্টি বউ।
তুমি সারা জিবন ভালো থাকো, খুশিতে থাকো বন্ধু।
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে,
তুমি খুব বড় হও।
রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা একদিন আবার ভালো বন্ধু হবো 🥰🥰🥰।

Comments
Post a Comment