Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
Vaaste Best Romantic Song 2020 in Bengali | Aamar Cindrella 👨💻🌹🍫💝👩🎨
ও অ*মিকা শুনে যা এই হৃদয়ের একটা কথা,
কখনো দেবো না তোকে আর ব্যথা।
সারা জিবন তুই ভালো থাক, এটাই আমি চাই।
তার বদলে আমি তোর কাছে আর কিছু নাহি চাই।
মনে হয় তোকে আমি, যেন সবার চাইতে বেশি বুঝি,
কখনো মনে হয় বলে ফেলি, তুই কবে আমার হবি।
ও অ*মিকা শুনে যা এই হৃদয়ের একটা কথা,
কখনো দেবো না তোকে আর ব্যথা।
সারা জিবন তুই ভালো থাক, এটাই আমি চাই।
তার বদলে আমি তোর কাছে আর কিছু নাহি চাই।
তোকে ছাড়া মনে আর কেউ যেন আর নাই,
যেখানে দেখি সেখানে শুধু তোর ই নাম খুঁজে পাই।
তোর মিষ্টি হাসি যেন কেড়ে নিয়েছে আমার মন,
যেন কেড়ে নিয়ে হৃদয়, করলো আমার আপন জন।
তোর মিষ্টি হাসি পারবোনা কোন দিনও ভুলতে,
আমার জ্বলতে থাকা জীবনের তুই যেন শেষ সলতে।
তুই সকালের সূর্য আমার,
তুই শেষ ঠিকানা আমার।
তুই নদীর মাঝের একটি মাত্র কুল,
তুই আমার ভালোবাসার শিউলি বকুল ফুল।
তুই কিনারা আমার।
তোর থেকে সব কিছু শুরু,
তোর কাছে এসে আমার সব কিছুর যেন শেষ।
ও অ*মিকা শুনে যা এই হৃদয়ের একটা কথা,
কখনো দেবো না তোকে আর ব্যথা।
সারা জিবন তুই ভালো থাক, এটাই আমি চাই।
তার বদলে আমি তোর কাছে আর কিছু নাহি চাই।
#vaaste #latest #bengalisong #aamarcindrella #joyanamika #lovestory #bengali
Comments
Post a Comment