মেসেজে দেখি অনামিকার Christmas Wish, বাবার সাথে তোমার ঐ tiktok ভিডিও টা খুব সুন্দর,ভালোবাসা বিচ্ছেদের গান শুনলে শুধু তোমাকে মনে পড়ে, তুমি যেন আমার মনের কথা পড়ে নাও, অযোধ্যা পাহাড় টা ভালো লাগলো গো,আজ কারু Santa 🎅 Clause হলাম,
মেসেজে দেখি অনামিকার Christmas Wish, বাবার সাথে তোমার ঐ tiktok ভিডিও টা খুব সুন্দর,ভালোবাসা বিচ্ছেদের গান শুনলে শুধু তোমাকে মনে পড়ে, তুমি যেন আমার মনের কথা পড়ে নাও, অযোধ্যা পাহাড় টা ভালো লাগলো গো,আজ কারু Santa 🎅 Clause হলাম | Cinderella Love Story 2021 👩🎨🌹🍫💝 | The Untold Feelings
আজ এখন মোবাইল টা খুললাম,
মেসেজ এ দেখছি অনামিকা Christmas wish করেছে,
না সেটা তো তুমি না, এটা আমার ছোট বেলাকার বন্ধু অনামিকা,
খুব ভালো লাগলো।
জানো গো ও স্ট্যাটাস এ দিয়েছে,
"Amar keno Santa nei j amake gift dabe😭😭😭"
খারাপ লাগলো, ভাবছি বলি,
তুই বল কোথায় তোকে গিফট পাঠাবো।
আমি তো তোমার Santa 🎅 হতে পারলাম না,
কিন্তু অনামিকার তো Santa হই,
দেখি সে কি বলছে।
এটা Bangalore হলে সামনে গিয়ে দিয়ে আসতাম,
কিন্তু এটা ছোট গ্রাম Mini Town,
এখানে Married কাউকে কিছু দিলে মানুষ সন্দেহ করে।
কি করা যায় ছোট্ট জায়গা, সবার কার মন টা ছোট,
ওরা ভাবেনা একটা ছেলে একটা মেয়ে ভালো বন্ধু হতেও পারে।
তাই জানিনা ও কি বলবে।
বললাম ওকে," যদি খারাপ না মনে করিস, একটা ভালো বন্ধু ভাবিস তো, জানাস কোথায় তোকে Santa 🎅 হয়ে gift টা পাঠাই 😀।"
দেখাযাক সে কি বলছে?😊
ওগো তোমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে।
জানিনা কবে তুমি কথা বলবে,
দেখো আবার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে 🙃।
তোমাকে কেন এত ভালোবেসে ফেলেছি সত্যি জানিনা,
কাউকে ভালো লাগে না।
ওগো অনামিকা একটু চোখ বন্ধ করে কথা বলি,
দেখি কি বলছো এখন 😘।
ওগো তোমার গান গুলো আমাকে পিছন ছাড়বে না।
"Baba main teri malika
Tukda hoon tere dil ka
Ik baar phir se dehleez
Paar kara de"
মনে আছে বাবার সাথে তুমি একটা ফটো দিয়ে ভিডিও বানিয়েছি লে Tiktok এ এই গান টা দিয়ে,
আজ ওই গান টা শুনতে পেলাম।
এখন না ভালোবাসা ব্যথার গান যেন শুনলে চোখ টা ছলছল করে,
আজ এই গান টা টিভি তে এসে গেছলো।
পিয়া রে, পিয়া রে
কাঁদে এই হিয়া রে
পিয়া রে, পিয়া রে
কাঁদে এই হিয়া রে
ভালোবাসা কেন এত অসহায়
বুকে প্রেম মনে আশা নিভে যায়
ভালোবাসা কেন এত অসহায়
বুকে প্রেম মনে আশা নিভে যায়
এই পথে আজ আছি একই সাথে
কাল যদি মাঝপথে দূরে যেতে হয়
পিয়া রে, পিয়া রে, পিয়া রে
কাঁদে মন, কাঁদে এই হিয়া রে
পিয়া রে, পিয়া রে
কাঁদে এই হিয়া রে
ভালোবাসা নয় কোনো অপরাধ
তবু কেন নিরাশায় কাটে রাত
ভালোবাসা নয় কোনো অপরাধ
তবু কেন নিরাশায় কাটে রাত
দিল ব্যথা আঁধারের নীরবতা
মনে জাগে আকুলতা, মেঘে ঢাকে চাঁদ
পিয়া রে, পিয়া রে, পিয়া রে
কাঁদে মন, কাঁদে এই হিয়া রে
পিয়া রে, পিয়া রে
কাঁদে এই হিয়া রে
ভালোবাসা মিছে নয় অভিনয়
কাল যদি তবু ভুল মনে হয়
ভালোবাসা মিছে নয় অভিনয়
কাল যদি তবু ভুল মনে হয়
ঘর ছেড়ে চলে এসে এত দূরে
প্রেম যেন খুঁজে ফিরে তার পরিচয়
পিয়া রে, পিয়া রে, পিয়া রে
কাঁদে মন, কাঁদে এই হিয়া রে
পিয়া রে, পিয়া রে
কাঁদে এই হিয়া রে
পিয়া রে, পিয়া রে
কাঁদে এই হিয়া রে
সত্যি ভালোবাসা অসহায় যেন,
রাধা কৃষ্ণের ভালোবাসা হয়েও শ্রী কৃষ্ণ এর রাধার সাথে বিয়ে হলোনা।
এত ভালোবাসি যে নিজেও জানিনা জিবনে অন্য কেউ আমার জিবনে আসবে কি না!
ওই কবে কথা বলবে গো, কেন এত কষ্ট দিচ্ছ আমাকে।
দুটো বছর হতে এলো, এখনও শাস্তি দিতেই থাকবে কি?
ওগো যেন মনের কথা তুমি পড়ে নাও আমার,
আমি ভাবছিলাম এখনও আমার Cindrella 👩🎨🌹🍫💝 কেন ভিডিও দেয়নি,
যেই ভাবলাম ঠিক দেখলাম, তুমি পোস্ট করেছ।
আমার বাড়ির পাশ দিয়ে চলে গেলে তুমি আজ,
এবার তো বন্ধু একটু আমাকে বুঝো।
আর কতদিন এভাবে থাকবে না কথা বলে গো।
ভালো লাগে না তোমার আমাকে কষ্ট দিতে,
তাই তো একবারও বুঝতেও চাইলে না আমাকে।
অযোধ্যা পাহাড় গেছলে তুমি,
খুব সুন্দর ইউটিউব ভিডিও টা বানিয়েছ।
যে জায়গা গুলো গেছলে না,
আমিও দুই মাস আগে গেছলাম ওখানে।
খুব সুন্দর জায়গা, আশা করি তোমার ভালো লেগেছে।
আমার ভাইঝি কে Santa Claus হয়ে একটা গিফট দেবো কাল,
ও সকালে বলছিল, বাবা বলেছে Santa Claus এসে গিফট দিয়ে যাবো।
আমি তো তোমার Santa 🎅 হতে পারলাম না এবারে,
আমার ভাইঝির ই হই 😍😍😍।
যদি রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদ থাকে তো,
পরের বছর তোমাকে Santa 🎅 হয়ে গিফট দেবো।
বাড়িতে মেয়ে দেখছে, দাদা
কাল বলছিল এই মেয়ে টা কেমন লাগলো,
আমি বলে দিলাম, দেখ তোরা যেতে চাস তো ঘুরে আয়।
কিন্তু তার পরে না ই বলবো।
আমি বললাম, একটু মিষ্টি দেখতে হয়।
এই মিষ্টি কথা টা বলতে গিয়ে বৌদির হাসি দেখে জোরে হেসে দিলাম।
বলছে, তোমার মিষ্টি 😅😅😅।
দাদা বলছে, ঠিক আছে তাহলে না বলে দিচ্ছি,
বললো এভাবে যাওয়া আসা হওয়ার পর যদি পরে না বলা হয় তো খারাপ হবে,
আমি বললাম, হ্যাঁ, আমিও মা এর জন্য ঘুরে আসতে বললাম।
না হলে মা আমার উপর রেগে যাবে।
এটা তো জামা নয়, যে একবার পরে ভালো না লাগলে ফেলে দেবো।
এটা সারা জিবনের জন্য।
দাদা বলছে, হ্যাঁ তুই পরে আমাকে সারা জীবন দোষ দিবি,
তার চাইতে ভালো আরও দেখি।
ও অনামিকা তোমার মত কোথায় খুঁজে পাবো বলো তো,
আমি তো তোমাকে ভালোবাসি শুধু,
তোমার মত না হলে বিয়ে করবনা।
তোমাকেও বলেছিলাম এটা মনে আছে গো।
ওগো তোমার কোন যমজ বুন দিদি নেই,
যে তোমার মত পুরো দেখতে হবে, পুরো মিষ্টি স্বভাবের তোমার মতই হবে।
ওগো হারিয়ে ফেলেছি নিজেকে তোমাকে ভালোবাসতে গিয়ে।
চোখে মুখে হৃদয়ে শুধু তুমি আর তুমি।
আমিও জানিনা কি হবে পরে।
ঠাকুরকে রোজ বলি, এখনও বলছি,
জিবনে এবারে শান্তি দাও, খুশি দাও,
মুখে হাসি দাও, একটু ভালোবাসা দাও,
কাজে এত সমস্যা হচ্ছে সব বাধা বিঘ্ন দূর করে কিছু ভালো করো এবারে,
আমার Cindrella 👩🎨 অনামিকার সাথে কথা বলিয়ে দাও একটু।
ওকে ছাড়া কি করে বাঁচবো আমি জানিনা।
I love you yaar, ভুলে যাও সব কিছু,
ফিরে এসো আমার জিবনে ভালো বন্ধু হয়ে,
সারা জিবন best friend হয়ে থাকবো।
জানো বাবা আমার কথায় ছন্দ দিয়ে কবিতা বলে,
আমি বললাম, এত ছন্দ জানো কেন লিখছ না নিজের জীবনের অমূল্য সময় টা কবিতার মাধ্যমে।
Baghban movie টা র মত তোমার একটা হতো,
কিন্তু চিন্তা করোনা বাবা,
আমি লিখছি আমাদের সবার কার জীবনী।
জানো গো আমি ভেবেছিলাম,
তুমি আবার ব্যাঙ্গালোর চলে গেছ।
ভালো লাগলো তুমি মা বাবা ভাই এর কাছে আছো সুখিতে।
আজ four wheeler এ গেছলো তো,
পরিবারের সাথে গেছ লে তো,
দেখো আমার মনের চোখ তোমাকে যেন দেখে।
ওই একটা শাড়ি পরে পিক লাগাও না গো,
না হলে কিছু চুল খুলে কোন app এ video বানাও।
নতুন সব পোস্ট প্রাইভেট ফ্রেন্ড করে রেখে দিয়েছ🙃,
রাগ লাগছে, একটু পোস্ট গুলো দেখতে দেবেনা।
জানো গো এই দু দিন ধরে মাঠে হাঁটা শুরু করেছি,
সকালে না বিকেলের দিকে,
৪:৩০-৫:৩০ টা শুধু হাঁটছি দৌড়ছি।
দেখি যদি একটু নিজেকে ঠিক করা যায়।
কাল দৌড়ে ছিলাম ২০ পাক,
আজ দৌড়ালাম ৩০ পাক।
মাঠ টা খুব বড় নয়, মোটামুটি ২০০-২৫০ মিটার এর মত।
৩-৫ কিমি রোজ দৌড়ি দেখি যদি কিছু করতে পারি।
জানো গো অহঙ্কার করিনা,
কিন্তু একটা কথা বলতে চাই।
২০১২ না ২০১৩ তে ১৪ কিমি ৪০ রাউন্ড দৌড়ার রেকর্ড আছে,
তখন ২১ দিন এ পাঁচ কিলো ওজন কমিয়ে ছিলাম।
কলেজের Miss Fresher মানে আমার একটা বন্ধু পরে project partner ছিল,
সে বলছে, জয়দীপ yeh mein kya dekhrahu,
Tum to pura duble hogaye... Waah waah 😂😂😂,
রোজ তো দৌড়তাম, আমার একটা বেস্ট ফ্রেন্ড এর মত একটা বন্ধু আছে,
যে bet লাগিয়েছিল, যদি তুই ৩৫ রাউন্ড দৌড়তে পারিস,
আমার সব সম্পত্তি তোর হবে।
ও নেপালের একটা কোম্পানীর মালিক ছিল,
কিন্তু পড়াশুনোর জন্য ও senior হয়ে ও একসাথে পড়তাম।
কলেজের first boy ছিল সে।
খুব বুদ্ধিমান, এখন সে Australia তে আছে,
ও বিয়ে করে একটা ছেলে হয়েছে, ও চার পাঁচ বছরের হয়ে গেল।
আলাদা ব্যাপার ওর।
খুব বড় কোম্পানিতে চাকরি করছে,
মাসে ৫-১০ লাখ টাকা কামায়।
ভালো আছে সে।
কিন্তু জানো তো যখন বাইরে চলে যায়,
তখন মানুষ ভুলে যায়, কথা বলতেও চায়না যেন,
এমন ব্যবহার করে।
এটা হতে পারে তোমার সাথেও হতে পারে,
যে খুব ভালো জায়গায় পৌঁছে গেছে,
এখন খুব দেমাগ দেখায়।
হয় এরকম অনেক মানুষই।
আমি তো সেই জয়দীপ ই থাকবো সারা জিবন,
যাকে তুমি দুই বছর না কথা বলে চোখের জল রোজ ফেলিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ড এর সাথে খুশিতে আছো।

Comments
Post a Comment