Skip to main content

Posts

Showing posts from May, 2020

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

Bangalore to Kolkata Covid 19 Lockdown Flight Experience 30th May 2020 | Aamar Cindrella 2020

Bangalore to Kolkata Covid 19 Lockdown Flight Experience 30th May 2020 | Aamar Cindrella 2020 Details of BLR-CCU flight journey Disclaimers : 1. Kind of long 2. Has some free gyan Things you need to carry : 1. Luggage (In ticket it's mentioned only 20KG checkin bag,no hand bag allowed.Please check with your airlines, but no new restrictions,but in airport they allowed 7KG Hand Bag and 20KG Check-in Bag ) 2. Boarding pass softcopy 3. Sanitizer in your pocket 4. Yourself (very important) I booked an Ola for 4:30pm, please help the driver by paying something extra , you might be the only passenger with him. As more than two people not allowed in cab. You can see a cup of happiness in their face and they'll bless you. When I reached around 6:45pm (due to full traffic in some area,it seems that everything is normal like before.I just see that everyone wear mask.),there was some 3rd party company who has no connection with Indigo or others,they came to receive you a...

আকাশের উপর দিয়ে যাচ্ছি ✈️কিন্তু তোমাকে না ভেবে যেন থাকতে পারিনা👨‍💻💖👩‍🎨

আকাশের উপর দিয়ে যাচ্ছি ✈️কিন্তু তোমাকে না ভেবে যেন থাকতে পারিনা👨‍💻💖👩‍🎨 এখন রাত ১১টা ২৯, আমি এখন মেঘের উপর দিয়ে যাচ্ছি, আমার আমি উপরে,আকাশ নিচে, গান টা শুনেছ তো তুমি, আজ মেঁ উপর, আসমান নিচে। আগে ছোটো টে ভাবতাম, আকাশে যে ওরে,তাহলে কি আকাশের মধ্যেই কি কোন ফ্লাইট এর স্টপ আছে, তাহলে আকাশে কি যাত্রী রা নামে, যেমন দেব দেবীরা আকাশের মধ্যে বিচরণ করে। হাহা এখন এসব বললে,  যেন সবাই হাসবে,পাগল বলবে। আগে স্বর্গ মানে আকাশ কে ভাবতাম, আকাশের উপর কোন একটা আকাশ আছে, যেখানে শুধু দেব দেবী থাকতো। কি করবো ছোট বেলার ছোট্ট খাটো ভাবনা, এখন মুখে নিয়ে আসে একটু মুচকি হাসি। মেঘের উপর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি ইডেন গার্ডেন কে, মনে হচ্ছে ওটা একটা একটা দেশলাই বাক্সের মতো। রাস্তা গুলো দেখে মনে হচ্ছে, যেন ছোট বেলাকার প্রজেক্ট বানানোর পথ। কি সুন্দর লাগছিল যে, বলে বোঝাতে পারবোনা। কিন্তু তাও যেন কোন কিছুর অভাব ছিল, যার জন্য কলকাতা মেতে খেলে উঠতে পারছেনা, কারন করোনা সবার জীবনের হাসিটা যেন ছিনিয়ে নিয়েছে। যেমন দুর্গাপুরের বন্ধু,ভুল বোঝাবুঝির জন্য, নিজের হাসিটা হারিয়ে ফেলেছে অার তার বন্ধুও মনের ব্যথা কবিতা...

ওই আমার মিষ্টি বন্ধু👩‍🎨 তোমার সাথে রোজ ২ মিনিট একটু কথা বলা, আমার👨‍💻 সারাদিন ভালো থাকার ওষুধ💊💊💊, কথা বলো না গো আবার একটু🙏🙏🙏

ওই আমার মিষ্টি বন্ধু👩‍🎨 তোমার সাথে রোজ ২ মিনিট একটু কথা বলা, আমার👨‍💻 সারাদিন ভালো থাকার ওষুধ💊💊💊, কথা বলো না গো আবার একটু🙏🙏🙏 সুপ্রভাত বন্ধু🌄🌅☕🍪🍕🍫🍩🍪🌹💐💝, ওই তোমার সাথে খুব কথা বলতে খুব ইচ্ছে হচ্ছে গো, ২ মিনিট একটু কথা বলোনা গো। কাল সারাদিন জানিনা তোমাকে খুব মিস করছিলাম, ওই বন্ধু আমার সাথে কথা বলোনা গো। আমি বাড়ি চলে যাচ্ছি তো, এখন জানিনা অার আসবো কি না, ২ মিনিট কথা বলবে ও না গো। কি সুন্দর সেদিন কথা বললে, আবার বেস্ট ফ্রেন্ডের মতো। কি হলো গো তারপর থেকে, কেন এত চুপ হয়ে গেলে। রাধা কৃষ্ণ ভগবান আমার জীবনটায়, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলিয়ে দাওনা, ওর সাথে না কথা বলে, কাজ করা যেন বন্ধ হয়ে গেছে, শুধু যত টুকু মোবাইল থেকে কাজ করতে পারি, তত টুকু করতে পারছি, তার চাইতে বেশি অার করতে পারছিনা। তোমাকে একদিন বলেছিলাম, "আমাকে কোন দিনও ভুলে যাবেনা তো?" তুমি বলেছিলে, "না ভুলবোনা তোমায়" আমি বলেছিলাম,"কোন দিনও কথা বলা বন্ধ করবেনা তো" তুমি বলেছিলে "না,আমরা সারা জিবন ভালো বন্ধু থাকবো"। আমি বলেছিলাম,"তোমার আমি সবচেয়ে ভালো বন্ধু হয়ে দেখাব...

কিছু মানুষ আছে যে পাতে খায় সে পাতকে ছেদ করতে ছাড়েনা 😅😅😅

কিছু মানুষ আছে যে পাতে খায় সে পাতকে ছেদ করতে ছাড়েনা 😅😅😅 তুমি সেদিন আমাকে বুদ্ধি দিলে, অার বললে,"ম্যানেজারকে এখনই বের করো।" আমার ম্যানেজারটা কাজ করছিলনা। গালি দিচ্ছিল বলে। আমি তখনই ওকে বের করলাম গ্রুপ গুলো থেকে। ওকে আমি প্রজেক্ট তুলতে শিখিয়ে ছিলাম, কিভাবে কোথা থেকে তুলবে, তার দ্বারাই সে একটা চাকরি জোগাড় করলো, যে প্রজেক্ট টাতে ও কাজ করছিল। আজ যখন বললাম আমার এই প্রজেক্টের জন্য সময় দিয়ে, তুমি শিখতে পারলে অার কাজটা পেলে, আমার কোম্পানীর নাম নিয়ে তুমি তোমার স্বপ্নের গাড়ি টা কিনলে, অার আজ তুমি ওই কোম্পানীর নিন্দা করছ। আমাকে তখন বলছে," আমি তোমার মত লুজার নই,cheater নই,তুমি কিছু শেখাও নি"। চাকরি পাচ্ছিলনা কিছু দিন, গড়ে বসে ছিল। আগের কোম্পানি ৬ মাস টাকা দেয়নি, অার যে তাকে সময় মতো টাকা দিচ্ছে, তাকে  সে গালি দিচ্ছে? Cheater বলছে। মিথ্যে বলে ১৫ থেকে ৩০ হাজার টাকা নিয়ে নিল, কারন অফার লেটার পাঠায়নি ভুল করে, অার যখন রেকর্ডিং টা শোনালাম,  যেখানে সে ১৫হাজার টাকা তে রাজি ছিল, তখন বলছে, "আমি পরে দিয়ে দেবো, আমার কাছে টাকা নেই এখন, আমাকে কিছুটা সময় দাও।" আমি ...

আমার জিবনে মাথায় পাহাড়টা⛰️ ছিল বসে আগে, এখন সেটা পর্বত🗻 হয়ে সব কিছুকে যেন পিষে ফেলছে🌋🤯

The tention like Hills of my life becomes the mountain when you stopped talking suddenly আমার জিবনে মাথায় পাহাড়টা⛰️ ছিল বসে আগে, এখন সেটা  পর্বত🗻 হয়ে সব কিছুকে যেন পিষে ফেলছে🌋🤯 অার কেবল ৪টে দিন আছে, তার পর বাড়ি চলে যাচ্ছি। তুমি কথা বললে আসতাম, তুমি যদি এভাবেই চুপ থেকে যাও, তাহলে অার আসছিনা। ভাববেনা দোষ দিচ্ছি তোমাকে, আমি নিজে এখানে পারবোনা বেঁচে থাকতে তোমার সাথে না কথা বলে অার। তোমার সাথে ২ মিনিট কথা বলেই, মন ভালো রাখতাম আমি। আমার মাথা থেকে পাহাড় টা চলে গেছলো, এখন যেন পাহাড় টা পর্বত হয়ে, হাসির সাথে সাথে কাজ সবকিছুকে যেন পিষে ফেলছে। রাধা কৃষ্ণ ভগবান কে সব সময় বলি, ৯টা মাস তো পরীক্ষা নিলে আমার, অার কত দিন পরীক্ষা নেবে আমার। আমি তো ভাবলাম জীবনের পরীক্ষাতে পাশ করেছি, কিন্তু কে জানত, পুনরায় কেউ ভেরিফিকেশন করতে বলে, আমাকে ফেল করিয়ে দিল। আগের থেকে দ্বিগুন যেন নিজেকে কষ্ট দিচ্ছি, না বাড়িতে কারু সাথে মন ভালো করে কথা বলতে পারছি, না কাউকে বোঝাতে পারছি আমার যন্ত্রনাটা। হৃদয়টা চিরে দেখলে,তুমি দেখতে পাবে, কতটা মিস তোমাকে করছি আমি। মাথা যখন ঠিক...

সুপ্রভাত বন্ধু জানিনা আবার তুমি কবে কথা বলবে আবার । Aamar Cindrella 👩‍🎨🌹🍫💝

সুপ্রভাত বন্ধু জানিনা তুমি কবে কথা বলবে আবার । Aamar Cindrella 👩‍🎨🌹🍫💝 । Cinderella Story 2019 সুপ্রভাত বন্ধু জানিনা, কবে কথা বলবে আবার। মনে হয় তোমাকে না কল করলে, সব কিছু ঠিক হবেনা। জানি তুমি বলেছ, কল করবেনা। এই শহর এই ঠিকানা - একটা গান তোমাকে নিয়ে কিন্তু না কথা বলে, মন টা এতো খারাপ। যে কাজের মধ্যে মন বসছেনা। ওই বন্ধু একটু কথা বলোনা। সব তো ঠিক ছিল, তাও চুপ হয়ে গেলে। আবার একটা রেকর্ড করে, এখানে পোস্ট করলাম। শুনো দেখ মনটা আমার কত ভালো আছে 😔 Read more:  Oi Aamar Mishti Bondhu👸 Tomar Joy👨‍💻 Ke Bojho Ektu🙏 আমার Cindrella অ*মিকা ❣️ । Cinderella Friendship Story 2019 লাল শাড়ি আর কপালে লাল টিপ🥰   Yeh pyar❤️,dosti👫 hotaa hi kyu hay Bangalore Best Art Teacher Best Tiktok Video Creator একা একা অ*মিকা👩‍🎨,হাসতে দিলদার❤️ Never leave me dear👩‍🎨🌹🍫💝🤗 আমার কোম্পানি নাম টা তোমার নাম দিয়েই বানিয়েছিলাম একদিন❤️❤️❤️ এই শহর এই ঠিকানা - একটা গান তোমাকে নিয়ে

আমার জিবনে কষ্টটা কি একটা recycle😭♻️😭?

The pain in my life is really a recycle God আমার জিবনে কষ্টটা কি একটা recycle😭♻️😭? সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু অ*মিকা👩‍🎨 🌄🥯☕🍪🍕🍫🍩🍪💝🌹💐, ভালো থেকো,খুশিতে থেকো , তোমার মুখের মিষ্টি হাসিতে কেউ যেন নজর না দেয়। তোমার মিষ্টি মুখ দেখলে মন শান্ত হয়ে যায়🥰। একটু আমার সাথে রোজ কথা বলো। এর চাইতে বেশি কিছু চাইনা। তোমার মত মিষ্টি কষ্ট সহনকারীনি কোনো মেয়ে,  যদি আমার জিবনে আসে, আমি ওকে কোন দিনও বিন্দু মাত্র কষ্ট দেবনা, সব সময় চাইবো, ও যেন খুশিতে থাকুক, সেটাই করার চেষ্টা করবো। তোমার মত ওর মুখেই মিষ্টি হাসিটা বানানোর চেষ্টা করবো। আগে এভাবে লিখতাম, তোমার সুপ্রভাত না জানিয়ে যেন দিন টা শুরু হয়না। তোমার মিষ্টি মুখটা চোখ বন্ধ করলে ভেসে আসে, অার ঠাকুরকে বলি, একটু কথা বলিয়ে দাও প্রভু। 20 May থেকে যখন আবার কথা বলা শুরু করলে, একটা ভালো বন্ধুর মতো, আমার মাথার মধ্যে যে পাহাড়🗻 টা ছিল, সেটা মনে হলো মুক্ত হলো। আমি এতটা শান্তি পেয়েছি সেদিন, যে তোমাকে এখানে লিখে বোঝাতে পারবোনা☺️। 25 May সকালে তুমি বুদ্ধি দেওয়ার পর বিপদের সময়, সন্ধ্যে থেকে আবার একাউন্ট ...

জানি আজ তুমি👩‍🎨 বলছনা কথা কোন চাপে পড়ে😔,কিন্তু একদিন রাধা কৃষ্ণ ভগবান সব ঠিক করবে👨‍💻👩‍🎨🤗

If God exists, we'll be friends forever  জানি আজ তুমি👩‍🎨 বলছনা কথা কোন চাপে পড়ে😔,কিন্তু একদিন রাধা কৃষ্ণ ভগবান সব ঠিক করবে👨‍💻👩‍🎨🤗 জানি তোমার মন ভালো নেই একটুও, যেমন আমার মন ভালো নেই একটুও। জানি তুমি আগে বলতে, তুমি আমাকে কতটা বোঝো, আমি বলি, আমি তোমাকে নিজের থেকে বেশি বুঝি। তোমার সাথে ২ মিনিট কথা বলেও যেন বুঝতে পারি, তুমি খুশিতে আছো কি না। Yeh pyar❤️,dosti👫 hotaa hi kyu hay তোমার চুপচাপ থাকার মধ্যেও বুঝতে পারি, তোমার মনের অবস্থা কেমন? তুমি বলবে তুমি কিছু বোঝনা, কিন্তু আমি বলি আমি বুঝি। তুমি এমন কিছু জিনিসের মধ্যে পড়ে আছো/আটকে আছো, যার জন্য আমরা ভালো বন্ধু আবার হয়েও, তুমি একাউন্ট বন্ধ করতে বাধ্য হলে। আমি জানি তোমার কোন দোষ নেই, কিন্তু কোন একটা জিনিষ তোমাকে বাধ্য করলো এটা করতে। Bangalore Best Art Teacher আমি নিজেকে এতটা চিনিনা, যতটা তোমাকে চিনতে পেরেছি। তুমি খুব ভালো মেয়ে, তোমার মত পৃথিবীতে একটাও নেই। তোমার মনের ভাবনা, বুদ্ধি,গুণ, আমার কাছে তুমি সবার আগে। তুমি ভাববে, আমি খুব বেশি বলি, যেটা তুমি পছন্দ করোনা। কিন্তু আমি জানি তুমি কত ভালো...

চলে যাচ্ছি বন্ধু আর আসবোনা😭😭😭,তুমি থেকো সুখে | Aamar Cindrella👩‍🎨🌹🍫💝 | Cindrella Story 2019

 চলে যাচ্ছি বন্ধু আর আসবোনা😭😭😭,তুমি থেকো সুখে | Aamar Cindrella👩‍🎨🌹🍫💝 | Cindrella Story 2019 20 May যেদিন তুমি আবার একটা ভালো বন্ধুর মতো কথা বলা শুরু করলে, আমি ঠাকুরকে সাষ্টাঙ্গ এ প্রণাম করলাম। বললাম, ঠাকুর তুমি আছো, আমার নয় মাস তোমার কাছে রোজ প্রার্থনা করার পর, আজ সে আমার সাথে আবার সেই পুরনো অ*মিকার মত কথা বলল। কোটি কোটি ধন্যবাদ ভগবান তোমাকে। ৫ টা দিন খুব ভালো গেলো, হুমম আগের মত তোমার মুখে হাসি ফোটাতে, কিছু সময় লাগবে। তাই তোমাকে কিছু বলিনি, তুমি যা চাইছিলে আমি সেটাই করলাম। তুমি আমাকে খুব বকলে প্রথমে, তারপর আমাকে বোঝালে, বুদ্ধি দিলে পরামর্শ দিলে, কত ভালো লাগছিল, তোমাকে বোঝাতে পারবোনা। Bangalore Best Art Teacher পরশু রাত থেকে মাথা যেন কাজ করছেনা। আমি ওই মন শান্ত গান শুনে ঘুমোলাম কাল, মাথা পুরো ব্যথা করছিল। কি করবো হঠাৎ তুমি আবার, একাউন্ট টা deactivate করে দিলে, যখন আমরা ভালো বন্ধু হয়ে গেছলাম আবার। কাল থেকে চোখ থেকে না জল পড়ে যেন থাকছেনা। ৫টা দিন কি করে পের করবো জানিনা, আজ ভাবলাম কালকের কিছু আছে তো করি ১ জুন ফ্লাইট ticket cancel করে, কি...

ধন্যবাদ বন্ধু👸এই ৫টা দিন আমার মন ভালো রাখার জন্য🤗

Thank you my best friend  যদি পারতো একটু ভিডিও টা দেখবে😊 ধন্যবাদ বন্ধু👸এই  ৫টা দিন আমার মন ভালো রাখার জন্য🤗 গত ৫টা দিন মন খুব ভালো ছিল, ভেবেছিলাম আমার মিষ্টি বন্ধু আমাকে বুঝেছে, আমার সাথে আবার একটা ভালো বন্ধুর মতো কথা বলছিল, আমাকে বোকছিল, আমাকে পরামর্শ দিচ্ছিল, কোন টা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। মন আমার খুব ভালো ছিল। কাল যেন ভগবান রূপে এসে, আমাকে কতকিছু বোঝালে। কত টেনশনে ছিলাম কাল,  কতভালো লেগে ছিল তুমি জাননা, আমি তোমাকে বললাম, মন ভালো নেই,একটা fb call করি, তুমি বললে, না call এ কথা বলতে পারবোনা। আমি বললাম ঠিক আছে, কোন সমস্যা নেই, এখানেই কথা বলবো। দেখি তুমি কিছু দেখনি, ভাবলাম সন্ধ্যেতে দেখবে। তারপর দেখি একাউন্ট deactivate করে দিয়েছ  আবার এই নতুন একাউন্ট টা। বন্ধু আমার, কখনো কথা বলতে হবেনা কল এ গো, মেসেজেই কথা বলো। দেখনা আমি তো চলে যাচ্ছি, আর ছয় দিন পর। তুমি যদি কথা বলতে, তো আসতাম ব্যাঙ্গালোর আবার। কিন্তু তুমি যদি না কথা বলো, তো আমি এখানে একা বেঁচে থাকতে পারবনা। কাল ভাবলাম, মনে হয়, ফেসবুক আইডেন্টিটি চাইছে,...

আবার এলো আমফান ঝড়🌧️⛈️🌀🌦️🌩️ আমার👨‍💻 জিবনে

Amphan Storm came to my life আবার এলো আমফান ঝড়🌧️⛈️🌀🌦️🌩️ আমার👨‍💻 জিবনে আজ দিনটায় যেন আমফান ঝড় উঠলো আমার জিবনে, কাউকে কিছু বলতে গিয়ে,অভিশাপ পেলাম। আমার ম্যানেজার দিদি টাকে শুধু কাজের রিপোর্ট জিজ্ঞেস করলাম, জানি ওর husband hospital এ, কিন্তু ৫ দিন ধরে কাজের কিছু জিজ্ঞেস করছি, একটা রিপ্লাই তো আশা করি। ওর নিজের শরীর খারাপ ছিল, আমি নিজে সবাই কে বললাম, কেউ যেন না বিরক্ত করে। তাতে ও সে আমাকে বললো, আমি inhuman insensible person, কত খারাপ কথা বললো, অার আমাকে অভিশাপ দিয়ে বললো, "তুমি কোন দিনও সফল হবেনা জিবনে" যাকে দিদি ভাবতাম, সে আমাকে অভিশাপ দিল, কি করবো অার,  সময় সব কিছু করছে। আমাকে যদি বলতো, আমি কিছুদিন কাজ করতে পারবোনা, আমার বরের স্ট্রোক হয়েছে হসপিটালে আছি, আমি কি কখনো বলতাম যে, না তুমি করো কাজ? ১৫০০০ টাকা নাম করে, ৩০০০০ টাকা প্রথম মাসে নিল, ভাগ্যিস একটা রেকর্ড ছিল। তখন দ্বিতীয় মাসে ১৫০০০ টাকা দিলাম, না হলে কি হতো কে জানে! তার পর থেকে কাজ করাও কমিয়ে দিল, তাও আমাকে কথা শুনিয়েছে কতো, যখনই daily report জিগ্গেস করতাম তো, আমি তাও মুখ বন্ধ করে শুনেছি। তার কাছ থেকে এখন...

Best Tiktok Video Creator 🎥📽️আমার মিষ্টি বন্ধু👸 তোমার ভিডিও গুলো খুব সুন্দর💖💖💖 , একবার দেখলেও যেন মনে হয় দেখি বার বার ☺️☺️☺️

Best Tiktok Video Creator Best Tiktok Video Creator 🎥📽️আমার মিষ্টি বন্ধু👸 তোমার ভিডিও গুলো খুব সুন্দর💖💖💖 , একবার দেখলেও যেন মনে হয় দেখি বার বার ☺️☺️☺️ আমার মিষ্টি বন্ধু তোমার ভিডিও গুলো খুব সুন্দর গো🥰, কতদিন হয়ে গেল দেখিনি। কিন্তু চোখ বন্ধ করলেই যেন চোখের সামনে ভেসে আসে সব🤗। জানিনা কেন তোমার কথা ভাবলে, তোমার নিয়ে কিছু লিখলে মুখের মধ্যে, একটা মিষ্টি হাসি চলে আসে, মন থেকে সব চিন্তা দূর হয়ে যায়। মন শান্ত হয়ে যায় আমার। আমার বন্ধু তুমি বিবিধ মুখী প্রতিভার অধিকারী, না আমি বেশি বলিনা, কিন্তু যে ভালো তার খুব নাম করি, যেটা খারাপ সেটা মুখের সামনে বলে দিই, খারাপ লাগে জানি কিন্তু আমি এরকমই। বাড়িতে মা সব ভালো বানায়, চা বানাতে যায় কখনো চা এ চিনি কম, কখনো বেশি হয়ে যায়, কোন দিনও ঠিক করে হয়না। অার আমিও বলে দিই,ভালো হয়নি চা টা, খারাপ লাগে জানি কিন্তু কি করবো, যেটা ভালো লাগেনা মুখের সামনে বলে দিই। অার যখন পোলাও বানায় বা কটোরা চাট খুব ভালো করে, বলে দিই রেস্টুরেন্ট ফেল বানিয়েছ মা। জানিনা কেন আমি এরকমই। নিজেকে বদলানোর চেষ্টা করি, কেউ ভালোবেসে বানিয়েছে, তো ওরকম বলবনা কিন্তু পার...

Bangalore Best Art Teacher আমার মিষ্টি বন্ধু 👩‍🎨 তোমার আঁকা ছবি গুলোতে যেন তুমি প্রাণ ঢেলে দিয়েছ🖤🧬💖

Life in paintings 💖 Bangalore Best Art Teacher আমার মিষ্টি বন্ধু 👩‍🎨 তোমার আঁকা ছবি গুলোতে যেন তুমি প্রাণ ঢেলে দিয়েছ🖤🧬💖 ওই তোমার ছবি আঁকা গুলো খুব সুন্দর, সব ছবিতেই মনে হয়, তুমি প্রাণ সঞ্চার করে, ছবিগুলো কথা বলতে থাকে 🤗  সত্যি কি সুন্দর ছবি আঁকো, তোমার tikoke পোস্ট মিষ্টি মেয়ে টার  যে ছবিটা এঁকেছ দেখে মনে হচ্ছে যেন ও সত্যিই কিছু ভাবছে। তোমার ওই একটা গ্রামের ছবিটা কি সুন্দর, যেন মনে হচ্ছে,দূরে কোন গ্রাম আছে। সামনে ছোট্ট পুকুর টা, হাস গুলো খেলছে। চোখ বন্ধ করলে সব চোখের সামনে ভেসে আসছে। তোমার চার্লি চ্যাপলিনের ছবিটা, সত্যি খুব সুন্দর বানিয়েছ। তোমার ওই ছবিটা যেটায় সবাই গ্রামের পথ দিয়ে যাচ্ছে, বাজনা বাজিয়ে বাজিয়ে। তেমনি তুমি তার সাথে একটা দারুণ গান লাগিয়ে ছিলে, যেন নিরস ছবিটে প্রাণ সঞ্চার করেছ। একটা অনেক পুরনো ছবি যেটায় প্রেমিক প্রেমিকা ছাতা নিয়ে জলে ভিজছে, অার একে অপরকে ভালোবাসার চোখে দেখছে, সব আমার চোখের সামনে ভেসে আসছে। মা দুর্গা,গণেশের কি সুন্দর আঁকা ছবি গুলো, তেমনি তোমার মন্দির টা, নিজের আঁকা ঠাকুরের ছবিকে প্রতিমার মতো সাজিয়ে পুজো করো। আমার জিবনে দেখা ...

তুমি👩‍💻 যেন আমার👨‍💻 জীবনের মিষ্টি🥰 হিমেল বাতাসের ছোঁয়া🌬️❤️🍃

You are the best feelings in the world তুমি👩‍💻 যেন আমার👨‍💻 জীবনের মিষ্টি🥰 হিমেল বাতাসের ছোঁয়া🌬️❤️🍃 জানিনা কেন তোমার সাথে রোজ ২ মিনিট কথা বললে মনটা খুব ভালো লাগে, কিন্তু এই ২ মিনিটের জন্য সারাদিন তোমার ইনবক্স এর দিকে বসে থাকি, কখন তুমি ইনবক্সটা খুলে একটা রিপ্লাই করবে। আমি জানি আমি অনেক কিছু লিখি, কি করবো মন খুলে কথা বলতে চাই শুধু তোমার সাথে। জানিনা কেন তুমি আমার জীবনের একটা মিষ্টি হিমেল ছোঁয়া, যে ছোঁয়া আমি রোজ প্রাণের মধ্যে ছুঁতে চাই। এই ছোঁয়া টা বিএফ জী এফ এর ভালোবাসার ছোঁয়া নয়, এই ছোঁয়া টার স্থান অনেক উঁচু জায়গায়। যে ছোঁয়া খুবই পবিত্র। দেবীর আসনে রাখবো এই ছোঁয়া কে। এই ছোঁয়ার যেন একটা আলাদা অনুভুতি, এই ছোঁয়াতে কারু মনও ভালো হয়ে যায়।  ভগবান এই ছোঁয়া টা আমার প্রাণে যেন রোজ লাগে, এই ছোঁয়া পেলে আমি আমার অার ওর স্বপ্ন পূরণ করতে পারবো। এই ছোঁয়া তে নেই দরকার একে অপরকে ছোঁয়ার, এই ছোঁয়াতে  নেই দরকার সামনে বসে বসে বা ফোন করে কথা কথা বলার। এই ছোঁয়া টা কিছু না বলেও যেন সব কিছু বলে যায়। এই ছোঁয়া তে নেই যেন লাভ লোকসান, এই ছোঁয়াতে নেই রাগ অভিমান দুঃখ কষ্ট...

তুমি👸,শুধু তুমি👩‍🎨,তুমি আর তুমি 😊👸🌹🍫💝 নেই সেখানে কোন আমি ❎👨‍💻

তুমি শুধু তুমি তুমি👸,শুধু তুমি👩‍🎨,তুমি আর তুমি 😊👸🌹🍫💝 নেই সেখানে কোন আমি ❎👨‍💻 আমার মিষ্টি বন্ধুর একটা মেসেজ, যেন মনের মধ্যে এনে দেয় খুশির জোয়ার। আমার মিষ্টি বন্ধুর মুখ থেকে শোনা একটা "বাহ্", জানিনা কেন কিন্তু মন টা খুশিতে ভরিয়ে দেয়। আমার মিষ্টি বন্ধু সবার চাইতে ভালো, ভগবান ওকে হিম্মত দাও। ওর এখন কিছু ভালো লাগেনা, ও যেন সব সময় ভালো থাকে। পজিটিভ থাকে হাসি খুশিতে থাকে। আমার মিষ্টি বন্ধুর খুব বুদ্ধি, ও আমাকে বোঝায় কোনটা ঠিক কোনটা ভুল। আমার মিষ্টি বন্ধু সব কিছুতেই আগে আছে, যেমন ছবি আঁকা, হাতের লেখা, কবিতা, রান্না করা, গান, নাচ, অ্যাক্টিং, তেমনি ওর ব্যবসাতেও খুব বুদ্ধি। ও আমাকে বোঝায়, তোমার লাভ কত হচ্ছে, তুমি লসে কেন যাবে। তাই তো আমি ওকে আমার কোম্পানির CEO বলি☺️ কিন্তু সে আমার গল্পের CEO হয়েই রইল। বাস্তবে হতে হলে ওর সাথে ক্লাস ১০ এ দেখা হলে, তাকে আমি বানাতে পারতাম। কারন সে তো অন্য কারুর ঘরের CEO হতে চাই, তাই আমিও ও যেটাতে খুশি হবে, আমিও সেটাতেই খুশি হয়ে  ওর একটা ভালো বন্ধু হয়েই,  সারা জিবন থাকতে চাই। ও খুব ট্যালেন্টেড মেয়ে,...

সময়⏳,সম্পর্ক👩‍❤️‍👨,দূরত্ব👨‍💻〰️💨👂👸

সময়⏳,সম্পর্ক👩‍❤️‍👨,দূরত্ব👨‍💻〰️💨👂👸 সময়⏳,সম্পর্ক👩‍❤️‍👨,দূরত্ব👨‍💻〰️💨👂👸 মানুষের জিবনে সময়টা খুব বড় জিনিস, একটা সম্পর্ক গড়তে অনেক সময় লাগে, তাকে যদি দুদিনের মধ্যে বানাতে চাও, তাহলে সেটা কোন দিনও টিকবেনা। সম্পর্কের মধ্যে একটা পারস্পরিক সমঝোতা না থাকলে, সেই সম্পর্ক বেশি দিন টিকে না। আবার কোন সম্পর্ক যদি ভেঙ্গে যায় তো, ওটাকে আবার গড়তে সময় লাগে, তার পিছনে সময় দিতে হয়, কারন সম্পর্ক গড়ে যেতেও পারে, কিন্তু দুজনের মধ্যে একটা দূরত্ব যেটা হয়েছে, সেটাকে মেটাতেও একটু সময় লাগে। সেই সম্পর্কে কখনো কখনো দেখবে,  কোন একজন একটু বেশি চুপ হয়ে গেছে, তাহলে তাকে বুঝতে হয়, তাকে একটু সময় দিতে হয়। সময় দিলেই সব ঠিক হবে। ও কি চায়, তার একটু সম্মান করতে হয়, যাই বা বলছে, তাকে মন দিয়ে শুনতে হবে, নাকি নিজের কি চলছে ওটা ওকে শুনিয়ে দিতে হবে। এই কিছু দিনে জিবনটাকে মনে হয় কিছুটা জেনেছি, কিভাবে একটা সম্পর্ক কে বাঁচিয়ে রাখা যায়, কেউ চুপচাপ থাকলেও সে চুপচাপ এর মধ্যেও কিছু যেন সে বলতে চায় সেটা বুঝতে শেখা। মনে হয়, জিবনে একটা সংসার বানানোর আগে  অ...

২০২০ করোনা🦠, আম্ফান⛈️🌀🌦️ আর আমাদের জিবন👨‍👩‍👧‍👦

2020 Corona Amphan Men's lives ২০২০ করোনা🦠, আম্ফান⛈️🌀🌦️ আর আমাদের জিবন👨‍👩‍👧‍👦 আজ কিছু লিখতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু জানিনা কি লিখবো। আজ মনটা খারাপ ২০২০ সালটা জিবনে কোন দিন ভুলবোনা। আমরা আমাদের ছেলে মেয়েকে একদিন বলবো, যে আমরা বিশ্ব যুদ্ধে যোগদান করেছিলাম, না বন্দুক, কামান নিয়ে নয়, আমরা ভাইরাসের সাথে লড়াই করেছিলাম। টিভিটে যেমন কাল্পনিক মুভিতে দেখাতো, রাস্তা ঘাট ফাঁকা, সবাই মুখে মাস্ক নিয়ে ঘুরছে, হাজার হাজার মানুষ হসপিটালে আসছে, বেড নেই খালি, কান্না কাটি করছে, ঘর থেকে ভাইরাসে আক্রান্তদের তুলে নিয়ে যাচ্ছে, আজ চোখের সামনে দেখলাম। খুবই খারাপ লাগলো। চায়না সব ঠিক হয়েও আবার ওখানে, লকদাউন নেমেছে, কি হবে আমাদের ধরিত্রী মা এর? ঘরে বন্দি থেকে খেতে পারছেনা হাজার হাজার গরীব মানুষরা, কি হবে এই দেশের? তার সাথে আবার আম্ফান ঝড়, কলকাতা পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ওরিষাতে, যেখানে মাটির চালের ঘর, ওখানে মাটির ঘর গুলো যেন উড়ছে, কত মানুষ মরল এই ঝড়ে। এই রুদ্র আমফান রাক্ষস তাণ্ডব লীলা গরীব মানুষদেরকে যেন বাঁচতে দিচ্ছেনা। করোনার সাথে এই রুদ্র রাক্ষস আম্ফান, যেন মুছে ফেলছে পৃথিবী থে...

Never leave me dear👩‍🎨🌹🍫💝🤗

Never leave me Cindrella Never leave me dear👩‍🎨🤗 ====================== Kabhi khusi to kabhi Gam, Terese dosti rakhna hay had Janam. Khudase kartihu dua, Rakhna is dostko har pal har khush. Chaahe Dede mujhe saare dukh. Isse kabhi naa dosti naa todna. Par koyi nhi chahtahay is dostiko rakhna, Hotihay choti choti baaton mein karaar, Khudako sache dilse maante hay hum, Isliye khuda ekdin lelega, Saare dukh aur saare gam 😊😊😊 লিখেছিলাম এটা ২১শে জুন,তোমাকে পাঠিয়ে ছিলাম,আজ ব্লগে রাখলাম। তুমি বলেছিলে,না আমি কোন দিনও ভুলবোনা তোমাকে। কিন্তু একটা তুফান এসে  আমাদের মিষ্টি বন্ধুত্বের টাইটানিক টা ভেঙ্গে টুকরো টুকরো করে দিল, অার আমি সমুদ্রের মাঝে  একা একা ভেষে চলেছি, কখন একটা কূল দেখতে পাই। খুব মিস করছি তোমাকে বন্ধু অনামিকা। জানিনা ১জুন ফ্লাইট খুলবে কি না, ঘর যেতে পাবো কি না। করোনা সব মানুষের করুন অবস্থা বানিয়ে দিয়েছে এখন। ভালো থেকো। #neverleaveme #sweetdear #missingyou #bestfriend #aamarcindrella

সকালে তোমার পুরনো হাসি খুশির মিষ্টি মেসেজ না দেখলে যেন দিন চলেনা আমার আর 👩‍🎨🌹🍫💝🤗

Aamar Cinderella Good Morning Wishes সকালে তোমার পুরনো হাসি খুশির মিষ্টি মেসেজ না দেখলে যেন দিন চলেনা আমার আর 👩‍🎨🌹🍫💝🤗 ====================================== সুপ্রভাত আমার মিষ্টি কিউট অ*মিকা। ভালো থেকো বন্ধু। সুস্থ হয়ে উঠো আমার Cindrella👩‍🎨 আজ সময় হলে একটু কথা বলবে, তোমার মিষ্টি হাসি টা শুনলে আমার খুব ভালো লাগে, আমার সবকিছু ভালো হয়। 🌅☕🍔🥧🍛🥪🍚🥣🍥🍪🍎🍫🍫🍫🍬🍬🍬⌚👠👗💐💐💐🌹🌹🌹👸🏩💝🐟😊😊😊 আগে এভাবে সুপ্রভাত উইশ করতাম, জানিনা কবে আবার তোমাকে, উইশ করতে পারবো কি না। শুধু ভগবান পারবে এটা ঠিক করতে। সকালে তোমার পুরনো হাসি খুশির মিষ্টি মেসেজ না দেখলে অার , যেন দিন চলেনা আমার। তুমি তো আমার হাসি, কি করবো তোমায় যে খুব ভালোবাসি, যে ভালবাসা রাধাকৃষ্ণের ভালোবাসার  মত রয়ে যাবে একদিন অপরিপূর্ণ। ওরাও যেমন একটা ভালো বন্ধু হয়েই রইলো, আমার কাছে তুমিও একটা ভালো বন্ধু হয়েই সারা জিবন রইবে। জানিনা রাধা কৃষ্ণ ভগবান আমার সাথে এমন করলই বা কেন? কারু তো খারাপ করিনি, হাজার হাজার মানুষ কে চাকরি পেতে, সাহায্য করেছিলাম, অার করছি এখনো নিঃস্বার্থ ভাবে। ...

একা একা অ*মিকা👩‍🎨,হাসতে দিলদার❤️...শুধু ভাবি তোমায়,ভগবান একদিন শুনবে আমায়😊 (Cinderella Song 2020)

একা একা অনামিকা👩‍🎨,হাসতে দিলদার❤️...শুধু ভাবি তোমায়,ভগবান একদিন শুনবে আমায়😊 একা একা অ*মিকা👩‍🎨,হাসতে দিলদার❤️...শুধু ভাবি তোমায়,ভগবান একদিন শুনবে আমায়😊 একা একা অ*মিকা, হাসতে দিলদার। খুব খাটে খুব পড়ে, ভগবান দূর করো আমার বন্ধুর জিবনের অন্ধকার😊। একটা ভালো চাকরি লাগিয়ে, দেখতে চাই ওর মুখে হাসি, যেটা লাগে পৃথিবীতে সবচেয়ে বেশি দামী💝। তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমার উপর তোমার পুরো অধিকার। পারো তুমি আমাকে বকতে, পারো তুমি আমাকে শাসন করতে। পারো তুমি আমাকে ভালবাসতে, আবার পারো তুমি আমাকে কষ্ট দিতে। আমি কষ্ট পেলেও তুমি চির সুখী থাকো, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। তোমার মুখের মিষ্টি হাসি, যেটা দেখতে কোন কিছুই করতে পারি। আমার মনে প্রাণে আত্মায় রয়েছে যে একটাই নাম, সে যে কেউ নয়,সে আমার অনামিকা🤗। তোমার রাগকেও যে ভালোবাসে, সে যে তোমার বন্ধু জয়। তোমার কষ্ট হলে একজন যে কষ্ট পায়, সে যে তোমার জয় 😊। তোমাকে না দেখলে যার সকাল হয়না, সে যে তোমার জয়। তোমাকে না দেখলে যার ঘুম হয়না, সে যে তোমার জয়। কি করবো বেসেছি ভালো তোমা...