Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
![]() |
| তুমি শুধু তুমি |
তুমি👸,শুধু তুমি👩🎨,তুমি আর তুমি 😊👸🌹🍫💝 নেই সেখানে কোন আমি ❎👨💻
আমার মিষ্টি বন্ধুর একটা মেসেজ,যেন মনের মধ্যে এনে দেয় খুশির জোয়ার।
আমার মিষ্টি বন্ধুর মুখ থেকে শোনা একটা "বাহ্",
জানিনা কেন কিন্তু মন টা খুশিতে ভরিয়ে দেয়।
আমার মিষ্টি বন্ধু সবার চাইতে ভালো,
ভগবান ওকে হিম্মত দাও।
ওর এখন কিছু ভালো লাগেনা,
ও যেন সব সময় ভালো থাকে।
পজিটিভ থাকে হাসি খুশিতে থাকে।
আমার মিষ্টি বন্ধুর খুব বুদ্ধি,
ও আমাকে বোঝায় কোনটা ঠিক কোনটা ভুল।
আমার মিষ্টি বন্ধু সব কিছুতেই আগে আছে,
যেমন ছবি আঁকা, হাতের লেখা, কবিতা, রান্না করা, গান, নাচ, অ্যাক্টিং,
তেমনি ওর ব্যবসাতেও খুব বুদ্ধি।
ও আমাকে বোঝায়, তোমার লাভ কত হচ্ছে,
তুমি লসে কেন যাবে।
তাই তো আমি ওকে আমার কোম্পানির CEO বলি☺️
কিন্তু সে আমার গল্পের CEO হয়েই রইল।
বাস্তবে হতে হলে ওর সাথে ক্লাস ১০ এ দেখা হলে,
তাকে আমি বানাতে পারতাম।
কারন সে তো অন্য কারুর ঘরের CEO হতে চাই,
তাই আমিও ও যেটাতে খুশি হবে,
আমিও সেটাতেই খুশি হয়ে
ওর একটা ভালো বন্ধু হয়েই,
সারা জিবন থাকতে চাই।
ও খুব ট্যালেন্টেড মেয়ে,
ওর মত দুটো মেয়ে পৃথিবীতে নেই।
কিন্তু তাও দুটো হতে হবে,
ওর মত না পেলে আমি কাকে বিয়ে করবো।🙃
সারা জীবন একাই থেকে যাবো তখন।
আর কাজ কেই gf বানিয়ে,
কাজ কেই ভালোবেসে,
কাজ কেই বিয়ে করে নেব।
হাহা কি করবো যেটা ভগবান চাইবে,
সেটাই সম্ভব হবে।
আমাদের হাতে তো কিছু নেই।
আমি জানি এখন তোমার ভালো লাগেনা কিছু,
তাই তুমি ফেসবুক করোনা।
আগে সুপ্রভাত,শুভ রাত্রি শুনতে পেতাম,
এখন করোনার জন্য তোমার কিছু ভালো লাগেনা,
জানি খুব শীঘ্রই তুমি আগের মত হাসবে,
খেলবে,নাচবে,গাইবে।
মুখে তোমার মিষ্টি হাসি টা থাকবে,
তোমার মুখের সেই উজ্জ্বলতা টা আবার ফিরে আসবে।
তাই তোমার যেটা ইচ্ছে সেটা করতে দিতে চাই,
তুমি যখন কথা বলতে চাইবে,
তখনই বলবে কথা।
তোমার খুশিতেই আমি খুশি বন্ধু।
ভগবান তোমার মুখে সবসময় হাসি ফুটিয়ে রাখে,
তোমার Tiktok গুলো খুব মিস করছি।
পারতো আবার শুরু করে দাও বানানো।
কি মিষ্টি মিষ্টি অ্যাক্টিং করতে পারো তুমি🥰,
খুব ভালো, তোমার Tiktok দেখেই মন খুশি রাখি।
এখন চোখ টা বন্ধ করলেই যেন,
তোমার ভিডিও গুলো একের পর এক দেখতে পাই।
এখন ওই একাউন্ট টা আর লগিন করিনা,
কিন্তু তাও দেখতে পাচ্ছি,
প্রথমে তোমার মিষ্টি মেয়েটার যে ছবি টা এঁকে ছিলে,
তারপর নৌকার ছবি,তার পর ঘরের টা,
তার পর মুখে হাত নিয়ে অবাক হওয়ার
কি সুন্দর অ্যাক্টিং তোমার।
লাল রঙের জামা পরেছিলে,
সরি, মেয়েদের কোনটা সালোয়ার কামিজ,
কোনটা টপ,কোনটা চুড়িদার এখনও কনফিউজ হই 😛
কি করবো gf নেইতো তাই কোন দিনও কিনিনি,
তাই এই ব্যাপারে পুরো zero 😄
তার পর সেই গানটা
"মেইনু মিঠা বহত পসনদ হ্যায়"
এই গানটাতে শাড়ি পরে,
সিঁথিতে সিঁদুরের জায়গাতে লিপস্টিক লাগিয়ে,
একটা নতুন বউ এর মত সেজে,
উফফ কি মিষ্টি লাগছিল ওটাই তোমায়🤭
তার পর একের ওর এক কিউট কিউট ভিডিও তোমার,
নীল শাড়ি পড়ে যেটাটে পা থেকে মাথা পর্যন্ত ওরকম ভাবে বানিয়ে ছিলে,
কি সুন্দর লাগছিলে,
যেন পার্বতী দেবীর মত লাগছিলে।
চোখের সামনে ভেসে আসে সব যেন আমার।
তোমার ছোট্ট বাচ্চা সেজে ভিডিও গুলো,
মনে হয় হাজার বারের চাইতে বেশি বার দেখেছি।
আমি কোন জিনিস ২-৩ বারের চাইতে বেশি দেখিতো,
ভালো লাগেনা আমার।
কিন্তু তোমার ভিডিও গুলো ১০০০ বারের চাইতে বেশি দেখলেও,
যেন মনে হয় আবার দেখি।
তোমার ঠাকুরের ভিডিও সকালে না দেখলে যেন দিন শুরু হতনা আমার,
রাতে ঘুমনোর সময় একবার দেখে প্রণাম করে না ঘুমোলে যেন ঘুম হতনা আমার।
এখন আমি চোখ বন্ধ করলেই সব দেখতে পাই,
জানিনা এটা কি হয়েছে, কিন্তু তাও যেন ভালো লাগে😊
জানিনা তুমি আমার কবিতা পড় কি না,
কিন্তু তাও যেন লিখতে ইচ্ছে হয়,
মনে হয় ভগবান যেন তোমার কাছে,
আমার লেখা পৌঁছে দেয়।
আবার লিখলাম,লিখলে মন টা খুশি হয়,
জানিনা এই মমতা দিদির কবিতা টা পড়ে,
একটু মুচকি হাসবে, তার পর মনে মনে বলবে,
ছেলেটা গেছে,পাগল হয়ে গেছে পুরো হাহাহা কি আর করবো😅😅😅
কি করবো আমি জানতাম না,
আমি এত লিখতে শিখে যাবে।
দু দিন আগে,আমার দাদা বলছিল,
বাড়ি আয়, কাপড় দোকান খুলে দেব।
আমি খুব রেগে গেছলাম,জানি ঠাট্টা করছে,
তার পরের দিন ৫ পাতার একটা লেখা পাঠালাম,
দেখে বলছে এটাকি তুই লিখেছিস,
না তোর রাইটার কে দিয়ে লিখিয়েছিস😅😂🤣
রাগ লাগছিল কিন্তু তার সাথে হাসি পাচ্ছিল শুনে এটা 😄😄😄
কি করবো আমি নিজের আত্ম জীবনী লিখে ফেললাম,
এখন রোজ না লিখলে যেন ভালো লাগেনা।
ওই বন্ধু তুমি আবার Tiktok করা শুরু করো গো।
ফেসবুক করো,খুশিতে থাকো।
ভগবান খুব শীঘ্রই তোমার সব স্বপ্ন পূরণ করবে।🤗
#bepositive #thinkpositive #behappy #keepsmiling #takecare #godblessyou #bestfriendforever #nostalgia #thismonennevercame #weshallovercome #corona #lockdown #aamarcindrella

Comments
Post a Comment