Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
![]() |
| You are the best feelings in the world |
তুমি👩💻 যেন আমার👨💻 জীবনের মিষ্টি🥰 হিমেল বাতাসের ছোঁয়া🌬️❤️🍃
জানিনা কেন তোমার সাথে রোজ ২ মিনিট কথা বললে মনটা খুব ভালো লাগে,
কিন্তু এই ২ মিনিটের জন্য সারাদিন তোমার ইনবক্স এর দিকে বসে থাকি,
কখন তুমি ইনবক্সটা খুলে একটা রিপ্লাই করবে।
আমি জানি আমি অনেক কিছু লিখি,
কি করবো মন খুলে কথা বলতে চাই শুধু তোমার সাথে।
জানিনা কেন তুমি আমার জীবনের একটা মিষ্টি হিমেল ছোঁয়া,
যে ছোঁয়া আমি রোজ প্রাণের মধ্যে ছুঁতে চাই।
এই ছোঁয়া টা বিএফ জী এফ এর ভালোবাসার ছোঁয়া নয়,
এই ছোঁয়া টার স্থান অনেক উঁচু জায়গায়।
যে ছোঁয়া খুবই পবিত্র।
দেবীর আসনে রাখবো এই ছোঁয়া কে।
এই ছোঁয়ার যেন একটা আলাদা অনুভুতি,
এই ছোঁয়াতে কারু মনও ভালো হয়ে যায়।
ভগবান এই ছোঁয়া টা আমার প্রাণে যেন রোজ লাগে,
এই ছোঁয়া পেলে আমি আমার অার ওর স্বপ্ন পূরণ করতে পারবো।
এই ছোঁয়া তে নেই দরকার একে অপরকে ছোঁয়ার,
এই ছোঁয়াতে নেই দরকার সামনে বসে বসে বা ফোন করে কথা কথা বলার।
এই ছোঁয়া টা কিছু না বলেও যেন সব কিছু বলে যায়।
এই ছোঁয়া তে নেই যেন লাভ লোকসান,
এই ছোঁয়াতে নেই রাগ অভিমান দুঃখ কষ্ট,
এই ছোঁয়া পেলে যেন প্রাণের সঞ্চার হয়।
এই ছোঁয়া টা সারা জীবন যেন পাই আমি ভগবান,
একটা ভালো বন্ধু হয়ে ওর পাশে,
ওর ডান হাত হয়ে সারা জিবন যেন
ওকে খুশিতে রাখতে পারি।
#TumiAamarJibanerMishtiHimelBataserChonwa #AnokhiYehsas #sweetfeeling #bestfriendsforever #bengaliangel #bengalidevi #TumiAamarJibanerChokheDekhaDevi #your2minutesmakemyday #yourgoodmorninggoodnightwishes #youaremyenergy #youaremypower #sweetair #airinlove #aamarcindrella

Comments
Post a Comment