Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
কিছু মানুষ আছে যে পাতে খায় সে পাতকে ছেদ করতে ছাড়েনা 😅😅😅
তুমি সেদিন আমাকে বুদ্ধি দিলে,
অার বললে,"ম্যানেজারকে এখনই বের করো।"
আমার ম্যানেজারটা কাজ করছিলনা।
গালি দিচ্ছিল বলে।
আমি তখনই ওকে বের করলাম গ্রুপ গুলো থেকে।
ওকে আমি প্রজেক্ট তুলতে শিখিয়ে ছিলাম,
কিভাবে কোথা থেকে তুলবে,
তার দ্বারাই সে একটা চাকরি জোগাড় করলো,
যে প্রজেক্ট টাতে ও কাজ করছিল।
আজ যখন বললাম আমার এই প্রজেক্টের জন্য সময় দিয়ে,
তুমি শিখতে পারলে অার কাজটা পেলে,
আমার কোম্পানীর নাম নিয়ে তুমি তোমার স্বপ্নের গাড়ি টা কিনলে,
অার আজ তুমি ওই কোম্পানীর নিন্দা করছ।
আমাকে তখন বলছে," আমি তোমার মত লুজার নই,cheater নই,তুমি কিছু শেখাও নি"।
চাকরি পাচ্ছিলনা কিছু দিন,
গড়ে বসে ছিল।
আগের কোম্পানি ৬ মাস টাকা দেয়নি,
অার যে তাকে সময় মতো টাকা দিচ্ছে,
তাকে সে গালি দিচ্ছে?
Cheater বলছে।
মিথ্যে বলে ১৫ থেকে ৩০ হাজার টাকা নিয়ে নিল,
কারন অফার লেটার পাঠায়নি ভুল করে,
অার যখন রেকর্ডিং টা শোনালাম,
যেখানে সে ১৫হাজার টাকা তে রাজি ছিল,
তখন বলছে, "আমি পরে দিয়ে দেবো,
আমার কাছে টাকা নেই এখন,
আমাকে কিছুটা সময় দাও।"
আমি সাদা সিধা মানুষ, ভাবলাম টাকা দেবে পরে।
গাড়িটে loan বেশি পাবে,
তাই সে আমাকে অফার লেটার বানিয়ে,
৪০ হাজার টাকা লিখিয়ে নিল,
যেখানে ১৫ হাজার টাকা পেত।
বললো আমার ব্যাংকে ৪০ হাজার টাকা পাঠাও,
আমি আমার বরের ব্যাংক থেকে তোমাকে বাকিটা পাঠিয়ে দেব।
আমি সরল ছেলে, বললাম ঠিক আছে বানিয়ে নাও,
অার আমি ৪০ হাজার টাকা পাঠিয়ে দিলাম।
যখন টাকাটা পাঠালাম,
বলছে আমি তো ৩০হাজার টাকা বলে কাজ শুরু করেছি,
এত কম পয়সা তে কাজ নিতাম না।
আমার কাছে অফার লেটার ও ছিলনা,
তাই আমার কাজে লস থেকেও ৩০ হাজার টাকা প্রথম মাসে দিলাম।
তাই অার কিছু প্রমাণ দেখাতে পারলাম না।
কিছুদিন পর মনে পড়লো,আমার কাছে প্রথম
Telephonic Interview র রেকর্ডিং আছে,
যখন ওকে দেখলাম যে ও ১৫ হাজার টাকা তে রাজি হলো,
কিন্তু তার পর থেকে কাজে অনীহা।
আমাকে বাঙালি গ্রুপের একজন বলেছিল,
ওকে রাখ না, ও তোমার কাজ করবেনা ভালো করে।
আমি কথা বলে লাগলো ভালো, তখন রাখলাম।
প্রথম মাস কাজ করলো ভালো,
যখন থেকে টাকাটা বললাম
অার মিথ্যে টা ওর চোখের সামনে দেখালাম,
তখন থেকে কাজে ফাঁকি মারতে শুরু করে,
প্রতিদিন যে কি কাজ করছে, একটা রিপোর্ট দরকার,
ওটার ও যেন ওর সময় নেই।
যখনই রিপোর্ট জিজ্ঞাসা করি,
আমাকে threatening দিত,
আমাকে তুমি নিয়ে এসেছ,
এখন তুমি ছাড়ালে case করে দেব।
সব সময় উল্টো পাল্টা বলতো।
কাজ বাড়ছিল না, তাই ওকে বললাম,
এগুলো শিখো,একটা সহজ জায়গা দেখালাম,
যেখানে থেকে প্রজেক্ট তোলা যাবে।
ওকে শিখিয়ে দিলাম,
অার ও দুটো প্রজেক্ট তুললো,
একটা প্রজেক্ট নিজে করছিল,
আরেকটা অন্য একজন কে বললো করতে,
আমি ভাবলাম চলো কিছু কাজে লাগলো তো।
প্রথমে ৫০০না ৬০০ টাকা দিল
যে প্রজেক্ট টার কোম্পানিতে join করলো এখন,
আরেকটার ৩০০-৪০০ টাকা দিয়েছিল
যেটা অন্য একজন লিখছিল।
আমি বললাম কাজ কেমন চলছে,
বলছে ,শিখছি ,২ সপ্তাহ ধরে শিখছিলই,
আরেকটা ম্যানেজার আছে,
যে সব কিছুই দেখা শোনা করছিল।
আজ আমাকে লুজার বলছে,
যেখানে ও নিজে চাকরি পাচ্ছিলনা।
যে কোম্পানি ৫ মাস ধরে ওকে সময় মত salary দিয়ে,
স্বপ্নের গাড়ি টা তার কাছ থেকে তুলে নিয়ে যেতে দিলনা।
তাকে এরকম বলছে।
সত্যি ভালো employee পাওয়া এত সহজ নয়।
যার দ্বারা চাকরি টা পেল,
যেটা সে জানতোনা, সেটা শিখেও,
সে বলছে,"আমি সব জানতাম"।
তুমি শিখাওনি কিছু।
আমি ভাবলাম কিছু বলি কিন্তু বললাম না,
"জানলে নিজে প্রজেক্ট তুলতে।
আমাকে দেখতে হতো না"
ধন্যবাদ না বলে গালি দেয়।
সত্যি এই যুগে সরল হতে নেই,
তাহলে সবাই তোমার টাকা পয়সা লুটে নেবে।
আজ যখন বলছি, resignation letter টা পাঠাও,
দুটো প্রজেক্টের টাকাটা পাঠাও,
তখন বলছে, বিরক্ত করোনা।
নাহলে case করে দেব।
কি বলবো অার, ভালই হলো,
শিখলাম কিছু জিবনে নতুন
আর এরকম সহজে বিশ্বাস করবনা কাউকে।
Learn from mistakes যেটাকে বলে।
আমি কারু সাথে ঝগড়া করিনা,
তাই ও বলুক,ভগবান মুখ দিয়েছে যখন,
ভগবান তো আছে, উনি সব বিচার করবেন।
আমার টাকা যদি মেরেও নেয়,
তবুও কোন সমস্যা নেই।
এক টাকা যদি কেউ মারে তো ১০০০ গুণ টাকা যাবে একদিন,
একটা দিদির মত মনে করে একসাথে কাজ করছিলাম,
তাই ভাবিনি টাকা এসব,
ভাবলাম প্রচুর কাজ করছে।
কিন্তু ও তো নিজের কাজে ব্যস্ত ছিল,
একটা daily report চাইতাম তো,
আমাকে গালি দেয় সব সময়।
এরকম বাঙালি একটা।
ভগবান আছেন,
উনি সব বিচার করবে।
সেদিন বুঝবে,
যে পাতায় খেল,সে পাতাকে ছেদ করলে,
ভগবান কি করতে পারবে একদিন।
বন্ধু আমার তুমি ছিলে,
কত কিছু বুঝিয়ে ছিলে,
তুমি কত ভালো মেয়ে,
আজ ভাবছি,
ওই ম্যানেজার টাকে কি কিছু বলা ঠিক হবে?
তোমাকে খুব মিস করছি গো,
একটু কথা বলো না,
আমি অার ব্লগ, ইউটিউব, tiktok
কোন কিছুতে তোমাকে বিরক্ত করবনা।
তুমি আমার বেস্ট ফ্রেন্ড,
এই বন্ধুটাকে আরেকবার সুযোগ দাও।
জানিনা সেদিন কি ভুল করলাম।
ভালো থেকো আমার মিষ্টি বন্ধু👩🎨,
সুপ্রভাত,তোমার সারা দিন ভালো যাক,
তোমার মুখে মিষ্টি হাসি যেন সারাদিন থাকে,
ভগবান তোমার সব স্বপ্ন যেন একদিন পূর্ণ করে।
পারো তো আমার সাথে ২ মিনিট আবার কথা বলো,
Tiktok,ফেসবুক আবার করোগো।
#somepeopleneverunderstandthevalueofsomeone #fakeemployee #neverbelievesomeoneeasily #business #jobs #time #money #aamarcindrella #untoldstoryofaguy
তুমি সেদিন আমাকে বুদ্ধি দিলে,
অার বললে,"ম্যানেজারকে এখনই বের করো।"
আমার ম্যানেজারটা কাজ করছিলনা।
গালি দিচ্ছিল বলে।
আমি তখনই ওকে বের করলাম গ্রুপ গুলো থেকে।
ওকে আমি প্রজেক্ট তুলতে শিখিয়ে ছিলাম,
কিভাবে কোথা থেকে তুলবে,
তার দ্বারাই সে একটা চাকরি জোগাড় করলো,
যে প্রজেক্ট টাতে ও কাজ করছিল।
আজ যখন বললাম আমার এই প্রজেক্টের জন্য সময় দিয়ে,
তুমি শিখতে পারলে অার কাজটা পেলে,
আমার কোম্পানীর নাম নিয়ে তুমি তোমার স্বপ্নের গাড়ি টা কিনলে,
অার আজ তুমি ওই কোম্পানীর নিন্দা করছ।
আমাকে তখন বলছে," আমি তোমার মত লুজার নই,cheater নই,তুমি কিছু শেখাও নি"।
চাকরি পাচ্ছিলনা কিছু দিন,
গড়ে বসে ছিল।
আগের কোম্পানি ৬ মাস টাকা দেয়নি,
অার যে তাকে সময় মতো টাকা দিচ্ছে,
তাকে সে গালি দিচ্ছে?
Cheater বলছে।
মিথ্যে বলে ১৫ থেকে ৩০ হাজার টাকা নিয়ে নিল,
কারন অফার লেটার পাঠায়নি ভুল করে,
অার যখন রেকর্ডিং টা শোনালাম,
যেখানে সে ১৫হাজার টাকা তে রাজি ছিল,
তখন বলছে, "আমি পরে দিয়ে দেবো,
আমার কাছে টাকা নেই এখন,
আমাকে কিছুটা সময় দাও।"
আমি সাদা সিধা মানুষ, ভাবলাম টাকা দেবে পরে।
গাড়িটে loan বেশি পাবে,
তাই সে আমাকে অফার লেটার বানিয়ে,
৪০ হাজার টাকা লিখিয়ে নিল,
যেখানে ১৫ হাজার টাকা পেত।
বললো আমার ব্যাংকে ৪০ হাজার টাকা পাঠাও,
আমি আমার বরের ব্যাংক থেকে তোমাকে বাকিটা পাঠিয়ে দেব।
আমি সরল ছেলে, বললাম ঠিক আছে বানিয়ে নাও,
অার আমি ৪০ হাজার টাকা পাঠিয়ে দিলাম।
যখন টাকাটা পাঠালাম,
বলছে আমি তো ৩০হাজার টাকা বলে কাজ শুরু করেছি,
এত কম পয়সা তে কাজ নিতাম না।
আমার কাছে অফার লেটার ও ছিলনা,
তাই আমার কাজে লস থেকেও ৩০ হাজার টাকা প্রথম মাসে দিলাম।
তাই অার কিছু প্রমাণ দেখাতে পারলাম না।
কিছুদিন পর মনে পড়লো,আমার কাছে প্রথম
Telephonic Interview র রেকর্ডিং আছে,
যখন ওকে দেখলাম যে ও ১৫ হাজার টাকা তে রাজি হলো,
কিন্তু তার পর থেকে কাজে অনীহা।
আমাকে বাঙালি গ্রুপের একজন বলেছিল,
ওকে রাখ না, ও তোমার কাজ করবেনা ভালো করে।
আমি কথা বলে লাগলো ভালো, তখন রাখলাম।
প্রথম মাস কাজ করলো ভালো,
যখন থেকে টাকাটা বললাম
অার মিথ্যে টা ওর চোখের সামনে দেখালাম,
তখন থেকে কাজে ফাঁকি মারতে শুরু করে,
প্রতিদিন যে কি কাজ করছে, একটা রিপোর্ট দরকার,
ওটার ও যেন ওর সময় নেই।
যখনই রিপোর্ট জিজ্ঞাসা করি,
আমাকে threatening দিত,
আমাকে তুমি নিয়ে এসেছ,
এখন তুমি ছাড়ালে case করে দেব।
সব সময় উল্টো পাল্টা বলতো।
কাজ বাড়ছিল না, তাই ওকে বললাম,
এগুলো শিখো,একটা সহজ জায়গা দেখালাম,
যেখানে থেকে প্রজেক্ট তোলা যাবে।
ওকে শিখিয়ে দিলাম,
অার ও দুটো প্রজেক্ট তুললো,
একটা প্রজেক্ট নিজে করছিল,
আরেকটা অন্য একজন কে বললো করতে,
আমি ভাবলাম চলো কিছু কাজে লাগলো তো।
প্রথমে ৫০০না ৬০০ টাকা দিল
যে প্রজেক্ট টার কোম্পানিতে join করলো এখন,
আরেকটার ৩০০-৪০০ টাকা দিয়েছিল
যেটা অন্য একজন লিখছিল।
আমি বললাম কাজ কেমন চলছে,
বলছে ,শিখছি ,২ সপ্তাহ ধরে শিখছিলই,
আরেকটা ম্যানেজার আছে,
যে সব কিছুই দেখা শোনা করছিল।
আজ আমাকে লুজার বলছে,
যেখানে ও নিজে চাকরি পাচ্ছিলনা।
যে কোম্পানি ৫ মাস ধরে ওকে সময় মত salary দিয়ে,
স্বপ্নের গাড়ি টা তার কাছ থেকে তুলে নিয়ে যেতে দিলনা।
তাকে এরকম বলছে।
সত্যি ভালো employee পাওয়া এত সহজ নয়।
যার দ্বারা চাকরি টা পেল,
যেটা সে জানতোনা, সেটা শিখেও,
সে বলছে,"আমি সব জানতাম"।
তুমি শিখাওনি কিছু।
আমি ভাবলাম কিছু বলি কিন্তু বললাম না,
"জানলে নিজে প্রজেক্ট তুলতে।
আমাকে দেখতে হতো না"
ধন্যবাদ না বলে গালি দেয়।
সত্যি এই যুগে সরল হতে নেই,
তাহলে সবাই তোমার টাকা পয়সা লুটে নেবে।
আজ যখন বলছি, resignation letter টা পাঠাও,
দুটো প্রজেক্টের টাকাটা পাঠাও,
তখন বলছে, বিরক্ত করোনা।
নাহলে case করে দেব।
কি বলবো অার, ভালই হলো,
শিখলাম কিছু জিবনে নতুন
আর এরকম সহজে বিশ্বাস করবনা কাউকে।
Learn from mistakes যেটাকে বলে।
আমি কারু সাথে ঝগড়া করিনা,
তাই ও বলুক,ভগবান মুখ দিয়েছে যখন,
ভগবান তো আছে, উনি সব বিচার করবেন।
আমার টাকা যদি মেরেও নেয়,
তবুও কোন সমস্যা নেই।
এক টাকা যদি কেউ মারে তো ১০০০ গুণ টাকা যাবে একদিন,
একটা দিদির মত মনে করে একসাথে কাজ করছিলাম,
তাই ভাবিনি টাকা এসব,
ভাবলাম প্রচুর কাজ করছে।
কিন্তু ও তো নিজের কাজে ব্যস্ত ছিল,
একটা daily report চাইতাম তো,
আমাকে গালি দেয় সব সময়।
এরকম বাঙালি একটা।
ভগবান আছেন,
উনি সব বিচার করবে।
সেদিন বুঝবে,
যে পাতায় খেল,সে পাতাকে ছেদ করলে,
ভগবান কি করতে পারবে একদিন।
বন্ধু আমার তুমি ছিলে,
কত কিছু বুঝিয়ে ছিলে,
তুমি কত ভালো মেয়ে,
আজ ভাবছি,
ওই ম্যানেজার টাকে কি কিছু বলা ঠিক হবে?
তোমাকে খুব মিস করছি গো,
একটু কথা বলো না,
আমি অার ব্লগ, ইউটিউব, tiktok
কোন কিছুতে তোমাকে বিরক্ত করবনা।
তুমি আমার বেস্ট ফ্রেন্ড,
এই বন্ধুটাকে আরেকবার সুযোগ দাও।
জানিনা সেদিন কি ভুল করলাম।
ভালো থেকো আমার মিষ্টি বন্ধু👩🎨,
সুপ্রভাত,তোমার সারা দিন ভালো যাক,
তোমার মুখে মিষ্টি হাসি যেন সারাদিন থাকে,
ভগবান তোমার সব স্বপ্ন যেন একদিন পূর্ণ করে।
পারো তো আমার সাথে ২ মিনিট আবার কথা বলো,
Tiktok,ফেসবুক আবার করোগো।
#somepeopleneverunderstandthevalueofsomeone #fakeemployee #neverbelievesomeoneeasily #business #jobs #time #money #aamarcindrella #untoldstoryofaguy

Comments
Post a Comment