Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
![]() |
| The tention like Hills of my life becomes the mountain when you stopped talking suddenly |
আমার জিবনে মাথায় পাহাড়টা⛰️ ছিল বসে আগে, এখন সেটা পর্বত🗻 হয়ে সব কিছুকে যেন পিষে ফেলছে🌋🤯
অার কেবল ৪টে দিন আছে,
তার পর বাড়ি চলে যাচ্ছি।
তুমি কথা বললে আসতাম,
তুমি যদি এভাবেই চুপ থেকে যাও,
তাহলে অার আসছিনা।
ভাববেনা দোষ দিচ্ছি তোমাকে,
আমি নিজে এখানে পারবোনা বেঁচে থাকতে
তোমার সাথে না কথা বলে অার।
তোমার সাথে ২ মিনিট কথা বলেই,
মন ভালো রাখতাম আমি।
আমার মাথা থেকে পাহাড় টা চলে গেছলো,
এখন যেন পাহাড় টা পর্বত হয়ে,
হাসির সাথে সাথে কাজ সবকিছুকে যেন পিষে ফেলছে।
রাধা কৃষ্ণ ভগবান কে সব সময় বলি,
৯টা মাস তো পরীক্ষা নিলে আমার,
অার কত দিন পরীক্ষা নেবে আমার।
আমি তো ভাবলাম জীবনের পরীক্ষাতে পাশ করেছি,
কিন্তু কে জানত,
পুনরায় কেউ ভেরিফিকেশন করতে বলে,
আমাকে ফেল করিয়ে দিল।
আগের থেকে দ্বিগুন যেন নিজেকে কষ্ট দিচ্ছি,
না বাড়িতে কারু সাথে মন ভালো করে কথা বলতে পারছি,
না কাউকে বোঝাতে পারছি আমার যন্ত্রনাটা।
হৃদয়টা চিরে দেখলে,তুমি দেখতে পাবে,
কতটা মিস তোমাকে করছি আমি।
মাথা যখন ঠিক থাকেনা,
তখন ছোট জিনিস গুলো বোকার মতো,
ভুল হয়ে যায়।
এখন দেখো powerpoint এও ক্যাবলের মুখটা
যেদিকে লাগানোর সেদিকে না লাগিয়ে,
উল্টো দিকে লাগিয়ে ফেলছি।
উফফ sorry Power Bank এ।
Power Bank কে Power Bank বলে ফেলছি,
কি করবো পেটে ক্ষিদে পেয়েও না খেয়ে আছি,
পেটে যেন ইঁদুর দৌড়ছে,
কিন্তু মন নেই খাওয়ার।
এক cartoon box ভরা
mixture,biscuit,chocolate আছে,
তোমাকে সেদিন ফটো পাঠিয়ে ছিলাম,
কত কি এনেছি আমি।
তুমি ৫ দিন কথা বললে,
আমি আবার সময় মত খাবার খাচ্ছিলাম,
শরীর ঠিক রেখেছিলাম।
এই তিন দিন না ঠিক করে খেয়ে,
শরীর যেন কাজ করা বন্ধ হয়ে গেছে,
মন টাও যেন একেজো হয়ে গেছে,
বুদ্ধি যা ছিল সব যেন লোপ পেয়ে গেছে।
হাহা কি অার করবো।
ভগবান যেন আমার উপর রেগে আছে,
তাই তুমিও আমার সাথে ৫ দিন
একটা বেস্ট ফ্রেন্ডের মত কথা বলে,
আবার যেন হঠাৎ চলে গেলে দূরে।
জানিনা কে আমার ব্লগ পড়ে,
হৃদয় বলে তুমি মনে হয় দেখ
বা তোমার কোন বন্ধু দেখে।
জানিনা আমি কি ভুল করলাম,
যে তুমি আবার চুপ হয়ে গেলে।
ওই বন্ধু ফেসবুক টা খুলে নাও,
না হলে ওটা permanently delete হয়ে যাবে,
১৫-৩০ দিন যদি না খুলোতো অার
যদি permanently delete option টা
ভুল করে সিলেক্ট করে থাকতো।
ফেসবুক করো, Tiktok করো,
তোমার Tiktok ভিডিও দেখেই মন খুশি রাখবো গো।
পারতো এই বন্ধু টার সাথে কথা বলো।
আমি তোমার মুখে সারাজীবন মিষ্টি হাসিটা
বানিয়ে রাখার চেষ্টা করবো বন্ধু।
আমার সাথে ২ মিনিট রোজ একটু কথা বলো,
রাত থেকে ১:৩০ ঘণ্টা ঘুমিয়ে আছি।
মাথা টা আবার ধরে গেছে,
প্লিজ বন্ধু আমাকে বুঝো।
তুমি যা চাইবে আমি সেটাই করবো,
সব কিছু ডিলিট করে দেব,
যদি তুমি বলতো,
শুধু আমার সাথে রোজ ২ মিনিট কথা বলো,
আমি সব ঠিক করে দেবো গো।
ভাল থেকো বন্ধু,
সারা জীবন খুশিতে থেকো।
ভগবান তোমার সব স্বপ্ন যেন একদিন পূর্ণ করে।
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাজীবন থাকে।
#talktome #bestfriend #missyou #behappy #takecare #understandyourfriend
Read more:

Comments
Post a Comment