Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
![]() |
| একা একা অনামিকা👩🎨,হাসতে দিলদার❤️...শুধু ভাবি তোমায়,ভগবান একদিন শুনবে আমায়😊 |
একা একা অ*মিকা👩🎨,হাসতে দিলদার❤️...শুধু ভাবি তোমায়,ভগবান একদিন শুনবে আমায়😊
একা একা অ*মিকা,
হাসতে দিলদার।
খুব খাটে খুব পড়ে,
ভগবান দূর করো
আমার বন্ধুর জিবনের অন্ধকার😊।
একটা ভালো চাকরি লাগিয়ে,
দেখতে চাই ওর মুখে হাসি,
যেটা লাগে পৃথিবীতে সবচেয়ে বেশি দামী💝।
তুমি আমার বেস্ট ফ্রেন্ড,
আমার উপর তোমার পুরো অধিকার।
পারো তুমি আমাকে বকতে,
পারো তুমি আমাকে শাসন করতে।
পারো তুমি আমাকে ভালবাসতে,
আবার পারো তুমি আমাকে কষ্ট দিতে।
আমি কষ্ট পেলেও তুমি চির সুখী থাকো,
এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা।
তোমার মুখের মিষ্টি হাসি,
যেটা দেখতে কোন কিছুই করতে পারি।
আমার মনে প্রাণে আত্মায় রয়েছে যে একটাই নাম,
সে যে কেউ নয়,সে আমার অনামিকা🤗।
তোমার রাগকেও যে ভালোবাসে,
সে যে তোমার বন্ধু জয়।
তোমার কষ্ট হলে একজন যে কষ্ট পায়,
সে যে তোমার জয় 😊।
তোমাকে না দেখলে যার সকাল হয়না,
সে যে তোমার জয়।
তোমাকে না দেখলে যার ঘুম হয়না,
সে যে তোমার জয়।
কি করবো বেসেছি ভালো তোমায়,
তাও যে থাকতে চাই একটা বন্ধু হয়ে।
অার যে কিছু আবদার নেই,
এই বন্ধুটার তোমার কাছ থেকে।
একবার কথা বলে দেখো,
দেখবে সব ঠিক হয়ে যাবে।
একটা সুযোগ দাও বন্ধু,
রাখবো তোমাকে সারাদিন খুশিতে।
চোখ বন্ধ করলেই তোমাকে দেখি,
চোখ খুললেই এখানে ওখানে দেখি,
কেউ বলে এটাকে পূর্ব রাগ,
আবার কেউ বলে তুই হয়েছিস পাগল।
জানিনা এটা কি, কিন্তু তোমার মিষ্টি মুখ দেখলেই
মন থেকে সব রাগ দূর হয়ে যায়,
কেন তোমাকে এত মিস করি,
জানিনা গো আমার অনামিকা।
জানিনা কবে তুমি আমাকে বুঝবে,
রইবো তোমার অপেক্ষায় সারা জিবন।
আমার সাথে একটু কথা বলো,
এটাই আমার শেষ চাওয়া।।
এটা লিখেছিলাম ২১ শেষ জুন,২০১৯ এ,তোমাকে পাঠিয়ে ছিলাম।
আজ ওটা আরেক টু ভালো করে লিখে এখানে পোষ্ট করলাম।
#behappy #keepsmiling #bestfriendforever #aamarcindrella #joycindrella #thodigussewalisweetfriendcindrellameri

Comments
Post a Comment