Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
আকাশের উপর দিয়ে যাচ্ছি ✈️কিন্তু তোমাকে না ভেবে যেন থাকতে পারিনা👨💻💖👩🎨
এখন রাত ১১টা ২৯,
আমি এখন মেঘের উপর দিয়ে যাচ্ছি,
আমার আমি উপরে,আকাশ নিচে,
গান টা শুনেছ তো তুমি,
আজ মেঁ উপর, আসমান নিচে।
আগে ছোটো টে ভাবতাম,
আকাশে যে ওরে,তাহলে কি আকাশের মধ্যেই কি কোন ফ্লাইট এর স্টপ আছে,
তাহলে আকাশে কি যাত্রী রা নামে,
যেমন দেব দেবীরা আকাশের মধ্যে বিচরণ করে।
হাহা এখন এসব বললে,
যেন সবাই হাসবে,পাগল বলবে।
আগে স্বর্গ মানে আকাশ কে ভাবতাম,
আকাশের উপর কোন একটা আকাশ আছে,
যেখানে শুধু দেব দেবী থাকতো।
কি করবো ছোট বেলার ছোট্ট খাটো ভাবনা,
এখন মুখে নিয়ে আসে একটু মুচকি হাসি।
মেঘের উপর দিয়ে যাচ্ছি,
দেখতে পাচ্ছি ইডেন গার্ডেন কে,
মনে হচ্ছে ওটা একটা একটা দেশলাই বাক্সের মতো।
রাস্তা গুলো দেখে মনে হচ্ছে,
যেন ছোট বেলাকার প্রজেক্ট বানানোর পথ।
কি সুন্দর লাগছিল যে, বলে বোঝাতে পারবোনা।
কিন্তু তাও যেন কোন কিছুর অভাব ছিল,
যার জন্য কলকাতা মেতে খেলে উঠতে পারছেনা,
কারন করোনা সবার জীবনের হাসিটা যেন ছিনিয়ে নিয়েছে।
যেমন দুর্গাপুরের বন্ধু,ভুল বোঝাবুঝির জন্য,
নিজের হাসিটা হারিয়ে ফেলেছে অার তার বন্ধুও মনের ব্যথা কবিতায় লিখে চলেছে রোজ রোজ।
মনের এই অব্যক্ত ব্যথাকে,
নিজে ফেসবুক, Tiktok deactivate kore,
সারাদিন কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে।
আগে সে আমার এই মমতা দিদির কবিতাও পড়ত,
তাই কিছু ভালো দেখে আবার কথা বলা শুরু করেছিল
ঠিক খাঁটি খাঁটি ৯ মাস পর।
কিন্তু মনে হয়, তারই মধ্যে,
কবিতার মধ্যে এমন কিছু কথা লিখলাম,
তার পর থেকে নতুন ফেসবুক একাউন্ট টাও deactivate করে দিল।
তাও সে পড়ত মনে হয় রোজ ২-৩ বার,
কিন্তু মনে হয়, আবার দুটো চোখের জলের রেকর্ড
ইউটিউব এ আপলোড করার জন্য,
মনে হয়, সে অার তার পর থেকে পড়ায় ছেড়ে দিয়েছে।
এটা আবার সত্যি কি মিথ্যা জানিনা,
ওকে আমি ২৭ ফেব্রুয়ারি ২০১৯ থেকে চিনি,
আমার মন যেন বুঝে যায়,
ও কি চায়, কি চায় না।
তাও আমি ঠিক করতে পারলামনা।
আগে আমার ব্লগ তুমি দিনে,
দুই থেকে তিন বার খুলে খুলে পড়তে,
এখন একটা পাখিও যেন বসেনা ব্লগে।
জানিনা রাধা কৃষ্ণের ভালোবাসা সত্যি পৃথিবীতে আছে কি না,
কারন ঠাকুর বলে, যে আমাকে হৃদয় থেকে স্মরন করে,
তাকে কখনো নিরাশ করিনা,
আমিও স্মরন করতাম অার করি এখনো,
রোজ সকালে ঘুম থেকে উঠে ,ঘুমোতে যাওয়ার সময় বলতাম,
"ঠাকুরআমার অার ওর মুখের মিষ্টি হাসিটা ফুটিয়ে দাও,
আমার Cindrella-র সাথে একটু কথা বলিয়ে দাও,
ওর মনে আমার জন্য একটু বন্ধুত্বের ভালোবাসা রোপন করে দাও।
ও খুব ভালো মেয়ে,ওর মত দুটো পৃথিবীতে দুটো নেই,
ওকে ভালো রেখো ঈশ্বর"
কিন্তু জানিনা আমার কথা ঠাকুর কেন শুনছেনা,
কবে আমার Cindrellaর সাথে কথা বলবে আবার।
থাকো সারাজীবন খুশিতে বন্ধু,
Tiktok Facebook আবার করা শুরু করে দাও।
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
#comeback #cindrella #missyou #blogreading #tiktok #facebook #friendshipstory

Comments
Post a Comment