Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
সুপ্রভাত ,শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা তোমাকে ❤️ সুপ্রভাত ,শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা তোমাকে ❤️ ======================================= শুভ মহালয়া আমার মিষ্টি বন্ধু অ*মিকা, কাল তুমি একটা মেসেজ করে ডিলিট করে ছেড়ে দিলে। ৩৮ টা দিন পেরিয়ে গেলো তোমার মেসেজ পাইনি, আর ৯০দিনের উপর হলো,তোমার মিষ্টি অাওয়াজ টা শুনতে পাইনি। ফেসবুক মেসেঞ্জার এ তোমার নামটা বন্ধু সেট করেছিলাম, সেটাও চেঞ্জ করে অ*মিকা করে দিলে। এই শুভ মহালয়াতে মা গো আমার মিষ্টি বন্ধুকে ফিরিয়ে দাওনা। সাই বাবা স্বপ্নে বলেছিল ভুলে যা নাহলে খুব কষ্ট পাবি, সত্যি এখনও তোমার টিকটক দেখি রোজ আর নিজে একটু খুশী হই,কিন্তু বেশি কষ্ট পাই, ভাবি যদি আমার বন্ধুত্ব নির্ভেজাল তাহলে একদিন তুমি আমায় বুঝবে, আর সব আগের মতো আবার কথা হবে। জানি তুমি আমার জিবনে আসবেনা,আমি তোমার যোগ্য নই কিন্তু একটা ভালো বন্ধু হয়ে সারাজীবন তোমার পাশে থাকবো। P.S: Sorry,তোমার ড্রইং টা বিনা অনুমতিতে ইউজ করলাম,কি করবো তুমিতো নেই এখন আর আমার সিন্দ্রেলা অনামিকা