Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
কতই বা চেষ্টা করি ভুলতে তোমাকে আমার Drawing Teacher Anamika,কিন্তু ভুলতে আর পারিনা
===========================
ভাবছিলাম তোমায় ভুলে যাই,
একটা Bib cr e পোস্ট করেছিলাম একটা আমার আঁখা ছবি।
তোমার বন্ধু এমন বাজে কমেন্ট করলো যে কি বলি আর,
আমাকে বলো,আমি তোমাকে খারাপ বলেছি
কিন্তু যদি ওই কমেন্ট টা তোমার বন্ধুর পড়তে,
আশা করি তোমার ও ওর উপর রাগ লাগতো।
একটা কথা মনে পড়ে গেলো,
কি সুন্দর একদিন কথা হচ্ছিল।
ভালোবাসা আর বন্ধু কি??
তুমি বলেছিলে,
ভালোবাসা মানে একটু মিষ্টি অনুভূতি☺️,
ঝগড়া,মন অভিমান,যত্ন, খুনশুটি,
রাগারাগি আবার পরে ভাব করা।
যত যাই হোক,এটা জানা সে কখনো ছেড়ে যাবেনা।
বলতে পারো,শেষ ঠিকানা।
আর বন্ধুত্ব মানে,
পাশে থাকা, বন্ধুত্ব না থাকলে ভালোবাসা হয়না।
না সবাই বন্ধু হয়।
না সবাই ভালোবাসতে জানে।
পসিভ জিনিস টা একদম ভালো নয়।
আমি ঘৃণা করি এটা,
ভালোবাসাই চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়।
বন্ধুত্ব মানে ভর্শা,বিশ্বাস,একটা হাত,
যাই হোক পাশে আছে।
কত মিষ্টি কথা বলতে,কত সুন্দর তোমার ভাবনা
তোমার এত সুন্দর বিচার ধারার জন্য তোমাকে খুব সম্মান করতাম।
একটা বন্ধু এসে সব কিছু শেষ করে দিল।
আমিও তোমার ভরসা বিশ্বাস একটা হাত হতেই চেয়েছিলম।
আর বেশি কিছু হতেই চাইনি,
কিন্তু তবুও একটা ভুল বোঝা বুঝি তে,
তোমার ওই বিশ্বাস করলে,তাও আমাকে করলেনা।
এটা যদি সত্য যুগ হলে তুমি হয়তো আমায় বুঝতে।
তোমার বন্ধুটা হাসছে আমার ফোটো টায়,
কিন্তু দেখবে ওর সাথে এরকম কিছু হবে,
সেদিন ওর হাসিটা বেরোবে।
একটা লাস্ট মেসেজ পাঠিয়েছিলাম,
বললাম তোমাকে পাঠিয়ে দিতে।
একটা বন্ধু সময়ে আরেকটা বন্ধুর উপকার করে,
কিন্তু ও তো গালি দিয়ে তাড়িয়ে দেয়।
তাও তুমি ওকেই বিশ্বাস করো।
আশা করি ভগবান তোমার চোখ একদিন নিশ্চই খুলবে।
ভালো থেকো আমার মিষ্টি বন্ধু অনামিকা।
রবীন্দ্র বার্ষিকীর দিনের তোমার ওই মিষ্টি চাহনিতা,মিষ্টি হাসিটা এখনও যেনো চোখের সামনে চলে আসে।
ক্ষমা করো,ভালো থেকো আমার মিষ্টি Cindrella অ*মিকা,
আমার খুব খাটতে পারা মিষ্টি Drawing Teacher,
খুব Exhibition e যোগদান করো,
সব তোমার ড্রইং গুলো বিক্রি হয়ে যায়।
সেদিনের মতো হাসি যেন সবসময় থাকে 😊

Comments
Post a Comment