Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
এ কি রকম বন্ধু বানালে অ*মিকা?
======================
ভাবলাম ঘুরে আসি একটু
যদি তোমাকে ভুলতে পারি।
একটা পোষ্ট করলাম একটা গ্রুপে,
তোমার ওই বন্ধুটা আবার তোমাকে ট্যাগ করে, আমাকে ছোটো করতে চাইলো।
কিরকম বন্ধু বানিয়েছ,
তাও ওর সাথে কথা বলার জন্য মরে যাও তুমি।
সেদিন ও নিজেই বলেছিল তুমি ওকে ফোন এ call করে বিরক্ত করতে যখন ওর মা এসেছিল,
ও তোমার ফোন ধরছিলনা তো তুমি ফেসবুক এ রিপোর্ট করেছিলে।
ওরকম ছেলেকেই তোমার বেশি পছন্দ।
তোমার ১২ বছরের একটা রিলেশন এ থেকেও ,
অন্যকারু সাথে এত কথা বলো কিভাবে জানিনা।
আমি তোমাকে খুব মেসেজ করতাম ,
তাই তুমি আমাকে পাত্তা দাওনি,
আর যে তোমার ফোন কেটে দিতো,
তাকেই পাত্তা দিতে।
এটাই কিছু মেয়ে দের আসল রূপ।
যে তাকে ভালোবাসে তাকে কষ্ট দিতে তার ভালোলাগে।
কিন্তু একদিন দেখবে যেদিন সে কাউকে ভালোবাসবে,
আর তাকে ছেড়ে চলে যাবে,
সেদিন বুঝবে কাউকে কষ্ট দিলে,
কেমন কষ্ট পেতে হয় একদিন।
একটু তো বন্ধু হয়ে থাকতে চেয়েছিলম,
আর তো বেশি কিছু চাইনি গো।
তাও কেন এরকম না কিছু বলেই
কথা বলা বন্ধ করে দিলে।
তোমাকে খুব মিস করছি গো আমার অনামিকা।
কারু জন্য কখনো এত চোখের জল বেরোয়নি,
যতটা তোমার জন্য বেরোলো।
ভুলে যেতে চাই,তাও তোমার বন্ধুটা
ভুলতে দেবেনা মনে হয়।
দেখবে একদিন যারা আমাকে কষ্ট দিয়েছে,
তার জিবন থেকে যখন কেউ দূরে সরে যাবে,
সেদিন বুঝবে কাউকে কষ্ট দিলে কেমন কষ্ট পেটে হয় জিবনে।
#friends #love #emotion #anamika #lovestory #misunderstanding #imissyou #bemyfriend #cindrella #anamikajoy
======================
ভাবলাম ঘুরে আসি একটু
যদি তোমাকে ভুলতে পারি।
একটা পোষ্ট করলাম একটা গ্রুপে,
তোমার ওই বন্ধুটা আবার তোমাকে ট্যাগ করে, আমাকে ছোটো করতে চাইলো।
কিরকম বন্ধু বানিয়েছ,
তাও ওর সাথে কথা বলার জন্য মরে যাও তুমি।
সেদিন ও নিজেই বলেছিল তুমি ওকে ফোন এ call করে বিরক্ত করতে যখন ওর মা এসেছিল,
ও তোমার ফোন ধরছিলনা তো তুমি ফেসবুক এ রিপোর্ট করেছিলে।
ওরকম ছেলেকেই তোমার বেশি পছন্দ।
তোমার ১২ বছরের একটা রিলেশন এ থেকেও ,
অন্যকারু সাথে এত কথা বলো কিভাবে জানিনা।
আমি তোমাকে খুব মেসেজ করতাম ,
তাই তুমি আমাকে পাত্তা দাওনি,
আর যে তোমার ফোন কেটে দিতো,
তাকেই পাত্তা দিতে।
এটাই কিছু মেয়ে দের আসল রূপ।
যে তাকে ভালোবাসে তাকে কষ্ট দিতে তার ভালোলাগে।
কিন্তু একদিন দেখবে যেদিন সে কাউকে ভালোবাসবে,
আর তাকে ছেড়ে চলে যাবে,
সেদিন বুঝবে কাউকে কষ্ট দিলে,
কেমন কষ্ট পেতে হয় একদিন।
একটু তো বন্ধু হয়ে থাকতে চেয়েছিলম,
আর তো বেশি কিছু চাইনি গো।
তাও কেন এরকম না কিছু বলেই
কথা বলা বন্ধ করে দিলে।
তোমাকে খুব মিস করছি গো আমার অনামিকা।
কারু জন্য কখনো এত চোখের জল বেরোয়নি,
যতটা তোমার জন্য বেরোলো।
ভুলে যেতে চাই,তাও তোমার বন্ধুটা
ভুলতে দেবেনা মনে হয়।
দেখবে একদিন যারা আমাকে কষ্ট দিয়েছে,
তার জিবন থেকে যখন কেউ দূরে সরে যাবে,
সেদিন বুঝবে কাউকে কষ্ট দিলে কেমন কষ্ট পেটে হয় জিবনে।
#friends #love #emotion #anamika #lovestory #misunderstanding #imissyou #bemyfriend #cindrella #anamikajoy

Comments
Post a Comment