Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
ভাবি তোমায় ভুলে যাই,কিন্তু তোমার নাম সব জায়গাই খুঁজে পাই
========================================
আমার মিষ্টি বন্ধু একটা ছোট্ট ভুলের জন্য
কত দিন চুপ করে থাকবে।
কত ভাবে ক্ষমা চাইলাম,তাও বুঝলেনা
ভাবি ভুলে যাই,কিন্তু কেনো সবজায়গাতেই
তোমার নাম টাই খুঁজেপাই জানিনা।
দুদিন হলো আর তোমার কোনো স্বপ্ন দেখিনি।
কিন্তু তাও অ*মিকা নামটা কোনো না কোনো জায়গায়
কেন দেখতে পাই।
চলনা আবার সেই পুরনো বন্ধু হয়ে যাই,
তোমার মিষ্টি হাসিটা কত দিন দেখতে পাইনি,
তোমাকে এতটা মিস করবো কখনো ভাবিনি আমি।
রাধা কৃষ্ণ ভগবান কোন চমৎকার করে দাওনা,
আমার মিষ্টি বন্ধু অ*মিকা কে ফিরিয়ে দাও।
আমি তোমায় খুব ভালোবাসি,
কিন্তু একটা মিষ্টি বন্ধু হয়ে তোমার পাশে
সারা জিবন থাকতে চাই।
তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি,
কিন্তু তবুও কষ্ট দিয়েছি,কাঁদিয়েছে।
তোমার ফেসবুক প্রফাইল রোজ দেখি,
তুমি নিজের ফটো চেঞ্জ করনি আর।
কিভাবে সব ঠিক করবো,
ঠিক করতে গিয়ে আবার কষ্ট দিয়েছি।
কি আর করবো,জানিনা আমার ব্লগের
এই কবিতা গুলো কখনো পড়বে কিনা।
জানিনা কবে আমাদের দেখা হবে,
আর তোমায় ফেস টু ফেস বোঝাতে পারবো।
যদি কোনো Exhibition এ হয়তো আবার দেখা হবে।
জানি আমাকে ঘ্রিনা করো শুধু একটা ভুলের জন্য,
যেটা র জন্য কতবার ক্ষমা চাইলাম।
কিন্তু তুমি আমাকে ক্ষমা করলেনা।

Comments
Post a Comment