Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
এরকম দেখা দিয়ে চলে কেন যাচ্ছ আমার মিষ্টি বন্ধু অনামিকা?
==================================
ঘর এসেছি,বেশ তো বাড়ির সকলের সাথে থেকে
নিজের মন কে তোমার থেকে দূরে করছি অনামিকা।
কিন্তু আবার কেনো একটা মেসেজ ৩৭ দিন পর তোমার থেকে,
আবার সেটা ডিলিট ও করে দিয়েছ,
মেসেজ করছি,দেখছি তুমি তো
মেসেজ না করতে পারি,তার ব্যবস্থা করেছ।
এরকম কেনো করছ,কত দিন কষ্ট দেবে তুমি ।
আমি তো তোমার ভালো ছেয়েছি সব সময়,
একটা ভালো বন্ধু হয়ে থাকতে চাই,
আর তো কিছু বলিনি,তাও কেনগো??
আমার সিন্দ্রেলা অ*মিকা

Comments
Post a Comment