Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
আমার মিষ্টি বন্ধু অ*মিকার প্রাণ Tiktok
=========================
ভেবেছিলাম তোমাকে ভুলে যাই,
কিন্তু মন কি তোমাকে ভুলতে চাই,
দুদিন চেষ্টা করেছিলাম না তোমাকে মনে করে থাকি,
Tiktok uninstall করেদিলাম।
ভাবলাম আর তোমার কথা মনে আনবনা।
কিন্তু কি করবো,কাউকে এত ভালোবাসিনি
যতটা তোমাকে ভালোবেসে ফেলেছি।
তাই আবার কাল Tiktok ইনস্টল করলাম,
দেখলাম কি সুন্দর ভিডিও বানিয়েছ।
একটা কান্নার ভিডিও ছিল,
জানি ওই দিনটাই এই ব্লগ টা মনে হয় দেখেছিলে।
চোখের জল ছলছল করছিল তোমার।
মনেহয় একবার call করি,
কিন্তু তুমি আমাকে পারমিশন দাওনি
তাই কল করিনা তোমায়।
আজও দেখলাম তুমি কতগুলো বানিয়েছ ভিডিও
কি সুন্দর,তোমার ভাই এর সাথে একটা।
একটাতে নিজেই গেয়েছ।
কি সুন্দর সাজতে পার তুমি।
সত্যি তুমি কিছুতেই কম নও😊
গান,কবিতা লিখা,ছবি আঁকা,খাবার বানানো
সবে তুমি 💯/💯, তোমার boyfriend খুব লাকি,
তোমার মত এত মিষ্টি একটা বউ পাবে।
আমি কত চেষ্টা করি Tiktoke বানানোর,
ভাবি কিভাবে এই গান টা
ভিডিও তে দিলে ভাল লাগবে,
পারিনা গো তোমার মত।
ভাবি তোমার সাথে একটা duet বানাবো।
কিন্তু যদি দেখতো তোমার মন আবার খারাপ হয়ে যাবে।
তাই বানাইনি গো।
কত সুন্দর অ্যাক্টিং করতে পারো তুমি,
একটা ভিডিও তে দারুণ নেচেছ 😛
এটাই দেখার বাকি ছিল।
ওটাও দেখলাম তোমার ডান্স😅।
ভালো লাগলো তুমি খুশিতে আছো।
Sorry, আবার বিনা অনুমতি তে একটা তোমার ফটো দিলাম এখানে।
কি করবো আজ সেই দিনটা ফিরিয়ে আনতে পারবোনা আর,
নাহলে আমার মিষ্টি অনামিকা কে কোনোদিনও কষ্ট দিতামনা।
আরেকটা দেখলাম,কি দারুন গণেশ ঠাকুরের ছবি এঁখেছ,
পারলে Exhibition e এটা নিয়ে যাও।
আমার মিষ্টি বন্ধু অনামিকা,
আজ সকাল থেকে চোখের পাতা ভেসে গেছে জলে।
অফিস যেতেও ইচ্ছে হলনা।
না কিছু ঠিক হচ্ছে।
সব জায়গাতে বাধা পাচ্ছি,
কখনো তোমাকে কষ্ট দিতে চাইনি,
ভুলকরে হয়েছিল ,ক্ষমা চাইলাম
তাও ঠিক হলনা।
হৃদয় তাকে পাথর বানাবো,
যেন এই হৃদয়ে যেন কোনো মেয়ের ছবি যেন না আসে।
খুব মিস করছি তোমায় গো,
কতটা কষ্ট পাচ্ছি😔😪,
একবেলা খাবারও খাইনা।
শরীর টা যেন জীর্ণ হয়ে যাচ্ছে।
একটু বুঝ আমায়🙏
সারাজীবন বন্ধু হয়ে থাকবো💑
ফিরে এসো আমার মিষ্টি বন্ধু অ*মিকা।
তুমি যা চাইবে তাই করবো,
একবার ঘুরে তাকাও।
হে রাধা কৃষ্ণ ভগবান,অনেকদিন তো হলো
৭৬ দিন পেরিয়ে গেল।
ওর মিষ্টি হাসিটা আর দেখতে পেলাম না।
আমারও হাসিটা চলেগেলো।
ঈশ্বর তুমি সবার ভালো করো,
আমার মিষ্টি বন্ধু টাকে ফিরিয়ে দাও না।
দুটো গ্রুপে যোগ হলাম,
ভাবলাম ওখানে অনেক মেয়ে আছে,
কিন্তু কাউকে ভালো লাগেনা,
চোখ বন্ধ করলে শুধু তোমার মিষ্টি মুখটা
সামনে ভেসে উঠে।
কিন্তু তুমি আর ফিরে তাকালেনা।।

Comments
Post a Comment