Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
আমার মিষ্টি বন্ধু যাকে বেশি প্রশংসা করলে,যে রেগে যায় খুব
=======================================
ওই আমার মিষ্টি বন্ধু অ*মিকা,
তোমার স্মৃতি গুলো যেনো আমায় পিছু ছাড়েনা।
তুমি খুব ভালো মেয়ে গো,তোমার মত কাউকেই পাইনি।
তোমার একবার হাতের লেখার নাম করেছিলাম,
তোমার হাতের লেখা যেনো রবিন্দ্রনাথের মতো,
খুব সুন্দর,এত সুন্দর যে ভাষায় প্রকাশ করতে পারবনা।
তুমি সেদিন শুনে আবার রেগে গেছলে।
অন্য মেয়ে হলে ও ধন্যবাদ জানাত,খুশি হতো।
কিন্তু তুমি নিজেকে ছোট ই ভাব সবসময়।
তুমি জাননা তুমি জিবনে কত বড় জায়গায় পৌঁছতে পারবে।
দেখো আমি সবাইকে বলিনা,যেটা ভালো তার খুব নাম করি
আর যেটা খারাপ,সেটাও সামনা সামনি বলে দিয়।
বাড়িতে মা কোনোদিন খাবার বানায়,সেটা ভালো না লাগলে,
সরাসরি বলেদি,জানি এটাতে একটু আঘাত লাগে
কিন্তু যেটা সত্যি সেটা না বলে থাকতে পারিনা।
যেরকম তুমি আমায় জিজ্ঞেস করেছিলে একদিন,
আর বলে ফেলেছিলাম মনের কথাটা,
আমি জানতাম তোমার কেউ আছে বিগত ১০ বছর ধরে,
তাই তোমার ভালো বন্ধু হয়ে সারাজীবন তোমার পাশে থাকতে চেয়েছিলম।
কিন্তু আমাদের একটা ভুল বোঝা বুঝির জন্য তুমি কথা বলা বন্ধ করে দিলে।
তোমার টিক্তক ভিডিও রোজ দেখি।
তুমিতো মানা করেছিলে,নাহলে call করতাম।
তোমার সেদিনের fb call এর মিষ্টি আওয়াজ,যেনো
তোমার খুব কাছের কেউ,
"তুমি এটা পরনা,তুমি এভাবে পরবে।"
ভেবেছিলাম তুমিও আমাকে একটু তো খুব কাছের ভেবেছিলে।
সেদিন তোমার শরীর খারাপ,আমি অফিসে ছিলাম।
সেদিন ১ ঘণ্টা কত কথা বললে,যদিও তোমার গলা ধরেছিল।
কি সেই মিষ্টি দিন গুলো ছিল!
বাড়ি এসেছি কিন্তু তোমার নাম কোনো না কোনো জায়গায় রোজ দেখতে পাই,
ভেবেছিলাম বাড়ি এলে ভুলে যাব,
কিন্তু আরো বেশি তোমাকে রোজ Facebook,Tiktok এ দেখি।
এখন আমি সেই স্মৃতি নিয়ে সারাজীবন থাকবো।
জানি একদিন আমায় বুঝবে,একটা মেসেজ করবে।
আর বলবে তুমি "Hi"...
আর দুমিনিটের মধ্যেই সেই মেসেজ টা delete করে দেবে,
আর আমি দেখতে পাবো "Deleted messages" একটা।
ব্যাস ওই দিনটার অপেক্ষাই আছি।
খুব মিস করছিগো তোমায়,
সারাজীবন তোমার একটা মিষ্টি বন্ধু হয়েই থাকবো।
ফিরে এসো আমার Cindrella অ*মিকা।।

Comments
Post a Comment