Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
একটা নাকছাবির কথায় আবার চোখের সামনে ভেসে উঠলে
……………………………………………………...
নাখছাবির কথায় আবার তোমাকে মনে পড়লো,
তুমি বলেছিলে আমি এখন আর পরিনা।
তোমার কসমেটিকসও ভালো লাগে লাগেনা।
লিপস্টিকও খুব কম ব্যবহার করো।
তোমার খুব কাজল পরতে ভালোলাগে।
তুমি সত্যি আলাদা সবার চাইতে,
আমি তোমাকে বলেছিলাম,তোমার জন্য একটা
হীরার নাকছাবি এনেদেবো আমাদের দোকান থেকে,
হীরার নাকছাবি এনেদেবো আমাদের দোকান থেকে,
তখন তুমি বলেছিলে "আমি তোমার বউ নই,
যে তোমার থেকে হীরের নাকছাবি নেবো"
যে তোমার থেকে হীরের নাকছাবি নেবো"
হাহা কথা গুলো এখনো যেন চোখের সামনে ভেসে উঠে।
আমি তো তোমাকে ভালো বন্ধু ভেবেই বলেছিলাম,
জানি তোমার মত মিষ্টি মেয়ে জিবনে এলে জিবনটা ধন্য হয়েযাবে,
আমি তোমার যোগ্য নই,তাও ভালো বন্ধু হয়েই থাকতে চেয়ে ছিলম,
তুমি বলেছিলে, "এখন স্কুলে অনুমতি দেয়না নাকছাবি পরতে
আর নাকছাবি পরলে মুখটাই যেন চেঞ্জ হয়ে যায়।"
আজ তোমার মেসেজ গুলো পড়ছিলাম।
কত খুশী ছিলে আগে তুমি।
May মাসটা ভালই গেছলো।
তার পর থেকে কালো মেঘ এসে ,
আগস্ট মাসে সব শেষ করে দিল।
তুমি ভালো থেকো সবসময়,
তোমার সবসময় মঙ্গল কামনা করি বন্ধু,
তোমার Tiktok video না দেখলে
রাতের ঘুম যেন আসেনা আর।
পার তো ক্ষমা করে দিও,
আবার আমরা ভালো বন্ধু হয়ে যাই।
খুব মিস করছি আমার মিষ্টি বন্ধু অ*মিকা।
তুমি ভালো থেকো সবসময়,
তোমার সবসময় মঙ্গল কামনা করি বন্ধু,
তোমার Tiktok video না দেখলে
রাতের ঘুম যেন আসেনা আর।
পার তো ক্ষমা করে দিও,
আবার আমরা ভালো বন্ধু হয়ে যাই।
খুব মিস করছি আমার মিষ্টি বন্ধু অ*মিকা।

Comments
Post a Comment