Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
জানো গো কাল এত মন খারাপ করছিল, যে রাতে কাল এক ঘন্টা ধরে চোখ এত ভিজে ছিল, যে কাল আমি খুবই খারাপ অবস্থা ছিল। আমি ঠাকুর কে বলি, এমন অবস্থায় আমি কিছু ভুল না করে ফেলি। আমি তোমাকে খুব ভালোবাসি গো, খুব দেখতে ইচ্ছে করছে গো। মরে যাচ্ছি আমি গো, একবার দেখা দাওনা তুমি। জানো আমি আমার ছোট ভাইজির সাথে খুব লাগালাগি করি, ওর সাথে কুকুর বেড়ালের মতো সব সময় লাগি, জানিনা কেন কিন্তু ওর সাথে লাগালাগি করলে মন ভালো থাকে আমার, আমাকে বলে কেন লাগিস, তুইও ছোট হয়ে গেছিস। আমি বলি, ভাবি না কথা বলে থাকবো, কিন্তু লাগালাগির মধ্যে যেন ভালোবাসা লুকিয়ে থাকে, তুমি যেমন আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছ, আমিও একদম চুপচাপ হয়ে যাবো। দেখবো, সবাই কি বলে তার পরে। নিচ যাবো, খাবো কাজ করবো ঘুমোবো, কারু সাথে কথা বলবনা আর। দেখি তখন কেমন লাগে সবার। আমাকে চেঞ্জ হতে হবে, বড় র মত একটা গম্ভীর মেজাজ বানাতে হবে, সবার সাথে শক্ত ভাবে ব্যবহার করতে হবে, তাহলে মনে হয় এ সমাজের মানুষের মনে হবে, ছেলে বড় হয়েছে। সত্যি ছোট বাচ্চাদের সাথে ছোট র মত হলেও, সবার কার অসুবিধা। আমার মন টা খুবই খারাপ হয়ে আছে। কোন কাজে মন নেই। এই মাস টা শেষ হতে এলো। ভা...