কাশ ফুল আমায় ইগ্নোর করো - মনে আছে এই লাইনটা বন্ধু 🥰 | Aamar Cindrella 🌹🍫💝 | Cinderella Bengali Story 2020
কাশ ফুল আমায় ইগ্নোর করো - মনে আছে এই লাইনটা বন্ধু 🥰 | Aamar Cindrella 🌹🍫💝 | Cinderella Bengali Story 2020
কাশফুল আমায় ইগ্নোর করো,
মনে আছে এই ক্যাপশন টা দিয়েছিলে একদিন Tiktok এ,
সেদিন অযোধ্যা যাওয়ার সময় দেখলাম কাশফুলে ভরা যেন নদীটা পুরো,
তোমার এই ভিডিও টা মনে পড়ছিল।
সেই নীল শাড়ি, সোনালী রঙের জামা তো পরে,
একটা লম্বা সোনার হার গলায় পরে দারিয়ে ফটো তুলেছি লে,
একদিন বলেছিলাম তোমাকে,
এই পিক টা খুব সুন্দর,খুব মিষ্টি লাগছ।
তুমি বললে, ঘরে গেলে আমার মুখ গায়ের রঙ সব চেঞ্জ হয়ে যায়।
তার পর আমি বললাম,
শাড়িটা খুব সুন্দর....
কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা হতো বন্ধু,
সব ভুলে গেলে তুমি গো,
কিন্তু আমি তো তোমার ওই কথা মেসেজ ভিডিও গুলো মনে করে,
একের পর এক দিন পার করছি।
আমাকে একটুও তোমাকে দেখতে দেবেনা,
তাই প্রফাইল টাও লক করে দিলে।
রাধা কৃষ্ণ ভগবান যাকে কেউ হৃদয় দিয়ে ভালোবাসে,
তাকে তুমি এভাবে রোজ কষ্ট দেবে,
একটা ভুল বোঝা বুঝি আমার জীবনের দের টা বছর চেঞ্জ করে রেখে দিল।
আমি তোমাকে খুব ভালোবাসি বন্ধু,
খুব মিস করছি,
কিছু চমৎকার করো প্রভু,
ওকে দিনে একবার না দেখলে যেন দিন টা চলেনা আমার।
আমার উপর একটু দয়া করো ভগবান।
ওর সাথে কথা হলে,
আমি সব ঠিক করে নিতে পারবো,
সব কিছু সময়ে করবো।
ভগবান ওর মনে একটু ভালোবাসা জাগিয়ে দাও আমার জন্য।
কিছু করো প্রভু, তোমার ছেলেকে আর কষ্ট দাওনা।

Comments
Post a Comment