Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

পুরনো বন্ধুদের সাথে সময় কাটাতে সত্যি ভালো লাগে, বন্ধুর চাইতে ভালো জিনিস পৃথিবীতে নেই আর | আমার Cindrella ❤️| The untold story!


পুরনো বন্ধুদের সাথে সময় কাটাতে সত্যি ভালো লাগে, বন্ধুর চাইতে ভালো জিনিস পৃথিবীতে নেই আর | আমার Cindrella ❤️| The untold story!


কেমন আছো বন্ধু,
আজ আর উইশ করছিনা আর।
আমার গুড উইশ তো সারা জীবন তোমার সাথেই আছে।
তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে,
তোমার মিষ্টি আওয়াজ শুনতে ইচ্ছে হচ্ছে খুব।
ওগো কোথায় হারিয়ে গেলে তুমি।
যখন তোমাকে দেখতে ইচ্ছে হয়,
ফেসবুক প্রোফাইল খুলে তোমার ওই ছোট্ট পুরনো পিক টা দেখি।
এই ফটোতে তোমাকে খুব ছোট্ট মেয়ে মনে হয়।
আগের টা যেটা আমার সব চাইতে প্রিয় লাগে,
ওই কাশ ফুলের সামনে দাড়িয়ে থাকা পিক টা,
যেন তোমাকে আমার বয়সী লাগে।
ওগো তোমাকে খুব মিস করছি গো।

রাধা কৃষ্ণ ভগবান কবে সব ঠিক করবে,
কবে এই ঝড় কষ্ট নিয়ে নেবে,
একটু ভালোবাসা এনে দেবে জানি না।
ওগো তোমাকে খুব ভালোবাসি গো।

সত্যি বলবো ঘরে থাকতে একটুও ইচ্ছে হয় না আর,
ঘরে থাকলেই শুধু তোমাকে ভাবি।
ভুল করে আজ দুপুরের পর ঘর চলে আসি,
তারপর আর যেতে ইচ্ছে করেনি।
ঘরে এলে তোমার মায়া ভালোবাসা আমাকে যেন তোমার জগতে নিয়ে যায়,
যেখানে কেউ থাকেনা,
সেখানে শুধু তুমি আর আমি থাকি।

জানিনা আমার জিবনে এসব কি হচ্ছে,
রোজ তোমার thank you কমেন্ট টা লাইক করে মুছে দিতাম,
ওই Cindrella থেকেই করতাম।
আজ তুমি কাউকে টিপস এ বললে,
Don't worry be happy keep smiling always,
এটাতে অন্য একাউন্ট থেকে তোমার কথাটাকে লাইক করলাম।
প্লিজ আবার রেগে যাওনা গো।
দিন গুলো পেরিয়ে যাচ্ছে একের পর এক,
কিন্তু আমি সেই তোমার পুরনো স্মৃতি মনে করে বেঁচে আছি।

ওগো একবার তো ঘুরে তাকাও,
এই বন্ধুটা তোমাকে কত ভালবাসে গো।
তোমাকে নিয়ে ১৯টা গান লিখে ফেললাম।
জানিনা ভালো কি খারাপ,
কিন্তু সব তোমার জন্য বন্ধু।

তিন দিন ধরে লিখছি এটা,
আজ জানিনা গো, তোমাকে খুব মিস করছি।
আজ চোখের জল বালিশে না হাতে পড়ে হাত টাকে ভিজিয়ে দিচ্ছে।
কেন ভালোবেসেছি তোমাকে এত গো,
আমি একটুও ভালো নেই গো,
ভেঙ্গে পড়েছি পুরো।
আমি তোমাকে একটু দেখতে চাই গো,
কত কষ্ট দিলে আমাকে তুমি,
আমার চোখের জল তোমার fake লাগে মনে হয়,
একবারও বুঝলেনা গো।
মাথা কাজ করছে না,
ঠাকুর আমার সাথে থাকো,
না হলে কিছু ভূল যেন না করে বসি।
আমি তোমাকে খুব ভালোবাসি গো,
একটা ভালো বন্ধু হয়েই থাকতে চাই সারা জীবন।
আর চাইনা বেশি কিছু।
ক্ষমা করো আমাকে ভগবান,
আমি পারছিনা থাকতে ভালো আর।
ওকে আমি খুব মিস করছি।

হে প্রভু হৃদয় টা পাথরের বানিয়ে দাও,
এই ভালোবাসাকে দুর করে দাও,
যদি আমাকে আমার রাধা ফিরে দেবে না তো,
আমার মন খুব খারাপ আছে।
কাজে এত ঢুকিয়ে দাও,
যে আর অন্য কোন কিছু কাজের মাঝে যেন না আসে।

ও শুধু আমার জন্য ফেসবুক প্রোফাইল টা লক করে দিয়েছে,
আজ আমার চোখের জল যেন থামতে চায় না😭😭😭,
ও অনামিকা একটু কথা বলো বলো না গো।
আমার জীবনে কেন এলে তুমি,
কেন রাধা কৃষ্ণ ভগবান রাধার মত আমার জিবনে নিয়ে এসেছিল।
যাই বা ছিলাম চোখের তো জল ফেলিনি কখনো।

আর কত দিন কষ্ট দেবে ঠাকুর,
জিবন টা নিয়ে নাও,
আমি সত্যি ভালো থাকতে পারছিনা।
আমাকে সাহায্য করো একটু প্রভু।
তখন থেকে চোখের জল যেন থামতে চায়না।

দেখো তোমার মত মাথায় লাগছে,
ঠাকুর কে বলেছিলাম, সব রোগ আমাকে দিয়ে দাও,
আমার Cindrella র যেন কখনো কিছু না হয়।
দেখো তোমার মত ভাইরাল ফিভার মাথায় লাগা সব যেন হচ্ছে,
সব দেওয়ার সাথে একটু বন্ধুত্বের ভালোবাসা টা দিয়ে দিতে পারতে।

সর্দি হয়ে গেল মনে হয়,
রাত ২ টো ১৩ ,
মাথা যেন ফেটে যাবে এত ব্যথা করছে কেঁদে কেঁদে,
তুমি একবারও বুঝলেনা।
সারা জিবন আমার চোখ ভিজিয়ে চললে।

কি চেয়ে ছিলাম, একটু বন্ধুত্ব,
সেই জন্য কত বাজে বাজে কথা বলেছিলে তুমি,
কখনো বুকে লাগেনি।
খাবার সময় মনে পড়েনি,
না ভুল করেছি ওকে এত রোজ রোজ কষ্ট দিয়ে।

করোনা তে জিবন না নিয়ে নিলেও,
তোমাকে ভেবে ভেবে যেন পৃথিবী ছেড়ে দেব একদিন।

একটা বারও বুঝলে না গো,
সারা জিবন তোমার ভালো চেয়েছি।
তাও তুমি রেগেই রইলে।

হে রাধা কৃষ্ণ ভগবান আমার রাধা কে জিবনে ফিরিয়ে দাও।
ওকে ছেড়ে বাঁচতে পারছিনা যেন।

দেখো তোমার আরেক টা ছবি দেখতে পেলাম,
তুমি একটা শাড়ি আর কানের দুল কিনেছো,
খুব মিষ্টি রঙ টা গো,
লাল আর সোনালী রঙ্গের শাড়িটা আর কানের দুল টাও,
পুরো ম্যাচিং ম্যাচিং পুরো।
তোমাকে খুব সুন্দর লাগবে।

ওগো কোথায় চলে গেছ তুমি,
ফিরে এসো না জিবনে গো।

সুপ্রভাত আমার মিষ্টি, কিউট, পৃথিবীর সবচেয়ে সুন্দরী, কষ্টকে হাসি মুখে সহন কারী বন্ধু  অনামিকা,
আমার জীবনের Cindrella 👩‍🎨,
আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী,
আমার জীবনের সরস্বতী দেবী,
আমার Bangalore Best Drawing Teacher,
চোখ বন্ধ করলে দেখতে পাওয়া মিষ্টি একটা বউ,
তুমি সারাদিন ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে,
তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণ ভগবান যেন তোমার হৃদয়ে আমার জন্য একটু ভালোবাসা বানিয়ে দেয়,
যাতে আমরা যেন আবার ভালো বন্ধু হয়ে যাই।

🌄☕🍪🥯🥣🥪🍳🥐🥞🍫🍫🍫🍭🍭🍭🍬🍬🍬🍨🍧🥻🎧☂️⌚💄💅
🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟🥚🍹👗
🍿🧃👘👓🏘️🚘🏍️🚴‍♀️💸💷💶💵💴💳💲💹💱💰🏧🏦
🍲🍽️🥤🍕🍕🍕🐣🍗🍗🍗🌭🌯🍝🍜🥛💃👩‍🎨🎨💌👩‍❤️‍👨💍😍🥰🥰🥰😊😊😊☺️🤗

কাল এত রাতে ঘুমিয়েও উঠে গেলাম একটু শীঘ্রই,
প্রচুর কথা বলার আছে তোমাকে গো।
এখন জানিনা তোমার নামের ওই বন্ধুর সাথে কথা বলি অনেক দিন পর,
ও র এখন ১৪ বছর experience Nursing এ,
ANM post এ আছে সে, ওকে বলছি,
ANM মানে Anamika কি,
O বলছে না।
ও ওর ছেলের সাথেই বড় হচ্ছে, জিবন কাটাচ্ছে।

একটা ভালো বন্ধুর মতো কথা বলতে শুরু করেছি ওর সাথে,
আরেক জন আছে, যাকে নিয়ে সবাই রাগাত একদিন,
যদিও ওর সাথে কোন দিনও কথা বলিনি আগে।
এই ফেসবুক থেকে কথা হয়।

শুনেছি ও নার্সিং এ আছে,
ওর ছেলে আছে ১ বছর ৮ মাসের,
তাও তাকে ছেড়ে সে অন্য জায়গা গিয়ে নার্সিং করছে,
একটা হোস্টেলে থাকছে,
ও ওর বরের সাথেও থাকেনা।

ও সেদিন বলছে, আমার ছেলের শরীর খারাপ,
তাই বাড়ি এসেছি।
আমি বললাম,

Maa er dudh kheteo paina tahale
Roj naah
সে: Na  re
আমি: Ki khai tahale roj
সে: 1 month  thake  bottle  feeding  kare  re
Sab  kichu  kheta  pare
আমি: Ohh
Aaj dudh khwali
Aaj dudh khawa
Maa er dudh naa khele chele sakto hobenaa
সে: Na  re  khela  aro  besi  vomiting  hacche
আমি: Kenore
Maa er dudh to sabcheye besi pustikar
Tahale kiser problem
সে: Jani  re
আমি: Khawate hay
Sunechi dudh roj naa khawale dudh bhore byatha kore ogulo
Etaaki satyi katha
সে: Satti  re
আমি: Haate kore tipe tipe dudh ber kore felte hay...aami ekjaaygay porechi
(বি: দ্র:
খারাপ ভেবোনা আমাকে কেউ যদি পড়ছো তো, এখানে একটা ২৯ বছরের মেয়ে আর ৩১ বছরের ছেলে যারা chaddi দোস্ত , মানে দুজনেই অ্যাডাল্ট এখন, তোমরাও ভালো ছোট বেলার বন্ধু র সাথে অনেক কিছু বলো, আমার কাছে ছেলে বন্ধু তো নেই বেশি, তাই মেয়ে বন্ধু দের সাথে একটু ভালো বন্ধু র মত কথা বলার চেষ্টা, শুধু মাত্র এই Cindrella Depression  থেকে বেরোনোর জন্য, আর যা লিখছি, যদি কোন মেয়ে পড়ে তো একটু অস্বস্তি অনুভব করবে, কিন্তু কিছু কাজের জিনিস লিখছি, যেগুলো বিয়ের আগে না জানলে অসুবিধা আছে জিবনে, আর এটা আমার ডাইরি , এখানে সব কিছুই লিখি,
ভালো খারাপ সব কিছুই, তাই লুকোনোর কিছু নেই, যদি তুমি পড়ো তো কখনো হতে পারে আমাকে আরো খারাপ নোংরা ভাবতে পারো, কিন্তু তুমি আমার Depression এর ওষুধ, আর এই ওষুধ টা খেতেও দিচ্ছেনা,তাই আমাকে নিজেকে কোন কিছু করে ঠিক থাকতে হবে। আশা করি তুমি আমার খারাপ ছেলে ভাববে না, আর ভাবলেই বা কি করবো, আমি তোমার চোখে সবচাইতে বেশি খারাপ ছেলে, ঠিক বললাম তো গো!)

Satti  re এর উত্তরে কিছু জানতে চাইছি, Tahale tui ki koris

সে: Are  amar  brest  milk  khub  hay  na
আমি: Kenore
সে: Tai  to  bottle  feeding  kare  re
আমি: Aacha dudh chusle tahale ki dudh besi beroy
Naa anya kono byapar
সে: Feeding  karle  milk   besi  hay  re
আমি: Taai
Maane kono purush chusle tahale besi dudh beroy
Maane dudh tiple chusle tahale ki beroy besi
Naa anya kono kaaran
(প্লিজ এসব ভাষা কে খারাপ ভাবো না, কারন তোমরাও তোমার ভালো ছোট বেলার বন্ধুর সাথে অনেক কিছু share করো, তোমরা সেটা নিজের মধ্যে, আমি ওটা আমার ডাইরি তে লিখছি)
সে: Ta  jani  na  re
আমি: Jaah tui naa jaanle ki kore jaana jaabe
সে: Anake  jena  gachis  re
আমি শুনে হাসছি 😅😅😅
আমি: Tui ki dudh er jatno nis... Maane oil diye baa kichu kore ogulo ekta bhalo sexy banano...erakm kichu hayto...aami porechi...setai bolchi

আমি: (তার উত্তরে) Kichui jaanina, esab niye porini...kintu jaante hobe...sabkichu darkar aache pore to...
সে: Ami  kichu  care  ni  na  re  nijer
আমি: Keno
সে: Tui  trips  janle  amake  balbi  to
আমি: Nijer naa nile kibhabe bacchake samlabi
সে: Amar  ar  valo lage  na  nijer care  nite  re
আমি: Kiser tips bal to
সে: Becha  achi  etai  anake
(সবার জিবনে সমস্যা এখন, তাই সবাই এরকম কথা বলছে)
আমি: Dudh gulo kibhabe sundar karaa jaay otaar ki
সে: Yes
আমি:(বেঁচে আছির উত্তরে) Aar ebhabe bolbina kakhono bujhli
Aacha aaj ke raate dekhe jaanabo
সে: Ok
আমি: Tor nicher pubic hair gulo aache ki saaf koris
Jangal rakhis naah golf mather mato clean raakhis
Koire
সে: Are  ami  khub  valo  shaving  karte  pari  re
Kintu  kari  na
আমি: Waah taai
Keno
সে: Are  labour  room  e  kartam  re
আমি: Anya meyer shaving koris ki
(Labour room এর উত্তরে) Otaa ki
সে: Jekhane  baccha  hay  re
আমি: Aacha
Sorry idea nei...tor kach theke jaachi anek kichu
To oi meyeder chul gulo shave kore Doris?
*ditis?
Tui ki krchis
সে: Hmm  re
আমি: Ki hmm
Bujhlamnaa
সে: Besi  bhujte  nei  re
আমি: Kenore
Ektu bujha
Naa bujhle pore jadi naa jaani to hasbe je 😛
সে: Ke  hasbe  re
আমি: Ke aar...sabai hasbe...
Labour room jaanina
Kato kichu janina
Snan er par special hydrating ointment diye dudh gulo ke message korbi...tahale kaaje laagbe
সে:Kothay  janli
আমি: Besi tight clothes porisnaa nahale dudh gulo baro hobenaa...nijer size nite parbena
😅😅😅
Peter upar chaapa diye ghumosnaa...dudh gulo baarbena
Pregnant women der roj Almond Oil diye chest taa ke massage karaa uchit

Push up bra poris
Regular bra porisnaa

সে: Tui  anake  trips  janis  re
আমি: Aami janina re

Snan karaar samay prathame ektu garam e snan koris taarpar thanda jal nis...tahale blood circulation bhalo hobe...dudh gulo aaro sundar hobe

সে: Ta halay  trips  peli  kothay

আমি: Olive oil, Almond oil,Aloe Vera kono ekta use koris dudher upar...dheere dheere maalish koris ..Paris to aamake message koris...tor aaro bhalo lagbe takhn 😛

(ওর উত্তরে) Aami khaana guthli keno gunis sab samay 😅😅😅
*Aam
Kiholo
Kichu bal to
সে: Tui  to  valo  trips  diccchis
Ear  par  theke  maintain  karbo
Tahale use kore jaanaa result।

বিঃ দ্রঃ:

আগেই বলেছি এটা একটা adult healthy conversation, তাই খারাপ চোখে না নিয়ে যদি তোমরা জানো না তো, তোমরা ইউজ করে দেখো খুব কাজে লাগবে।

একটা Doctor বা Nurse যদি তোমার ভালো বন্ধু হয় তো,
তুমি অনেক লাকি মনে করতে পারো নিজেকে,
কারন যেগুলো জানো না সেগুলো তাদের কাছ থেকে জানতে পারবে।
আর বিয়ের পর তো তুমি না জানলে তোমার বউ তোমাকে বোকা বলবে, বলবে শুধু টাকা কামাতে জানে, আর কিছু জানে না।

আমরা এত ভালো বন্ধু হয়ে গেছি, সব রকমের কথা বলি,
হুম্ সবাই সবার সাথে ওগুলো বলতে পারবে না,
কিন্তু যারা ভালো বন্ধু হয়, তাদের সাথে এসব কথা বলা যায়।
কেউ কিছু খারাপ মনে করে না।
কারন যার সাথে কথা বলি, সে একা, তার ও বন্ধু দরকার ভালো, আমারও ডিপ্রেশন কাটাতে ভালো বন্ধু দরকার।
আর পৃথিবীতে বন্ধুর চাইতে বড় কি আছে।
তোমার সাথেও একটা ভালো বন্ধুত্ব রাখতে চেয়েছিলাম,
কিন্তু তুমি অভিমান করে রইলে,
আর এখন না তুমি ভালো আছো না আমি আছি।

একেও বলেছি, আমার জিবন কাহিনী হাল্কা করে,
এক তরফা ভালোবাসা ছিল,
তাকে ভালবাসতাম কিন্তু তার ১০-১২ বছরের relationship ছিল,
তাই একটা ভুল বোঝাবুঝি তে সে আর কথাও বলছে না।

তোমার নামের বন্ধু টাকে কাল বললাম,
আমি ওকে বলছি,
Good Night Sweet Dream Be Happy and Keep Smiling Always,
সে আমাকে বলছে: তুই ও
আমি: ভালো থাকার চেষ্টা করছি।

সেও বুঝতে পারছে, এর জিবনে কোন ঝড় গেছে, তাই এরকম ভাবে কথা বলছে।

কাল এর সাথে কথা হলো: গ্রাম শহরে খরচার মধ্যে তুলনা নিয়ে।

ওকে জিজ্ঞেস করছিলাম,
আমি: 14 years experience, salary to 1+ hobe atleast monthly naah 😍
সে: oitai to re sarkari j ti salary mape dai r job r experience 10yr r jiboner 14yr
আমি: Aacha tahale 50 to debe atleast...
সে: hmm oi r ki
আমি: Aacha taao thik aache... Barite kharcha to haynaa... Bangalore 50K te kichui haynaa
সে: hmm
আমি: Atleast 1 lakh per month naa kaamale ekta family cholbenaa
সে: hmm oi sab jaiga to costly
আমি: Ekhane 1-5 taakay chaa pawa jaai, okhane 7-20taaka 250 taakao laage
সে: hmm ami ghure asechi
আমি: Hmm taai okhane jara husband wife thaake aar BPO r job kore khub struggle krte hay tader ke takhn
Ekhane 30k kaamaleo 5-10k month chole jaabe motamuti dujaner janya
Aar okhane daal rice kheye maas kaatate hobe
সে: hmm boro sahore thakle kichu to kharoch krtei hbe tahole grm r sahorer parthokko thakbe ki kre

sahorer subidhe nibo r grm r moto kharoch krbo tahole ki kre cholbe

আমি:Hmm kintu sujog subidhai besi

সে: akhane job bolte oi sarkari kichu pale valo nyle r kichu nei r sahore onk path khola

আমি: Aamar to jete icche krche ekhani...kintu okhane berei choleche... Taai jachina...ekhan theke kaaj krteho parchina bhalo kore...khub asubidhe... Ekhane weather taa suit korenaa aamar...

সে: sahorer beauty parlour eo 20k dai


আমি: Hmm possible nay ekdam

Hmm thik...

Ekhane sudhu byabsa karo baa kaaj karo kothao 3-5000 taakay

সে: hm

আমি: Janina etaa gf to nei kono din karu janya kharcha korini...ei idea taa nei...kintu sunechi kharcha aache 😅😅😅

সে: onyer jnyo kno krbi nijer jnyo to nischy krechis

jana thakbe asha kri

সে: E aamar life e no gf...one side i royegeche aar er chaite besi kichunaa...aar nijeo kono costly parlour e giye chul kaatte taaka diyni 😅😅😅

Aami jaani kato dhaane kato chaal hay... Haare haare bujhi...taai aami faltu kharcha anek kam kari 😁

সে: darun life

আমি: Kiser daarun...single life taa aar ki life...corona te life taa change kore rekhe dilo 😅😅😅

কথায় কথায় বললাম,
কবিতা লিখছি,
Tor sab kabita gulo aamar ekta jaaygay rekhe diyechi... Bhalo lege chilo...jaa life e cholche setaao kabitaay prakash paay

সে: sab smy nijer nia likhle chole na sabar jnyo likhte hy ti sab kichu pore bojha jai na

আমি: Nijer niye likhina ..karu janyai likhi

*janya
😅😅😅

কি করবো মন টা খুব খারাপ,
নতুন আর ২০-২২ বছরের মেয়ে কে ফ্রেন্ড রিকুয়েস্ট না পাঠিয়ে,
যারা পুরনো বন্ধু তাদের সাথে বন্ধুর মতো কথা বলে সময় অতিবাহিত করলে ওটা কাজে লাগবে একদিন আমার মনে হয়।

ওরা জিবন টা পুরো দেখেছে অনেক টাই,
দুজনেই চাকরি করে, নিজের টাকাতে নিজের ছেলেকে খাওয়াচ্ছে,
Self Independent এখন দুজনেই,
কারু কাছে হাত পাতার দরকার নেই,
তুমিও সেলফ independent, সব কিছু তেই বেস্ট,
তাই তোমাকে ভালো লাগে আমার,
তোমার আমার সব কিছু তেই মিল আছে,
তাই ভগবান কে বলি,
তোমার মতই একটা মিষ্টি বন্ধু এনে দাও জিবনে।

এরা practical পুরো, serious কথা বলি,
বেশি মজা এসব নেই, কারন এরা বুঝে,
কত কষ্ট করলে টাকা কামানো যায়।

কারন এদের জিবনে না সেই ভালোবাসা আছে, ওই sex লাইফ, কারন এসব পার করে বাস্তব টাকে চোখের সামনে দেখছে,
এই রকম বন্ধু দের কাছ থেকে অনেক কিছু শেখা যায় জিবনে।

কারন কথায় আছে না,
১৫ বছরের মেয়ে র যে মেন্টালিটি ২৫ বছরের ছেলের সেই মেন্টালিটি।
তাই তো এখনো ১৫ বছরে বিয়ে করে ১৮ পেরোনোর আগেই এক দু বছরের মধ্যে দু চার টা ছেলে মেয়ে র মা হয়ে যায়।

আমি জানিনা রোজ এদের সাথে না কথা বললে ভালো লাগেনা,
অনেক শিক্ষা পাওয়া যায়।
নার্সিং এর ব্যাপারে একটুও knowledge ছিলনা।
এখন অনেক knowledge হয়েছে।

সব কিছু জানা উচিৎ,
কখন কোথায় কোনটা কাজে লেগে যায়।
দাদু বলতো, ভালো ছেলের সাথে তো বন্ধুত্ব তো করছো, কিন্তু খারাপ ছেলের সাথেই বন্ধুত্ব করো, আর ওদের সাথে থেকে ওদের কে ভালো করো আর ওদের মধ্যে ভালো গুণ গুলো নাও, দেখবে নিজে যেন খারাপ না হয়ে যাও!

আজ অনেক দিন পর কিছু লিখলাম,
ভালো লাগলো, মনের কথা গুলো প্রকাশ করতে পারলাম।

ভালো থাকো বন্ধু।
ভগবান আমার জিবনে তোমাকে ফিরিয়ে দেয় যেন।

#bestfriendsforever #loveyou #missyou #breastfeeding #howtomakeyourbreastbeautiful #oldfriendsarethebestfriends #serious #practicallife

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...