Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
তোমার ফটো ভিডিওতে লাইক করা মানে তোমাকে ছোঁয়া যেন একটা মিষ্টি ছোঁয়া 🥰 | Aamar Cindrella 👩🎨❤️🌹🍫💝 | The Untold Story 2020
তোমার ফটো ভিডিওতে লাইক করা মানে তোমাকে ছোঁয়া যেন একটা মিষ্টি ছোঁয়া 🥰 | Aamar Cindrella 👩🎨❤️🌹🍫💝 | The Untold Story 2020
ইচ্ছে হলো তোমার সাথে কথা বলার,
ইচ্ছে হলো আবার একটু মেসেজ করার,
কিন্তু একটা ভয় আতঙ্ক যেন বলছে,
"ওরে তুই ওকে আর মেসেজ করিস না,
ওর খুব অভিমান, ও বুঝতেও চায়না,
বুঝলে একটা তো সুযোগ দিত,
এভাবে তোকে দিনের পর দিন কষ্ট দিত না,
না তোকে যা তা বলে ভয় দেখাতো।"
তাই আমিও আজ একটা তোমার কমেন্ট কে লাইক করে আনলাইক করে দিলাম,
যাতে তুমি না বুঝো,
আবার না রেগে যাও।
তুমি তো ভালই আছো দেখছি,
আমার ব্যথা টা কোন দিনও বুঝলেনা।
শুধু কটু কথা অপমান রোজ করেই চললে।
তাও আমি জানি, তোমার রাগ অভিমান বেশি,
তাই একটা বন্ধুকে ১টা বছর কষ্ট দিলে,
এত বার বললাম ওগো বন্ধু ভুলে যাও সব,
ক্ষমা করো, কিন্তু একবারও না।
লাস্ট এ এমন কথা বলে কষ্ট দিলে,
যেন কানে লাগে সব সময়।
সারাজীবন ভালো চেয়েছি, চাই আর চাইবো,
তুমি যা ইচ্ছে বলতে পারো আমাকে,
তোমার আমার উপর পুরো অধিকার আছে।
কিন্তু পারো তো অভিমান ভুলে,
বন্ধুত্বের হাত টা বাড়িয়ে দাও।
রাধা কৃষ্ণ ভগবান ও চুপ হয়ে গেছে,
ও আর ইউটিউব ভিডিও বানায় না আমার জন্য শুধু,
কোন দিনও চাইনি এটা,
ওকে খুব দেখতে ইচ্ছা করছে,
ওর কোন নতুন ছবি কোন কিছু দেখিয়ে দাওনা,
স্বপ্ন তে একটু নিয়ে এসো।
আজ সারাদিন খুব ব্যস্ত ছিলাম,
সকালে শোরুম গেছলাম,
আজ কিছু টাকা পেলাম,
দুজন old Client এর কাছ থেকে পেলাম,
আর নতুন দুটো clients এর কাছ থেকে পেলাম।
এখন তো এত জন কে পেমেন্ট করতে হবে।

Comments
Post a Comment