Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

মুখে হাসি নেই, মা তাই জিজ্ঞাসা করছে, ভাবছি বলে দিয়, মা গো একজনকে খুব ভালোবেসে ফেলেছি | Aamar Cindrella | Cindrella Full Story 2020


মুখে হাসি নেই, মা তাই জিজ্ঞাসা করছে, ভাবছি বলে দিয়, মা গো একজনকে খুব ভালোবেসে ফেলেছি | Aamar Cindrella | Cindrella Full Story 2020


জানো গো আজ মন টা খুবই খারাপ ছিল,
সকালে শোরুম যেতে পারলাম না,
দুপুরে যাবো ভাবলাম, শরীর টা ভালো লাগলোনা,
শুয়ে ছিলাম সারা দিন।
সন্ধ্যে পর্যন্ত শুয়ে ছিলাম,
মা হঠাৎ এসে, এত জোরে বোকা নি দিল যে কি বলবো,
বলছে,"তোর কি হয়েছে দরজা জানলা বন্ধ করে অন্ধকারে শুয়ে আছিস, আগের বার তো দোকানে গিয়ে সন্ধ্যে দিতিস,কি হয়েছে শরীর খারাপ তো ডাক্তারের কাছে যা, এসব কি?"

কি করবো বলো, কি বলবো বলো,
ভাবছি বলে দিই মা কে,
"মা গো আমি একটা মেয়েকে খুব ভালোবাসি,
আমি ওর সাথে ফেসবুক থেকে জানতাম,
তারপর ভালো বন্ধু হলাম, ভালো লাগতো যখন ওর সাথে রোজ ২ মিনিট কথা বলতাম,
আমরা বন্ধুর চাইতে বেশি ছিলাম।
ওকে আমি ভালোবাসার প্রস্তাব না দিয়ে সোজাসুজি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম।
সে কিছু বলেনি, জানতাম তার একটা boyfriend আছে গত দশ বছর ধরে,
ফেসবুক থেকেই জানতে পেরেছিলাম।
তাও ভাবলাম একটা বেস্ট ফ্রেন্ড হয়ে ই থাকি,
আমাদের প্রথম দেখা একটা আর্ট এক্সিবিশন এ,
সেদিন প্রথম ওকে দেখলাম শাড়ি পরে,
পুরো শান্ত প্রকৃতির সে।
আমি সেদিন থেকে ওকে আরো বেশি ভালোবেসে ফেললাম।
আমরা আরো ভালো বন্ধু হলাম।
রোজ ফেসবুক মেসেজে ফেসবুক কল এ কথা হতো,
ওর যখন শরীর খারাপ হতো, কিছু খেত না,
আমি ওকে বকে বকে খাওয়াতাম।
ও বলতো তুমি আমাকে দাদার মত খুব care করো।
ওর শরীর খারাপ এও আমরা ১-২ ঘণ্টা কথা বলতাম ফেসবুক কল এ,
নরমাল কথা, ওর সব কিছু জেনেছিলাম।
আমিও আমার সব কিছু বলে ছিলাম।
ও জানো, সব কিছু তেই ভালো, বেস্ট বলতে পারো,
খাবার বানানো, ছবি আঁকা, হাতের লেখা, গান, নাচ, অ্যাক্টিং, সব রকমের হাতের কাজ জানে, তার সাথে আমার সব কিছু মিল খেতো,
তাই আমরা কিছু দিন এ খুব ভালো বন্ধু হয়ে গেছলাম।

কিন্তু আমার এই খুশি টা যেন কারু ভালো লাগেনি,
তাই একটা বাঙালি বন্ধু ছেলে এসে ওকে আমার নিয়ে মিথ্যে অশ্লীল কথা বলে আমাদের মিষ্টি বন্ধুত্ব কে ভেঙ্গে দিল।

তার পর আমি ওকে এক বছর ধরে রোজ বোঝাতাম,
ওর জন্য আমার ১৫০-২০০ টা ফেসবুক Tiktok pinterest LinkedIn একাউন্ট চলে গেল,
এত রাগ অভিমান ছিল আমার উপর,
একদিন বলছে, তোমার কিছু বন্ধু আমাকে অপমান করেছে একটা গ্রুপ এ, এটাতে আমি কি করতে পারি, সবাই জেনে গেছলো যে এই ছেলে টা খুব ভদ্র, কারু সাথে বেশি কথাও বলেনা, শুধু এই মেয়ে টাকে ভালবাসতো, আর ও ওর ১০০ এর উপর একাউন্ট ব্লক মেরে ছিল,
কি করবো কাউকে না বললেও, আমার ব্লগ পড়ে ছিল মনে হয় তারা,
সেই জন্য সে আমার উপর অভিমান করে রইলো।
শেষে বললো,
"তোমার friend request একসেপ্ট করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল,
যেদিন একসেপ্ট করেছিলাম, সেটা আমার জীবনের সবচাইতে unlucky day।"

একদিন আমি বলেছিলাম ওকে, "আমাকে ভুলবেনা তো",
সে বলেছিল, "না"।

তার পর সেই ছেলে টার মিথ্যে কথা বিশ্বাস করে, আমাকে তার জীবনের সবচেয়ে খারাপ মানুষের চাইতেও খারাপ বলেছিল,
যে তার সাথে খারাপ কিছু করেছিল।"

একদিন আমি, নতুন একাউন্ট বানিয়ে,
একটা সুপ্রভাত উইশ করলাম,ওর ভালো হোক, ও খুব বড় হোক,
কিন্তু আমাকে ধন্যবাদ বলেনা, তার জায়গায় বলছে, অনেক হলো আর না।

তুমি আমাকে খুব বিরক্ত করলে,
আমি ঘরে জানাচ্ছি, কেস হোক,
দেখবো তোমাকে এবারে কে বাঁচায়।

সেদিন আমি ভাত গুলো মুখে নিতে পারছিলাম না যখন এসব শুনলাম।
কি করবো আমি আমার দাদার মত নই তো,
নাহলে ওই ছেলে টার বেশি মিথ্যে কথা বলার ব্যবস্থা করতো,
আর আমরা আবার ভালো বন্ধু হতাম বা তাকে ভুলে যেতাম।

আমাকে এত ভয় দেখালে, রাতে এখনও ঘুম হয়না।
ভয় লাগে, এত চুপ হয়ে গেছে, বাড়ি গেছে,
কিছু তো আবার করছে না তো।
আমি তো মেসেজ করাই বন্ধ করে দিয়েছি।
একটা আতঙ্ক যেন সৃষ্টি হয়েছে,
কারু ফোন ধরছি যদি যেটা অজানা কারু হয় তো।
এখনও ভয় লাগে শুধু তার আতঙ্ক এর জন্য।

কিন্তু ভালোবাসা তো কিছুই দেখেনা,
আতঙ্ক ভয় আসুক না, কিন্তু আবার যেন বেশি ভালোবেসে ফেললাম।
এমন কি সে এখন স্বপ্নেও আসে,
আবার সে বউ এর মত সিঁথিতে সিঁদুর গলায় সোনার হার, লাল বেনারসি শাড়ি পরে যেন সে আমার দিকে তাকিয়ে রোজ হাসে।
আমি জানিনা কেন এরকম হচ্ছে,
আমার কাজে খুব খারাপ ভাবে প্রভাব পড়েছে,
এখনও ২-৩ লাখ টাকা পাবো Clients দের কাছে,
কিন্তু আমিও চাইনি, ওরাও দেইনি।
জানি দিয়ে দেবে।
কিন্তু কাজে মন নেই কিছু।
অফিস টাও নেই, যেখানে বসে ঘণ্টার পর ঘণ্টা কাজ করবো।
রোজ ওকে নিয়ে কবিতা গল্প গান লিখি,
১৯টা গান বানিয়ে ফেললাম,
জানি এসব করে কিছুই হবেনা।
কিন্তু কি করবো মন ভালো নেই যে।
উল্টো পাল্টা মাথায় এসেছিল,
করে ফেলতেও যাচ্ছিলাম,
কিন্তু সবারকার স্বপ্ন এসব ভেবে কিছু করিনি।

মা গো, বলো আমি কি করি,
ওকে ভুলতে পারছিনা।
রোজ কবিতা গল্প লিখতে লিখতে চোখের জল ফেলি,
রাধা কৃষ্ণ ভগবান কি রোজ বলি,
সব সমস্যার সমাধান করো,
আর কষ্ট দাওনা, আমার হাসিটা চলে গেছে তাই।
তোমরা এই জন্য আমাকে আগের মতো খুশিতে দেখতে পাওনা।
সব সময় উদাস হয়েই থাকি।
তোমরাও একটা মিষ্টি দেখতে কাউকে খুঁজে দিতে পারলেনা।

জানো ও আমার উপর যতই বা রাগ করুক,
আমি জানি যদি রাধা কৃষ্ণ ভগবান এই পৃথিবীতে রয়েছে তো,
আর ওদের ভালোবাসাটা সত্যি তো,
একদিন সে আমাকে বুঝবে আর আমরা ভালো বন্ধু হয়ে যাবো।

জানি সময় লাগে।
কিন্তু যেন আমার জিবনে সব কিছু র ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে।

কি করবো অপেক্ষা করা ছাড়া,
আর তো কিছু করতে পারিনা আর।

আমি ওর ভালোর, ওর শরীর ভালো থাকুক সারা জীবন এটাই চাইলাম,
ও খুব বড় স্কুলে চাকরি করুক এটাই ঠাকুরকে রোজ বলতাম,
কিন্তু সে দেখো আমাকে কত খারাপ খারাপ কথা বলে গেল,
রোজ চোখটা ভিজিয়ে গেল।

একদিন আমাকে বলেছিল,
তোমারও একদিন Microsoft এর মত বড় কোম্পানি হবে,
আমি বলতাম, তুমি তার CEO হবে।
আমি ঘরে বসে ঘুমোতাম, আর তুমি সব দেখা শোনা করতে।
তখন সে বলেছিল, সব আমি করবো তাহলে তুমি কি করবে,
আমি বলতাম, আমি ঘুমোবো, তোমার মিষ্টি মুখ টা দেখবো সারাদিন❤️"।
এই সব স্বপ্ন যতদিন না পূর্ণ করবো,
তত দিন কোন ভুলভাল কিছু করবনা,
আমি তোমার স্বপ্ন পুরন করে দেখাবো একদিন।
বলেছি আমি তাকে,২০২৪ এর ২১আগস্টের আগে কিছু একটা বড় জায়গায় পৌঁছে,
ও একদিন proud feel করবে আর তার কাছে যে সম্মান টা হারিয়েছি সেটা ফিরে পাবো একদিন।

মা গো বলো, আমি কি করবো এখন?
ওকে ভুলতে পারিনা,চোখ বন্ধ করলেই ওকে দেখতে পাই।

আমার কাজে মন বসছেনা। আমি কিভাবে সব ঠিক করবো মা?

ভাবি বলি, কিন্তু মা এর শরীর ভালো নেই,
এসব বলে কেন কষ্ট দিই আর,
তাই আর বলিনি।
নিজের কাছেই রাখলাম।

ভালো থেকো বন্ধু, খুশিতে থেকো।
#Maa #Microsoft #behappy #keepsmilingalways #imissyou #takecare

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...