শুভ মহালয়া, বিশ্বকর্মা পুজো আমার Cinderella 👩🎨❤️🍫
সত্যি বলছি তোমাকে খুব মিস করছি গো,
এখন খাবার খেতে এলাম,
একটা মুভি দেখছিলাম,
অনেকদিন আগে দেখেছিলাম,
কিন্তু আমি ভুলে যাই,
কোন মুভি একবার দেখলে এক বছর পর,
কি নিয়ে মুভি টা ভুলে যাই,
জানিনা এটা স্মৃতি শক্তি লোপ,
মানে গজনী না অন্যকিছু হয়ে গেছি।
ওগো আজ একটা মুভি দেখছিলাম,
ওটাতে একটা love story দেখছিলাম তো তোমাকে মনে পড়ে গেল,
চোখ থেকে ছল ছল করে জল পড়তে লাগলো।
জানি ছেলে দের কাঁদতে নেই,
আমিও কাঁদি না,
শুধু তোমার জন্য দিনের পর দিন কেঁদেছি,
ভাবলাম আমার চোখের জল দেখে একদিন বুঝবে,
আবার ভালো বন্ধু হবে,
কিন্তু তুমি একটুও কথা বলছনা আর।
তোমাকে দেখতেও পাচ্ছিনা কোথাও আর,
ওগো তোমাকে খুব ভালোবাসি বন্ধু।
রাধা কৃষ্ণ ভগবান আর কষ্ট দাওনা,
ওকে না দেখতে পেয়ে রোজ চোখ ভিজে চলে।
ভগবান তোমাকে চির সুখী রাখুক,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
শুভ মহালয়া, বিশ্বকর্মা পুজো জানিয়ে দিলাম।
ভালো থেকো সারা জিবন।

Comments
Post a Comment