তুমি যাকে ভালোবাসো Bengali Song (আমি চেয়েছিলাম ভালো তোমার❤️) 2020 | Aamar Cindrella ❤️👩🎨🌹💝 | The Untold Story in Bengali
তুমি যাকে ভালোবাসো Bengali Song (আমি চেয়েছিলাম ভালো তোমার❤️) 2020 | Aamar Cindrella ❤️👩🎨🌹⛈️
আমি চেয়েছিলাম ভালো তোমার,
তুমি করলে অপমান বারবার।
কি অপরাধ ছিল গো আমার?
মনে আছে সেই দিন গুলো,
না কথা বলে পারতে না থাকতে,
বলে ছিলে থাকবো দুজন এক সাথে।
আজ কেন চলে গেলে এত দূরে,
ভয় দেখিয়ে আমাকে চুপ করিয়ে।
আমি চেয়েছিলাম ভালো তোমার,
তুমি করলে অপমান বারবার।
কি অপরাধ ছিল গো আমার?
মনে আছে সেই দিন গুলো,
না কথা বলে পারতে না থাকতে,
বলে ছিলে আমরা দুজন থাকবো এক সাথে।
আজ কেন চলে গেলে এত দূরে,
ভয় দেখিয়ে আমাকে চুপ করিয়ে।
এখন শুধু পড়ে রয়েছে পুরনো মিষ্টি স্মৃতি গুলো,
আঁকড়ে ধরে বেঁচে চলেছি তোমায় মনে করে।
এখন শুধু পড়ে রয়েছে পুরনো মিষ্টি স্মৃতি গুলো,
আঁকরে ধরে বেঁচে চলেছি তোমায় মনে করে।
চোখ শুধু রোজ ভিজে যায় হাসি আসতে আসতে,
তুমি বুঝলেনা কখনো ওগো আর আমারে,
বললে তুমি থাকবে না আমরা কখনো একসাথে।
আমি চেয়েছিলাম ভালো তোমার,
তুমি করলে অপমান বারবার।
কি অপরাধ ছিল গো আমার?
এখনও রোজ লিখে চলি সেই মমতা দিদির কবিতা,
যা দেখিয়ে তোমার হৃদয়ে বানিয়েছিলাম একদিন ভালোবাসা।
ভালোবাসার ঘর বানিয়ে ছিলাম তোমার হৃদয়ে।
একটা ঝড়ে সব ভেঙ্গে জিবনটা পরিণত করলো বিষাদে।
আর করবে কতদিন আমার উপর অভিমান,
হারিয়েছি তোমার কাছে নিজের সব সম্মান।
এসো না এবারে একটু কাছে,
চোখের জল মুছে ধরনা বন্ধুর হাত টাকে।
চলো থাকি আমরা দুজন আবার এক সাথে।
আমি চেয়েছিলাম ভালো তোমার,
তুমি করলে অপমান বারবার।
কি অপরাধ ছিল গো আমার?
আমি চেয়েছিলাম ভালো তোমার,
তুমি করলে অপমান বারবার।
কি অপরাধ ছিল গো আমার?
মনে আছে সেই দিন গুলো,
না কথা বলে পারতে না থাকতে,
বলে ছিলে থাকবো দুজন এক সাথে।
আজ কেন চলে গেলে এত দূরে,
ভয় দেখিয়ে আমাকে চুপ করিয়ে।
এই সুর টা তুমি যাকে ভালোবাসো গান থেকে নেওয়া, এটা নিজের ভাষায় বানানোর চেষ্টা একটা মিষ্টি বন্ধুর জন্য, যে একটা ভুল বোঝা বুঝি র জন্য তার বেস্ট ফ্রেন্ড কে এক বছর কে না কথা রোজ রোজ শাস্তি দিচ্ছে, আর বন্ধুটার চোখ ভিজিয়ে চলছে।
তাকে কত বার বোঝালাম, এক বছর ধরে হাসানোর চেষ্টা করলাম, কিন্তু রেগে আবার ধমকি ভয় দেখিয়ে তার বন্ধুটার মনে একটা আতঙ্ক সৃষ্টি করলো।
যার জন্য সে তার রাতের ঘুম ও হারিয়ে ফেলেছি।
একটা বাঙালি ছেলে বন্ধু এসে দুটো বন্ধুর জিবনটা শেষ করে দিল, একটা বন্ধুর হাসিটা ছিনিয়ে নিল।
তাও আমি বিশ্বাস করি, যদি রাধা কৃষ্ণ ভগবান এর ভালোবাসা আছে তো আমরা একদিন ভালো বন্ধু হবো আবার।
For more: https://www.AamarCindrella.best
Tumi Jake Bhalobaso Lyrics in Bengali:
তুমি যাকে ভালোবাসো
স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড় ।
তোমার কথার শব্দ দূষণ
তোমার গলার স্বর ।
আমার দরজায় খিল দিয়েছি
আমার দারুন জ্বর ।
তুমি অন্য কারোর সঙ্গে
বেঁধো ঘর ।
তোমার নৌকোর মুখোমুখি
আমার সৈন্যদল ।
বাঁচার লড়াই ।
আমার মন্ত্রী খোয়া গেছে
একটা চালের ভুল ।
কোথায় দাঁড়ায় ।
কথার ওপর কেবল কথা
সিলিং ছুঁতে চায় ।
নিজের মুখের আয়না আদল
লাগছে অসহায় ।
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান ।
বুকের ভেতর ফুটছে যেন
মাছের কানকোর লাল ।
এত নরম ।
শাড়ির সুতো বুনছে যেন
সেই লালের কঙ্কাল ।
বিপদ বড় ।
কথার ওপর কেবল কথা
সিলিং ছুঁতে চায় ।
নিজের মুখের আয়না আদল
লাগছে অসহায় ।
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান ।
#TumiJakeBhalobaso #Praktan #CinderellaLoveStory #lovestory2020 #sadsong #missyou #bestfriendsforever #ownsong #bengalisuperhotsong #aamarcindrella
Comments
Post a Comment