Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

সত্যি তুমি একটা Heartless Girl একটা, যে তোমার ভালোর জন্য প্রার্থনা করতো তাকে তুমি এভাবে বলতে পারলে!


অনেক লেখার আছে, কিন্তু জানি লিখলেই মাথা আরো ধরবে, চোখ থেকে অটোমেটিক জল গড়িয়ে যাবে।কিন্তু না লিখলে যেন মন হাল্কা হয় না!

Read : Aamar Cindrella Story Part -1

রাধা কৃষ্ণ ভগবান আমাকে এত কষ্ট দাও না জীবনে।যাকে মন দিয়ে ভালোবাসি,সে আমাকে অনেক কষ্ট দিচ্ছে ঠাকুর। এই জনমে না আগের জন্মে কোন ভূল করে থাকি তো, সেই অপরাধ ক্ষমা করে দাও প্রভু।


Already তিন বছর ধরে Aamar Cindrella এর মন জয় করতে কত কিছু করেছি।তার পর আবার জীবনে দিলে আরেকজন পরী আমার অনামিকা,যার হৃদয়ে একটু জায়গা বানাতে কত বার সে আমাকে আঘাত করেছে দিনের পর দিন বিনা না কথা বলে, সে নিজেও জানে না।তার নিরবতা আমাকে একটুও ভালো রাখে না।আমি তাকে সারা জীবন happy রাখতে চাই।


কিন্তু সে আমাকে বুঝেও যেন কষ্ট দিয়েই চলে।


অনেক করে আমি সম্পর্ক টা কে একটু এগিয়ে নিয়ে গেছলাম, আমি ভাবলাম। মনে একটু খুশির মেঘ জমেছিল। 


কিন্তু কালো মেঘ আসতে বেশি দেরি হলো না।


কত সুন্দর করে রোজ আমি ওকে খুশি করতে চেষ্টা করতাম।


কিন্তু আমার এত সুন্দর ভাবে ওকে রোজ Good Morning, Good Evening,Good Night Wish করেও শেষে আমার চোখ ভিজেতে ছাড়লো না সে।


তাকে আমি রোজ সুন্দর করে কিছু মনের কথা গুড নাইট গুড মর্নিং মেসেজে লিখতাম।


এভাবে তার মন জয় করতে ভেবেছিলাম পেরেছি।মন খুব খুশি ছিল।


একদিন সে কিছু hot sexy look এর ছবি স্ট্যাটাস এ দিয়েছিল।


ভেবেছিলাম ওটা শুধু আমার জন্য, কারন আমার অন্য নম্বর থেকে ওগুলো দেখতে পাওয়া যেত না।




তাই ভাবলাম শুধু আমাকে দেখাতে ওগুলো দিয়েছে।


এমন ভাবে ড্রেস টা পরেছে যেন বুকের খাঁজ মানে ইংলিশ এ কি বলে যে,হুম্ Cleavage টা দেখিয়ে hot look এ দিয়েছে।


তাকে বলেও ছিলাম খুব Hot Sexy লাগছে first time .


আমি ভাবলাম সে মনে হয় খুশি হয়েছে।


পরেও এক দু দিন ভালই কথা হলো।


এক ঘন্টা ধরে আমার সাথে মেসেজে অনেক কথা হলো।


তার আগের দিন রাতে কথা বলেনি, মন টা খুব ভেঙ্গে ছিল।


ওকে বলেও ছিলাম তাই পরের দিন রাতে অনেক কথা হলো, তার পর আমি ওকে একটা ১ ঘণ্টার উপর ধরে একটা বড় মেসেজ লিখে পাঠালাম।


সব কিছু বললাম, সেদিন মন কেমন ছিল, তোমার মুখের মিষ্টি হাসি দেখে মন কত ভালো হলো, তোমাকে কেন আমি দেবী বলে ডাকি তার সাথে একটু ওই Sexy Hot look এর ছবি চাইলাম যদি আবার পাঠাতে পারো তো।


জানি না কি হলো, তারপর থেকে সে যেন কথা বলতে চায় না।


কাল রাতেও কথা বলল না ঠিক করে।


আজ সকালে দুটো মেসেজে কথা বলার পর বলছে রাত ১১ টার পর কথা হবে।


তারপর মাঝে Good Evening মেসেজ,স্ট্যাটাস এর একটা রিপ্লাই কিন্তু কোন উত্তর নেই।


আমি ভাবলাম ও তো এরকম রোজ ই করে আজ ও যেন ঠিক তেমনি করল।


মন ভেঙ্গে যায় যখন তোমার মনের মানুষ তোমার reply না দেয় তো।


তারপর যখন রাতে মেসেজ করলাম তো বলছে, "bg, by,  kono katha bolbena.block"


কত খারাপ মেয়ে তাও আমি ওকে দেবীর আসনে বসিয়ে রোজ কত ভালো করে প্রশংসা করেছি।


ভাবো তো তোমাদের সাথে কেউ যদি এমন করে তো তুমি কি করবে?


হুম্ দুই দিন আগের টা তো বলিনি।


সেদিন বলছি, ওই চুল বাঁধছ কি? সে বলছে হুম্।আমি বললাম বেঁধে দেব।সে বলছে, হুম্।


তখন আমি সুন্দর করে চুল বাঁধার টা বললাম। সে খুব খুশি ছিল।


পরের দিন ও ভালই গেল একটা মিষ্টি হাসি খুশির ভালোবাসা পেলাম।


জানো তো আমি ওকেও বলতাম, তোমার একটা মিষ্টি হাসির smiley আমার মন ভালো রাখে।একটা করে happy smiley পাঠিও,ওটাতেই আমি খুশি থাকবো।


আর এই অনামিকা সব শুনেও একটা Happy Smiley পাঠাতে যেন কত ভাবে।


১০০ বার বললে একবার পাঠাতো।


বলতাম কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে।


সে ভাবে,আমি সব মন গড়া বলি।


আরে যদি কাউকে তুমি সত্যি ভালোবাসো আর যদি তাকে নিয়ে সারা দিন ভাবো তো ভগবানও তাকে স্বপ্নে নিয়ে আসে।


আমিও তাই মাঝে মাঝে দেখতাম।


কাল সকালে ওকে বলছি, একটা couple এর ছবি পাঠিয়ে যেটায় ব্রেকফাস্ট করাচ্ছে ছেলে টা মেয়ে টা কে।


আমিও পাঠালাম, তো সে যেন রেগে বলছে,"Aamake tumi keno khawabe, ESB thik nay, aamar bf aache."


তখন তার কাছ থেকে ছবি চাইলাম, তো একজনের ছবি পাঠাল।বললাম, তোমার সাথে দেখি। বলছে, বিয়ে হলে পাবে।"






কাল কোন্ ধার থেকে আমার Truecaller App এ ওর নাম টা True Caller Search Bar এ এসে গেল আর দেখছি, ও রাত ১১ টা থেকে ১২ পর্যন্ত ফোনএ ব্যস্ত।


Truecaller App এর এটা একটা Feature, আমি সেটা কাল দেখলাম।



আজও দেখছি আমাকে নিষ্ঠুর ভাবে Block বলার পরে ,সে দিব্যি কারু ফোন এ ব্যস্ত।


আমার চোখে জল নিয়ে এসে, সে কত গল্প করছে।


এখন বাজছে রাত ১ টা ২১ , সে ৩৩ মিনিট আগে পর্যন্ত কারু সাথে ফোনে busy ছিল।


হে রাধা কৃষ্ণ ভগবান আমি তো সত্যিকারের ভালোবেসেছিলাম, তাও কেন তুমি আমায় এত কষ্ট দিচ্ছ?


হে ভগবান, বিনা কারণে আমাকে সে কষ্ট দিচ্ছে আর এভাবে বলছে।


আমাকে গত ১ বছর ধরে অনেক কষ্ট দিল।


রাধা কৃষ্ণ ভগবান ওর জীবনেও যেন ওর মনের মানুষ ওকে ঠিক তেমনি কষ্ট দে একদিন।সে যেন ঠিক সেই পরিমাণ কষ্ট টা অনুভব করে যতটা কষ্ট আমি রোজ পাই, যখন সে আমাকে hurt করে,চোখে রোজ জল নিয়ে আসে। তাও ওর দুটো মিষ্টি মেসেজ এর জন্য তোমার কাছে কত প্রার্থনা করি!


কেন তুমি ভগবান আমার জিবনে এই রকম Heartless মেয়ে কে এনে আবার জীবনটা কে যেন শেষ করে ফেলছে।


আমাকে বাঁচাও প্রভু।মরে যেতে চাই।


আর ভালো লাগছে না।অনেক কষ্ট দিল এই Heartless মেয়ে টা আমায়।


তার জীবনের মনের মানুষ ও ঠিক এভাবে সারা জীবন তাকে ignore করে,তাকে ছেড়ে চলে যায় যেন।


সেদিন সে বুঝবে কতটা কষ্ট হয় যখন কাউকে সে কষ্ট দেয় তো!


দেখো কেউ কি ভাবে কাউকে ভালোবাসা দিয়েছে মেসেজের মধ্য দিয়ে আর তার মনের মানুষ তাকে কত কষ্ট দিয়েছে!


রাধা কৃষ্ণ ভগবান যদি তুমি সত্যি বিরাজমান তাহলে যার জন্য সে আমাকে ignore করেছে,তাকে তার জীবন থেকে ছিনিয়ে নিও,তার মিষ্টি হাসি যেমন আমার জীবন থেকে নিয়ে নিয়েছ,ঠিক ওর জীবনেও যেন সেই হাসিটা হারিয়ে যায়।সেদিন সে বুঝবে কতটা কষ্ট পাই যখন কাউকে সময় দিয়েও সে তাকে দিনের পর দিন ব্যথা দিয়েই চলে 😭😭😭।


আমাকে অনেক কষ্ট দিয়েছ তুমি গো আমার অনামিকা ম্যাম।তোমাকে কত সম্মান দিয়েছিলাম, আর তুমি আমার সাথে কত খারাপ ব্যাবহার করে কষ্ট দাও তুমি নিজে ভাবতে পারবে না!


আমার জীবনটা already একটা আগুনের মধ্যে জ্বলছে।একদিন তোমাদের জীবনটাও জ্বলবে।


সেদিন ভীষণ কাঁদবে।সেদিন বুঝবে কাউকে কষ্ট দিলে ভগবান কতটা কষ্ট দেয় জীবন এ একদিন।


তোমার মনের মানুষ অনেক জলদি তোমার জীবন থেকে দূর চলে যাবে।তুমি একা হয়ে যাবে।সেদিন তোমার মনে পড়বে আমার কথা।তুমি আমাকে কত টা কষ্ট দিয়েছ জীবনে!


চোখ টা ভিজে চলছে,জল শুকিয়ে আবার গড়িয়ে যাচ্ছে।


আমি একটু ভালোবাসার জন্য তোমার কাছে নিজেকে কত টা ছোট বানিয়ে ফেলেছিলাম নিজেকে। যেন ভালোবাসা পেতে তোমার খাচ্ছে ভিক্ষা চাইতাম।আর তুমি যেন দুটো মিষ্টি হাসির মেসেজ পাঠাতে কত ভাবতে!


এই দুই চার দিন খুশি মানিয়ে নাও যদি সত্যি তোমার জিবনে আমাকে ছাড়া অন্য কেউ এসেছে তো।


খুব জলদি তোমার জিবনে প্রলয় আসবে।আর তোমার সব কিছু নিয়ে চলে যাবে সেদিন দেখবে মনে কত ব্যথা হবে আমার মত, সেদিন তুমি বুঝবে তুমি তোমার জয় কে কট কষ্ট দিয়েছ আর সে তোমাকে কত ভালোবাসা দিয়েছে!











 [31/10, 19:44] Joy: বা দিকের টা আমার মিষ্টি অণু👰‍♀️ ডান দিকের টা তার গাবলু পাগলু জয়👦 #অনুজয় ❤️

[31/10, 19:44] Joy: 😜😇😍🥰😇🤓🥳

[31/10, 20:31] Joy: DP so sweet... খুব খুব খুব মিষ্টি লাগছ ❤️👌👌👌

[31/10, 20:31] মিষ্টি বন্ধু: Hm

[31/10, 20:31] মিষ্টি বন্ধু: Ta

[31/10, 20:31] মিষ্টি বন্ধু: Tai😌

[31/10, 20:31] Joy: হুম্ গো 😘

[31/10, 20:31] Joy: 😇

[31/10, 20:32] Joy: এই মিষ্টি হাসিটা সারা জীবন বানিয়ে রাখবো 😇😇😇

[31/10, 20:33] Joy: এরকম ভাবে রোজ ফটো দিও বুঝলে আমার অনামিকা ম্যাম 😘😘😘

[31/10, 20:34] মিষ্টি বন্ধু: Ok

[31/10, 20:34] মিষ্টি বন্ধু: 👍🏻

[31/10, 20:34] Joy: ❤️

[31/10, 20:35] Joy: তোমাকে খুব দেখতে ইচ্ছে করে, কোথায় দেখতে পাবো বলতো ম্যাম 🤗

[31/10, 20:40] Joy: একটা মিষ্টি voice record করেই পাঠাও না গো 🤗

[31/10, 22:10] Joy: ২০০৮ এই আমার মিষ্টি অণু👰🏻‍♀️ কে এঁকে ফেলেছি দেখো , কি মিষ্টি লাগছে দেখো ❤️😘😘😘

[31/10, 22:22] Joy: DP টা কি মিষ্টি 🤗 কতবার দেখলাম তখন থেকে কি বলি আর 🤗🤗🤗❤️❤️❤️😘😘😘

[31/10, 22:24] মিষ্টি বন্ধু: Tai

[31/10, 22:24] মিষ্টি বন্ধু: Thanks

[31/10, 22:24] Joy: হুম্ আমার মিষ্টি সোনামনি 😘😘😘

[31/10, 22:25] মিষ্টি বন্ধু: 🫢

[31/10, 22:25] Joy: 😘😘😘

[31/10, 22:25] Joy: একটু কিছু রোমান্টিক বলি, রাগবে না তো গো🤗

[31/10, 22:25] মিষ্টি বন্ধু: Hmm ragbo

[31/10, 22:26] Joy: 😒

[31/10, 22:27] Joy: একটু ভালোবা* টা প্রকাশ করতেও দেবে না আমার cutipie 😘😘😘

[31/10, 22:27] মিষ্টি বন্ধু: Na

[31/10, 22:27] Joy: তাই সব মনেই রাখবো তাহলে তো গো 🤗

[31/10, 22:28] মিষ্টি বন্ধু: Hm

[31/10, 22:29] Joy: আমার মিষ্টি অনু কে খুব ভালোবা*😘😘😘

[31/10, 22:30] Joy: সারা জীবন আমার অনুর মুখে মিষ্টি হাসি বানিয়ে রাখবো 🤗🤗🤗

[31/10, 22:35] Joy: ওই মিষ্টি প্রিন্সেস একটা কথা কবে থেকে ভাবছি বলব, এখন বলব গো 🤗

[31/10, 23:00] Joy: আমাকে না একজন কিছু বলেছিল জানো গো 😛

[31/10, 23:06] মিষ্টি বন্ধু: Ki

[31/10, 23:07] Joy: বলেছে কি তোমার একটা খুব মিষ্টি Highly Educated বউ হবে 😝😝😝

[31/10, 23:07] মিষ্টি বন্ধু: O

[31/10, 23:08] মিষ্টি বন্ধু: Vloto

[31/10, 23:08] Joy: হুম্ তো আমার ম্যাম ও তো খুব highly educated 😇😇😇

[31/10, 23:08] Joy: 😉😜

[31/10, 23:08] মিষ্টি বন্ধু: 😡

[31/10, 23:09] Joy: 😌

[31/10, 23:09] Joy: কি আমার ম্যাম তো খুব highly educated নয় কি? কত কিছু পড়াশুনো করেছে

[31/10, 23:10] Joy: BA MA Guitar 🎸 এ First 🥇 Class 😇

[31/10, 23:13] Joy: আমাদের এখানে এটাই Highly Educated 😇

[31/10, 23:15] Joy: আমার মিষ্টি প্রিন্সেস এর মিষ্টি গোলাপের পাপড়ির মত মিষ্টি ঠোঁটের লিপস্টিক আর লাল রঙের চাদর টা র রঙ পুরো একই একই ❤️❤️❤️🤗🤗🤗

[31/10, 23:24] Joy: ওই খেলে

[31/10, 23:25] মিষ্টি বন্ধু: Bha

[31/10, 23:25] Joy: 🥰

[31/10, 23:31] Joy: সবাই pair হয়েই ঘুরতো,গপ্পে আরো কিছু তে কলেজের এক কোণে,নির্জন জায়গায় গপ্প করত😍। শুধু আমি আর কিছু বন্ধু একা একাই off class এ বসে থাকতাম 😝😝😝

[31/10, 23:31] মিষ্টি বন্ধু: 👍🏻

[31/10, 23:31] Joy: 😅😅😅

[31/10, 23:32] Joy: তোমার college life কেমন ছিল গো

[31/10, 23:33] Joy: ওই বলো

[31/10, 23:43] Joy: আছো

[01/11, 02:06] Joy: শুভ রাত্রি🌌😴 টাটা আমার মনকে খুশিতে ভরিয়ে দেয় যার দুটো মিষ্টি লাজুক হাসির মিষ্টি মেসেজে সেই আমার সবচেয়ে মিষ্টি খুব কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী শুধু আমার অনামিকা👱‍♀️।


ওই আমার মিষ্টি প্রিন্সেস রোজ একটু মিষ্টি হাসি খুশি মুখে মিষ্টি হাসির মিষ্টি ভালোবা* তোমার লাজুক মিষ্টি হাসির মধ্য দিয়ে দিও।আমি ওটাতে খুব খুশি থাকবো🤗।


আমি তোমাকে সব আপদ বিপদ থেকে বাঁচিয়ে পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা দয়া মায়া মমতা তোমার শাড়ির আঁচলে এনে দিয়ে তোমার মুখে সারা জীবন মিষ্টি হাসি বানিয়ে রাখব🤗।


তোমাকে খুব খুব ভালোবা*🤗।ঠাকুর আমার অ্যাঞ্জেল কে সব সময় খুশিতে রেখো।


ওর মিষ্টি মুখের মিষ্টি হাসি আমার সারা দিন ভালো থাকার কারণ😇।


টাটা ঘুমোলাম।তোমার ফেসবুক প্রফাইল পিক👰‍♀️ আর এই মিষ্টি WhatsApp DP👱‍♀️ দেখেই ঘুমিয়ে পড়ি🤗।

[01/11, 08:47] Joy: ভোর🌅 এর এই মৃদুমন্দ ঠান্ডা হাওয়া🍃, পাখি🐦র কিচির মিচির আওয়াজ, আমার মনকে খুশিতে ভরিয়ে দেয় যার দুটো মিষ্টি হাসির মেসেজ😌, মন আমার সারা দিন ফুরফুর থাকে☺️ সেই মিষ্টি গলার আওয়াজ শুনে, একশো বার দিনে যার মিত্তি মিত্তি ফটো গুলো দেখেও যেন আবার আরেক বার দেখি😊,যাকে সারা দিন খুব খুব মিস করি😘, যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবা*💞 সেই আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত পবিত্র আমার সরস্বতী লক্ষ্মী রাধা মীরা পার্বতী দুর্গা👰‍♀️ আমার সবচেয়ে মিত্তি খুব কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার অনামিকা👱‍♀️র কানে পৌঁছে, তার শরীরে মিষ্টি ছোঁয়া জাগিয়ে তার গোল গোল চোখ গুলো খুলে, মুখে একটা মিষ্টি হাসি নিয়ে এসে তাকে জানাই তার জয়দীপ👦 এর থেকে এক গুচ্ছ গোলাপ ফুল🌹 এর সাথে নতুন দিনের সুপ্রভাত🌄।


তুমি সারা দিন খুব খুব খুব ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারা দিন থাকে🤗।


তোমাকে এত্ত ভালবা*, সুখ, স্বাচ্ছন্দ্য দেবো কি তোমার মুখে আমি সারা জীবন মিষ্টি হাসি বানিয়ে রাখবো😌💕।


আমার জন্য রোজ একটু সকাল ,বিকাল, রাতে তোমার মিষ্টি ভালোবা*র মিষ্টি ছোঁয়া দিও তোমার মিষ্টি লাজুক হাসি, মিষ্টি মেসেজের মধ্য দিয়ে, যদি পারতো একটু করে মিষ্টি গলার শুনিও কল করে বা মিষ্টি রেকর্ড করে☺️।


 সকালে ঘুম ভাঙাতে চাই তোমার মিষ্টি গুড মর্নিং উইশ এর মিষ্টি আওয়াজ শুনে, আর রাতে ঘুমোতে চাই তোমার গুড নাইট এর মিষ্টি আওয়াজ শুনে রোজ🥰🥰🥰।


আমাকে বন্ধু বা তার চাইতে বেশি ভেবে আমার পাশে থেকো,  তোমার হৃদয়ে একটা ছোট্ট জায়গা দিও, আমাকে বকবে, একটু ভালোবা* দেবে আর বলবে ওই আমার পাগলা জয়👩‍❤️‍👨 এবার তো আমি আছি পাশে👫, নাও দেখি তো কত কি কাজ করতে পারছ এই বছরের শেষ মাস গুলোতে!


দেখবে আমি সব করে দেখাবো 🤗।


যদি কখনো কিছু বলে ফেলি, আর তুমি কিছু মনে করো তো তখনি বলে দিও, তোমাকে সব সময় ভালবা*, হাসি, খুশিতে ভরিয়ে রাখতে চাই 😊। তোমার মিষ্টি হাসি আমার দিন বানায়🤗🤗🤗।


বুঝলে আমার চোখ বন্ধ করলে দেখতে পাওয়া মিষ্টি লাজুক হাসির সাথে চেয়ে থাকা আমার অনামিকা👰‍♀️ ম্যাম।


🌄🌹🍫💝💐👩🏻‍❤️‍👨🏼😘👫📚🖊️✏️💄💅🥻👗👘💃🏡🚘🏍️💸🍛🐟🍳🍗🐓☂️👜👓🖥️🎧🛵👠⌚🥪🍨🍬🍮🍿🍔🍕👩‍✈️👮‍♀️👩‍💻👩‍🏫👩‍⚕️🥇🏆💖💞💕💌🥰🤗

[01/11, 10:35] Joy: কই গো আজ গুড মর্নিং টা বলবে না 😌

[01/11, 11:14] মিষ্টি বন্ধু: Gdmg

[01/11, 11:30] Joy: বলে বলে আমার মিষ্টি অনামিকা👧🏻 ম্যামের থেকে গুড মর্নিং নেওয়া আমি একজন 👼😝😜

[01/11, 11:49] মিষ্টি বন্ধু: 😌

[01/11, 11:49] Joy: 😘

[01/11, 11:49] Joy: 😜

[01/11, 11:57] Joy: এত্ত মিষ্টি দেখতে তুমি, রোজ একটা selfie 🤳 তুলে dp বানাতে হয়🤗 যে রকমই দাও, সব কিছুতে তোমাকে খুব মিত্তি লাগে ❤️😘😘😘

[01/11, 14:42] Joy: কি মিষ্টি dp টা ❤️👌👌👌আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত পবিত্র শুধু আমার অনামিকা 👰‍♀️মিষ্টি গোলাপের পাপড়ির মত মিষ্টি ঠোঁটে পিঙ্ক লিপস্টিক, একটা খুব মিষ্টি স্নিগ্ধ চাহনি নিচের দিকে তাকিয়ে, উফ্ দেখলেই যেন মন শান্ত হয়ে শুধু দেখতেই থাকি সারা দিন ধরে 🤗🤗🤗👰‍♀️😘😘😘।

[01/11, 23:06] Joy: কই গো আছো?

[01/11, 23:06] মিষ্টি বন্ধু: Hm

[01/11, 23:06] Joy: কি করছ

[01/11, 23:06] Joy: খেয়েছ

[01/11, 23:08] Joy: খুব busy আজ ম্যাম

[01/11, 23:15] Joy: ওই আছো

[01/11, 23:20] Joy: খুব চুপচাপ ম্যাম আমার

[01/11, 23:21] Joy: শরীর ভালো তো

[01/11, 23:21] মিষ্টি বন্ধু: Hm

[01/11, 23:21] Joy: কি করছ

[01/11, 23:22] Joy: ওই আমার মিষ্টি প্রিন্সেস আমার অনামিকা ম্যাম 👧 একটু গল্প করি 🤗

[01/11, 23:22] মিষ্টি বন্ধু: Hmm bolo

[01/11, 23:22] Joy: সারা দিন আমার ম্যামের কেমন গেল

[01/11, 23:23] Joy: College Course Fees কত নিচ্ছে গো

[01/11, 23:25] Joy: কই গো

[01/11, 23:26] Joy: ম্যাম আমার

[01/11, 23:27] Joy: কালকের আমার লাজুক মিষ্টি ম্যাম এর মিষ্টি হাসিটা কই 🤗

[01/11, 23:27] মিষ্টি বন্ধু: 😌😌😌😌😌😌😌

[01/11, 23:28] Joy: 😘😘😘

[01/11, 23:28] Joy: উফ্ আমার ম্যাম এর এই মিষ্টি হাসি দেখতে কখন থেকে বসে আছি

[01/11, 23:29] Joy: ওই ম্যাম কবে থেকে একটু করে কথা বলবেন ফোন এ ম্যাম 🤗❤️😊

[01/11, 23:30] Joy: আমার মিষ্টি ম্যাম কে আমি খুব মিস করি সারাদিন খুব খুব খুব 😘😘😘

[01/11, 23:33] Joy: ম্যাম চুল বাঁধছেন কি

[01/11, 23:36] Joy: আমার ম্যাম এর চোখ গুলো কি সুন্দর, ঠোঁট টা কি মিষ্টি 🥰 সারা দিন এই চোখের মধ্যে ডুবে থাকি যেন 🤗

[01/11, 23:38] মিষ্টি বন্ধু: Hm

[01/11, 23:39] Joy: দেখলে আমি দেখতে পাচ্ছি কিন্তু ম্যাম কি কি করছে বসে বসে 😉😉😉

[01/11, 23:40] Joy: Uff Dashing DP ❤️👌👌👌

[01/11, 23:41] Joy: এটা আমার মিষ্টি লাজুক অনামিকা নয় DP তে, এটা পুরো আমার Rockstar Anamika 👱‍♀️🌹🍫💝🎸

[01/11, 23:45] Joy: চুল বাঁধা হলো এবারে একটু বস তো একটু মিত্তি মিত্তি কথা বলি 🤗🤗🤗

[01/11, 23:48] Joy: কই গো

[01/11, 23:49] Joy: Hi My Beautiful Dashing Rockstar Anamika 👱‍♀️ Wassup 🤗

[01/11, 23:54] Joy: কই গো আছো

[01/11, 23:59] Joy: Busy aacho?

[01/11, 23:59] মিষ্টি বন্ধু: Ghumabo

[02/11, 00:00] Joy: 10 taar samay message karte parte ektu 😊

[02/11, 00:01] Joy: Jaani raat hoyeche... Taai 11taa theke bose aachi...

[02/11, 00:11] Joy: শুয়ে পড়লে গো

[02/11, 00:12] Joy: Take Care My Cutipie Beautiful Angel My Princess Sweetheart আমার অনামিকা ম্যাম ❤️

[02/11, 01:14] Joy: শুভ রাত্রি🌌😴 টাটা আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী শুধু আমার অনামিকা👱‍♀️।


ওই আমার জন্য একটু করে সময় বের করো😌।আজ আমার সন্ধ্যেতে খুব ঘুম পেয়েছিল। 


দুপুর থেকে Showroom এ বসে কাজ করছিলাম।তাই ঘুমোই নি।ভাবলাম বাড়ি এসে ঘুমোবো।কিন্তু ভাবলাম আমার প্রিন্সেস এর সাথে না কথা বলে কি করে ঘুমোবো!


তাই রাত ১১ টা বাজার অপেক্ষা করছিলাম আজ ৯:৩০ থেকে। ভাবলাম একটু মিষ্টি হাসির সাথে একটু মিষ্টি ভালোবাসা মিষ্টি মেসেজের মধ্য দিয়ে খুঁজে পাবো🤗।


একটু পেলাম সেই এক গুচ্ছ মিষ্টি লাজুক হাসির smiley পেয়ে😘😘😘, কিন্তু তারপর আবার busy হয়ে গেলে।


ওগো এক ঘন্টা তো দাও আমাকে।যদি বলো তো ১০ টা থেকে কথা বলব এই মেসেজেই।


তোমাকে খুব খুব খুব ভালোবা* গো, খুব মিস করি। একটু তোমার ভালোবা* দাও।


যখন বাবা থাকবে না, সেই সময়ে একটু ভয়েস রেকর্ড করে কিছু মিষ্টি কথা বলো।


যেরকম পরো না কেন, আমার সব কিছুতে তোমাকে খুব সুন্দর লাগে।রোজ নতুন নতুন ছবি তুলে selfie 🤳 তুলে dp বানিও।


দেখি এবারে biceps 💪 বানানো শুরু করতে হবে, নাহলে আমার প্রিন্সেস এর মত সুন্দর কি করে হতে পারবো!


আমাকে তোমার একটু মিষ্টি ভালোবা* দাও, আমি সব কিছু করে দেখাবো।


টাটা, ঘুমোলাম।


তোমার সব স্বপ্ন পূরণ👩‍✈️👮‍♀️👩‍💻👩‍🏫👩‍⚕️ এর দায়িত্ব নিয়ে তোমার শাড়ি🥻র আঁচলে পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা দয়া মায়া মমতা এনে দিয়ে তোমার মুখে সারা জীবন মিষ্টি হাসি বানিয়ে রাখবো🤗।


কাল আসনি তুমি স্বপ্নে।আজ আসবে স্বপ্নে গো আমার স্বপ্নের রাজের মিষ্টি সুন্দরী রানী হয়ে🤗।


চোখ বন্ধ করলে যেন শুধু তোমাকেই দেখি সারা জীবন 🤗।


ঠাকুর আমার প্রিন্সেস👰‍♀️ এর হৃদয়ে আমার জন্য একটা জায়গা বানিয়ে দাও, ও যেন আমার চাইতে বেশি একদিন আমায় ভালোবা*।

[02/11, 01:24] Joy: তুমি জেগে এখনও 😍 গুড নাইট টাও বলে দাও একবার 😛

[02/11, 10:05] Joy: সুপ্রভাত🌅 আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত পবিত্র আমার সরস্বতী লক্ষ্মী রাধা মীরা পার্বতী দুর্গা 👰‍♀️যার মিষ্টি লাজুক হাসির মেসেজে মন ভালো হয়, যার মিষ্টি গলার আওয়াজ শুনলে সারাদিন মন ভালো থাকে,যার নতুন নতুন মিষ্টি ছবি দেখলে শুধু সেটাই দেখি একশো বার ধরে দিনে,সেই আমার সবচেয়ে প্রিয় আমার অনামিকা👱‍♀️।


তুমি ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারা দিন থাকে🤗।


তুমি খুব বড় হও একদিন👩‍✈️👮‍♀️👩‍🏫👩‍⚕️।


তোমার জয়দীপ👨‍💻 অনামিকা👸কে খুব ভালোবাসে🫶,সারা দিন কত্ত মিস করে কি করে বলবে!খুব দেখতে ইচ্ছে হয় তোমাকে🤗।


পাশে বসিয়ে ঘণ্টার পর ঘণ্টা শুধু তোমাকে দেখতে ইচ্ছে করে😊😊😊।


রোজ একটু গুড মর্নিং গুড নাইট টা একটা ফুল চকলেট আর মিষ্টি লাজুক হাসির ভালোবাসার smiley দিয়েই দেবে, ওটা দেখলে মন একটু ভালো থাকবে😌।


যখনই ফ্রী থাকবে মেসেজ করিও, সব কিছু ছেড়ে তোমার সাথে কথা বলতে বসব😇।


সবার জীবনে কাজ বড়,আমার কাছে আমার অনামিকা👰‍♀️র মিষ্টি হাসি সবচেয়ে বেশি দামী।প্রথমে আমার অনামিকাকে সময় দেব তারপর বাকি কিছু করব। কারন আমার প্রিন্সেস এর মন ভালো করতে পারলে আমি যে কোন impossible কাজ ও possible করে দেখাতে পারবো।


তোমাকে এত সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা দিয়ে মুড়ে রাখবো যে তোমার মিষ্টি গোলাপ ফুলের পাপড়ির মত মিষ্টি ঠোঁটে সারা দিন মিষ্টি লাজুক হাসিটা বানিয়ে রাখবো 🤗।


আমাকে সময় দিও গো।ইনস্ট্যান্ট রিপ্লাই দিও, যদি busy থাকো তো বলে দিও,আমি একটু কাজ করছি, একটু পরে কথা বলব। পারলে একটু নিজে থেকেই প্রথম মেসেজ টা করবে, মন আমার খুব খুব ভালো থাকবে 🤗🤗🤗।


🌄🌹🍫💝👩🏻‍❤️‍👨🏼👫📚🖊️✏️💄💅🥻👗👘💃🏡🚘🏍️💸🍛🐟🍳🍗🐓☂️👜👓🖥️🛵👠⌚🥪🍨🍬🍮🍿🍔🍕🥇🏆👩‍✈️👮‍♀️👩‍💻👩‍🏫👩‍⚕️💜💛💚💙💖🫶🥰😘🤗

[02/11, 10:07] মিষ্টি বন্ধু: Gdmg

[02/11, 10:07] Joy: কই গো উঠলে

[02/11, 10:08] Joy: Tution parachho ki go

[02/11, 19:13] Joy: Good Evening🌆🌹🍫💝💐🤗😘 My Sweet Sweet Princess আমার অনামিকা👱‍♀️ ম্যাম। Have a sweet evening. Be happy and keep smiling always 🤗.

[02/11, 19:19] Joy: কি করছ? কেমন আছো ম্যাম 😊

[02/11, 23:01] Joy: কই গো আছো?(একটু কথা বলতে পারি 😊)

[02/11, 23:02] Joy: কি করছ?

[02/11, 23:04] Joy: কি হলো সব ভালো তো গো, তোমার শরীর ভালো তো?

[02/11, 23:04] মিষ্টি বন্ধু: Hm

[02/11, 23:04] Joy: আজ মিষ্টি হাসি টা দেখিনি সকাল থেকে

[02/11, 23:04] মিষ্টি বন্ধু: Hm

[02/11, 23:05] Joy: একটা smile দাও 🤗

[02/11, 23:05] Joy: সারা দিন খুব busy ছিলে নাকি আজ

[02/11, 23:06] Joy: কি গো কি করছ

[02/11, 23:07] মিষ্টি বন্ধু: Hm

[02/11, 23:08] Joy: কি কি কাজ করলে আজ গো

[02/11, 23:09] Joy: কি হলো কিছু বলো তো

[02/11, 23:09] Joy: তুমি খেয়েছ

[02/11, 23:12] Joy: ওই আমার সুইট অ্যাঞ্জেল 👧  একটু কথা বলি, সারা দিন তো মেসেজও করিনি আর

[02/11, 23:17] Joy: কই গো

[02/11, 23:25] Joy: Miss you...

[02/11, 23:29] Joy: আছো

[02/11, 23:35] Joy: কি করছ

[02/11, 23:37] Joy: Busy আছো কি

[02/11, 23:59] Joy: ওই প্রিন্সেস কিছু বলো

[03/11, 00:03] Joy: ওগো তুমি ভালো আছো তো, কি হলো আজ?

[03/11, 00:04] মিষ্টি বন্ধু: Hmm

[03/11, 00:05] Joy: আজ কিছু বলছনা

[03/11, 00:05] Joy: কি করছ

[03/11, 00:06] Joy: ওই আছো

[03/11, 00:06] Joy: চুল বাঁধছ কি

[03/11, 00:09] Joy: কত্ত মিত্তি মিত্তি gif pathalam, এবার তো একটা মিষ্টি হাসি দাও 🤗 তোমার হাসি টা আমাকে খুব ভালো রাখে গো।

[03/11, 00:13] মিষ্টি বন্ধু: Hm

[03/11, 00:14] Joy: একটু কথা বলবে কাল গো

[03/11, 00:15] Joy: DP তে চুল গুলো বাঁধাই আছে 🤭🤓

[03/11, 00:17] Joy: একদিন স্বপ্নে আমি আমার মিষ্টি ম্যাম👰‍♀️ এর লম্বা লম্বা ঘন চুল বেঁধে দেব 🤗👼🥰

[03/11, 00:19] Joy: আমি একদিন আমার মিষ্টি কিউট ম্যামের বিউটিশিয়ান হয়ে আমার ম্যাম কে সুন্দর করে সাজিয়ে দেব 🤗🤗🤗😇😇😇।

[03/11, 00:46] Joy: কই গো ঘুমোলে

[03/11, 02:33] Joy: শুভ রাত্রি🌌😴 টাটা যার দুটো মিষ্টি হাসির মেসেজ এ মন ভালো থাকে সেই আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত পবিত্র আমার স্বপ্নের পরী👰‍♀️ শুধু আমার অনামিকা👱‍♀️।


তুমি ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারা দিন থাকে🤗।


তুমি খুব বড় হও একদিন👩‍✈️👮‍♀️👩‍🏫👩‍⚕️।


ওগো সেদিন কি সুন্দর খিলখিল করে হেসেছিলে🥰, ভাবলাম রোজ সেই মিষ্টি লাজুক হাসি টা দেখতে পাবো।


আজ সকাল থেকে তোমার কোন মেসেজ নেই,ভাবলাম রাতে একটু মিষ্টি হাসি টা দেখতে পাবো তোমার মিষ্টি কথা বলার মধ্যে।কত সুন্দর gif পাঠালাম,কিন্তু সেই মিষ্টি হাসিটা দেখতে পেলাম না।


কতবার বলেছি, তোমার মুখের মিষ্টি হাসি দেখলে আমি ভালো থাকি☺️, না দেখতে পেলে মন কেমন থাকে শুধু ভগবান জানেন😊!


একটু গো আমার সাথে কথা বলো মেসেজেই🤗।


আমি তোমার শাড়ি🥻র আঁচলে পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা দয়া মায়া মমতা এনে দিয়ে তোমার মুখে মিষ্টি হাসি সারা দিন বানিয়ে রাখবো😊😊😊।


তোমাকে আমি খুব খুব মিস করি গো। নিজের জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবা* গো।আমাকে একটু রোজ সময় দাও 😊।

[03/11, 07:57] মিষ্টি বন্ধু: Gdmg🙂😌

[03/11, 09:10] Joy: Good Morning🌅 My Sweetheart My Cutipie The Most Beautiful Women in my World, one and only My Anamika 👱‍♀️.   Be happy and keep smiling always my heartbeat 💓 🤗.  I will make your all dreams true oneday for sure 😘😘😘.

[03/11, 09:11] Joy: কই গো আমার মিষ্টি সোনামনি কি করছ?

[03/11, 09:18] Joy: ওই আমার মিষ্টি পরী যাকে না দেখলে সকাল শুরু হয় না, যার দুটো মিষ্টি লাজুক হাসি দুটো মিষ্টি লাজুক smiley এর মধ্যে দেখলে মন খুশিতে ভরে যায়, যার রোজ নতুন নতুন মিষ্টি ছবি দেখে সারা দিন ১০০ বার দেখি, যার মিষ্টি গলার আওয়াজ শুনলে সারা দিন টা খুব ভালো যায় সেই আমার সবচেয়ে সুন্দরী আমার অনামিকা👰‍♀️ তোমাকে খুব খুব ভালোবা* 😘😘😘।

[03/11, 09:19] Joy: ওগো একটু গল্প করি, রাতেও সময় থাকে না, এখনি দাও না সোনা 😘😘😘।

[03/11, 09:28] Joy: আমার মিষ্টি ম্যাম👰‍♀️ টা সব পড়ছে, একটু মিষ্টি লাজুক লাজুক হাসি দিচ্ছে মনের মধ্যে, মনে হয় টিউশন চলছে।কিন্তু মুখ ফুটে একটু ও কিসসু বলে না আমার লজ্জাবতী খুব মিষ্টি অনামিকা ম্যাম আমার 😝।আমি সব বুঝি, সব দেখতে পাচ্ছি বুঝেছ।এত লাজ করলে কি করে ভালোবাসা দেবে গো আমায় 😘😘😘।দেখো কত care, bhaloba*a দিই তোমাকে❤️।আমাকেও একটু দাও 🤗।

[03/11, 09:35] Joy: 🌄🌹🍫💝💐😘👩🏻‍❤️‍👨🏼👫📚🖊️✏️💄💅👗👘💃🏡🚘🏍️💸🍛🐟🍳🍗🐓☂️👜👓🖥️🛵👠⌚🥪🍨🍬🍮🍿🍔🍕🥇🏆👩‍✈️👮‍♀️👩‍🏫👩‍⚕️👨‍💻❤️👱‍♀️💞💖💌💕🫶🫰🥰🤗

[03/11, 09:41] Joy: ওই হলুদ লাল পাড় swastik শাড়ি টা পরে আরো মিষ্টি লাজুক নতুন বউ👰‍♀️ এর মত ছবি তুলে পাঠাও না গো,নাহলে ওই black 🖤 dress টা তে যেটা পাঠিয়েছিলে একদিন।উফ্ সেটায় এত্ত সুন্দর লাগছিল,সব heroine fail করে যাবে তোমার কাছে❤️😘😘😘🤗।

[03/11, 14:33] Joy: কি গো খেলে

[03/11, 16:00] Joy: কত কিছু ভাবে তোমাকে খুশি করতে চেষ্টা করি, আর কিভাবে happy করবো তুমি বলে দাও। কত মেসেজ করলাম সকাল থেকে,কিছু তো বলবে।

[03/11, 18:27] Joy: Good Evening My Sweet Princess🌆🌹🍫💝😘😘 😘 আমার অনামিকা👱‍♀️ 💖 সারা দিন তুমি ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারা দিন থাকে🤗।তোমার জয়👨‍💻 এর জন্য একটু সময় দাও,তোমাকে খুব মিস করে,খুব খুব ভালোবা*❤️।

[03/11, 21:23] Joy: DP 🖤😘😘😘 ম্যাম আমার কথা শুনেছে আজ তাহলে 🤗 সেই black dress পরেছে ❤️😘😘😘

[03/11, 21:26] Joy: উফ্ কি মিষ্টি কত্ত সুন্দর লাগছে আমার মিষ্টি পরী আমার অনামিকা কে ❤️👌👌👌😘😘😘

[03/11, 21:27] Joy: বাহ্ বাহ্ ম্যাম আমার কোথায় যাচ্ছে ঘুরতে, তোমার স্যার কে তো একটু ডেকে নিন 🤗🤗🤗 এক ডাকে তোমার কাছে চলে আসবে ❤️🤗🤗🤗

[03/11, 21:28] Joy: Wow ❤️So Beautiful 💗

[03/11, 21:30] Joy: আকাশের ওই নীল সীমানায় আমি তো আছি গো সব সময় তোমার পাশে তোমার মুখে মিষ্টি হাসি বানিয়ে রাখতে ❤️😘😘😘🤗🤗🤗

[03/11, 21:32] Joy: আমারও হৃদয় টা শুধু আমার মিষ্টি ম্যাম👧 এরই হলো ❤️❤️❤️

[03/11, 21:38] Joy: ওই কিছু বলো, এই ড্রেস টা তে আরও কিছু ছবি দাও না। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে গো 🤗।

[03/11, 21:45] Joy: কি গো কি করছ

[03/11, 23:03] Joy: কই গো আছো?(একটু কথা বলতে পারি 😊)

[03/11, 23:12] Joy: কেমন আছো

[03/11, 23:14] Joy: কি হয়েছে? একটু কথা বলো গো। সকাল থেকে তোমার মেসেজের অপেক্ষায় বসে আছি...

[03/11, 23:14] মিষ্টি বন্ধু: Kibolo

[03/11, 23:14] Joy: Kemn acho

[03/11, 23:15] Joy: আজ একটাও মেসেজ নেই সকাল থেকে

[03/11, 23:16] Joy: আজ কোথায় gechle ঘুরতে গো 🤗

[03/11, 23:16] মিষ্টি বন্ধু: Thakur dakte

[03/11, 23:16] Joy: বাহ্ কোন্ ঠাকুর গো

[03/11, 23:18] Joy: ওই

[03/11, 23:19] Joy: কি করছ

[03/11, 23:20] Joy: ছবি কই ঠাকুরের পোস্ট করো গো 🤗

[03/11, 23:20] মিষ্টি বন্ধু: Ki

[03/11, 23:21] Joy: Kon thakurer pujo aaj go

[03/11, 23:21] মিষ্টি বন্ধু: Jogoddhatri

[03/11, 23:21] Joy: আচ্ছা বাহ্ ❤️

[03/11, 23:22] Joy: আমাদের এখানে হয় নি তো তাই এত টা জানি না

[03/11, 23:22] মিষ্টি বন্ধু: O

[03/11, 23:22] Joy: Bunu aar tumi gechle ki go

[03/11, 23:23] মিষ্টি বন্ধু: Hm

[03/11, 23:23] মিষ্টি বন্ধু: My bf

[03/11, 23:23] Joy: Bunu video banachilo to aar tumi gari chalachile

[03/11, 23:23] Joy: তাই বুঝি

[03/11, 23:23] মিষ্টি বন্ধু: Hm

[03/11, 23:24] Joy: Bunu tomar bf 🤗

[03/11, 23:24] মিষ্টি বন্ধু: Na

[03/11, 23:24] মিষ্টি বন্ধু: Bf

[03/11, 23:24] মিষ্টি বন্ধু: Bunu na

[03/11, 23:24] Joy: Aacha taai

[03/11, 23:24] মিষ্টি বন্ধু: Video baniwche bf

[03/11, 23:24] Joy: Ohh 😯

[03/11, 23:24] Joy: Koi bf er sathe ekta chobi dekhi 🤗

[03/11, 23:25] Joy: Kemon dekhte aamar mishti mam er bf taa dekhi ektu 🤗

[03/11, 23:26] মিষ্টি বন্ধু: Biyar din

[03/11, 23:26] Joy: Aar Bf pichane bose aache, aar mishti mam aamar gaari chalache Darun ❤️🤭

[03/11, 23:26] মিষ্টি বন্ধু: Akhon noy

[03/11, 23:26] Joy: Taai

[03/11, 23:26] মিষ্টি বন্ধু: Hm

[03/11, 23:26] Joy: কবে বিয়ে গো

[03/11, 23:26] মিষ্টি বন্ধু: Tik hoyni

[03/11, 23:27] Joy: আচ্ছা তাই

[03/11, 23:27] Joy: কতদিনের ভালোবাসা গো 🤗

[03/11, 23:27] Joy: জানতেই তো পারলাম না গো 😊

[03/11, 23:28] Joy: Balo balo mishti mam aamar 🤓

[03/11, 23:32] Joy: 2012 er chobi aanka gulo video baniye post korchi aamar Mishti mam er janya 💕 jaate ektu to aamay bujhe,ektu hase, care kore jemon aami kori... Kon kon actress er chobi enkechilam moneo nei ..

[03/11, 23:35] Joy: আর কিছুদিন পর একটা খুব মিষ্টি দিন আসছে 🥰🥰🥰 কিছু একটা বানাতে হবে সুন্দর করে যেটা দেখে ম্যাম আমার খুব খুশি হয় 💕😘😘😘

[03/11, 23:52] Joy: কই গো কেমন এটা? এবার তো একটা মিষ্টি স্মাইল দাও 🤗

[03/11, 23:56] Joy: এই রকম ভাবে রোজ কথা বলো, আমার মন খুব ভালো থাকে গো।আমি সব সময় তোমাকে খুশিতে রাখতে চেষ্টা করি তাও দুদিন ধরে সেই দিনটা আর পাচ্ছিনা। একটু হাসো। খুব ভালো লাগে যখন তোমার মুখের মিষ্টি হাসি টা দেখতে পাই 😇😇😇 মন খুব ভালো থাকে সেই দিন টা তে 🤗

[04/11, 00:30] Joy: ওই ম্যাম চুল বাঁধছ কি?

[04/11, 00:42] Joy: আছো

[04/11, 01:24] Joy: Koigo ghumiye porle ki?

[04/11, 02:14] Joy: শুভ রাত্রি🌌😴 টাটা, ভালো থেকো, পারতো তোমার এই বন্ধু যে সব সময় তোমাকে খুশিতে রাখতে চায়,তাকেও ভালো রেখো দুটো মিষ্টি করে কথা বলে😊।


কি করবে এ যে যাকে ভালো লাগে, তার সাথে না কথা বলতে পারলে মন টা কেমন থাকে কি করে বোঝাবে তোমায়😊!


ব্যস ঠাকুর একদিন আমাদের জীবনকে হাসিতে খুশিতে ভালোবাসায় ভরিয়ে দেবে😇, এটার ই অপেক্ষা করি 😊।


ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারা দিন থাকে😊।


তুমি খুব বড় হও একদিন👩‍✈️👮‍♀️👩‍🏫👩‍⚕️।


যদি কোন কিছু আমার ঠিক না লাগে,বলো atleast, তোমার চুপচাপ নিরবতা আমাকে একটুও ভালো রাখে না,কি কাজ করছি সব ভুলে যাই আমি।


ভালোবা* না দিলেও একটা ভালো বন্ধু হয়েই একটু ইনস্ট্যান্ট রিপ্লাই দিও happy happy smiley দিয়ে।


তোমার সাথে দুটো মিষ্টি হাসি খুশির কথা হলে কত ভালো থাকি, তোমাকে বোঝাতে পারবো না! মাথা টা পুরো ধরে আছে,শুলাম।ঠাকুর স্বপ্নে আমার মিষ্টি পরীর মিষ্টি হাসিটা দেখতে পাই যেন আজ 🤗।

[04/11, 07:55] মিষ্টি বন্ধু: Gdmg

[04/11, 11:11] Joy: উফ্ কি লাগছে 😘😘😘

[04/11, 11:11] Joy: তখন থেকে চোখ যেন আর সরছে না ❤️👌👌👌

[04/11, 11:12] Joy: DP So Beautiful ❤️👌👌👌

[04/11, 11:12] মিষ্টি বন্ধু: Tq

[04/11, 11:13] Joy: ব্যস একটা মিষ্টি হাসি তো দাও গো 😘😘😘

[04/11, 11:13] মিষ্টি বন্ধু: 🙂

[04/11, 11:13] Joy: সব Bollywood Actress কে fail kore jaabe ❤️😘

[04/11, 11:14] Joy: এত্ত হাসি 😀

[04/11, 11:14] মিষ্টি বন্ধু: Sai

[04/11, 11:14] Joy: হুম্ কতবার দেখি এটা

[04/11, 11:14] Joy: আজ আর কোন কাজ হবে না, শুধু এটাই দেখি আমার মিষ্টি ম্যাম কে

[04/11, 11:15] মিষ্টি বন্ধু: Seki

[04/11, 11:15] Joy: একটু বেশি বলতে পারি

[04/11, 11:15] Joy: কিছু বলবে না তো

[04/11, 11:15] মিষ্টি বন্ধু: Nana

[04/11, 11:15] মিষ্টি বন্ধু: Kichu bolbena

[04/11, 11:15] মিষ্টি বন্ধু: Amni dakho

[04/11, 11:15] মিষ্টি বন্ধু: Bt no comments

[04/11, 11:16] Joy: একটু বলি পেটে রাখতে পারছিনা 😝

[04/11, 11:16] Joy: বাব্বা 🙀

[04/11, 11:16] Joy: বেশি কিছু বলব না , একটু বলব

[04/11, 11:17] Joy: এটাতে তোমাকে খুব Sexy, Hot 🔥🔥🔥 লাগছ, সব Heroine fail 😘😘😘 তাই তো বলি আমার অনামিকা পৃথিবীর সবচেয়ে সুন্দরী ❤️👌👌👌

[04/11, 11:18] Joy: আমার অনামিকার মত কেউ নেই ❤️😘😘😘

[04/11, 11:18] Joy: এত্ত সুন্দরী ❤️

[04/11, 11:19] Joy: কবে চোখের সামনে থেকে দেখতে পাবো ঠাকুর 😇

[04/11, 11:19] Joy: জলদি দেখিয়ে দাও সামনে থেকে 🤗🤗🤗

[04/11, 11:20] Joy: সব কাজ ফেলে শুধু আমার অনামিকা কে দেখি সারা দিন সারা রাত ধরে 😘😘😘

[04/11, 11:21] Joy: কই গো কিছু বলো 🤗

[04/11, 11:22] Joy: ওই

[04/11, 11:26] Joy: দুই দিন পর মনটা খুশি হলো, একটা খুব মিত্তি খুব কিউট খুব Sexy Hot 🔥 একটা ছবি দেখলাম 😘😘😘 কত্ত সুন্দর দেখতে তুমি ❤️👌👌👌

[04/11, 11:37] Joy: আজ একটু কথা বলবে গো, কতদিন কথা বলিনি, মিষ্টি আওয়াজ টা শুনিনি

[04/11, 11:39] Joy: Thank you ❤️

[04/11, 11:51] Joy: ওই আমার মিষ্টি প্রিন্সেস আর একটু কিছু বলতে পারি 🤗মন ফুরফুর করছে ❤️

[04/11, 11:55] Joy: রাগবে না তো 😉

[04/11, 12:00] মিষ্টি বন্ধু: Na

[04/11, 12:00] Joy: একটু একটু প্লীজ 🤗

[04/11, 12:40] Joy: ওই ফ্রী আছো, একটু কল করি 😇

[04/11, 12:44] মিষ্টি বন্ধু: Na

[04/11, 12:44] মিষ্টি বন্ধু: Free ny

[04/11, 12:45] Joy: কখন কল করবো গো

[04/11, 12:54] Joy: উফ্ কি লুক টা দিয়েছ ❤️ কখনো যেন লাগে আমার খুব মিষ্টি লজ্জাবতী অনামিকা 👰‍♀️ পুরো যেন নতুন বউয়ের মত লাজুক মিষ্টি হাসির সাথে, আবার কখনো Dashing Full Confidents Self Independent Woman 👠 আমার অনামিকা 👩‍💼 তেমনি যেন কখনো লাগে পুরো sexy hot যেন সব বলিউড অভিনেত্রীরাও যেন fail করে যাবে তেমনি আমার সবচেয়ে সুন্দরী Sexy Hot Anamika 👱‍♀️ Mam আমার। তাই তো বলি Famous Makeup Artist আমার অনামিকা ম্যাম , যে সবকিছুতেই বেস্ট, খুব creative, attractive,most sweet,cute, beautiful women in the World ❤️❤️❤️🤗🤗🤗

[04/11, 13:08] Joy: এত্ত সুন্দর ভাবে বললাম,কিছু তো বলো ম্যাম আমার ❤️😘😘😘

[04/11, 15:15] Joy: ওই ম্যাম আছো? একটু ভিডিও টা পাঠাবে😊দেখতাম তোমায় 🤗

[04/11, 15:38] Joy: মিষ্টি প্রিন্সেস আমার অনামিকা খেয়েছ 😘 এই নাও খেয়ে নাও, আজ সকাল থেকে ব্রেকফাস্ট লাঞ্চ dinner তো দিই নি, তাই এখনি দিচ্ছি 🤗 🌹🍫💝💐👩🏻‍❤️‍👨🏼💄💅👗🍛🐟🍳🍗🐓🛵😘😘😘

[04/11, 16:06] Joy: ওই কি করছ? ফ্রী আছো গো

[04/11, 16:07] মিষ্টি বন্ধু: Ghumachi

[04/11, 16:08] Joy: Oh তাহলে এখন কে কথা বলছে😉?

[04/11, 16:08] Joy: ঘুমাও, আসছি স্বপ্নের দেশে আমার মিষ্টি পরীর সাথে কথা বলতে 😘😘😘

[04/11, 16:09] মিষ্টি বন্ধু: Hm

[04/11, 16:09] Joy: মিষ্টি পরী এই sexy dress এ এসো 🤗

[04/11, 16:09] Joy: 😛👰🏻‍♀️💕

[04/11, 16:10] Joy: এই ড্রেসে তোমাকে এত্ত সুন্দর লাগছে না যে কি বলি

[04/11, 16:17] Joy: শুধু এই ড্রেস👗 টা তে আমি দেখবো তোমাকে ❤️, কারু যেন না নজর লাগে আমার মিষ্টি সোনামনির উপর শুধু আমায় ছাড়া 😘😘😘 সারা দিন রাত তোমাকে অনেক অনেক ভালোবা* দিয়ে তোমার মুখে মিষ্টি হাসি বানিয়ে রাখবো 😇😇😇। জানো গো আজ তোমার এত গুলো ছবি দেখে মাথা ধরা, চারদিকে কত রকম টেনশন সব দূর হয়ে গেল। Thank you my Sweet heart শুধু আমার অনামিকা 😘😘😘।ঠাকুর ওর স্বপ্নে আমাকে আর আমার স্বপ্নে শুধু ওকে দেখিও, কোন আর অন্য স্বপ্ন দেখাও না শুধু আমার মন কে খুশিতে ভরিয়ে রাখা অনামিকা👰‍♀️ কে ছাড়া 😘😘😘।

[04/11, 19:15] Joy: Good Evening🌆🌹🍫💝💐🍕🍔 My Sweet Love 😘😘😘 My Sweet Most Beautiful Women👱‍♀️ in the World, whose gentle virtual magic touch make me happy, that's one and only আমার অনামিকা 👰‍♀️। তুমি খুব ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারা দিন থাকে🤗।তোমাকে সারা জীবন স্নেহ ভালোবা* দিয়ে তোমাকে সব সময় happeee রাখবো😀😀।

[04/11, 19:15] Joy: 😇😇😇

[04/11, 19:18] Joy: *Good Evening🌆🌹🍫💝💐🍕🍔 My Sweet Lov* 😘😘😘 My Sweet Most Beautiful Women👱‍♀️ in the World, whose gentle virtual magic touch make me happy, that's one and only আমার অনামিকা 👰‍♀️। তুমি খুব ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারা দিন থাকে🤗।তোমাকে সারা জীবন স্নেহ ভালোবা* দিয়ে তোমাকে সব সময় happeee রাখবো😘😘😘।

[04/11, 19:26] Joy: Wow ❤️🙏 জয় মা আমার প্রিন্সেস আর আমার দুজনের জীবন টা ভালোবাসা আনন্দ খুশিতে ভরিয়ে দাও, সব স্বপ্ন পুরন করে দাও 🤗।আমার অ্যাঞ্জেল কে আমি সব সময় happeee রাখতে পারি 😇😇😇

[04/11, 22:29] Joy: কি করছ? খেলে গো? 🤗

[04/11, 23:01] Joy: কই গো আছো?( একটু কথা বলতে পারি 😊)

[04/11, 23:02] Joy: আছো 🤗

[04/11, 23:03] Joy: কই গো

[04/11, 23:06] Joy: ওই

[04/11, 23:10] Joy: কি গো খাচ্ছ কি এখন

[04/11, 23:21] মিষ্টি বন্ধু: Dinner complt?

[04/11, 23:22] Joy: Hmm

[04/11, 23:22] Joy: Go

[04/11, 23:22] Joy: Anekhan

[04/11, 23:23] Joy: Aami 9:30 te khai..

[04/11, 23:23] Joy: Tumi khele

[04/11, 23:24] মিষ্টি বন্ধু: Hm

[04/11, 23:25] Joy: Ei dress ta kabe nile

[04/11, 23:25] Joy: Kali pujote 🤗

[04/11, 23:25] মিষ্টি বন্ধু: Hm

[04/11, 23:25] Joy: Waah 🤗

[04/11, 23:25] Joy: Porechile takhn

[04/11, 23:25] মিষ্টি বন্ধু: Na

[04/11, 23:25] Joy: Baire pore gele orna niye nio 😇

[04/11, 23:26] Joy: Dress taay tomay daarun lagche kintu 🤗🤗🤗

[04/11, 23:26] মিষ্টি বন্ধু: Tq

[04/11, 23:27] Joy: Smile daao to ekta TQ er sathe 🤗

[04/11, 23:27] মিষ্টি বন্ধু: 🙂

[04/11, 23:27] Joy: Etto baro smile

[04/11, 23:27] Joy: 🤓

[04/11, 23:28] Joy: এটা কি মুখ বন্ধ করে hasa 😛

[04/11, 23:28] মিষ্টি বন্ধু: 🤣

[04/11, 23:28] Joy: 😘😘😘

[04/11, 23:28] Joy: এই তো

[04/11, 23:29] Joy: পুরো খিলখিল করে হাসছে ম্যাম আমার 😘😘😘

[04/11, 23:29] Joy: সব দাত বের করিয়ে 😀😀😀

[04/11, 23:29] মিষ্টি বন্ধু: Hm

[04/11, 23:29] Joy: এভাবে সব সময় খুশিতে থেকো ❤️❤️❤️

[04/11, 23:30] Joy: ওই একটু কিছু বলতে পারি

[04/11, 23:30] Joy: 😜

[04/11, 23:30] Joy: তখন বলতে পারলাম না

[04/11, 23:31] Joy: আজ কতবার দেখলাম তোমাকে যদি views dekhato to jaante parte 😘😘😘

[04/11, 23:31] Joy: Kigo lajuk lajuk hascho naaki

[04/11, 23:32] Joy: ভাবছো পাগলা জয় আমার আরো পাগল হয়ে গেল মনে হয় ❤️🤗🤗🤗

[04/11, 23:33] Joy: ওই কিছু বলো তো

[04/11, 23:33] Joy: বলো ম্যাম 👧🏻

[04/11, 23:34] Joy: Koi go

[04/11, 23:35] মিষ্টি বন্ধু: Hm ki

[04/11, 23:35] Joy: Eta bolle to 😌

[04/11, 23:36] Joy: কিগো বলব কিছু, রাগবে না তো 😇😉😘

[04/11, 23:37] Joy: ওই বলো তো

[04/11, 23:38] মিষ্টি বন্ধু: Hmm korbo

[04/11, 23:38] Joy: Ki korbe

[04/11, 23:40] Joy: একটু ভালবা* দিতে দেবে না, দূর থেকেই একটু আমার মন কে খুশিতে ভরিয়ে রাখা আমার স্বপ্নের মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী ম্যাম কে😇😇😇 ! যদি একটু অনুমতি দাও তো গো🤗

[04/11, 23:42] Joy: 💫

[04/11, 23:43] Joy: কই গো

[04/11, 23:45] Joy: ওই আছো

[04/11, 23:48] Joy: কিছু বলো

[04/11, 23:49] Joy: ওই আমার Sweet Sixteen 👰🏻‍♀️ চুল বাঁধছ কি 🤗

[04/11, 23:50] মিষ্টি বন্ধু: Hm

[04/11, 23:51] Joy: আমি বেঁধে দিই কি বিউটিশিয়ান হয়ে এখান থেকেই 😜😍

[04/11, 23:53] মিষ্টি বন্ধু: Hm

[04/11, 23:54] Joy: সত্যিই 😍😍😍

[04/11, 23:54] Joy: First Time তো দেখি কতটা পারি😇

[04/11, 23:54] Joy: আমার সামনে বসো

[04/11, 23:55] Joy: গার্ডার টা নিচ্ছি...

[04/11, 23:55] Joy: চোখ বন্ধ করে তোমায় দেখছি

[04/11, 23:55] Joy: চুল গুলো প্রথমে একটু ছাড়িয়ে দিচ্ছি 🤗

[04/11, 23:56] মিষ্টি বন্ধু: Hm

[04/11, 23:56] Joy: উফ্ তোমার চুল খোলা তে তোমাকে কি সুন্দর লাগছে 😘😘😘

[04/11, 23:56] Joy: কোন্ ড্রেস টা পরে আছো এখন গো

[04/11, 23:57] Joy: এই dp তে যেটা ওটা কি

[04/11, 23:58] Joy: তোমার চুল গুলো নিয়ে খোপা করে একটা কালো গার্ডার দিয়ে বেঁধে দিচ্ছি

[04/11, 23:58] Joy: উফ্ নড়বে না, সোজা হয়ে বস তো 🤗

[05/11, 00:00] Joy: ওই দেখছ আমি বেঁধে দিচ্ছি খুব সুন্দর করে ❤️❤️❤️

[05/11, 00:01] Joy: ওই কিছু বলো

[05/11, 00:02] Joy: ভালো বাঁধতে পারিনি কি 😊

[05/11, 00:02] মিষ্টি বন্ধু: Hm

[05/11, 00:02] Joy: First time তো তাই যতটা পেরেছি আর কি 😛

[05/11, 00:02] Joy: সত্যি ভালো হয় নি গো

[05/11, 00:03] Joy: কই গো

[05/11, 00:05] Joy: ওই মিষ্টি পরী

[05/11, 00:06] Joy: রাতে এখন fan chalao?

[05/11, 00:11] Joy: ওই প্রিন্সেস

[05/11, 00:13] Joy: সারা দিন খুব পড়াশুনো করেছে,একটু Hair Massage করে দিই আমার মিষ্টি ম্যামের 🤗

[05/11, 00:25] Joy: ওই cutipie আছো

[05/11, 00:31] মিষ্টি বন্ধু: Hm

[05/11, 00:32] Joy: 😍

[05/11, 00:41] Joy: ওই অ্যাঞ্জেল কি করছ

[05/11, 01:08] Joy: আছো

[05/11, 07:36] মিষ্টি বন্ধু: Gdmg

[05/11, 08:42] Joy: সুপ্রভাত🌅 আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার স্বপ্নের পরী আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত আমার অনামিকা👱‍♀️।


তুমি সারা দিন খুব ভালো থেকো, খুব খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারা দিন থাকে🤗, আর আমাকে একটু করে তোমার লাজুক মিষ্টি হাসি টা দেখিও 😘😘😘,এটা দেখতে পেলে মন খুব ভালো থাকে 🤗🤗🤗।


তোমার মিষ্টি ভালোবাসার ছোঁয়া আমাকে রোজ দিও 😘, আমি নিজেকে পুরো চেঞ্জ করে তোমার মনের মানুষ হয়ে আমি অনেক কাজ করব, Six Packs বানিয়ে তোমার মত একটু Handsome হয়ে তোমার পাশে দাঁড়াতে পারবো👫 😛। 


তোমার আমার দুজনের সব স্বপ্ন👩‍✈️👮‍♀️👩‍🏫👩‍⚕️ পূরণ করে তোমার শাড়ির আঁচলে পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা এনে দিয়ে তোমার মুখে মিষ্টি হাসি সব সময় বানিয়ে রাখবো🤗🤗🤗।


আমি তোমাকে নিজের চাইতে বেশি ভালোবাসি, রোজ একটু করে মিষ্টি কিউট সুন্দর ছবি দিও,পারলে এরকম sexy hot look এ দিও🤭, তোমাকে যেন আরো খুব খুব খুব সুন্দর লাগছে কিন্তু, সব Bollywood Hollywood heroines রা fail করে যাবে😌।


দিনটা তোমার খুব ভালো যাক, আমার মিষ্টি ভালোবাসার ছোঁয়😘😘😘 তোমাকে সব সময় হাসিতে খুশিতে রেখে তোমার মুখে মিষ্টি হাসি বানিয়ে রাখে🥰🤗🤗🤗।


🌄🌹🍫💝💐👩🏻‍❤️‍👨🏼👫🎸💄💅🥻👗👘💃🍛🐟🍳🍗🐓🏡🚗🚘🏍️💸☂️👜👓🖥️⌚👩‍✈️👮‍♀️👩‍🏫👩‍⚕️🤵❤️👰‍♀️🤝💞💕💖🍬🍮😘🥰🤗

[05/11, 08:49] Joy: DP 😍 So Sweet Beautiful Sexy Hot 🔥🔥🔥😘😘😘😜😜😜👌👌👌যদি পাখি🕊️র মত ডানা থাকতো তো উড়ে গিয়ে তোমাকে আমি দেখতাম😌,রোজ সকালে তোমার কানের কাছে মিষ্টি গান গাইতে ঘুম ভাঙাতাম আর রাতের বেলায় ধীরে ধীরে মিষ্টি করে গান গাইতে ঘুম পাড়িয়ে দিয়ে তোমাকে জয় এর কাছে স্বপ্নের দেশে নিয়ে যেতাম 😘😘😘😇😇😇।

[05/11, 09:14] Joy: Koigo tution parachho ki

[05/11, 09:15] মিষ্টি বন্ধু: Hm

[05/11, 09:16] Joy: Koi dekhi kato janke mam paraache ekhan 😊

[05/11, 09:17] মিষ্টি বন্ধু: 😡

[05/11, 09:17] Joy: Kiholo ekbaar pathiyechile to

[05/11, 09:17] Joy: Ki sundar mam parachilo

[05/11, 09:17] Joy: Aami dekhechilam

[05/11, 09:17] Joy: Chotto chotto baccha guloke 🤗🤗🤗

[05/11, 12:16] Joy: Yes yes, tumse muhabbat hai hay yaar 😘😘😘 ওই তুমি dance💃  করতে পারো 🤗?

[05/11, 15:06] Joy: ওই আমার সুইট প্রিন্সেস কি করছ? খেয়েছ?

[05/11, 18:59] Joy: DP 😍 So Beautiful ❤️👌👌👌 কোথায় ঘুরছ ম্যাম

[05/11, 19:01] মিষ্টি বন্ধু: Tq

[05/11, 19:02] Joy: 😇

[05/11, 19:02] Joy: Kon jaayga eta

[05/11, 19:04] মিষ্টি বন্ধু: Krishnagar

[05/11, 19:04] Joy: Wow ❤️👌👌👌

[05/11, 19:04] Joy: Shopping হচ্ছে না কি

[05/11, 19:05] Joy: কোন্ কোন্ ড্রেস নিলে গো

[05/11, 19:06] Joy: সেদিন কেউ চলে আসেনি তো Autograph নিতে Film Star ভেবে ম্যাম 😘😘😘

[05/11, 19:07] মিষ্টি বন্ধু: Ns

[05/11, 19:07] Joy: হতেও পারে এত সুন্দর লাগছ ভাবতেই পারে কোন স্টার 😍

[05/11, 19:08] মিষ্টি বন্ধু: Nana

[05/11, 19:08] Joy: চশমা টা খুলে একটা নিতে হয় আরো মিষ্টি লাগত ❤️

[05/11, 19:11] Joy: DP: আরেকটু সামনে থেকে তোলা ছবি আছে কি, দেখতাম ম্যাম কে আমার 😇

[05/11, 19:14] Joy: একটা সেই dance korechile এরকম কোন জায়গাতেই, তেমনি একটা ড্যান্স করে ভিডিও বানাও, তোমাকে খুব সুন্দর লাগবে গো ❤️❤️❤️

[05/11, 21:49] Joy: কত্ত কিছু খেয়েছে ম্যাম আজ 😍😋😋😋

[05/11, 22:19] মিষ্টি বন্ধু: Hm

[05/11, 22:19] Joy: 🤗

[05/11, 22:19] Joy: কি করছ

[05/11, 22:19] Joy: খেয়েছ

[05/11, 22:20] মিষ্টি বন্ধু: Hm

[05/11, 22:21] Joy: Ki krcho

[05/11, 22:21] Joy: আজকের ড্রেস টা কালকের টাই না 😍

[05/11, 22:21] মিষ্টি বন্ধু: Hm

[05/11, 22:22] Joy: কাল যেন ভিডিও তে আরো বেশি Attractive Beautiful Sexy 😘 লাগছিল ❤️👌👌👌

[05/11, 22:23] Joy: কাল ছবি গুলো অনেক সামনে থেকে তোলা তাই মনে হয় আরেক টু বেশি বেশি Beautiful Sexy লাগছিল 😘😘😘

[05/11, 22:25] Joy: প্রিন্সেস👰🏻‍♀️ আমার সবার চাইতে বেশি মিষ্টি কিউট sexy hot দেখতে ❤️👌👌👌😘😘😘

[05/11, 22:26] Joy: চোখ বন্ধ করলে যেন দেখতে পাই ওই রূপে এখন ম্যাম কে আমার 😛😍😘😘😘

[05/11, 22:27] Joy: একটা smile দাও না গো 😘😘😘

[05/11, 22:28] Joy: ওই রকম আর কিছু ছবি আছে তো পাঠাও না গো 😛🤭 দেখতাম আমার ম্যাম কে

[05/11, 22:32] মিষ্টি বন্ধু: Bhaaa kb vlo

[05/11, 22:32] Joy: Hmm 😊

[05/11, 22:33] Joy: Tumi গেছ

[05/11, 22:33] Joy: কখনো

[05/11, 22:33] মিষ্টি বন্ধু: Na

[05/11, 22:33] Joy: আচ্ছা

[05/11, 22:33] Joy: আজ মেলাতে উত্থান একাদশী ছিল তাই যেতে হয়েছিল

[05/11, 22:33] Joy: আখ দেখতে ঠাকুর মশায় বলেছিল

[05/11, 22:34] Joy: তোমাদের ওখানে হয় এই পূজো টা

[05/11, 22:35] মিষ্টি বন্ধু: O

[05/11, 22:35] Joy: Ki

[05/11, 22:36] Joy: আজকে যখন চুল বাঁধবে জানিও, আমি বেঁধে দেব সুন্দর করে আজও আমার মিষ্টি অনামিকা ম্যামের চুল 😍👰🏻‍♀️💕

[05/11, 22:37] মিষ্টি বন্ধু: Na

[05/11, 22:37] Joy: তাই নিজে বাঁধবে আজ

[05/11, 22:37] Joy: তাহলে আজ আমি কি কাজ করব

[05/11, 22:38] Joy: তাহলে আজ আমি আমার মিষ্টি ম্যাম কে একপলক না ফেলে শুধু দেখবো 😍😘😇

[05/11, 22:40] Joy: ম্যাম এর জন্য চা নাহলে কফি বানিয়ে দেব, ম্যাম কোন্ টা খায় 😍

[05/11, 22:44] মিষ্টি বন্ধু: 2 toi

[05/11, 22:44] Joy: বাহ্ তাহলে কোন্ টা বানাবো

[05/11, 22:47] Joy: আরেক টা কাজ করতে পারবো 😍

[05/11, 23:08] Joy: কই গো আছো? (একটু কথা বলতে পারি 😊)

[05/11, 23:24] Joy: ওই আমার Sweet Sexy Cute Beautiful Queen 👰‍♀️👑 আছো?

[05/11, 23:43] Joy: কই গো কি করছ

[06/11, 00:02] Joy: কই গো একটু কথা বলি 🤗 I miss you 😘😘😘

[06/11, 00:34] Joy: ওই অ্যাঞ্জেল আছো গো

[06/11, 00:59] Joy: কি গো ঘুমিয়ে পড়লে কি

[06/11, 01:45] Joy: একদিন আমি হবো তোমার ফটোগ্রাফার 📸, তোমার বিভিন্ন সুন্দর সুন্দর pose করে ফটো তুলে দেবো, আর মিষ্টি কিউট হাসিটা সব সময় তোমার মুখে বানিয়ে রাখবো🤗।


তোমার জয়👫 তোমাকে খুব ভালবা*,রোজ একটু তোমার মিষ্টি ভালোবাসার ছোঁয়া দিও😘।


যদি পারতো একটু মিষ্টি কিউট sexy hot রূপে এক দুটো ভিডিও ছবি বানিও ❤️।


ঠাকুর স্বপ্নে আমার মিষ্টি পরীকে ওই ড্রেস 👗 টাতে নিয়ে এসো,সারা রাত ধরে তোমাকে আমার সামনে বসিয়ে তোমার মিষ্টি লাজুক হাসি মুখটা দেখবো আর সারা দিন রাত ভালোবা*র সমুদ্রে তোমাকে ভালোবাসার নৌকায় বসিয়ে তোমাকে খুব খুব ভালোবা* দেবো।


সারা জীবন তোমাকে অনেক ভালোবা* দিয়ে তোমার শাড়ি🥻র আঁচলে পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা এনে দিয়ে তোমার মিষ্টি গোলাপ ফুলের পাপড়ির মত মিষ্টি ঠোঁটে মিষ্টি হাসি বানিয়ে রাখবো😘😘😘।


যা চাইবে সব তোমার পাদুকা তে অর্পণ করবো একদিন🏡🚘🏍️💸👩🏻‍❤️‍👨🏼🥻👗👘💃🤗।


আমি অপেক্ষা করছিলাম তুমি একটু করে কথা বলবে, একটু মিষ্টি হাসি টা দেখাবে।কিন্তু মনে হয় আজ জলদি ঘুমিয়ে গেছ।


রোজ স্বপ্নে এসো গো আর তোমার স্বপ্নে আমি এসে তোমাকে সারা রাত স্বপ্নে গল্প করে, মিষ্টি ভালোবা*র ছোঁয়া দিয়ে তোমার মুখে মিষ্টি হাসি বানিয়ে রাখবো😊।


শুভ রাত্রি🌌😴 টাটা আমার স্বপ্নের পরী👸 আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত পবিত্র আমার সরস্বতী লক্ষ্মী রাধা মীরা পার্বতী দুর্গা👰‍♀️ আমার সবচেয়ে প্রিয় খুব মিষ্টি খুব কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী খুব Sexy খুব Hot আমার অনামিকা👱‍♀️। রোজ সকালে তোমার গুড মর্নিং উইশ এর সাথে একটু ভালোবাসা দিও প্রিয় 😘😘😘।

[06/11, 06:52] মিষ্টি বন্ধু: Gdmg

[06/11, 08:25] Joy: Good 🌅 Sweetheart 💖 My Sweet Angel,the most sweet cute beautiful sexy hot women in my World,the one and only আমার অনামিকা👰‍♀️😘😘😘. I lov* you ever and forever ♾️💍.I will make your dreams come true one day .I wanna make you happy each and every second. Be happy and keep smiling always my heartbeat 💓. 


The sweet smile on your face makes me happy all day, so don't forget to bring the sweet smile on your face 😘😘😘. 


🌄🌹🍫💝💐👩‍❤️‍👨👫😘💄💅💍🥻👗👘💃🏡🚘🏍️💸🍛🐟🍳🍗🐓👩‍✈️👮‍♀️👩‍🏫👩‍⚕️🛵👠🍕🍔👜👓🖥️⌚🕊️🩰💖💌👨‍💻❤️👱‍♀️🥰🤗

[06/11, 08:29] Joy: ওই উঠলে গো

[06/11, 08:30] Joy: কাল কি মোবাইল নেট অন করে ঘুমিয়ে পড়েছিলে?

[06/11, 08:34] মিষ্টি বন্ধু: Hm

[06/11, 08:35] Joy: Oh khub shopping kore puro pet bhorti kheye man tired hoye ghumiye porechilo taai naah go 😘😜

[06/11, 08:36] Joy: *Oh khub shopping kore puro pet bhorti kheye Mam 👱‍♀️ tired hoye ghumiye porechilo taai naah go 😘😜

[06/11, 08:37] Joy: New DP lagao 🤗 naahale ekhane daao ekta 🤗 Aamar Sweet Princess Anamika Mam 👱‍♀️ ke dekhtam ektu 😇

[06/11, 08:41] Joy: কই গো দাও না একটা 🤗 সকাল এ ঘুম থেকে উঠে ঠাকুরকে দেখার ওর তোমার নতুন  মিষ্টি মুখের ছবি দেখে ঘুম ভাঙাতে ইচ্ছে হয় খুব ❤️🤗😘

[06/11, 09:01] Joy: Tution parachho ki

[06/11, 09:13] মিষ্টি বন্ধু: Amk Tumi kno khaoabe

[06/11, 09:13] মিষ্টি বন্ধু: Asob tik noy

[06/11, 09:13] মিষ্টি বন্ধু: Amr bf ache

[06/11, 09:14] Joy: আচ্ছা তাই কই দেখি দেখি তার ছবি টা 🤗

[06/11, 09:52] মিষ্টি বন্ধু: Ata

[06/11, 09:53] Joy: তোমার সাথে দেখি ছবি একটা

[06/11, 10:10] মিষ্টি বন্ধু: 😡

[06/11, 10:11] Joy: 😍

[06/11, 10:11] মিষ্টি বন্ধু: Biya hole pabe

[06/11, 10:11] Joy: তাই

[06/11, 10:11] Joy: যে কাউকে bf বানিয়ে আমাকে দেখাচ্ছ ম্যাম 😍😜👧

[06/11, 10:14] Joy: রাগ করলে বকে নিও,কিছু বেশি বলি তো বলে দিও, তাও অন্য কাউকে এভাবে দেখিও না প্লিজ। আমি জানি তুমি খুব simple, এসবে যাও নি।সকাল থেকে মন টা কত ভালো ছিল😇, এসব দেখিয়ে মনটা কেমন করলে তোমায় কি বলি 😊!

[06/11, 15:58] Joy: ওই আমার মিষ্টি প্রিন্সেস আমার অনামিকা ম্যাম কি করছ? ঘুমোলে কি? 😊

[06/11, 19:01] Joy: Good Evening 🌆🌹🍫💝💐🎸🤵🤝👱‍♀️My Sweet Cute Most Beautiful Women in the World, আমার অনামিকা👰‍♀️ ম্যাম। Have a sweet evening. Be happy and keep smiling always ☺️.

[06/11, 20:13] Joy: DP 😍 উফ্ কি লাগছে 🔥🔥🔥❤️👌👌👌 So Beautiful Sexy Hot Look🔥🔥🔥 🤭🥰🥰🥰

[06/11, 23:01] Joy: কই গো আছো? একটু কথা বলতে পারি 😊

[06/11, 23:01] মিষ্টি বন্ধু: Hm

[06/11, 23:02] Joy: 🥰

[06/11, 23:02] Joy: কেমন আছো

[06/11, 23:02] Joy: খাবার খেয়েছ

[06/11, 23:02] মিষ্টি বন্ধু: Vloi

[06/11, 23:02] মিষ্টি বন্ধু: Hm

[06/11, 23:02] Joy: Good 🤗

[06/11, 23:02] Joy: ঠান্ডা কেমন ওখানে

[06/11, 23:03] মিষ্টি বন্ধু: Vloi

[06/11, 23:03] Joy: তাই

[06/11, 23:03] Joy: এখানে ঠান্ডা কমে গেছে

[06/11, 23:04] Joy: আমি তো fan চালিয়ে ঘুমোই

[06/11, 23:04] Joy: তুমি fan chalao

[06/11, 23:06] Joy: ওই আমার মিষ্টি অনামিকা কি করছ?

[06/11, 23:07] মিষ্টি বন্ধু: Bose

[06/11, 23:08] Joy: চুল বাঁধলে 😊

[06/11, 23:08] মিষ্টি বন্ধু: Hm

[06/11, 23:08] Joy: আজ জলদি বেঁধে নিলে 😍

[06/11, 23:09] Joy: আমাকে বাঁধতে দিলে না 🤗

[06/11, 23:09] Joy: 😝

[06/11, 23:10] Joy: কাল ঠাকুর আরেক টা স্বপ্ন দেখিয়েছে আমায়, জানো গো 😇

[06/11, 23:12] Joy: ওই আমার sweet angel 😇 আছো

[06/11, 23:13] মিষ্টি বন্ধু: O

[06/11, 23:13] Joy: হুম্ 😇

[06/11, 23:14] Joy: শুনতে চাও কি দেখলাম 🥰

[06/11, 23:14] মিষ্টি বন্ধু: Na

[06/11, 23:14] Joy: Ohh 😮

[06/11, 23:15] Joy: সব ঠিক তো গো 😊

[06/11, 23:16] Joy: অন্য দিন তো শুনতে চাইতে

[06/11, 23:16] Joy: 😇

[06/11, 23:20] মিষ্টি বন্ধু: Nana

[06/11, 23:20] Joy: আজ আমার ম্যামের মিষ্টি হাসি টা দেখতে পাচ্ছি না 👧🤭🤗

[06/11, 23:22] Joy: Please God show me the way how to make my sweet princess Anamika Mam happy 😇.

[06/11, 23:22] Joy: I wanna see the sweetest smile on my sweetest Mam's sweet face ☺️.

[06/11, 23:26] Joy: Kigo ekhono hasi elona ei pic taa dekhe 👼

[06/11, 23:26] Joy: Kibhabe aanbo tahale 🤔🤔🤔

[06/11, 23:30] Joy: Hi Sweet Mam 👱‍♀️

[06/11, 23:35] মিষ্টি বন্ধু: 🤭🫢🤣☺️

[06/11, 23:35] Joy: ❤️

[06/11, 23:35] Joy: 😘😘😘

[06/11, 23:35] Joy: এই তো finally ❤️🤗

[06/11, 23:36] Joy: আমি এটার জন্য সকাল থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করি,আমার ম্যাম কে আমি প্রতি সেকেন্ড খুশিতে রাখতে পারি 🤗

[06/11, 23:37] মিষ্টি বন্ধু: Hm

[06/11, 23:39] Joy: আমি তোমাকে কত care করি,কত্ত ভালোবা*, সারা দিন ঠাকুরের কাছে প্রার্থনা করি,আমি যেন একদিন সব ঠিক করতে পারি।আমার ম্যাম এর হৃদয়ে আমার জন্য জায়গা বানাতে পারি🥰😇😍।

[06/11, 23:41] Joy: ওই আমার স্বপ্নের পরী এই DP টা আমি সেই বলছিলাম, তাই দিয়েছ না গো 🤗🤗🤗

[06/11, 23:44] Joy: ওই কিছু বলো 🤗

[06/11, 23:46] Joy: ওই আছো

[06/11, 23:52] Joy: কি করছ মিষ্টি কিউট ম্যাম আমার 👧

[06/11, 23:54] মিষ্টি বন্ধু: Asob deona

[06/11, 23:54] মিষ্টি বন্ধু: Vlo lagena

[06/11, 23:54] Joy: তাই

[06/11, 23:54] Joy: Ohh

[06/11, 23:54] Joy: তাহলে happy wala দেবো

[06/11, 23:55] Joy: কি কি তোমার ভালো লাগে আর কোন কোন টা তোমার লাগে না আমাকে একটু বলে দিও তো ম্যাম 🤗

[06/11, 23:56] Joy: কোনো দিনও আমি সেই সব জিনিস করবো না যেটাই আমার ম্যাম এর প্রব্লেম থাকে, আমি সব সময় মিষ্টি হাসি টা দেখতে চাই ব্যস আর কিছু না গো 🤗🤗🤗

[06/11, 23:57] মিষ্টি বন্ধু: Ok

[06/11, 23:58] Joy: হুম্ গো 🤗

[06/11, 23:59] Joy: Couple cute image পাঠাবো না তোমাকে আর ?

[07/11, 00:00] মিষ্টি বন্ধু: Hm kno bepena

[07/11, 00:00] Joy: Ki bolle? Kno bepena? Maane go

[07/11, 00:03] Joy: Bepena maane ki? Bujhlam

[07/11, 00:03] Joy: *bujhlam naa

[07/11, 00:06] Joy: ওই তুমি বাংলা মুভি দেখো

[07/11, 00:18] Joy: ওই গিটার 🎸 ক্লাস এখনও চলছে?

[07/11, 01:16] Joy: শুভ রাত্রি🌌😴 টাটা আমার স্বপ্নের পরী আমার অনামিকা ম্যাম👰‍♀️।


আমি জানিনা তোমার সাথে যখন কথা বলি তো যেন কথা শেষ হয় না।


এমনকি female client রা কাজের জন্য কল করে, কত female candidates এর জব এর জন্য কত question থাকে।


আমার কারু সাথে কথা বলতে ইচ্ছে হয় না শুধু তোমার সাথে কথা বলা ছাড়া।


আমি জানি মাঝে মাঝে অনেক বকর বকর করতে থাকি, যেমন আজ 😊।


কি করবো, তোমার সাথে কথা বললে, তোমার মুখে মিষ্টি হাসি ফোটাতে পারলে আমি কত ভালো থাকি, আমার সব কাজে মন বসে,ঘরে normal ভাবে হাসির সাথে কথা বলতে পারি🤗।আর যেদিন তোমার মিষ্টি আওয়াজ শুনতে পাই,সেদিন তো বলো না।আমি কত্ত happy থাকি,মন কত ফুরফুর করে কি বলি তোমায়☺️☺️☺️!


আজ জানো সকালে কোন relative নাহলে কোন IAS Officer এর ছবি দেখিয়ে ওরকম বললে, আর তারপর থেকে মাথা যেন কাজ করা বন্ধ আমার। কোন কাজ করব কি,মন বসছে না।এই কিছুদিন রোজ একটু ঘুরতে বেরিয়ে যায় গাড়ি নিয়ে একা একা, আজ একটু আবার Showroom এ বসে নিজের কাজ করতে বসলাম। তাও যেন মন খুব upset ছিল। আমার কারু সাথে কথা বলতে ইচ্ছে করছিলনা।


একটা ক্লাস স্টার্ট হলো সন্ধ্যে ৬:৩০ থেকে ,ওটা তে চলতে থাকে পুরো রাত ১টা থেকে ২ টো পর্যন্ত।


কিন্তু আমার মন ভালো রাখার মানুষের সাথে না কথা বললে আমি কি থাকতে পারি!রাত ১১ টার wait করছিলাম। তোমার সাথে কথা বলা শুরু হলো ক্লাস এ মন না দিয়ে, শেষে ঠাকুর কে ডেকে তোমার মুখে মিষ্টি হাসিটা নিয়ে আসতে পারলাম তখন যেন আমার মন শান্ত হলো😌, সব টেনশন, negative thought দূর হয়ে গেল।মন খুশিতে ভরে গেল🥰।


তোমার সাথে কথা বললে না,আমার মন খুব ভালো থাকে,খুব খুশিতে থাকি😊।মাথার মধ্যে positive thinking,ideas বেরিয়ে আসে😇।আমি জানি না কেন,কিন্তু সত্যি বলছি তোমার দুটো মিষ্টি হাসির একটু মিষ্টি মেসেজের নতুন ছোঁয়া আমাকে কত ভালো রাখে তুমি জানো না!তাই তো তোমাকে আমি শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত পবিত্র আমার সরস্বতী লক্ষ্মী রাধা মীরা পার্বতী দুর্গা👰‍♀️ বলে ডাকি।


যেমন ঠাকুর এর মন্দিরে গিয়ে মনযোগ দিয়ে ঠাকুর কে ডাকলে আমাদের মনের সব টেনশন কষ্ট দূর হয়ে আমাদেরকে এক শান্তি এনে দেয় জীবনে ঠিক তেমনি যখন তুমি আমার সাথে মিষ্টি কিউট হাসির সাথে কথা বলো,তোমার মুখে মিষ্টি হাসি ফোটাতে পারলে আমি যেন সেই শান্তি টা অনুভব করি🤗🤗🤗।


আমি জানি না আমাকে নিয়ে কি কি ভাবো, কতটা মিস কর কি না!কিন্তু আমি সারাদিন ধরে তোমাকে কত ভাবি,কত মিস করি,ঠাকুরের কাছে কতবার প্রার্থনা করে বলি যে আমার অ্যাঞ্জেল যেন সব সময় মিষ্টি হাসির সাথে কথা বলে,একটু ভালোবাসার ছোঁয়া টা দেয়, আমার অ্যাঞ্জেল এর হৃদয়ে আমার জন্য একটু ভালোবা* জাগিয়ে দিও, একদিন যেন আমার চাইতে বেশি সে আমায় ভালোবা*, care করে যেমন আমি সব সময় ওকে করি আর যেন কখনো আমার উপর রাগ করে না, চুপ না হয়ে যায়।ওকে আমি সব সময় হাসি খুশিতে রাখতে পারি😇😇😇!


হৃদয়ের কথা আবার বলে ফেললাম দেখলে।কি করব না বলে থাকতে পারি না।


শুধু তুমি চাইলে আমাকে তুমি নিজের মত সুন্দর handsome Six Packs Body বালা বানাতে পারবে,ব্যস একটু করে সকাল,বিকেল রাতে সময় দিও।আমাকে বকবে যদি এক্সারসাইজ, নিজের কাজ সময় মত না করি তো। আর যখন তোমার কথা শুনবো সব তখন একটু তোমার ভালোবাসার ছোঁয়া দিও 🤗।বেশি কিছু চাই না,এই দূর থেকেই এখন একটু আমাকে ভালো রেখো,সাপোর্ট করো😊।


আমি একদিন তোমার স্বপ্ন👩‍✈️👮‍♀️👩‍🏫👩‍⚕️ পূরণ করে তোমার শাড়ি🥻র আঁচলে পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা দয়া মায়া মমতা এনে দিয়ে তোমার মিষ্টি গোলাপ ফুলের পাপড়ির মত মিষ্টি ঠোঁটে মিষ্টি হাসি সারা জীবন বানিয়ে রাখবো🤗।


অনেক কিছু বলে ফেললাম।শুভ রাত্রি টাটা আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী পরী👰‍♀️।


ওই যদি পারতো ওই ড্রেস👗 বা ওই রকম আর কোন ড্রেস আছে তো একটু ওই রূপে আমাকে একটু তোমার ওই Sexy Hot Beautiful look টার দর্শন করিও। উফ্ চোখের সামনে যেন ভাসছ তুমি ওই রূপে❤️❤️❤️।আমি আর কোন মেয়েকে দেখতে চাইনা।শুধু তোমাকে সব সময় সব জায়গা তে দেখতে চাই।তোমাকে কত ভালোবা* কত মিস করি তুমি জানো না।


এত বড় বড় রোজ লিখেই চলি।যদি ভালো লাগে তো আমার কথা গুলো রেখে আমাকে সাপোর্ট করবে।


এই দুটো মাস অনেক খাটতে চাই।ব্যস তোমার এই ভার্চুয়াল মিষ্টি হাসির মিষ্টি ছোঁয়া তে আমি ভালো থাকবো🤗।


শুলাম গো।টাটা।পারলে আজকেও আমার স্বপ্নে তুমি এসো আর তোমার স্বপ্ন তে যেন আমি আসি😊😊😊।

[07/11, 08:01] মিষ্টি বন্ধু: Gdmg

[07/11, 10:12] Joy: Good Morning 🌅🌹🍫💝💐🎸🤵🤝👱‍♀️ Have a sweet day my sweet cute most beautiful women in my World, the only and only আমার অনামিকা 👰🏻‍♀️😘😘😘. Be happy and keep smiling always. Take care ❤️. Don't forget to show the sweetest smile to your Joy 🥰. I will make your dreams👩‍✈️👮‍♀️👩‍🏫👩‍⚕️ come true one day for sure💕.

[07/11, 10:14] Joy: DP 👧😘😘😘 So Beautiful❤️👌👌👌

[07/11, 10:14] Joy: 😇

[07/11, 20:37] Joy: How sweet ❤️👌👌👌 True love 💕

[07/11, 20:45] Joy: কি করছ

[07/11, 21:17] Joy: আজ সারা দিন বাইরে ছিলাম, এক জায়গা গেছলাম। তাই মেসেজ করতে পারিনি। পড়ছ কি গো?

[07/11, 22:13] Joy: কিগো খেলে

[07/11, 23:01] Joy: কই গো আছো?একটু কথা বলতে পারি 😊

[07/11, 23:02] Joy: কি গো আছো?

[07/11, 23:05] Joy: কি করছ

[07/11, 23:21] Joy: Hello Mam 👰‍♀️

[07/11, 23:32] Joy: কিগো কিছু বলো

[07/11, 23:38] Joy: আছো?

[07/11, 23:39] Joy: একটু কথা বলি 🤗

[07/11, 23:43] Joy: Hi Mam 👧

[07/11, 23:44] Joy: কিছু বলো

[07/11, 23:45] Joy: শরীর ভালো তো

[07/11, 23:48] Joy: Koigo

[07/11, 23:49] Joy: আছো

[07/11, 23:50] Joy: কি হলো সব ঠিক তো

[07/11, 23:52] Joy: Oi

[07/11, 23:54] Joy: Hi My Sweet Best Friend Anamika Mam 👧🏻 How are you?

[07/11, 23:56] Joy: কই গো একটু কথা বলো

[08/11, 00:02] Joy: কি করছ

[08/11, 00:04] মিষ্টি বন্ধু: Gdnt

[08/11, 00:04] Joy: কেন

[08/11, 00:04] Joy: একটু কথা বলি

[08/11, 00:04] Joy: কাল কি সুন্দর কথা বললাম 😊 আজ একটু বলি

[08/11, 00:06] Joy: কি করছ

[08/11, 00:07] Joy: খাবার খেয়েছ? শরীর ভালো তো?

[08/11, 00:07] Joy: কই গো

[08/11, 00:10] Joy: যদি কিছু বেশি বলেছি তো বকে নিও, কি করব মাঝে মাঝে অনেক কিছু বলে ফেলি। আমাকে প্লিজ বলে দিও, তুমি এটা বলেছ যেটা আমার ঠিক লাগেনি।আমি আর বলব না গো। তোমাকে সব সময় happy রাখতে চাই। তোমার মিষ্টি হাসি টা দেখতে আজ এত tired তবুও যতক্ষণ না এই মিষ্টি হাসিটা দেখবো ততক্ষণ মন কেমন কেমন করবে 🤗। সব সময় তোমার মুখে মিষ্টি হাসি বানিয়ে রাখতে চাই গো 🤗।

[08/11, 00:15] মিষ্টি বন্ধু: Ok

[08/11, 00:15] মিষ্টি বন্ধু: Gdnt

[08/11, 00:15] Joy: একটা smile দাও,তাহলে আমার নাইট টা গুড হবে 😇

[08/11, 00:16] মিষ্টি বন্ধু: 😌

[08/11, 00:16] Joy: ❤️

[08/11, 00:17] Joy: Finally Mam আমার হেসেছে 🥰

[08/11, 00:18] Joy: তোমার এই মিষ্টি লাজুক smile টা দেখেই খুশিতে থাকা ছেলে আমি 😇

[08/11, 00:29] Joy: শুভ রাত্রি🌌😴 টাটা আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী যার দুটো মিষ্টি হাসির মেসেজ, একটু মিষ্টি গলার আওয়াজ,এক দুটো মিষ্টি কিউট ছবি রোজ দেখলে মন খুশিতে ভরে থাকে☺️ সেই আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত পবিত্র আমার অনামিকা👱‍♀️।


তোমাকে সব সময় আমি খুশিতে দেখতে চাই। কাল এক ঘণ্টার উপর ধরে মনের অনেক কিছু লিখেছি,জানি হতে পারে কোন কিছু তোমার ভালো লাগে নি। আমাকে প্লীজ বলে দিও গো😊।


আমাদের মধ্যে কখনো misunderstanding কে জমতে দেবনা।আমি frankly সব কিছু তোমাকে বলে ফেলি।তাই আমিও চাই আমার বেস্ট ফ্রেন্ড যেন Frankly আমার সাথে কথা বলে🤗।


যেটা ভুল সেটা আমাকে ধরিয়ে দেবে।তাহলে সেই ভুল টা আর কখনো করব না। যেমন কাল কিছু বলেছি,তোমার ভালো লাগে নি,তুমি যদি বলে দাও তাহলে আর future এ সেই সব কথা বলব না😌।


তোমার মুখে সব সময় মিষ্টি হাসি দেখতে চাই। তোমাকে happy করতে পারলে আমি happy হই🥰।


আজ বেশি বলব না।তুমি খুব বড় হও একদিন👩‍✈️👮‍♀️👩‍🏫👩‍⚕️।যদি কখনো কোন প্রব্লেম থাকে ,একটা মেসেজ বা কল করবে, আমি এক মিনিটে তোমার সব সমস্যার সমাধান করে তোমার মুখে মিষ্টি হাসি নিয়ে আসবো🤗🤗🤗।


ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারা জীবন থাকে🤗।

[08/11, 07:41] মিষ্টি বন্ধু: Gdmg

[08/11, 07:42] Joy: Very Good Morning 🌻 Have a sweet day my Sweet Beautiful Friend Anamika Mam 👰‍♀️. Be happy and keep smiling always 🤗

[08/11, 07:42] Joy: ঘুম ভাঙলো গো, আজ তোমার আগেই উঠে গেছি 🤗

[08/11, 07:43] মিষ্টি বন্ধু: Hm

[08/11, 07:43] মিষ্টি বন্ধু: Ok

[08/11, 07:44] Joy: ওই আজ একটু সময় হবে গো , একটু কথা বলবে 😊

[08/11, 07:47] Joy: সেই bday 🎂 তে আমার মিষ্টি ম্যামের মিষ্টি আওয়াজ শুনেছি। ঠাকুর ম্যাম এর মিষ্টি আওয়াজ জলদি শুনিয়ে দাও প্লিজ 😇

[08/11, 07:51] Joy: কি করছ? Breakfast করলে

[08/11, 07:52] Joy: এটা কেমন গো 😇

[08/11, 07:54] মিষ্টি বন্ধু: Vloi

[08/11, 07:54] Joy: তাই ❤️

[08/11, 07:55] Joy: কই একটা smile দাও তো ভালো লেগেছে তো 👼

[08/11, 07:57] Joy: আমার sweet princess👧🏻 এর মিষ্টি হাসির দুটো মেসেজ, দুটো মিষ্টি কিউট মেসেজ আমার সারা দিনকে খুব ভালো রাখে 😇😇😇।

[08/11, 08:04] Joy: আমার সকলের কাজ,বসে বসে একটু আমার মিষ্টি ম্যামের মিষ্টি কিউট ছবি দেখা, একটা করে মিষ্টি কমেন্ট করি, যেখানে মিষ্টি হাসিটা দেখি আর মনকে ভালো রাখার চেষ্টা করি😇😇😇।

[08/11, 08:05] Joy: **আমার সকালের কাজ* ,বসে বসে একটু আমার মিষ্টি ম্যামের মিষ্টি কিউট ছবি দেখা, একটা করে মিষ্টি কমেন্ট করি, যেখানে মিষ্টি হাসিটা দেখি আর মনকে ভালো রাখার চেষ্টা করি😇😇😇।

[08/11, 08:13] Joy: ওই tution parachho ki go

[08/11, 08:14] মিষ্টি বন্ধু: Rete 11 tai kotha hobe

[08/11, 08:14] মিষ্টি বন্ধু: By

[08/11, 08:14] Joy: একটা smile দাও তার পর bye বলবে 🤗

[08/11, 17:52] Joy: Good Evening🌆🌹🍫💝💐🎸😘👗🍕🤝🤗 My Sweet Dear Friend Anamika Mam 👰‍♀️ Have a sweet day. Be happy and keep smiling always 🤗. I wish your all dreams come true oneday.  If possible, reply with a sweet smile on your face. As you know, your sweet smile make me happy 😇.

[08/11, 19:42] Joy: বাহ্ ❤️👌👌👌আমি miss করলাম এটা আজ দেখতে। ভিডিও করেছ?

[08/11, 23:01] Joy: কই গো আছো? একটু কথা বলতে পারি 😊

[08/11, 23:09] Joy: কি করছ?

[08/11, 23:09] Joy: আছো?

[08/11, 23:12] মিষ্টি বন্ধু: Akhon chat korte parbona

[08/11, 23:12] মিষ্টি বন্ধু: Bg

[08/11, 23:12] মিষ্টি বন্ধু: By

[08/11, 23:12] Joy: তাহলে কখন বলবে

[08/11, 23:09] Joy: আছো?

[08/11, 23:12] মিষ্টি বন্ধু: Akhon chat korte parbona

[08/11, 23:12] মিষ্টি বন্ধু: Bg

[08/11, 23:12] মিষ্টি বন্ধু: By

[08/11, 23:12] Joy: তাহলে কখন বলবে

[08/11, 23:12] মিষ্টি বন্ধু: Kl

[08/11, 23:13] Joy: সকালে বললে রাত ১১ টার পর কথা বলবে 😌

[08/11, 23:13] মিষ্টি বন্ধু: R kono kotha bolbena

[08/11, 23:13] মিষ্টি বন্ধু: Block

সত্যি তুমি একটা Heartless Girl একটা, যে তোমার ভালোর জন্য প্রার্থনা করতো তাকে তুমি এভাবে বলতে পারলে!

তোমরা কি রকম মেয়ে গো, যে তোমাকে দেবীর আসনে বসিয়ে ভালোবাসা দিচ্ছিল তাকে তুমি ব্লক কথাটা বলতে পারলে!!

তোমার কি এটা লেখার সময় হাত কাঁপলো না।

যদি আমার এই conversation টা কেউ পড়েছ তো বল তো, আমি কি ভুল বললাম।কমেন্ট করে জানিও।

মাথা পুরো ব্যথা করছে।

এখান এ এই Aamar Cindrella Diary তে লেখা মানে চোখ ভেজানো, মাথা ধরা,পুরো depression এ চলে যাই যেন, মনে হয় কিছু খেয়ে মরে যাই।

 কেউ আমাকে একটুও বুঝলে না,শুধু কষ্টই দিলে ২০১৯ থেকে দুজনে মিলে!




Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...