Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

শুভ মহা অষ্টমী আমার মিষ্টি বন্ধু আমার Cindrella, Chingari App এ ও আমাদের স্মৃতি ছেড়ে গেলাম আজ | The Untold Feelings 👩‍🎨🌹🍫💝💖


 শুভ মহা অষ্টমী আমার মিষ্টি বন্ধু আমার Cindrella, Chingari App এ ও আমাদের স্মৃতি ছেড়ে গেলাম আজ | The Untold Feelings 👩‍🎨🌹🍫💝💖


সুপ্রভাত শুভ মহা অষ্টমী আমার মিষ্টি বন্ধু,
আমার জীবনের Cindrella 👩‍🎨,
আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী,
আমার Shirley Setia Melody Queen ❤️,
আমার চোখ বন্ধ করলে দেখতে পাওয়া মিষ্টি হাসির সাথে মিষ্টি বউ একটা,
আমার Bangalore Best Drawing Teacher 👩‍🎨,
আমার চোখে দেখা মিষ্টি সরস্বতী দেবী,
তুমি ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
রাধা কৃষ্ণ ভগবান এর ভালোবাসা আর আশীর্বাদে,
আমরা যেন আবার ভালো বন্ধু হতে পারি।

ওই তোমার ফেসবুক প্রোফাইল ঘুম থেকে উঠে না দেখলে,
যেন দিন শুরু হয় না আমার।
তোমার মিষ্টি শাড়ির সাথে মিষ্টি হাসি টা দেখলেই,
যেন মনে হয় তুমি আমার পাশে বসে হাসছো,
যেমন fb call এ যখন বলতে,
আমি আজ এর সাথে ঘুরতে গেছি,
কাল আমি এর সাথে বাইকে ঘুরতে যাবো মিছি মিছি বলে,
তুমিও জানতে তোমার জয় তোমাকে খুব ভালোবাসে।
তোমার রাগাতে ভালো লাগতো তাই না!
আমি জানি বুঝি, তুমি খুব ভালো মেয়ে,
তোমার মত ভালো স্বভাবের দুটো নেই,
তাই বিয়ে করতে চাই তোমাকেই শুধু,
কিন্তু যেহেতু এটা সম্ভব নয়, তাই ঠাকুর কে বলি,
তোমার মতই কাউকে পাঠিয়ে দিক জলদি করে,
না হলে সারা জীবন একাই থেকে যাবো,
কাজ কেই বিয়ে করে টাকা কে ভালোবাসা বানিয়ে,
সারাটা জীবন চালিয়ে দেবো,
আর তোমার স্বপ্ন Microsoft বানানোর,
ওটা আমি বাস্তবায়িত করবো।

দেখ পাগলের মতো লিখে চলি রোজ,
রোজ তোমাকে প্রশংসা না করে থাকতে পারিনা একটুও।
ওগো কিছু নতুন ছবি দাও না,
তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছে খুব।
তোমার মিষ্টি মুখ দেখেই খুশিতে থাকবো।

ঘরে এত সমস্যা, কাকিমার শরীর এত খারাপ,
দুটো কিডনি খারাপ হয়ে গেছে।
জানিনা বাঁচতে পারবে আর কত দিন।
আমার মা এর ডান হাত ছিল,
প্রায় ৪০ বছর একসাথে বন্ধুর মতো ছিল,
মা দুর্গা জানে কি হবে এবারে।
মা গো কাকিমার শরীর ভালো করে দাও।
এই জন্য না বাবার মন ভালো না মা এর।
রাধা কৃষ্ণ ভগবান কাকিমা কে সুস্থ্য করে দাও।
রোগ মুক্ত করো প্রভু।

পরশু আবার রাঁচি নিয়ে গেলো,
আজ পর্যন্ত ৮০ হাজার টাকা দুদিনে খরচা হয়ে গেলো হসপিটালে।
এবার বলছে, আইসিইউ তে নিয়ে যেতে হলে,
প্রতিদিন ৮০,০০০ টাকা লাগবে।
কি হবে জানিনা, সব ঠিক করো প্রভু।

আমার জীবনে সব ঠিক করো,
কোন কিছু সময় মত করতে পারছিনা।
ইচ্ছে নেই যেন কোন কিছু করতে।
মা বলছে দাদা বলেছে, এবারে গজুয়া কে দিয়ে যাত্রা করাবো,পুষ্পাঞ্জলি দেবে।
কিন্তু মন নেই আমার কোন কিছুতেই।
শুধু তোমাকেই ভাবি মন খারাপও হয়।

মা বলছে,বিয়ে দিলেই এর সব ঠিক হবে,
দিদি বলছে, তখনই সব কিছু সময় মত করতে পারবে কাজ।
আমি মনে মনে বলছি, দাও খুঁজে আমার Cindrella র মত কাউকে,
যত দিন না পাবো কাউকে, বিয়ে করবো না।
ঘরে যদি বলে, তো বলে দেব।
তোমাদের কথায় বিয়ে করলে,
পরে যদি কিছু সমস্যা হয়,
তোমরা জানবে।
আমার তো কোন বেশি আবদার নেই,
না কোন বড় লোক এর মেয়ে চাই।
চাই একটা মিষ্টি আমার Cindrella এর মত সব কিছুতেই পারদর্শী একটা মিষ্টি মেয়ে।।
এটা সারা জীবন এর ব্যাপার।
এটা তো জামা কাপড় নয়, আজ ভালো লাগছে, কাল লাগছে না তো ইউজ করে ফেলে দেওয়া যাবে।
তাই বিয়ে জোর করে করতে নেই।
না হলে দুটো মানুষের সাথে দুটো পরিবার এর জিবনে বাজ পড়বে একদিন।
ঘর এসে মা বৌদি দিদির হাতের রান্না খেয়ে,
যা পেট টা বানিয়ে ফেলেছি যে একটা ফটো পোস্ট করতে ইচ্ছে নেই।
কিরা খেতে হবে, কালি পুজোর আগের মধ্যে ৩-৫ কেজি ওজন কমাতে হবে কোন করে হলেও।

আমাদের এখানে ৫-৬ টা ঠাকুর হয়েছে,
মোটামুটি ভালই হয়েছে।
যেখানেই যাচ্ছি, সেখানে শুধু তোমার Tiktok এর গান গুলো বাজছিল,
সেই
"দেখ মন, কাশবন,
দুলছে যে সারি ।
কবে ঢাক, দেবে ডাক,
দিন গুনছি যে তারই ।

শিউলি মাখা গল্প,
আগমনীর সুর-
কুমোরটুলির গন্ধ ছড়ালো ।

বলো বলো দুগ্গা এলো
বলো বলো দুগ্গা এলো
বলো বলো দুগ্গা এলো, দু্গ্গা এলো, দুগ্গা এলো
বলো বলো দুগ্গা এলো, দু্গ্গা এলো, দুগ্গা এলো..."

আর ও অনেক গুলো গান,
আমার মুখে সারা ক্ষণ তোমার আমার নাম জুড়ে যে গান টা বানিয়ে ছিলাম,
সেটাই যেন গাইতে থাকি।
"ও অ*মিকা কেন আসিস না, কেন জয়দীপ এর ভালোবাসা বুঝতে পারিস না,
তোমাকে সারা জিবন ভালো বেসে যাই।
এই মন ক্যামনের জন্ম দিন,তুমি ছাড়া কাটে কঠিন।
"

এটা সেই গান টা,
"কেন রোদের মতো হাসলে না ?
আমায় ভালোবাসলে না ?
আমার কাছে দিন ফুরালো আসলে না ।

এই মন কেমনের জন্মদিন,
চুপ করে থাকা কঠিন,
তোমার কাছে খরস্রোতাও গতিহীন।
"

সত্যি সত্যি অবাক লাগে, তোমার মন জয় করতে কি কি আমি করে ফেললাম😅😅😅।
আমি কোন দিনও কোন মেয়ের জন্য,
কবিতা গল্প গান ৩৫০ এর উপর লিখে ফেললাম।
সত্যি হাসি পায় কি সময় টা পর করলাম।
তাও আমি তোমার মন জয় করতে পারলাম না।

 সেই মনে আছে, Tiktok এ একটা ভিডিও বানিয়ে ছিলাম,
তোমার কথা মনে করেই বানিয়ে ছিলাম,
তুমি বলেছিলে আর দেখেছিও,
তুমি Tiktok ভিডিও বানিয়ে ছিলে, আর বলেও ছিলে,
আমার বউ সাজতে খুব ভালো লাগে,
শাখা সিঁদুর লাল শাড়ি পরে সাজতে খুব ভালো লাগে।
আর Tiktok এও দেখেছি, তুমি লিপস্টিক সিঁথিতে সিঁদুর এর মত লাগিয়ে,
অ্যাক্টিং করতে, কি গান টা ছিল, ভুলে যাচ্ছি।
হ্যাঁ মনে পড়েছে,
"Mainu mittha boht pasand ae
Kade cake le aaya kar
Kade hath tu fadeya kar
Kade pair dabaya kar

Tere phone ch mere naam
Agge ek dil vi bhar ve"


আরেকটা কি ছিল, হ্যাঁ মনে পড়লো,
"Keh de toh ban jaaun bairaag main
Kehde toh main teri maaya banu
Tu saaz hai, main ragini
Tu raat hai, main chandni

Mere dil mein jagah Khuda ki khali thi
Dekha wahan pe aaj tera chehra hai
Main bhatakta huaa sa ek baadal hoon
Jo tere aasmaan pe aake thehra hai
"

এই গান টায় সিঁথিতে গেরুয়া রঙের কোন সিঙ্গারের রং লাগিয়ে,
গোলাপের পাপড়ির মত মিষ্টি ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে,
পুরো মুখে নতুন বউ এর মত সেজে কি সুন্দর লাগছিল তোমাকে,
যে ভাষায় প্রকাশ করতে পারবোনা।
এখনও যেন চোখ বন্ধ করলে তোমাকে ওই রূপে দেখতে পাচ্ছি,
৮-১০ মাস হতে এলো, কিন্তু কোন কিছু ভুলিনি।
সব কিছু ভুলে গেছি।
কিন্তু তোমার সব কিছু মনে আছে।
জানিনা এটা ভালোবাসা না অন্য কোন কিছু।

সেই "সিঁদুর পড়া লিপস্টিক দিয়ে" এর উপর ছোট্ট একটা ভিডিও বানিয়ে ছিলাম,
দুদিন আগে ইউটিউব এ আপলোড করলাম তো,
955 views হয়ে গেল দু দিনেই, বুঝতেই পারলাম না কি করে হলো।
১০ সেকেন্ডের ভিডিও মাত্র আর ৯ টা লাইকও এসে গেছে 🥰।

আবার জানো Chingari Social Media App টা তেও #AamarCindrella এই hash tag টাকে ভাইরাল করে দিলাম।
শুধু একটা কেদারনাথ এর ভিডিও, সেটাও না জেনে লিখে দিলাম,
এটা একটা pandal কলকাতা র, তাতেই 10k views, 1.3k likes, 27 followers😅😅😅,
দেখে তো অবাক, কিভাবে হলো!
ভাবলাম ভালই হলো একটা ভিডিও তে ১০ হাজার মানুষ দেখলো,
ভালই তো, এখন এই অ্যাপ টা ভালই চলছে,
আর Loading Issue নেই এটাতে, সব ঠিক।

আমি জানি তুমি ভিডিও বানাচ্ছ কোন অ্যাপ এ,
যেটা জানিনা কোথায় করছো।
কত দিন তোমার  বাচ্চা সেজে, বউ সেজে ভিডিও গুলো দেখিনি,
ওগো আমাকে একটু তোমার ভিডিও গুলো দেখতে দাও না।
খুব মিস করছি, খুব ভালোবাসি তোমাকে।

কাল না পরশু আমার ওই বন্ধুটার সাথে গল্প হলো,
বুঝতেই পারলাম ১-১:৩০ ঘণ্টা গল্প করলাম ফোনে।
ওর মনের সব কিছু আমাকে বললাম,
আর আমি আমার মনের সব কিছু বললাম।
ও বলছে মনে আছে তোর ডাইরির কবিতা পড়ে বন্ধু হয়েছিলাম ৮-১০ বছর আগে।
আমি বললাম সব ভুলে গেছি।
কি ভাবে বন্ধু হয়ে ছিলাম জানিনা রে গাধি,
ও বলছিল কিছু আমি ভাবছিলাম অন্য কিছু,
বললাম, মনে আছে ২০১৯ এর ২৭ মার্চ থেকে ২০ আগস্ট ২০১৯ এর এক একটা জিনিস।
ও ভাবছিল, আমি ওর কথা বলছি, কিন্তু আমি যে আমার আর তোমার কথা বলছিলাম সে বুঝতেই পারেনি😅😅😅।
যখন বললাম তো ও খুব রেগে গেছলো,
আমি বললাম মনে নেই রে, কোন কিছুই তোর সাথে কখন দেখা কি ভাবে বেস্ট ফ্রেন্ড হলাম জানিনা কিছুই।
শুধু ওর সাথে এক একটা মুহূর্ত সময় কাটানো ফোনে মেসেজে একটা এক্সিবিশন এর,
আমি যেন মনে হয় না কোন দিনও ভুল তে পারবো ওই মিষ্টি দিন গুলো।
বলছে পাগল হয়ে গেছিস তুই গরু হাহা।
(আমরা বেস্ট ফ্রেন্ড এর মত গরু, গাধী, সালা সালি গাল দিয়ে থাকি,হতে পারি এরকম তুমিও করো তুমি যেখান তোমার বেস্ট ফ্রেন্ড ওই অঙ্কি* বুন টা র সাথে কথা বলো 😅😅😅)

কেউ আমার খবর নেয় না,
সবার খবর আমি নিই।
ওকে বললাম কেমন আছিস,
আমি যেন বুঝতে পেরে গেছলাম,
জানিনা যারা খুব কাছের হয়, তাদের মনের কথা বুঝতে পারি।
(তোমার মনের কথাও বুঝি আমি,
তুমি কোন কোন দিন খুব রেগে যাও,
যা ইচ্ছে মনের থাকে বলে ফেলো।
আবার আগে অনেক কিছু যেগুলো তোমার ভালো লেগেছে,
আর তুমিও যেন আমাকে ভালোবেসেছিলে।
আমি জানি সেটা কোন দিনও মানবে না,
কিন্তু হৃদয় টা ছুঁয়ে বলে দাও তো,
তুমি আমাকে কোন দিনও ভালোবাসোনি,
তোমার হৃদয়ে কোন দিনও জায়গা বানাতে পারিনি?")

তখন একটু পরে ফোন করে বুঝালাম,
ভগবান এর আশীর্বাদে ওর সমস্যার সমাধান সেদিনই।
সে খুব খুশি ছিল, তাই সেই খুশিটা আমাকে জানাতে call করছিল।
আমারও ভালো লাগলো,
যাক ঈশ্বর শুনেছে, আর ও এখন ভালো আছে।

একটা কথা শুনেছ তো,
নিজের পায়ে কুড়ুল মারার কথা,
ঠিক তেমনি আমার এই বন্ধু টা,
সব ঠিক চলছিল,
নিজেই বেশি ওস্তাদি মারতে গিয়ে,
নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছিল।
হাহা কি করবো আর!
বলছিলাম, আমার তোর কথা শুনে হাসিও পাচ্ছে আর কান্নাও পাচ্ছে।
বলছে, সালা তুই কাঁদতে থাক তাও হাসবিনা গরু😅😅😅।
বললাম তুই যা কাজ করেছিস,
ইচ্ছে হচ্ছে তোকে দুটো গালি দিই।

তোমার সাথেও খুবভালো বন্ধুত্ব ছিল,
শুধু তোমাকে সব মেয়ের ছবি পাঠিয়েছিলাম।
তুমি বলেছিলে, এটা ভালো তো করে ফেল।
আমি বললাম,তোমার মত তো নয়।


চলো ঘুম পাচ্ছে, ভাবছিলাম কি লিখবো,
কিন্তু আবার যেন ইতিহাস লিখে ফেললাম এখানে।
ভালো থেকো খুশিতে থেকো বন্ধু,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।

#cinderellabengalistory #aamarcindrella #SubhaMahaAshtami #tiktok #sweetlovestory #untoldstory #untoldtruth #bestfriendshipstory #cantaboyandagirlbethebestfriends #chingari #chingariapp #bestfriendsforever

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...