Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
সেদিন বলেছিলে,Google 🇮🇳 থেকে $100-400 কি করে কামাও প্রতি দিন তুমি?💰তোমাকে বললাম, তুমি আমার কথা শুনলে তুমিও এক বছরের মধ্যে ১ লাখ টাকা প্রতি মাসে কামাতে পারবে🤑কিন্তু তাও চুপ হয়ে গেলে কিছু দিন পর থেকে😔
নয় টা মাস একটা বন্ধুর চোখের জল দেখে,৩০ মিনিটের চোখের জলের রেকর্ডিং শুনে,
তুমি বুঝলে, বন্ধুটা মজা করছেনা,
ও খুব সিরিয়াস, তাই আমাকে একটু বকার পর,
আবার তুমি কথা বলতে শুরু করলে🤗।
তুমি সেদিন বললে, "আমাকে বলনা কি করে Google থেকে টাকা কামাতে হয়"
যেদিন যখন বলেছিলাম
"আগে,প্রতি দিন $100-400 কামাচ্ছিলাম ২০১৬ তে"
তুমি বললে, "আমাকে কেন বলছনা,আমিও করবো তাহলে ওরকম"
আমি তখন তোমাকে সাইট বানাতে শিখাতে গেলাম।
তুমি বললে,"আমি সব একাই করবো,তুমি কিছু বলবেনা আমাকে"
আমার ভালো লাগলো তুমি পরনির্ভরশীল নও,self independent woman তুমি,
I really appreciate that😊
আমি তখনই মোবাইল থেকে,
একট ব্লগ কি করে বানাতে হয়,
তার স্ক্রীনশট এর সাথে step by step
একটা ব্লগ বানিয়ে তোমাকে
শেখানোর চেষ্টা করলাম।"
তুমি বললে,"ঠিক আছে আমি পরে চেষ্টা করবো"।
তুমি তখন বললে,"যদি আমি বানাই তো কেউ দেখতে পাবেনা তো, যে আমি বানিয়েছি",
আমি বললাম না,"ওটা যে কারুর নাম দিয়ে বানাতে পারো"
তুমি বললে,"ঠিক আছে,আমি একটা ভালো নাম দেবো"।
তার পর রোজ জিজ্ঞেস করতাম,
"ব্লগটা বানালে গো?"
সেদিন রাতে বললে না সময় হয়নি।
তার পর আবার জিজ্ঞেস করতাম,
"ব্লগ টা বানালে গো?"
জানিনা তার পর থেকে আমার এই মেসেজের
কোন reply পেলামনা।
কে জানত একটা ক্ষ্ত বিক্ষত হৃদয়ে,
তুমি তাতে বন্ধুত্বের ভালোবাসার বীজ বপন করে,
একটু প্রাণ সঞ্চার করেছিলে,
অার সেই বীজ থেকে ফুল ফল হওয়ার আগে,
একটা ঝড় এসে সমুলে উৎপাটিত করলো।
তোমাকে সে নিজের কাজের,
ব্যক্তিগত জীবনের সব বলল,
এত দিন কি হয়েছে, কি না,
তুমি প্রথমে বকতে একটু,
তারপর বুদ্ধি দিতে,পরামর্শ দিতে।
কে জানত তুমি সকালে এত ভালো করে,
বুদ্ধি পরামর্শ দিয়ে আমাকে বুঝালে,
ম্যানেজার দিদি টাকে বের করতে পারলাম।
অার সন্ধ্যে থেকে একাউন্ট deactivate করে দিলে,
যখন দেখলাম তো যেন মনে হল,
বিনা মেঘে বাজ যেন পড়ে গেল আমার উপর,
মাথাটা কেউ যেন ফাটিয়ে দিল🤯😓
এত খুশি ছিলাম ২০ মে তে,
যেদিন তুমি আবার বন্ধুর মতো কথা বলছিলে,
নিজে ভাবছিলাম,এটা সত্যি তো,
না স্বপ্নের মধ্যে রয়েছি,
তুমি আমার সাথে আমার পুরনো বেস্ট ফ্রেন্ডের মত কথা বলছিলে।
তখনই রাধা কৃষ্ণ ভগবান কে,
সাষ্টাঙ্গে প্রণাম করে বললাম,
মা গো, বাবা গো তোমরা সত্যি আছো,
তুমি আমার জীবনের হাসি টা ফিরিয়ে দিলে,
কোটি কোটি ধন্যবাদ তোমাদেরকে।
ভগবান অার কোন দিন ও যেন আমি কোন ভুল না করি,
ও আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়।
আমি ওর মুখে সারা জিবন একটা ভালো বন্ধু হয়েই,
হাসাতে চাই,ওকে খুশিতে রাখতে পারি,
ও যা চাইবে,সেটাই যেন আমি করি।
ওর মুখের মিষ্টি হাসি দেখলে অার যেন
জিবনে কিছু দরকার বলে মনে হয়না।
২৫ মে যখন একাউন্ট deactivate করেছিলে,
সত্যি তোমাকে বোঝাতে পারবোনা
সেদিন অার তার পরের দিন থেকে কতটা মন খারাপ হয়ে গেছলো😔,
সারা দিন চোখ টা ভিজে ছিল।
খাবার খাওয়া ছেড়ে দিলাম,
শরীর খারাপ হয়ে যাচ্ছিল,
মন টা নিজের কন্ট্রোল এ যেন ছিলনা।
তুমি ৫ দিন আমার সাথে
আমার বেস্ট ফ্রেন্ডের মতো কথা বললে,
কেন ছেড়ে চলে গেলে বন্ধু অনামিকা?
আমি কি ভুল করলাম গো আবার😔।
আমি সব তো ঠিক করেছিলাম না,
আমি এতটা ডিপ্রেসড হয়ে গেছলাম
যে আবার দুটো চোখের জলের ১০-১২ মিনিটের
রেকর্ড ইউটিউবে আপলোড করেছিলাম,
তুমি মনে হয় সেটা শুনে
তুমিও মনে হয় কেঁদে ছিলে ওটা দেখে,
তার পর থেকে আমার ব্লগ দেখা বন্ধ করে দিলে মনে হয়।
জানিনা সত্যি তুমি পড়তে না অন্য কেউ পড়ত,
জানিনা সেটাও, শুধু আমার হৃদয় বলে,
তুমি মনে হয় পড়তে।
বাড়ি এসেছি,সারা দিন মা বাবা দাদা দিদি
বৌদি ভাইপো ভাইঝির সাথে কথা বলে সময় পার করছি,
আমি এধার থেকে খুব লাকি,
আমাকে ঘরে সবাই খুব ভালোবাসে,
কারন মা আমার কাঁদত যখন এই করোনা তে এত জনকে মরতে দেখে,
দাদা আমাকে বকতো, যেমন তুমি আমাকে বকতে কখনো কখনো,
দাদা বলতো, "তুই আই এবারে,
এখানে এসে কাজ করবি,
যা ইচ্ছে করবি কিছু বলবনা।"
বাবা বলতো,"তোকে টাকা দেখতে হবেনা,আমি দেবো ১৫-২০ হাজার যাই বা লাগে টিকিটের জন্য,
বেটা আমার ঘরে ফিরে আয়"
বলো তুমি মিষ্টি বন্ধু আমার,
"এত ভালোবাসার মানুষ কোথায় পাবো অার!,
ওদেরকে কষ্ট দিয়ে নিজেতো ভালো থাকতে পারিনা না,
আমি সব কিছু বলতাম শুধু আমাদের ব্যাপার টা ছেড়ে,
কারন এসব বলে কি লাভ,
ঘরে তো এত রকমের সমস্যা,
ওরা কি আমাকে ঘরের কথা বলে, আমার টেনশন বাড়ায়?
না তো,ওরা চাই,আমি খুশিতে থাকি সারা জীবন।
তোমার সাথে ২ মিনিট একটু কথা বলতাম তো মনে হত,
পাশে বসে কথা বলছি।
জানিনা এত অ্যাটাচমেন্ট, ভালোবাসা কেন জমলো,
শুধু তোমারই জন্য বন্ধু আমার।
তোমার সাথে কথা বললে কেন মনে হয়,
আমার মনে একটা আলাদা খুশি শিহরণ করে,
জিবন থেকে সব টেনশন যেন চলে যায়,
একটা এত সুন্দর অনুভূতি জাগে,
যেটা তোমাকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবোনা।
তাই তো বলি, তুমি আমার জীবনের চোখে দেখা দেবী একটা,
তোমাকে দেবীর আসনে বসিয়ে তোমার পুজো করতে ইচ্ছে হয় যখন ওই লাল অার সাদা শাড়ি টা পরো ,
তোমাকে সারা দিন ধরে যেন দেখতে ইচ্ছে হয়।
জানি তোমার এসব কথা পছন্দ হয়না।
কিন্তু কি করবো যেটা সত্যি সেটাই বলি।
তাও আমার দেবী আমার জন্য,
নিজের ফেসবুক Tiktok বন্ধ করে দিল,
আমার ব্লগ দেখাও বন্ধ করে দিল।
খুব কষ্ট পাই সেই জন্য,
যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি,
তাকে আমি নিজেই সব চাইতে বেশি কষ্ট দিলাম,
একটা মাস হতে এলো,
এখনো অার reactivate করলেনা একাউন্ট গুলো।
সেদিন বলেছিলাম,তুমি ব্লগিং টা শিখে যাও,
আমার কথা মত যা বলবো,
ঠিক তেমনি করবে তো,
আমি তোমাকে প্রমিজ করছি,
"তুমি ২০মে ২০২১ এর মধ্যে মাসে
৫০০০০-১ লাখ টাকা না কামাতে পারো তো,
আমার নাম জয় নয়।"
ভেবেছিলাম,তোমার সুন্দর সুন্দর paintings গুলো,
৫০০০ থেকে ২০০০০-৩০০০০ এ কিভাবে তুমি বিকবে অনলাইনে সেটা শেখাতাম তোমাকে,
Bibcr এর এডমিন দাদা টা এত সুন্দর ছবি আঁকে,
ওরকম যদি আমি বানাতে পারতাম তো,
প্রতি paintings ১০০০০-১০০০০০ টাকাতে বিকে দেখতাম।
ভেবোনা যে আমি মজাক করছি,
আমি জানি কিভাবে ১০০০ টাকার কোন জিনিস ১০-২০ হাজারে বেচা যায়।
মন নেই তাই আমি ওসব করিনি।
কিন্তু শিখেছি, যেমন তুমি
Amazon Flipkart থেকে অনলাইনে কোন কিছু কিনতো,
ঠিক তেমনি আমি নিজের Amazon Store বানাতে পারবো,
কিন্তু মন নেই, শুধু তোমাকে ভাবতাম,
অার চোখের জল ফেলতাম।
তুমি আমার পাশে একটা ভালো বন্ধু হয়ে ২ মিনিট কথা বললে,
সব কিছু করে দেখাতাম।
তুমি বলেছিলে,"তোমার একদিন Microsoft এর মত বড় কোম্পানি হবে"
অার আমি বলতাম"তুমি হবে তার CEO,
আমি বাড়িতে সারাদিন ঘুমোবো,
অার তুমি কাজ করবে অফিস এ গিয়ে,
হে হে, এই খুশির দিন গুলো কোন দিনও ভুলবোনা🥰
কারন এই মুহূর্ত গুলো আমার জীবনের সবচাইতে মিষ্টি সময়,
আমরা Love Heart ❤️ smiley তে কথা বলা শুরু করতাম,
তার পর রোজ তোমাকে বলতাম,
"খাবার খেয়েছ, যাও খাবার খাও,
এত কষ্ট করো সারাদিন বসে দাড়িয়ে এখানে ওখানে টিউশন পড়িয়ে,
খাবার না খেলে কি করে কাজ করতে পারবে বন্ধু"
তুমি বলতে"আমার দাদার মত তুমি আমাকে বোঝাও,
আমাকে ভালোবাসো।"
আমি বলি,"দাদা না,একটা ভালো বন্ধু তোমার",
তোমাকে বলতাম,"ওই,তুমি আমাকে কোনদিনও ভুলবেনা তো"
তুমি বলতে, "না,আমরা ভালো বন্ধু হয়েই সারা জীবন থাকবো🤗"
তার পর একটা happy girl এর স্মাইলি পাঠাতে👶🥰,
আমিও তোমাকে happy boy এর smiley পাঠাতাম☺️।
কত খুশি ছিলাম সেদিন বলে বোঝাতে পারবোনা🥰।
তুমি আমার জীবনের চোখে দেখা স্বপ্নের পরী,
এক অধরা মাধুরী যেন,
যাকে ধরা খুবই কঠিন।
তাও আমি এখনও ঠাকুরকে বলি,
আমার অধরা মাধুরীকে ফিরিয়ে দাও আমার জিবনে।
জানি আমাদের মধ্যে কিছু নেই,
কিন্তু যে বন্ধুর সম্পর্ক টা আছে,
সেটা পৃথিবীর দাদা দিদি ভাই বোন
প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী,
সবার উপরে আছে,
যেটা সম্পর্কের বেড়া জালে বন্দি নেই।
আমি জানিনা চোখ বন্ধ করলে,
কেন এখনও তোমার মিষ্টি মুখ দেখতে পাই,
যখনই গান গাই তোমার tiktok এর গান গুলো গাই যেন,
তোমার সেই tiktok এর গান টা,
"আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে!
বসন্ত এসে গেছে"
এই গানটায় তুমি গালে একটু আবীর লাগিয়েছিলে,
মুখে একটা মিষ্টি হাসি ছিল☺️,
চোখের সামনে যেন ভেসে আসছে এখন,
তোমার সেই মিষ্টি মুচকি হাসি টা দেখলে,
নিজের মুখে একটা মিষ্টি হাসি এসে যায়।"
জানো এই গানটাও প্রথম তোমার কাছ থেকে শোনা,
কারন আগে রবীন্দ্র সংগীত শুনতাম না একটুও,
কিন্তু যখন থেকে তোমার Tiktok এ রবীন্দ্র সংগীত গুলো শুনলাম,
একটা আলাদা ভালোবাসা জন্মালো রবীন্দ্র সংগীত এর উপর,
জানি না কেন, কিন্তু এটা সত্যি।
রাধা কৃষ্ণ ভগবান ফিরিয়ে দাওনা,
আমার বেস্ট ফ্রেন্ড কে, ওকে খুব মিস করি,
ওর খুশি শুধু চাই,
ও সারাজীবন ভালো থাকুক,
যাকে ভালোলাগে তার সাথেই থাকুক,
ওর সব স্বপ্ন পূর্ণ করো একদিন।
কিন্তু আমার সাথে একটু কথা বলিয়ে দাও প্রভু🙏।
ওর জীবনের রোজ ২ মিনিট পেলেই,
যেন পাহাড় কে ভেঙ্গে রাস্তা বানাতে পারবো,
এমন কঠিন সংকল্প আমি নিতে পারি।
ও পাশে থাকলেই, ওর চোখে দেখা স্বপ্ন,
আমার স্বপ্ন,দুজনের স্বপ্ন,
সব আমি সত্যি করে দেখাতে পারবো একদিন।
রাধা কৃষ্ণ ভগবান প্রভু তোমাকে যে এক মনে ডাকে,
তার তো মনের ইচ্ছা পূর্ণ করো,
আমারও মনের ইচ্ছা পূর্ণ করে দাওনা,
আমি ওকে খুব ভালোবাসি,
ও আমার বেস্ট ফ্রেন্ড হয়েই থাকুক।
আমার সাথে রোজ ২ মিনিট কথা বলে,
ওর মত একটা জিবন সঙ্গী পাঠিয়ে দাও জিবনে এবারে,
যাকে দেখলে শুধু দেখতে ইচ্ছে হয়,
যাকে দেবীর আসনে বসাতে পারি।
যাকে দেখলে মনের সব টেনশন দূর হয়ে যায়।
যাকে খুব ভালোবাসা দিতেপারি।
জানি আমি, ও কাউকে ভালবাসে,
কখনোই বলবনা,তুমি ওকে ছেড়ে দাও।
কারন আমি একটা বেস্ট ফ্রেন্ড,
ওর সুখ দুঃখ কষ্ট ভাগ করতে চাই,
ও যেমন আমার কষ্ট গুলো ভাগ করছিল,
তেমনি আমিও ওর পাশে একটা ডান হাত হয়ে থাকতে চাই সারা জীবন।
ফিরিয়ে দাও রাধা কৃষ্ণ ভগবান আমার মিষ্টি বন্ধুকে,
দেখো তোমার দুটো ছেলে মেয়ে চোখের জল ফেলে,
তুমি কি সত্যি দেখতে পারো,
নিজের সন্তানদের চোখের জল কে?
ছেলেটা তো কোন ছলনা করেনি,
ওতো নিজের হৃদয়ের কথা বলে তোমাকে,
তুমি কি পারবে না তোমার ছেলে অার মেয়ের মুখে
আবার একটু হাসি ফোটাতে,
ওদের বন্ধুত্ব কে আবার বাঁচিয়ে তুলতে?
সব ঠিক করো প্রভু,
আমার ভুল ত্রুটি মার্জনা করো,
আমি self quarantine র পর নিজে গিয়ে,
গরীব দুঃখীদের মুখে খাবার পুরে আসবো এবারে এখানে।
ভাবি ওদের কে সাহায্য করি তো,
ভগবান তুমি আজ না হলে কাল তো
আমার ও সাহায্য করবে,
এই আশায় বেঁচে আছি,
অার দিন গুলো পার করছি।
PM Care Fund এর টাকাটা যে করোনা টে যারা মরছে,
তাদের কাছে যাবেনা, এটা শুনে খুব খারাপ লাগলো।
আমার ১০০০১ টাকা জলে গেল।
যদি ভগবান তুমি আছো তো,
যারা এই টাকাটা লুটেছে,
তাদের কে যেন ভিখারী বানিয়ে দিও একদিন,
সেদিন ওরা বুঝবে কারু hard earning money
লুটলে,
তুমি কি করতে পারো তাদের সাথে।
তিন ঘণ্টা ধরে বসে বসে লিখছি,
জানিনা তুমি এই এত বড় মমতা দিদির কবিতা টা
কোন দিনও পড়বে কি না,
আমার সাথে আবার কবে কথা বলবে,
সব শুধু বিধাতাই জানে,
কিন্তু জানি,আজ না হলে কাল,
আবার তুমি আমার সাথে একটা বেস্ট ফ্রেন্ডের মতো কথা বলবে।
#bestfriendforever #missyou #comeback #fireeso #firiyedaao #aamarsonajharaadin #friendship #theuntoldstoryofaguy #myceo

Comments
Post a Comment