Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
Dear Aamar Cindrella A*mika🌹,
অনেক কিছু লেখার আছে।
কিন্তু সময় যেন পাচ্ছিনা লিখে ওঠার।
অনেক কাজ আছে, ১৩১ জনের পেমেন্ট করতে করতে হাঁপিয়ে যাচ্ছি।
যে ম্যানেজার টা কে কাজ দিচ্ছি,
সে ভুল ভাল কাজ করে রেখে দিয়েছে।
সারাদিন ধরে নিজেকে বসে বসে একটার পর একটা আর্টিকেল পড়তে হচ্ছে,
চেক করতে হচ্ছে,
Writers রা ঠকিয়ে টাকা কামাচ্ছেনানা তো,
এসব সারা দিন কেটে যাচ্ছে।
অনেক বড় টার্গেট নিজেকে নিজেই নিয়ে নিয়েছি।
আর চোখ বন্ধ করে তোমার ওই কথা,
তুমি যদি তোমার টার্গেট না complete করতে পারো,
তাহলে আমাকে পাবেনা।
তুমি কমপ্লিট করলেই দেখবে,
আমি তোমার হয়ে যাবো।"
জানিনা এসব কি দেখছি,
কিন্তু যাই বা হোক, তুমি আমাকে ভালোবাসো,
০.০০১% হলেও ভালোবাসো।
এই যে অভিমান রাগ করে পড়ছনা আর,
ওটাও একটা ভালোবাসা।
রাগ না করলে আমার প্রশংসার কমেন্ট এ একটা তো লাইক করতে।
হাহা এটাই হচ্ছে Turu Love ❤️🤗।
পরশু ভাবলাম আর লাইক কমেন্ট করবনা,
কিন্তু রাতে ঘুমোতে যেতে দেখি তোমার একটা ভিডিও,
"Durga Puja Special"
তুমি বলছো,
Prai 6hr er theke somoi dhore bose thakar por complete holo... Pagol kora akta drawing... Pujor age dugga thakur tomai akbo na ta ki hoi??
হাহা ঠিক, তুমি আর্টিস্ট আর তুমি না আঁকলে,
কে আঁকবে আমার মিষ্টি বন্ধু ❤️!
আর সত্যি ৬ ঘণ্টা সময় গেছে কিন্তু খুবই সুন্দর মা এর মুখটা এঁকেছ বন্ধু।
আজ তাই মনে হলো, বাংলা তে ফিরে যাই।
বাংলায় একটা ভালো কমেন্ট দিলাম।
দেখি এটাও কি বুঝতে পারলে কি না 😅😅😅!

Comments
Post a Comment