অনেক দিন পর স্বপ্নে আমার Cindrella👰♀️ আমার Best Art Teacher 👩🏫 কে দেখলাম মডেলিং করতে আর তার সাথে পেলাম মিষ্টি ঠোঁটের ছোঁয়া
একটা কথা তো বলতেই ভুলে যাচ্ছিলাম। অনেক অনেক দিন পর দেখছি, এমন স্বপ্ন যে কি বলি!
দেখছি কি আমি আমার Cindrella এর মিষ্টি গোলাপ ফুলের মত মিষ্টি ঠোঁটে একটা মিষ্টি ঠোঁটের ছোঁয়া দিলাম।
পুরো ঘটনা টা বলছি তাহলে শুনো।
দেখছি আমার Cindrella Art Teacher 👩🏫 এর সাথে সাথে Modelling Fashion Industry তে যোগ দিয়েছে।
দেখছি কি একটা নামী দামী ad agency Sunrise Masala তে সে মডেল হয়েছে।
একটা খুব Hot dress 👗 পরে ছিল। বা দিকের হাত টা পুরো খোলা। Red Black dress এ। দুটো পা এর একটা পা খোলা,খুবই আধুনিক ড্রেস।
উফ্ এত সুন্দর sexy beautiful hot লাগছিল যে কি বলি।
আমি সেদিন কোন একটা কাজে সেই নামী দামী Fivestar hotel এ এসেছিলাম।
সেখানে তোমাকে দেখে অবাক আর খুব খুশি।
তুমিও আমাকে দেখলে।কিন্তু রাগ অভিমান নেই আর।কিন্তু কথাও যেন নেই আবার।
এটা মনে হয় অন্য ড্রেস এ।কারন যেটা হলো, সেটা এই ড্রেস এ হবে না মনে হয়।
একটা couple show শুরু হচ্ছে, তার সাথে গান ড্যান্স হচ্ছে।
আমাকে পার্টিসিপেট করতে বলল।সেখানে হচ্ছে কি একের couple আরেক জন কে ড্যান্স এর সাথে change হতে চলছে।
আমার Cindrella ও ওটাতে পার্টিসিপেট করেছিল।
হঠাৎ করে আমার pair এ আমার Cindrella এলো। তখন যেন জমে থাকা রাগ সব বাইরে বেরিয়ে আমাকে বলছে, কেমন আছো তুমি? কি করছ এখন। কোমর ধরে dance করতে করতে পরের স্টেপ এ দেখাচ্ছে, সব couple একে অপরকে কিস করছে, সেই অনুযায়ী আমরাও একে অপরকে ঠোঁটের ছোঁয়া দিয়ে যেন পুরনো দিন মিষ্টি মেসেজ কল এর আওয়াজ যেন শুনতে পেলাম।
আমরা যেন ছাড়তেই চাইছি না।একে অপরের ঠোঁটে ভালোবাসা এত আদান প্রদান করলাম যেন অন্য কোন জনমের হারিয়ে যাওয়া প্রেমিক প্রেমিকা নিজেদের কে ছাড়তেই চাইছে না।
তারপর পাশে র জন আমাদের কে নাড়ালো তো যেন খুব লজ্জায় পড়ে গেলাম।
কিন্তু তাও যেন মুখে একটা ভালোবাসার মিষ্টি হাসি দিলো।
এর পর আমরা সেই দিন খুব আনন্দ করলাম একসাথে, অনেক ভালোবাসা দিলাম একে অপরকে।
তারপর দেখছি সেদিন best couple of the year award পেলাম 😍😇😅।
সত্যি অবাক স্বপ্নটা সেদিনের,পুরোটা মনে পড়ছেনা,অনেক দিন হয়ে গেল তো।
ঠাকুর আমাকে কি কি দেখালো, আমিও জানিনা।কি করে দেখালো, যেখানে প্রায় ৩ বছর পার হতে এলো, একটা কথা নেই আর আমাদের মধ্যে।
আমার Cindrella তো সুখেই আছে মনে হয় তার প্রিয় মানুষের সাথে।
আমাকে তুমি একটুও বুঝলে না।কত ভালোবাসা দিয়েছি তোমাকে, আর আমি কত হার্ট হয়েছি তোমার জন্য!
I love you ever and forever Aamar Cindrella. তুমি ভালো থেকো, আর যেখানেই থেকো সুখে থেকো আর পারলে আবার একটু বন্ধুত্বের ভালোবাসা টা দিও।
আমি খুব একা হয়ে গেছি গো পুরো।যাকে অনেক ভালোবাসা দেব ভাবলাম,সেও এক বছর ধরে চোখে অনেক জল ঝরিয়ে গেল।
রাধা কৃষ্ণ ভগবান আছেন,তিনি সব ঠিক করবেন আমার জীবনে একদিন আর যারা কষ্ট দিল,তারা ১০০ গুন বেশি কষ্ট পাবে একদিন,যেটা শ্রী কৃষ্ণ বলেছিল একদিন।"যদি তুমি কাউকে কষ্ট দাও বিনা কারন এ তো একদিন তুমিও সেই কষ্ট টা পাবে।" এটাই বিধির বিধান।

Comments
Post a Comment