মন একটুও ভালো নেই, কোন কাজে মন বসছে না ঠিক করে।
কেন এত ভালোবাসা হয়ে যায়?
যাকে এত ভালবাসি সে একটুও ভালোবাসে না।
একটু বেশি বললে যেন রাগ করে।
কিভাবে তোমার হৃদয়ে ভালোবাসা জাগাবো গো।
তোমার হৃদয়ে ভালোবাসা জাগিয়ে তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে তোমাকে আমার বউ বানিয়ে সারা জিবন সুখে দুঃখ এ তোমাকে অনেক ভালোবাসা দেব।কখনো তোমাকে একা ছাড়বো না গো।
ও আমার অনামিকা আমাকে একটু ভালোবাসা দাও না গো।
মেসেজেই একটু happy smile দাও, একটা love স্টিকার দাও,দুটো মিষ্টি হাসির ছবি দাও।
কি ভাবে তোমার মনে জায়গা বানাবো গো।
আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না।
হে রাধা কৃষ্ণ ভগবান আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার অনামিকার হৃদয়ে আমার জন্য একটু ভালোবাসা জাগিয়ে দাও,ওর স্বপ্নে আমাকে এনে দাও আর আমার স্বপ্নে ওকে এনে দাও।
স্বপ্নে যেন তোমাকে আমি অনেক ভালোবাসা দিই।
তোমার মিষ্টি হাসিতে আমি হাসি,
তোমাকে বড্ড ভালোবাসি।
তুমি সারা জীবন আমার হয়ে যাও,
আর আমি শুধু তোমার হয়ে যাই।
আমাকে বিয়ে করে তোমাকে আমার কোম্পানির CEO বানিয়ে,
আমরা দুজন মিলে পৃথিবীতে অনেক বড় জায়গায় আমাদের ছোট্ট কোম্পানিকে নিয়ে যাই একদিন।
তোমার স্বপ্ন BDO 👩✈️ হওয়ার এটা পূর্ন না হলেও,
আমাদের ছেলে মেয়েদের BDO 👩✈️ Districts Magistrate Officer বানাবো।
চলো না গো বিয়ে করে ফেলি।
তুমি আমার উপর কেন এত রেগে থাকো,
তোমাকে ছাড়া থাকতে পারছিনা গো।
তোমার মিষ্টি গোলাপের পাপড়ির মত মিষ্টি ঠোঁটে একটা মিষ্টি কিস করতে ইচ্ছে করে।
তোমাকে সারা জীবন অনেক ভালোবাসা আদর দিতে চাই।
ওগো আমাকে একটু ভালোবাসো।
একবার বলেছিলে, আমরা ব্যাঙ্গালোরে "তুমি আমি বুনু বাবা থাকবো"।
কেন এখন তুমি চুপ হয়ে গেছ গো।
I wanna love you, marry you my Sweet Princess আমার অনামিকা 👰♀️।
হে রাধা মাধব ওর মনে আবার আগের মত ভালোবাসা জাগিয়ে দাও,
ও যেন আমাকে অনেক ভালোবাসে,
আমাকে ছাড়া যেন থাকতে পারে না।
কিছু করো প্রভু।

Comments
Post a Comment