ওই আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু আমার অনামিকা👱♀️
~~~~~~~~~~~~~~~~~~~
মনে জাগলো যে আজ হর্ষা🤗,
হৃদয়ে এলো যে খুশির বর্ষা🌧️,
পেলাম আমার মিষ্টি বন্ধুর কাছ থেকে একটা মিষ্টি ফুল🌹,
খুশির যে আমার নেই যেন কোন কুল 🤗।
সূর্যের আলোর ছোঁয়া আর কাশফুলের🍀 গন্ধে ভাঙ্গে তোমার ঘুম রোজ,
মিষ্টি মুখে একরাশ হাসি নিয়ে আমি দিই তোমায় মিষ্টি হাসি খুশি বন্ধুত্বের ভালোবাসার গুড মর্নিং উইশ🌹🍫💝💐👩❤️👨 এর একটা রোজ ডোজ 🤗।
তার বিনিময়ে পাই একটা ছোট্ট GdMg রোজ,
সেটাতেই খুঁজে পাই খুশি থাকার ডোজ 😊।
অপেক্ষায় ঘড়ির কাঁটার দিকে চেয়ে থাকি কখন যে বাজবে ঘড়িতে🕚 রাত্রি ১১ টা,
শুরু হবে আমার মিষ্টি পরীর👰♀️ সাথে সারাদিনের জমে থাকা সব গল্প,
যেটা আমার জীবনে নয় যেন কোন অল্প 🤗।
মিষ্টি পরীর মিষ্টি হাসিটা আমার কাছে বিশ্বের সবচেয়ে ধনী মানুষের সব টাকার চাইতেও বেশি দামী,
থাকি যেন তোমার হৃদয়ের এক কোণে সব সময় আমি😌।
রাখবো সারা জীবন হাসিতে খুশিতে,
দেব পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা তোমার শাড়ির🥻 আঁচলে এনে🤗।
এটাই রোজ বলতে চাই,
একটা বেস্ট ফ্রেন্ড👩❤️👨 এর জায়গাটা যেন সারা জীবন পাই।
সব স্বপ্ন করো তুমি একদিন পুরন👩✈️👮♀️👩🏫👩💻,
যখনই চাইবে পাবে আমাকে তোমার পাশে সারা জীবন👫।
এই বন্ধুটাকেও দাও একটু করে সময়,
করবনা তোমার সারা দিনকে কখনো অপচয়🤗।
রাগতে পারো আমার উপর,
রয়েছে যে বন্ধুত্বের এই অধিকার,
কিন্তু রাগ ভাঙিয়ে মানাবো তোমায় মিষ্টি কিউট হাসিটা এনে আবার 🤗।
একটাই কথা বলতে চাই,
থাকনা কখনো তুমি চুপ,
তোমার নিরবতা আমাকে মনকে রাখেনা ভালো,
সব স্বপ্ন যেন এক নিমেষে হয়ে যায় আবর্জনার স্তূপ।
তোমার মিষ্টি হাসিতে যে আমি হাসি,
যেন মনে হয় বন্ধুত্বের ভালোবাসার সাগরে💞 আমি যেন সব সময় ভাসি☺️।
যদি পারতো রেকর্ডে শুনাও রোজ তোমার মিষ্টি হাসির মিষ্টি আওয়াজ,
যেটা শুনতে পেলে করব সব কিছু কাজে বাজি মাত 😊 !
একটা দিন পাই যদি জিবনে😊,
গুড মর্নিং উইশ এ smiley গুলোর মত করে সাজাব তোমাকে এভাবে যতনে🙈🤭🤫☺️।
এটা একটা ছোট্ট স্বপ্ন💭,
জীবনের যেন সবচেয়ে বড় রত্ন🌟💖 😊।
কলমের✍️ নিপ ভেঙ্গে টানলাম এখানেই এই ছোট্ট কবিতার ইতি,
তোমার সাথে ফেসবুক WhatsApp chat, call এ কাটানো মিষ্টি দিনগুলো যেন হয়না কখনো সারা জীবনের জন্য শুধু হয়ে স্মৃতি😇😇😇!
🌄🌹🍫💝💐🎸💄📚🖊️✏️🥻👗👘💃🏡🚘🏍️🛵💸🍛🐟🍳👨💻🧸👱♀️🤝👓🎧🛍️☂️👜🍔🍟👓🍔👩✈️👮♀️👩🏫👩💻👫👩❤️👨💞🍨🥰🤗

Comments
Post a Comment