ওই আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার শুভ্র স্বচ্ছ স্নিগ্ধ শান্ত পবিত্র আমার সরস্বতী লক্ষ্মী রাধা মীরা পার্বতী যার দুটো মিষ্টি হাসির মেসেজ আর একটু মিষ্টি গলার আওয়াজ শুনলে মন খুব ভালো থাকে, সেই আমার অনামিকা।
তোমার সাথে রাত ১১ টার পর একটু মেসেজে কথা বলি, সেটাতেও যেন তোমার সমস্যা হয়ে গেছে যেন।
এখন সারা দিনে রাতে তোমার সাথে কথা বলতাম, সেটাতেই খুশি থাকতাম।
সেটাতেও জানিনা তোমার আবার কি হলো দুই দিন ধরে।
আমার চোখে জল এলে মনে হয় তুমি খুশি হও তাই না গো! কত মনের কথা তোমাকে বলি, তোমার মুখের মিষ্টি হাসি দেখতে পেলে মন কত ভালো থাকে। তাও যেন আমাকে তুমি শুধু কষ্ট দিয়ে চলো রোজ।
রাত ১১ টা ২০ থেকে মেসেজ করছি কিন্তু তোমার যেন কোন কথায় নেই। শেষে একটা H. ভগবান আর কতদিন কষ্ট দেবে তুমি আমায়।আমার জিবনে হাসি খুশি ভালোবাসা দাও।
[24/09, 23:24] Sweet Joy 👨💻: কই গো আছো?
[24/09, 23:24] Sweet Joy 👨💻: কি করছ? একটু কথা বলতে পারি 🤗
[24/09, 23:31] Sweet Joy 👨💻: আছো
[24/09, 23:39] Sweet Joy 👨💻: ওই
[25/09, 00:07] Sweet Joy 👨💻: কই গো কি করছ
[25/09, 00:29] Sweet Joy 👨💻: খুব busy নাকি
[25/09, 00:32] Sweet Joy 👨💻: শরীর ভালো তো
[25/09, 00:33] মিষ্টি বন্ধু: H.
[25/09, 00:34] Sweet Joy 👨💻: H 🙀
[25/09, 00:34] Sweet Joy 👨💻: একটা অক্ষর 👧🏻
[25/09, 00:36] Sweet Joy 👨💻: আর আমি মাঝে মাঝে লিখে ফেলি এক হাজার অক্ষর 😍
[25/09, 00:44] Sweet Joy 👨💻: কাল তো কথাও হয় নি বেশি, আজ তো একটু কথা বলো।সারা দিন wait করি ভাবি কখন রাত হবে আর আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী প্রিন্সেস এর সাথে একটু মেসেজে কথা হবে 😊। এই দুটো মেসেজে ই happy থাকি।
[25/09, 00:54] Sweet Joy 👨💻: কই গো আছো
মাথা কাজ করা বন্ধ হয় হচ্ছে ঠাকুর। জীবন টা যেন শেষ হয়ে যাচ্ছে।
দুটো মেয়ের হৃদয়ে ভালোবাসা জাগাতে গিয়ে, কতটা কষ্ট পেলাম, যেদিন তাদের জীবনে কেউ এরকম করবে সেদিন বুঝবে আমার এই কষ্ট টা প্রভু।
মাথা টা পুরো ব্যথা করছে।আজ আবার চোখ থেকে জল গড়িয়ে যায় কিন্তু এই জল মুছে একমুঠো ভালবাসা দেওয়ার যেন মানুষ নেই জীবনে।
সবাই কতদূর এগিয়ে যাচ্ছে কাজে কারন ওদের জীবনে ভগবান তুমি হাসি খুশি ভালোবাসার মানুষকে দিয়ে দিয়েছ তাই ওরা এগিয়ে যাচ্ছে।
আর ওরা ভুলে যায় আর বলে শুধু কেন তোমরা টাকা কামাতে পারছ না।কিন্তু তারা যেন ভুলে যায়, তাদের জিবনে মনের মানুষ আসার পর থেকেই তারা পরিবর্তন হয়েছে।
একজন টাকা নিল,বলল তোমার সাইট বিক্রি করে দেব কিন্তু জানিনা কি হলো। পরে বলল হবে না।
ওরা অনেক এগিয়ে যাচ্ছে।একদিন ওদের জীবন থেকে মনের মানুষ কে নিয়ে নিও,সেদিন তারা বুঝবে, কারো সময় কে নিয়ে খিল্লি করা উচিৎ নয়।
আজ তোমরা বড় জায়গায় পৌঁছাতে পেরেছ কারন তোমার মনের মানুষ তোমাকে সঠিক রাস্তা দেখিয়েছে, তাদের ভালোবাসা আর সাপোর্ট এর জন্য তোমরা এখানে পৌঁছাতে পেরেছ আবার কারু খিল্লি করলে দেখবে খুব জলদি তোমাদের জিবন থেকে মনের মানুষ চলে যাবে,সেদিন তোমরা ভীষণ কাঁদবে, তোমরাও আবার যে জায়গা থেকে উঠে এসেছিলে সেজায়গায় আবার নেমে যাবে।
একজন হৃদয় ভাঙ্গা ছেলের হায় লাগবে তোমাদের একদিন।
যত লাখ কোটি টাকা কামাও না কেন, একদিন Zero তে পৌঁছে যাবে।
অভিশাপ না আমার খুব রাগ লাগে, যখন তোমরা এভাবে কারো খারাপ সময়টার উর খিল্লি করে বেড়াও।
হে রাধা কৃষ্ণ আমার জীবনে অনেক কষ্ট পেলাম ঠাকুর,এবারে একটা মনের মত কাউকে এনে দাও, যাকে আমি অনেক স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখি আর সেও যেন আমায় খুব ভালোবাসে, সম্মান করে।আমার চোখে কোন দিনও জল না নিয়ে আসে।
Comments
Post a Comment