ও আমার মিষ্টি সোনা❤️,একটু কাছে এসোনা🤗
ও আমার মিষ্টি সোনা❤️,
একটু কাছে এসোনা🤗,
একটু ধরা দিয়ে যাওনা 🥰,
তোমার জয়কে একটু ভালোবেসোনা🥰।
পারিনা যে তোমাকে ছাড়া থাকতে আর,
এত ভালোবাসা তুমি কোথায় রাখবে আমার 🤗,
শুধু সকাল দুপুর রাত শুধু করবো তোমাকে আদর,
হবো তোমার একটা মিষ্টি বাঁদর 😘।
খাটব সারা দিন ধরে খুব😎,
বিছিয়ে দেব তোমার আঁচলে পৃথিবীর সব সুখ🏡🚘🥻💍💞🤝🎸💄👩❤️👨।
ও আমার অনামিকা তোমার জয়কে একটু আদর করো না😋,
মনও থাকবে সারা দিন খুশি খুশি☺️,
রাখবো তোমার মুখে সারা দিন শুধু মিষ্টি হাসি😊।
জানিনা লিখতে কবিতা💌,
তাও চেষ্টা করি বানাতে তোমাকে,
আমার জিবনের পারমিতা ❤️😘🥰🤗।
ও আমার মিষ্টি সোনা❤️,
একটু কাছে এসোনা🤗,
একটু ধরা দিয়ে যাওনা 🥰,
তোমার জয়কে একটু ভালোবেসোনা🥰।
গত ১৬ই নভেম্বর ২০২১, তোমাকে বলেছিলাম এভাবে।কত তোমায় ভালোবাসি তুমি বুঝেও বুঝনা গো।রাগ হয় লিখে ফেলি অনেক কিছু।কিন্তু মন থেকে শুধু তোমাকে খুব ভালোবাসি।জয়দীপ অনামিকা ছাড়া আর অন্য কাউকে ভাবতেই পারে না।তুমি শুধু আমার,আমি শুধু তোমার!

Comments
Post a Comment