Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

শুভ দীপাবলি আর কালী পূজোর প্রীতি ও শুভেচ্ছা

শুভ দীপাবলি আর কালী পূজোর প্রীতি ও শুভেচ্ছা জানালাম তোমাকে।
খুব ভালো থেকো,খুশিতে থেকো বন্ধু।
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
খুব আনন্দ করো পূজো তে।

ওগো জানো গো, আজ যেন কিছু ভালো লাগছিল না,
আজ শুধু তোমাকে সারাদিন ভাবছিলাম।
খুব মিস করছিলাম।
আজ কালীপূজো দীপাবলি,
কিন্তু তাও যেন মন টা ভালো লাগছিল না।
অফিসের কাঠ মিস্ত্রির কাজ কমপ্লিট হল।
এখন electrics এর wiring টা বাকি আছে।
দেখি কি কি করা যায়।
তাও একটু দেরি করে বেরোলাম।
ভাইপো ভাইঝি ওদের মামাঘর গেছে,
তাই কিছু ভালো লাগছিল না।

ঘর ফেরার পর মা কোন্ একটা কথায় বললো,
মা কালী এবারে গজুয়ার মনে একটা আনন্দ এনে দাও।
আমি জানিনা কিন্তু মা যেন সব বুঝে যায়।

মা কে লুকোনো কি এতো সোজা,
মা রা তার গর্ভে ১০ মাস ১০ দিন রাখতে পারে,
মা না জানলে কে জানবে এমন কথা।

রোজ যেন কোন করে আমাকে বোঝাচ্ছে,
আমি তোর সব জানি।
তোর কথা তোর চাল চলন গান
সব কিছুর মধ্যে যেন একটা কষ্ট জমে আছে।

ও আমার জিবন অ*মিকা তোমাকে খুব মিস করছি গো,
একটু কথা বলো না গো।
তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো।
খুব ভালোবাসি তোমায় গো।
সারা জিবন ভালোবাসবো শুধু তোমাকে আমি।
কোন দিনও কষ্ট দেবনা তোমাকে গো।
তোমার মুখে মিষ্টি হাসি সারা জিবন বানিয়ে রাখবো।
একটা সুযোগ দাও বন্ধু।

কাল তোমাকে আবার খুঁজছিলাম,
গুগল আংকেল আবার এক জায়গায় তোমাকে দেখালো।
কিন্তু সেখানে শুধু তোমার ছবি আছে,
আর কোন পোস্ট নেই গো ওখানে।

ওগো তোমার নতুন ছবি দেখতে চাই,
তোমার দুর্গাপুজো কালি পূজো তে কি পড়েছিলে,
আমি দেখতে চাই।

ওগো ভিডিও আর বানাও না কি?
তোমাকে কোথায় খুজবো গো।
তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে।
রাধা কৃষ্ণ ভগবান আমার মিষ্টি বন্ধু র কিছু নতুন ছবি দেখিয়ে দাও,
অনেক দিন হলো, দেখিনি গো।

আমি জানিনা ঠাকুর আমার জীবনের সাথে এমন কেন করলো!
যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, সে একটুও বোঝেনা আমাকে।
কিছু চমৎকার করো প্রভু, ওর মনে একটু ভালোবাসা সঞ্চারিত করে দাও আমার জন্য,
ওকে খুব ভালোবাসি ঠাকুর।

ওই Doodle Art আর Diwali Diya Drawing টা খুব সুন্দর বানিয়েছ গো,
Doodle Art এ কি সুন্দর কার্টুন গুলো বানিয়েছ,
একটার পর একটা সাজিয়ে খুব সুন্দর হয়েছে গো।

আজ দিদির বাড়ি এলাম,
এসেই তোমার ভিডিও টা ইউটিউব এ সামনে এলো,
দেখছি খুব সুন্দর ভালো প্রদীপ টা বানিয়েছ ❤️,
তার সাথে Text লিখে বানিয়েছ।
ভালো খুব ভালো গো।
কিন্তু যদি তুমি এর সাথে একটা রেকর্ডিং করে ওটাকে ওর সাথে যুক্ত করতে তাহলে আরও ভালো লাগতো গো।
পুরো Youtuber হয়ে গেছ ম্যাম 🤗🤗🤗।
ভালো খুব ভালো,
ওগো নিজের মিষ্টি মুখটার সাথে ভিডিও বানাও ইউটিউবে,
দেখবে অনেক ভিউজ হবে।

একটা কথা মনে রাখবে, বিনা face এ যদি কিছু বানিয়ে পোস্ট করো তো,
বেশি মানুষের কাছে পৌঁছায় না।
কিন্তু যদি নিজের মিষ্টি মুখটার সাথে ভিডিও টা বানাও তাহলে আরও অনেক বেশি views হবে।
দেখো আমি সত্যি কথা বললাম,
এবার তোমার ইচ্ছা, তুমি মানতে পারো বা নাও পারো।
শুধু তোমার ভালো চাই গো আর বেশি কিছু না গো।

পরশু একটা কবিতা বানালাম ২ মিনিটে,ছোট্ট কিছু একটা লেখার চেষ্টা,
ব্যস কিছু একটা বানালাম।
আশা করি ভালো লাগবে তোমার😅।

বুঝতে পারলে মানে টা গো🤗🤗🤗।
ওই personal নতুন ফেসবুক একাউন্ট এ একটা মেয়ের সাথে কথা বলছিলাম,
ও আমাকে জিজ্ঞেস করছিল, কি করছো?
আমি বললাম,"ডাইরি লিখছি"।
ও বললো, বাহ্ খুব ভালো।

আমাকে বলছে, Ghumaben kokhn
আমি বলি, "এই রাত শুধু আমার,
পেরোয়নি ২ টো বাজার কাঁটা আবার 😁"
তখন বলছে, Ore babba
আমি: 😅😅😅
সে,: Apni kabi
আমি: হেহে 😁
সে: Kabita likhen naki
আমি: আমি কি আর কবি,
আনতে চাই জিবনে কারু ছবি,
বলবো কাউকে কবে তুই আমার হবি😅😅😅
সে: Bah darun toh
আমি:Haha
তাই
সে: Hmm
আমি: আমি এক অচিন পাখি,
পথ হারিয়ে কাউকে যেন
সারা দিন ধরে ডাকতে থাকি।
কিন্তু পায়না যে সাড়া,
জেগে যায় যে পুরো পাড়া।
তবু কেন মন বলে কোথাও যেন বসে আছে চুপটি করে,
মনে হয় যেন কারু অপেক্ষায়।
তবুও রোজ ডাকতে থাকি,
নাম থাম ধাম হারানো এই অচিন পাখি।
সে: "Sotti khub khub khub sundor hyeche
আমি: তাই
সে: Hmm
Ami ja bli sotti bli
আমি: ধন্যবাদ
সে: Sotti khub khub khub sundor hyeche

বুঝলে গো কবিতা টার মানে টা।
হাহা তোমাকে নিয়েই লিখেছিলাম।
সবাই তো বুঝবে না ওর অর্থ টা।
😅😅😅

কি করবো বলো, মেসেজ করে তো বলতে পারছিনা না😅
যদি রাধা কৃষ্ণ ভগবান আমার এই কথা গুলো তোমার কাছে কোন করে পৌঁছে দেয়।

জানো গো অনেক গুলো তোমার নামের মেয়ে আমার ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করেছে,
এক জন কথা বলে ভালই,
তোমাকে শুধু খোঁজার জন্যই ওদের কে অ্যাড করলাম।
কিন্তু কেউ তোমার মত মিষ্টি নয় গো❤️।

একজন এর নাম অ*মিকা দত্ত,
হাহা আমারই surname এর একজন।
ভাবলাম যদি সে তোমার মত হয়।
কিন্তু পেলাম না তাকে।
হাহা যেটা ভাবছো "দও" তোমাকে তো পারলাম না বানাতে,
তাই ভাবলাম যদি সে তোমার মত হয় তো বলবো।
হাহা পাগল হয়ে গেছি না পুরো,
তোমার ভালোবাসায় বন্ধু আমার অ*মিকা 😅😅😅।
কি করবো দিনে কতবার তোমার নাম নিই তুমি ভাবতে পারবেনা।
কিছু করার নেই, মন টাকে শুধু ভালো রাখার চেষ্টা এখানে লিখে।

আরেকটা মেয়ে আমার request একসেপ্ট করেছে।
ও খুব মিষ্টি দেখতে।
জানিনা ভালো লাগে ওর সাথে কথা বলতে।
ও টিউশন টিচার, দুর্গাপুরে বাড়ি ওর।
হাহা তোমার বাড়ির পাশেই 😅😅❤️,
তাই সে এত মিষ্টি দেখতে পুরো তোমার মত,
কিন্তু তোমার চাইতে কম মিষ্টি।
তুমি সবার চাইতে বেশি মিষ্টি,
যাকে দেখলে মনে একটা শান্তি আসে।

ভাবলাম Tiktok কে কোন করে খুলতে,
অনেকদিন দেখিনি গো তোমাকে।
কিন্তু পারলাম না গো খুলতে।

কাল ভাইফোঁটা এবারে দিদিকে খুব বড় কিছু দিতে পারছিনা,
আগের বারে একটা Washing Machine দিয়েছিলাম।
এবারে বেশি কামাইনি তাই কিছু টাকা হাতে দেবো।

তোমাকে খুব ভালোবাসি গো,
কবে তুমি আমার সাথে আবার বন্ধুর মত কথা বলবে গো।
আমি যে একটুও ভালো নেই গো,
আমাকে একটা সুযোগ দাও,
দেখবে সব ঠিক করে দেবো।

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...