একটা ভুল কে ঠিক করতে গিয়ে না জেনে শুনে ১০০০ টা ভুল করে ফেললাম - মরে যাবো যদি না পাই কাউকে তোমার মত জিবনে | Aamar Cindrella 👨💻🌹🍫💝👩🎨 | Cinderella Love Story 2020
একটা ভুল কে ঠিক করতে গিয়ে না জেনে শুনে ১০০০ টা ভুল করে ফেললাম - মরে যাবো যদি না পাই কাউকে তোমার মত জিবনে | Aamar Cindrella 👨💻🌹🍫💝👩🎨 | Cinderella Love Story
মন টা খুবই খারাপ,
একে তো তুমি বুঝতে পারছো না।
তার পর বাড়ি থেকে এমন করছে যে কি বলবো,
জানি আমারই ভূল।
সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে হয় না।
ঘুম ভাঙলেও ১০-১১ টা র আগে উঠে খাবার খেতে ইচ্ছে হয় না।
এই জন্য রোজ শুনতে হয় শুধু কথা,
আর মনে লাগে শুধু ব্যথা।
উপরে নিজের রুমে থাকলে তোমাকে ভেবে,
তোমার ছবি দেখে চোখের জলে বালিশ ভিজে যায়।
আর নিচে দেরি করে যাওয়ার জন্য,
এত কথা শুনতে হয় যে, হাসি মুখে শুনি,
বুঝতে দিই না কাউকে হৃদয় টা ভেঙ্গে গেছে পুরো।
আর বলোনা রোজ রোজ কথা আমাকে।
আমাকে বাঁচতে দাও সবাই একটু।
মরে যাবো নাহলে একদিন।
কিছু দিন ধরে রাস্তায় হেঁটে হেঁটে শোরুম আসছি,
বাবা, এটাতেও সবার কার অসুবিধা।
কেন হেঁটে যাচ্ছে সে।
দাদা বলছে আজ, তোর চলার স্টাইল ভালো না।
হাহা যা ইচ্ছে বলে দেয়।
তাই তোকে বলি, গাড়ি পাঠিয়ে দিচ্ছি,
চলে আসিস।
জানি বাড়ি এলেই ঘরের মা এর হাতের রান্না খেলেই পেট বেড়ে যায়।
তাই ৬-৭ দিন হয়ে গেল,
মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি।
ভাবি ১-১.৫ কিমি হেঁটে শোরুম অফিস এ গেলে,
যদি একটু কিছু কাজে লাগে।
খুব মন টা ভেঙ্গে দিল এরকম বলে,
আজ মনের ব্যথা মুখেই এসে বলে ফেললাম,
"চলে যাবো দেখবি, ফ্লাইট টিকিট কাটছি,
থাকতে ইচ্ছে নেই আর এখানে।
মরব বাঁচবো যা হবে হবে।
মরলে ভালই হবে।"
জানি এসব বলা ভালো নয়,
দাদার ব্যথা লেগেছে শুনে মনে হয়।
কিন্তু আমারও খুব মন খারাপ যেটা যারা এই ব্লগ টা পড়বে বা পড়েছে কোন দিন,
তারাই শুধু বুঝবে, ছেলে টা কত কষ্ট দিচ্ছে নিজেকে নিজেই।
ওগো বন্ধু অ*মিকা তোমাকে খুব মিস করছি গো,
কিভাবে বোঝাবো কত মিস করছি।
হে রাধা কৃষ্ণ ভগবান আমার কষ্টের নিবারণ করো এবারে,
দেড় টা বছর কষ্ট পেলাম একটা মিষ্টি বন্ধুর মন জয় করতে,
আমি তো বলছি, আমি বেশি কিছু চাই না গো,
শুধু একটা বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবো,
তোমার ডান হাত হয়েই থাকবো তোমার পাশে সারাজীবন।
প্রভু দয়াময় ওর মন থেকে অভিমান দূর করে,
ওর হৃদয়ে আমার জন্য একটু ভালোবাসা বানিয়ে দাও।
আমি খুব ভালোবাসি ওকে,
ওর মত একটা মিষ্টি বউ এনে দাও জিবনে।
আমি সব ঠিক করে দেবো প্রভু।
জানো গো, কাল ওই আরেক টা বন্ধুর সাথে মেসেজে অনেক গল্প হলো।
এটা ওই মেডিক্যাল Nurse বন্ধু টা যার সাথে বিয়ের পরের অনেক কিছু জেনে ছিলাম।
আসলে ও একটা নার্স আর ভালো স্কুল ফ্রেন্ড,
তাই ও সব গল্প করে কিছু জেনে ছিলাম।
ও বলছে, তোর অনেক gf আছে।
আমি বললাম, gf থাকলে তোর সাথে মেসেজে বকবক করতাম না।
ও মানতেই চায় না।
আমি তখন আমাদের Tiktok এর ভিডিও গুলো যেগুলো এখন Chingari App এ পোস্ট করেছি,
সেগুলো দেখলাম।
দেখ মনে কি আছে এখন আমার।
ওকে ইউটিউব ভিডিও লিংক দিলাম।
ও অনেক গুলো দেখলো,
বলছে, "Tor darun collection,
Tui khub valo banas re.
Khub khub khub valo re"
আমি বললাম, "Haha baniye ki labh...jaake dekhanor se dekhe aar chup hoye thaake"
সে: "Kno re se ans day na"
আমি: "Naare ekta bangali bondhur mithye apabaade sab sesh"
সে: "Tor girlfriend toke to valo base re"
আমি:"316 taa kabita galpo gaan likhlam,
Kothay ..o gf nay.
Best friend chilo.
Or bf aache jaantam.
সে:"Tabu take khub valo vesachili
Bal
আমি: Hmm
https://youtu.be/dv-5kNHFPOE
Nijer galaar aawaj
😅😅😅
https://youtu.be/5uJaBAr774Q
https://youtu.be/VPWLT9ZN8D0
https://youtu.be/K-8dJ3d8Y5w
শুনিস যদি সময় হয় তো
এগুলো তুই দেখ, কাউকে বলিস না কিন্তু। তোকে শুধু বললাম। আর কেউ জানে না এখানের এসব কিছু।
সে: Eii satti valo banas re
আমি: 😭😭😭
সে: Eii tor girlfriend er name ki re
আমি: ভিডিও দেখলে পাবি খুঁজে
সে: Bal na
তার পর আগের কবিতা গুলো পাঠালাম,
Aamar Cyndrella…
================
Aamar Cyndrella dekhte khub mishti
Aamar Cyndrella dekhte khub cute
Aamar Cyndrella Maa Saraswatir mato subhro snigdha
Aamar Cyndrella jeno ek swapner pari
Aamar Cyndrella Maa Durgar mato sahashi
Aamar Cyndrella saradin khub kashto kre nijer swapno puroner janya
Aamar Cyndrellar aawaj jeno koyeler mato mishti
Aamar Cyndrella eka eka ghurte khub bhalobase
Aamar Cyndrella kintu ektu raagi,or kache jitaa asambhab
Aamar Cyndrellar sab swapno aami krbo puran ekdin
Aamar Cyndrella kintu aamake khub boke
Aamar Cyndrella ektutei rege bye bye bole
Aamar Cyndrellake Khushi krte jadi smiley sticker diy to ojeno rege bharpur
Aamar Cyndrellar kintu all rounder
Aamar Cyndrella sab kichutei expert
Aamar Cyndrellake sabsamay Khusi rakhte chaai,taao aami oke raagiye diy akaarane.
Aamar Cyndrella jeno aamari mato ekaa ekaa,
Aamar Cyndrella ranna jadi keu khaay,tahale aar kono restaurant e giye khaabenaa
Aamar Cyndrella aamake kintu chenena ,bojheo bojhenaa.
Aamar Cyndrella ke bhagawan jeno konodin koshto naa dey,Sara jivan khushite thaake
Aamar Cyndrellar sab prayer jeno bhagawan sune aar fulfill kre
Aamar Cyndrellar sathe jeno bhagawan roj ektu Katha balaay aar jeno jaldi dekhaa karaay.
Aamar Cyndrellar sathe Katha naa hole jeno dintaa naa laage bhalo.
Aamar Cyndrella jeno aamar Cyndrellay hay.
Ekta Chilo Meye...
===================================
Meyeta khub bhalo,kare khub kashta…
Anek swapno dekhe taai Sara din raat kaaj Kore.
Meyeta kaaru upakaro nite chaaynaa,
Se chaai sab nijei krte,jaar take bhalolaage taakeo kichu help krte deynaa.
Meyetaa khub bhalo,kintu taar kaaj taake khub klanto Kore dey.
Katha balaaro iche thaakenaa taar aar Karo sathe.
Ei janya sei cheletaro mood off hoye nijer kaajer modhyei dhuke pore.
Wait krte thaake kabe next day Hobe, kabe aabar taar Cyndrellar sathe Katha bolbe.
Cheletaa khub niriho shanto,saradin kaaj niyei thaakto,
Kintu meyetar sathe Katha balaar par jeno se chaai nijeke settle krte.
Meyetaa bojheo bojhena kichu.
Sabsamay cheletaar upr rege gdnit boledey.
Jaane meyetar friends besi taai time paayna katha bolte.
Cheleta chaar dewaler modhyei saradin kaaje thaake besto.
Taai iche hay ektu raate taar moner manusher sathe katha bolbe.
Bhagyataa khub kharap,meyetato bojheo bojhena.
Ki aar krbe cheleta,taai se taar kaaj kei nijer gf baniye niyeche.
Cheletaa jaane meyetaar time nei katha balaar,
Taao cheletaa taar sab swapnoke puron krte chaai.
Meyetaa ekdin taarsathe pran khule Katha bollo,
Cheletaa anande aatma-haraa hoyegelo.
Meyetaa jaa bolechilo,taai se try krte nijer routine change karaar samanya prayaash krlo.
Meyetaake taar pramaan o dilo,meyetaa klanto chilo taai dekheo jeno dekheni.
Cheletaar dintaa khub bhalo gelo aager raater katha bhebe.
Cheletaar sab clients raao taake taar kaajer prashangsha kore bhalo taakao dilo.
Bhaablo raat hok, meyetaar sathe aabar Katha Hobe,sab bolbe,
Kintu kaajer chaape meyeta cheletake bakaa diye ghumiye porlo.
Cheletaar man kharap Holo kintu meyetar kashter Katha bhebe aabar nijer kaajei dhukegelo.
Erpr ki aar Hobe seta sudhu bidhataai jaane….
সে: Eiii satti re khub valo banas re
Ami video sunlam re
আমি: কোনটা
সে: Anake gulo re
আমি: ভালো বানিয়ে কি হবে দেড় বছর হয়ে গেল, মুখে হাসি ভিতরে কষ্ট নিয়ে চলেছি।
যাকে বোঝানোর সে দেখে আরও রেগে অনেক কিছু কেস করেছিল।
সে: Tor girlfriend
আমি: Gf naah best friend bolte paris haha
কেস মানে উল্টো পাল্টা বলে ছিল অনেক কিছু । এরকম কেস না 😅
https://youtu.be/lo2xMZMrjtY
Ghumoli
সকালে বলছে আজ: Eii bal re
Tor video dekte dekte ghumiye gechi
আমি: Haha 😹
ওই যদি রাধা কৃষ্ণ ভগবান আমার লেখা তোমার কাছে পৌঁছে দিয়ে পড়ছো তো,
রেগো না গো, already তোমার এই বন্ধু মরতে মরতে নিজেকে কোন করে বাঁচিয়ে রেখেছে শুধু তোমার স্বপ্ন,
"তোমার একদিন Microsoft এর মত কোম্পানি হবে"
এই কথা টা পুরন করতে।
আজ মন খুব খারাপ আছে,
২ ঘণ্টা ভর্তি রোদে শোরুম এর ছাদে বসে আছি।
চোখ টা ভিজে গেছলো দাদা কে যখন ওভাবে বললাম তো।
কিন্তু কি করবো মন ভালো নেই যে গো।
শরীর টাও খারাপ দু দিন ধরে,
আজ তো পুরো দিন শুয়ে আছি।
কাল রাতে ২ টোর দিকে শুলাম তো,
ভোর ৪ টায় ঘুম ভেঙে মোবাইল নিয়ে সময় পার করলাম।
সকাল সকাল আবার তোমার নাম "অ*মিকা" এর একজনের ছবি চোখের কাছে এসে গেল।
তার পর পোস্ট লাইক এ এলো।
হাহা তোমার নাম আমার পিছন ছাড়বে না ❤️।
কাল কে সকাল থেকে অনেক জনের মন খারাপ করেছি,
সকালে দাদা কে ওরকম বলে hurt করলাম,
বিকেলে একটা ফেসবুক ফ্রেন্ড কে,
রাতে ওই সেই বন্ধু টা কে কিছু উল্টো পাল্টা বলে রাগিয়ে দিয়েছিলাম।
কিন্তু ও বোঝে আমার মনের কথা,
তাই সে কিছু মনে করেনা।
দু দিন ধরে লিখছি এই পোস্ট টা,
সারা দিন শুয়ে শুয়ে সময় পার করলাম।
আজ সন্ধ্যেতে দেখছি তুমি নতুন একটা ভিডিও আপলোড করেছ ইউটিউব এ।
Diwali Painting | Step by Step
ওই তুমি কত সহজ ভাবে এত সুন্দর ছবি টা এঁকে ফেলে বিনা কিছু দেখে।
সত্যি খুবই সুন্দর বানিয়েছ গো।
তার পর এখন খাবার খেয়ে রুমে এসে ,
আরও কিছু ভালো ছবি দেখতে পেলাম।
ভালো লাগলো তুমি খুব খুশিতে থাকো।
তুমি বাড়িতে আছো দেখে আরও ভালো লাগলো।
আমি তোমাকে ওই রি*য়া আ*ক একাউন্ট এই বলেছিলাম,
বাড়ি যাও, এই করোনা তে থাকো না এখানে।
তখন শুনো নি , আজ তাও বাড়ি তে আছো।
ভালো লাগলো।
বাড়ি তে থাকো, কাজ করো zoom software এ,
সবাই কে ড্রইং শেখাও।
তুমি গিটার 🎸 বাজাতে জানো, খুব ভালো লাগলো।
সুন্দর একটা পরিবেশ বানিয়েছ।
জানো গো, shaadi.com এ একটা মেয়ে কে খুব ভালো লাগলো,
জানো তো কাউকে দেখতে পেলে, তার সব কিছু বের করে নিই।
যেমন তোমার বলার আগেই জানতাম,
তোমার বিএফ এর সাথে ১০ বছর ধরে relation আছে।
একেও ঠিক খুঁজে বের করলাম ফেসবুক এ,
সেদিন এই request একসেপ্ট করেছিল।
আজ এখন ও মেসেজ করেছে,
ইংলিশ এ শুরু কথা 😂,
আমার তো বাঙালির সাথে ইংলিশ এ বকতে ভালো লাগেনা।
তাই ওকেও বললাম, বাংলায় ফিরে এসো বন্ধু।
ও তাও ইংলিশ এই বকছিল।
একটু পরে বাংলায় ফিরে এলো 😂।
ওর বাড়ি হলো Burdwan.
ও Academic counselor.
ও চাকরি কেন ছেড়েছে,
জিজ্ঞেস করতেই রেগে গেলো।
তার পর গুড নাইট বলে unfriend করে দিল।
হাহা এই সবে সত্যি বলছি পড়তে চাই না,
কিন্তু মন খুব খারাপ।
তোমার সাথে না কথা বলে যেন মরে যাচ্ছি।
তুমি দিব্বি খুশিতে আছো।
একবারও দেখছ না, তোমার বন্ধু টা নিজেকে কত কষ্ট দিচ্ছে।
ও তো রোজ আমার ভালো চাই।
এক বার সব ভুলে আবার কথা বলি ওর সাথে।
ওতো আমার ভালো বন্ধু হয়ে থাকতেই চাই,
আর তো বেশি কিছু চায় না।
আজ দাদা বলছে, কবে থেকে সব ঠিক করবি?
কাজে কবে থেকে মন লাগবে তোর?
আমি বললাম, এই করনার পর চলে যাবো কোথাও,
সেখানে গিয়ে আবার নিজের কাজে ঢুকে যাবো।
আমি এখন কোন করে নিজেকে বাঁচিয়ে রেখেছি।
নাহলে কিছু ভূল ভাল কাজ করে পৃথিবী থেকে বিদায় নিতাম।
আমার মন টা এত টা খারাপ আছে,
যে কি বলবো।
আগে রোজ একটা মেসেজ করতাম নতুন নতুন একাউন্ট বানিয়ে,
তোমার একাউন্ট এ সুপ্রভাত শুভ রাত্রি জানিয়ে নিজের মন খুশিতে রাখার চেষ্টা করতাম।
কিন্তু এখন যেন সব শেষ।
তুমি আমার জীবনের আলো ছিলে,
তুমি চলে গেলে, সব কিছু অন্ধকার করে চলে গেলে।
কত ভালোবাসি তোমায় তুমি বুঝবে না গো।
যদি বুঝতে রোজ রোজ এভাবে আমাকে শাস্তি দিতে না।
I miss you yaar,
দেখো আবার চোখ টা ভিজে বালিশ ভিজে যাচ্ছে।
তুমি কবে বুঝবে আমাকে।
আবার বাজে কথা বলো, গালি দাও,
মেরে নাও।
কিন্তু একটু কথা বলো বন্ধু।
মরে যাবো যদি তোমার মত কাউকে না পাই তো জিবনে।
এই দিকে মাথা ব্যথা, সর্দি তার সাথে তোমাকে ভাবতে গিয়ে,
চোখ ভিজে চলেছে মাথায় যেন লাগছে গো তোমার মত।
কি করবো আর, এখানে না মনের কথা লিখলে,
আমি নিজেকে ঠিক রাখতে পারবো না।
হে আল্লাহ জগৎ বিধাতা,অনেক কষ্ট দিলে সাই বাবা,
আর দাও না প্রভু।
আমি অ*মিকা কে খুব ভালোবাসি।
ওকে ছাড়া কি করে বাঁচবো জানিনা।
হে ঈশ্বর আমার সব ভুল ক্ষমা করো,
ও বন্ধু তুমিও ক্ষমা করো সব ভূল গুলোকে।
দেখো একটা ছোট্ট ভুল বোঝাবুঝি তে,
একটা বন্ধুর জিবন যায় যায় অবস্থা বানিয়ে দিয়েছ তুমি গো।
আর করোনা এরকম।
কথা বলো একটু।
কথা দিচ্ছি মরে যাবো কিন্তু তোমাকে কখনো জিবনে কষ্ট দেবনা।
তোমার মুখে মিষ্টি হাসি সারা জীবন বানিয়ে রাখবো।
I love you forever my dream girl,
My Bangalore Best Art Teacher,
My Sweet Beautiful Cinderella,
My Shirley Setia Melody Queen ❤️,
My Saraswati Devi A*mika.
তোমার নাম পুরো লিখতেও ভয় লাগে এখনও।
তুমি ভালো থেকো খুশিতে থেকো বন্ধু,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
তুমি খুব বড় হও জিবনে।
যদি কখনো আমার দরকার থাকে,
সবাই যদি তোমাকে কোন কারনে ভুল বুঝে থাকে তো,
একটা মেসেজ না হলে call করে দিও।
তোমার ডান হাত হয়ে তোমার পাশে থাকবো সারা জিবন।
শুভ রাত্রি বন্ধু।
#aamarcindrella #LovestoryChallenge #friendshipgoals #FriendshipChallenge #missingyou #lovestory #Cinderella #HamariAdhuriKahani #diary #sadboy #shirleysetia #bengali #GodBlessYou #behappy #keepsmiling #takecareofyourself #bestartteacher #brothersforlife #hurtfeelings

Comments
Post a Comment