Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
চলো আমিও আমার ওই নতুন যেটা বিয়ের জন্য বানিয়েছিলাম deactivate করলাম, তুমি খুললেই আমি খুলবো এটা নাহলে না | Aamar Cinderella 👨💻🌹🍫💝👩🎨| The untold story of two friends
১ দিন হয়ে গেল, একাউন্ট এখনও খুলোনি,
Deactivate ই আছে।
ওই কেন এত রাগ গো,
আমি তো তোমাকে মেসেজ ও করিনি।
শুধু এখানে লিখতাম,
রোজ ঘুম ভেঙে ঠাকুর কে প্রণাম করার পর,
তোমার ফেসবুক একাউন্ট এ তোমার মিষ্টি মুখ টা দেখে মন ভালো রাখি।
তারপর চোখ বন্ধ করলে,
তোমার সাথে কথা বলতে থাকি।
কি অপরাধ করলাম আবার গো!
এখনও দেখি তোমার মিষ্টি মুখ,
অন্য সব social media accounts গুলোর মাধ্যমে।
তোমার সেই লাল শাড়ি তে ছবি আছে,
একটা একাউন্ট এ এখনও দেখতে পাচ্ছি।
ওই ছবি টা দেখলে যেন মন শান্ত হয়ে যায়।
খোলা চুল তোমার,লাল সাদা পাড় শাড়ি,
কপালে ছোট্ট একটা লাল টিপ,
মিষ্টি গোলাপের পাপড়ির মত ঠোঁট এ হাল্কা একটু পিঙ্ক লিপস্টিক,
কাল রঙের ঘড়ি টা ডান হাতে পরে,
গলায় লম্বা একটা সোনালী রঙের চেন,
উফফ তোমাকে যেন লাগে অন্যান্য।
সকালে ঘুম থেকে উঠে এই ছবি টা দেখে মন শান্ত হয়ে যায়।
তুমি আমার দেবী, আমার সরস্বতী দেবী,
পার্বতী দেবী, সারা জীবন তোমাকে ভালোবাসবো।
ফিরে এসো না বন্ধু,
এই বন্ধুর হাত টা ধরো।
রাগ করে মন খারাপ করে,
না তুমি ভালো আছো, না আমি।
তুমি মন খারাপ করে একাউন্ট deactivate করো,
আর আমি নিজেকে যেন আরও বেশি কষ্ট দিই।
আজ এই নাও আমিও আমার ওই একাউন্ট টা deactivate করছি।
শুধু তোমাকে দেখতে বানিয়েছিলাম,
হ্যাঁ একটা পার্সোনাল একাউন্ট হিসাবে ও বানিয়েছিলাম।
কিন্তু তুমি ছাড়া জিবনে আর কেউ নেই।
তুমি আমার প্রথম আর শেষ ভালোবাসা।
জানি ভাবা পাও, বলাও পাপ।
কিন্তু তোমার নাম দিনে কত বার নিই,
তুমি নিজেও ভাবতে পারবে না গো,
একটা বন্ধু তোমাকে কত টা ভালোবাসতে পারে তোমাকে!
তুমি আমার হৃদয়ে আছো,
Social Media Account এ না দেখতে পেলেও কিছু হবেনা।
তুমি আমার হৃদয়ে আছো।
চোখ বন্ধ করলেই তোমাকে দেখি।
তোমার সাথে আমি যখন ইচ্ছা কথা বলি।
দেখো আমার ওই বন্ধু টা কি সুন্দর লিখেছে!
জীবনে অনেক মানুষের সাথে আলাপ, সবার অনেক প্রশ্ন,অনেক জিজ্ঞাসার মধ্যে একটা প্রশ্ন ছিল অন্যরকম,"তোমার নামের মানে কি?"প্রশ্নটা নতুন নয়,কিন্তু,আমার নামের মানেটা আমাকে অনেক ভাবিয়েছে.......
আমার নাম! অনামিকা,
যার কোনো নাম নেই তাকেই 'অনামিকা' বলে।সব নাম সুন্দর সুন্দর ভাবনার প্রকাশ করে।সব নামের মধ্যে থাকে তার অর্থ, যা বুঝতে সাহায্য করে নামের সার্থকতা।কিন্তু আমার নামের মানেটা কি দাঁড়ায়?যার কোনো নাম নেই 🤔🤔মানে আমার কোনো নাম নেই ☹,তাহলে আমি কে? সবাই কি নামে ডাকবে ......
আচ্ছা যদি সত্যি যদি কারও নাম না থাকে তাহলে তাকে কি কেউ কোনো ভাবে ডাকবে না?ভীষণ ভাবনার বিষয়..
ওগো ফিরে এসো না গো আমার জিবনে,
একটু ভালো বন্ধু হয়েই থাকবো।
আর কারু ভালোবাসা চায়না তোমার ছাড়া।
আজীবন তোমার বন্ধুত্ব এর ভালোবাসা নিয়ে,
জিবনটা চালিয়ে দেবো।
আমারও মাথা টায় লাগছে গো তোমার মত,
একাউন্ট deactivate অপশন টাও দেখতে পাচ্ছিনা।
ফেসবুক এর password ও ভুলে গেছি,
শুধু তোমার স্মৃতি ছাড়া সব ভুলে গেছি দেখো।
চলো আমিও আমার একাউন্ট টা deactivate করলাম,
শুধু আমার কাজের একাউন্ট টা রইলো।
আর কাউকে তোমার নামের ফ্রেন্ড request পাঠাবো না।
আর দরকার নেই কোন মেয়ের,
ভালো লাগছে না আর একটুও।
দাদা দিদি যদি বলে তো বলে দেবো,
কাজ করে টাকা কামাতে হবে,
Already ঘরে থেকে মরছি যেন রোজ রোজ,
বাইরে যেতেও দিচ্ছেনা আমাকে।
ভালো লাগে না এসব আর।
নিজের মত করে বাঁচতে চাই,
ঠাকুর আমার আওয়াজ শুনো,
দোকানে বসে আছি, চোখ টা ছলছল করছে,
আর লিখবনা নাহলে সবাই দেখতে পাবে।
ভালো থেকো তুমি,
পারতো তোমার একাউন্ট টা এক্টিভেট করে নিও।
হাতে সময় খুব কম আমার,
একটা চ্যালেঞ্জ করেছিলাম,
জানিনা কত টা পারবো,
কিন্তু কিছুটা হলেও করে দেখাবো।
ভালো থেকো, খুশিতে থেকো,
তোমার মুখের হাসি যেন সারাদিন থাকে।
রাধা কৃষ্ণ ভগবান যদি সত্যি এই পৃথিবীতে রয়েছে তো,
একদিন তুমি আমাকে বুঝবে,
আমাকে মেসেজ করে আবার ভালো বন্ধু হবো।
ভালো থেকো, তোমাকে খুব কষ্ট দিলাম না,
কি করব নিজেও তো রোজ কষ্ট পাচ্ছি।
পরে আবার লিখবো যাই একটু কাজ করি।

Comments
Post a Comment