Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
শুভ মহা নবমী আমার মিষ্টি বন্ধু, বললাম তাকে, দেখবি এত লিখবো, যে সময় শেষ হয়ে যাবে কিন্তু পড়া শেষ হবে না | Aamar Cindrella 👩🎨🌹🍫💝 | The Untold Feelings
শুভ মহা নবমী আমার মিষ্টি বন্ধু, বললাম তাকে, দেখবি এত লিখবো, যে সময় শেষ হয়ে যাবে কিন্তু পড়া শেষ হবে না | Aamar Cindrella 👩🎨🌹🍫💝 | The Untold Feelings
শুভ মহা নবমী আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু অ*মিকা,তুমি সারাদিন ভালো থেকো,
খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে❤️❤️❤️😍😍😍😊😊😊।
কথা অনেক কিছু বলার আছে,
কিন্তু তুমি কবে আমার সাথে ২ মিনিট কথা বলবে,
জানিনা গো আমি।
আজ তোমাকে খুব মিস করছিলাম,
এখন দিনে ৫-৬ বার তোমার ফেসবুক প্রোফাইল টা খুলে দেখি।
দেখি যদি কোন তোমার মিষ্টি সুন্দর মুখ টা দেখতে পাই যদি।
ওগো প্রচুর লিখতে শিখে গেছি না।
কাল ওই বন্ধুটার সাথে কথা বলার সময় বলছি,
৩৫০ কবিতা গল্প গান লিখলাম,
দেখিস মনে হয় একদিন এত লিখে ফেলবো,
সময় শেষ হয়ে যাবে কিন্তু পড়া শেষ হবে না।
ওকে বলছি, রবীন্দ্রনাথের মত লিখে চলেছি,
একটার পর একটা পাতা, কিন্তু কথা যেন শেষ হয় না।
কাল চোখ বন্ধ করলাম তো তোমায় দেখলাম আবার,
তুমি মিষ্টি হাসির সাথে আমার দিকে তাকিয়ে হাসছো,
বলছি তোমাকে খুব মিস করছি গো।
তোমার মত মিষ্টি দেখতে কাউকে পাচ্ছিনা।
তুমি কেন সিঙ্গেল নও, নাহলে বিয়ের জন্য জানাতাম।
ওগো তোমাকে কেন ভালোবাসি জানি না!
তোমার বয়ফ্রেন্ড আছে, আর তুমি তো তাকে বিয়ে করবে তো।
তাই আমি জোর করলাম না আর!
তোমার খুশিতেই আমি খুশি।
তোমার মিষ্টি হাসি দেখেই খুশি থাকার চেষ্টা করি।
তোমার সুন্দর ছবি আঁকা দেখে মন খুশিতে ভরে যায়।
ওগো জিবনে কাউকে কিস করিনি এখনও,
গার্ল ফ্রেন্ড বানাতেই পারলাম না।
তোমাকে এত ভালোবাসলাম যে,
আর কারু সাথে কথা বলতে ইচ্ছে নেই যেন।
ওগো তোমাকে খুব কাছে পেতে চাই।
খুব ভালোবাসা দিতে চাই।
তুমি শুনে শুনে হাসছো আর বলছ, এই তো তোমার কাছেই আছি,
তুমি তো আমাকে বউ হিসাবে দেখো রোজ এই চোখ বন্ধ করলে।
আমি বললাম এই চোখ বন্ধ করলে নয়,
বাস্তব জীবনে তোমাকে ভালোবাসতে চাই।
তুমি বলছো: সম্ভব নয় এটা। আমি ওকে ভালোবাসি শুধু।
আমি বললাম: ঠিক আছে, রাধা কৃষ্ণ ভগবান কে দেড় বছর ধরে ডেকে চলেছি,
দেখি ঠাকুর তোমার হৃদয়ে ভালোবাসা বানাবে কি না!
আমি যতটা পেরেছি শ্রদ্ধা পুজো করেছি।
রাধা কৃষ্ণ ভগবান এর ভালোবাসা আর আশীর্বাদ থাকলে,
তুমি একদিন আমার কাছে আসবে,ভালোবাসা দেবে।
আজ না ও হতে পারে, কিন্তু একদিন হবেই।
তুমি: না, হবে না।
আমি: বেশ দেখি ভালোবাসা বড় না অভিমান বড় , রাধা কৃষ্ণ ভগবান কোন টা কে বেশি প্রাধান্য দেয়।
তুমি: আমি তো এখানে তোমার ভালোবাসা,প্রেমিকা, বউ হয়ে আছি।
কিন্তু বাস্তব জীবনে সম্ভব নয় কিছু।
আমি: ঠিক আছে গো। আমি কোন দিনও তোমাকে জোর করি নি, হ্যাঁ একটু কথা বলার জন্য জোর request করেছি দেড় বছর ধরে।
কিন্তু তুমি বুঝেও অবুঝ হয়েই থাক।
তুমি: তুমি বুঝবেনা, তোমার সাথে কথা বললে, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যেটা আমি চাই না।তাই আর বেশি ছেলের সাথে অনলাইন এ কথা বলিনা।
এখন রাত ৩টে ১৭ বাজছে,
এই সময় টায় আমি নিজেও জানিনা, কি লিখি,
শুধু লিখতে চলি।
কাল সকাল সকাল উঠতে হবে,
দোলা বিসর্জন করতে যেতে হবে।
ঘুম পাচ্ছে এবারে, চলো ঘুমোই।
কাল কথা হবে আবার।
তুমি ভালো থেকো খুশিতে থেকো বন্ধু আমার,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।❤️
রোজ ছবি আঁকো, ইউটিউব এ দাও।
তোমাকে খুব ভালোবাসি গো,
একটু বোঝ আমাকে,
একটা ভালো বন্ধু হয়েই থাকো সারা জিবন।
শুভ রাত্রি আমার মিষ্টি বন্ধু ❤️।
ভগবান তোমাকে খুব বড় করে।
#cantaboyandagirlbethebestfriends #aamarcindrella #bestfriendshipstory #sweetlovestory #untoldstory #SubhaMahaNabami #rabindranaththakur #RabindranathTagore #RabindraSangeet #

Comments
Post a Comment