Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
জিবনে বাঁচতে হলে কিছু Kik দরকার, আমার এই Kik এ তোমাকে একদিন Porsche USA এর মত গাড়িতে বসিয়ে ঘুরাবো একদিন 🤗🥰☺️ | Aamar Cindrella 👨💻🚘🌹🍫💝👩🎨 | The Untold Story
জিবনে বাঁচতে হলে কিছু Kik দরকার, আমার এই Kik এ তোমাকে একদিন Porsche USA এর মত গাড়িতে বসিয়ে ঘুরাবো একদিন 🤗🥰☺️ | Aamar Cindrella 👨💻🚘🌹🍫💝👩🎨 | The Untold Story
জিবনে নতুন প্রাণে বাঁচার জন্য,
কিছু Energetic পোষ্ট দরকার,
কিছু Kik দরকার জিবনে,
যেগুলোকে দেখেই মনে হবে,
সে যদি করতে পারছে,
তাহলে আমি কেন পারবোনা সেই জায়গাতে পৌঁছাতে!
আমি তোমাকে বলেছি,
আমার স্বপ্ন খুব বড়,
আমি আজ না হলেও,
চার বছরের মধ্যে খেটে সেই জায়গাতে,
পৌঁছাতে হবে শুধু চাই কয়েক টা কিক জিবনে।
এই কিক টা মানুষকে নিজের স্বপ্ন পূরনের দিকে এগিয়ে নিয়ে যায়।
এই ২১ শে আগস্ট ২০১৯ থেকে আজ পর্যন্ত জিবনটা তে তুমি ছিলে ১ নম্বর জায়গায়।
শুধু তোমার সাথে ২ মিনিট কথা বলার জন্য মরে যেতাম।
আর তুমি আমার ১-১:৩০ ঘণ্টার চোখের জলের রেকর্ডিং শুনেও,
বুঝতে পারলেনা ছেলে টা তোমাকে কত ভালবাসে।
সে তো তোমার কাছে তোমার ভালোবাসাও চায়না,
শুধু একটা বন্ধুকে চাই,
যার সাথে কথা বললে তার যেন গায়ে অদম্য শক্তি আসে,
মনে একটা নতুন প্রাণের সঞ্চার হয় রোজ,
মনে হয় সে সব কিছু করতে পারবে।
তার আশা ভালোবাসা সব কিছু তুমি ছিলে।
তার জীবনের dictionary তে এই পারবোনা কথাটা যেন ছিলনা।
তার এতটাই ভালো লাগতো তোমাকে,
তার মুখের হাসি ছিল শুধু তোমার সাথে ২ মিনিট কথা বলা টা,
সে পুরো তোমার মত একটা বউ চাই জিবনে,
তুমিও জানো সেটা।
কিন্তু তাও দিনের পর দিন অভিমানকে বড় করে রাখলে!
আর সে নিজের সম্মান তোমার কাছে মাটিতে পুঁতে তার বন্ধুত্বের জন্য ভিক্ষা চাইলো🙏।
আর তুমি তাকে যত টা পারো কটু কথা বলে,
তার হৃদয় টাকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছ💔।
তোমার একটা একটা হৃদয় ভাঙ্গা কথা,
তার সারা জিবন মনে থাকবে।
তোমার সেই কথা গুলো যেন বিষের চাইতেও বেশি বিষাক্ত।
না আজ আমি চোখের জল ফেলোবানা।
কেন ফেলবো, কার জন্য ফেলবো,
যে আমাকে ১ বছর ধরে রোজ কাঁদিয়েও,
নিজে আরামে খুশিতে বেঁচে আছে মনের মানুষের সাথে।
না অনেক হলো, আর তোমার ইনবক্স এ মেসেজ করবনা কোন দিনও।
রাধা কৃষ্ণ ভগবান এর ভালোবাসা আর আমার ভালোবাসা টা যদি সত্যি হয়,
তো তুমি আমাকে একদিন Sorry বলে আমাকে মেসেজ করবে।
সেদিন তুমিও আমার মত এরকম কষ্টটা পাবে,
যেটা তুমি আমাকে দিয়েছ দিনের পর দিন।
কিন্তু তুমি আমাকে মেসেজ করবে একদিন সেটা অবধারিত কিন্তু!
আজ না হোক চার বছর পরেও হোক,
মেসেজ করে Sorry বলবে,
আর আমার ভালোবাসার মর্যাদা দেবে সেদিন।
আমরা সেদিন আবার best friends forever হয়ে যাবো।
যেখানে কারু মিথ্যে কথা অপবাদ তোমার মনে আমার জন্য কোন সংকোচ নিয়ে আসবেনা।
আমার ভালোবাসা তোমার জন্য সারাজীবন থাকবে,
তোমার ভালো আমি আগেও চেয়েছিলাম,
এখনও চাই আর সারা জিবন চাইবো।
হ্যাঁ তুমি বলবে, এখনই বললে আমাকে তোমার মত ঠিক কষ্ট পেতে হবে,
আবার এখনই বলছো, তোমার ভালো চাই,
এটা কি তাহলে?
আমি বলি, মানুষ যদি কাউকে কষ্ট দেয়,
তো তাকেও সেই কষ্টটা পেতে হবে একদিন না একদিন।
এটা আমি না বিধির বিধান এটা।
আমার যে বেস্ট ফ্রেন্ড ওই মেয়ে টা,
ও কাউকে খুব ভালোবাসতো একদিন,
কিন্তু মানুষ তো বুঝেনা, তাই ওই ছেলেটা ওকে এক বছর কষ্ট দিয়েছিল।
তাকে ছেড়ে চলে গেছলো।
আজ সেই আবার দেড় বছর পর,
তাকে কল করে ক্ষমা চাইছে,
সে তাকে ছাড়া বাঁচতে পারবেনা বলছে।
এটাই নিয়তির পরিহাস কিন্তু।
সেই ছেলে টা মরতে যাচ্ছিল,
তখন তার মা বাবা তার জোর করে বিয়ে দিয়ে দিল।
এটাই জিবন, যাকে যতটা কষ্ট দেবে,
ঠিক ততটাই কষ্ট একদিন তুমি নিজেও পাবে জিবনে।
আজ একটা ওই chingari app এর মালিক মানে আমার বাঙালি দাদার পোস্ট দেখলাম,
ও দেড় থেকে ৩ কোটি টাকা দামের Porsche Car নিল।
তোমার রাগ অভিমান কে আমার ভালোবাসা শক্তি বানিয়ে,
আমি চার বছরের মধ্যে সেই জায়গায় পৌঁছে দেখাবো দেখবে,
তুমি সেদিন প্রাউড ফিল করবে ফর সিওর।
আজ হতে পারে তোমার মধ্যে রাগ অভিমান আছে,
কিন্তু মনে রাখবে যে যাকে যত টা অভিমান করে,
সে তাকে তত টা ভালোবাসে।
তার মনের মানুষের চাইতে বেশি ভালোবাসে মনে রাখবে কথা টা কিন্তু।
তুমি রোজ আমার ব্লগ পড়তে আসতে,
জানি তুমি এটাও মানবে না।
আগে তিন থেকে চার বার আসতে রোজ পড়তে,
আর গত দু তিন মাস ১ বার করে আসতে।
আমার স্বপ্নের ওই সব ভালোবাসা,
তোমাকে বউ হিসাবে দেখতে পেয়ে,
তুমি নিজেই আমার কপালে একটা ভালোবাসার কিস করছো,
মনে হয় তোমার এসব কথা গুলোর জন্য আর পড়তে আসনি।
আমি তোমাকে বুঝি,
তোমার একটা একটা মুহূর্ত চোখ বন্ধ করলে যেন বুঝতে পারি।
আমি জানি তুমি ভালো আছো ছবি এঁকে,
ছোট বাচ্চা ছেলে মেয়ে দের পড়িয়ে,
তোমার মনের মানুষ এর সাথে কথা বলে, দেখা করে,
কিন্তু এটাও জানি তুমি আমাকে ভালোবাসো।
হ্যাঁ, তোমার ভয় লাগে যদি আমি কিসের চাইতে বেশি কিছু মাথা না ঠিক রেখে লিখে ফেলি,
তাই আর পড়তে আসনা।
আমি ওরকম ছেলে নই গো,
তোমাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি,
তোমাকে সম্মান করি।
হতে পারে তোমাকে নিয়ে অনেক কিছু লিখেছি,
কিন্তু তোমাকে আমি খুব সম্মান করি।
তোমার মুখের মিষ্টি হাসি দেখতে যেন মরে যায় আমি,
তোমার ইউটিউব ফেসবুক এ একটা লাইক,
একটা thank you ☺️ কমেন্টে রিপ্লাই পেতে মরে যায় আমি।
অন্যদের কমেন্টে রিপ্লাই তে thank you so much ☺️,
এটা দেখেও নিজেকে ভালো রাখার চেষ্টা করি।
তোমাকে আমি সরস্বতী, পার্বতী দেবীর আসনে বসিয়ে পুজো করতে চাই একদিন।
তোমাকে আমি এত টাই ভালোবাসি।
তুমিও জানো এটা, আমার চাইতে বেশি তোমাকে কেউ ভালবাসেনা,
না তোমার মনের মানুষ ও না,
হতে পারে সে তোমার পাশে থাকে, স্নেহ করে, ভালোবাসে,
রোজ তোমরা কোন জায়গা গিয়ে সময় কাটাও,
কিন্তু তাও সে কিন্তু আমার মত তোমাকে ভালোবাসতে পারবেনা।
আমি নিজেও জানিনা,
আমার জিবনে যদি কেউ তোমার মত না আসে তো,
তাকে আমি সেই ভালোবাসা টা দিতে পারবো কি না!
রোজ social account এ ভালো মিষ্টি মেয়ে খুঁজি বসে বসে,
ফালতু সময় অপচয় করি।
জানি তুমি তো একটায়,
তোমার মত কোথায় পাবো আরেক টা,
তাও করি, এখন তো দেখো,
আগের পোষ্টে বলেছিলাম,
অন্য কোন মেয়ে কে খুঁজতে গিয়ে,
তোমার নামের ১২ জনকে পেলাম।
কিন্তু তোমার মত কাউকে তো পেলাম না।
আর যেন ভালোবাসা বিয়ে এসবে মন নেই আর,
কি আছে এসবে , এসব করে সংসারী জীবনের যাঁতাকলে প্রবেশ করলে,
এই তোমার কথাটার স্বপ্ন পুরন করতে পারবোনা।
ঈশ্বর ও যেন এটাই চাই।
তাই আমার ৯০% বন্ধুর বিয়ের ফুল ফুটে তারা সংসার চালাচ্ছে,
আর ঈশ্বর যেন আমার জন্য অন্য কিছু রেখেছে,
বলছে, প্রথমে একটা জায়গাতে পৌঁছে যা,
তার পর তোর বিয়ের ফুল ফুটবে।
আমিও তাই কাজের মধ্যে ব্যস্ত করে ফেলেছি নিজেকে,
যাতে এখানেও রোজ রোজ ২-৪০০০ শব্দের নিজের আত্ম কথা লিখে সময় যেন অতিবাহিত না করি।
কারন এই সময়টা আর ফিরে আসবে না আবার।
আগে রোজ একটা করে ফটো দিতাম আমার নতুন ফেসবুক একাউন্ট এ,
এখন আর মন নেই এসবে।
মানুষকে চেনার জন্য তার কাজ বলবে,
সে কেমন মানুষ।
হতে পারে অফিস নেই, তাই কেউ বুঝতে পারছেনা,
ঘরে ৫ মাস ধরে থেকে ছেলে টা কি করছে,
এখানে সব গরীব মধ্যবিত্ত পরিবারের মানুষ,
দিন আনে দিন খায়,
তারা একটু তেই খুশিতে থাকে।
হুম্ ভোলা তো যাবেনা জানি তোমাকে,
যাকে ভালোবাসি তাকে কোন দিনও ভুলতে পারিনা।
তাই চোখ বন্ধ করবো,
আর তোমাকে দেখবো, তুমি সাদা চুরিদারটা পড়ে,
আমার দিকে মিটমিট করে হাসবে।
আর তোমার সাথে একটু কথা বলবো।
এখনও যেন মনে হচ্ছে তুমি সামনে বসে বসে হাসছো!
আমি তোমাকে কল্পনার জগতে রোজ ভালোবাসি কথা বলি,
আর তোমার স্বপ্নের কথা টা পূরনের দিকে এগিয়ে চলি।
তোমার দেখা স্বপ্ন, তুমি বলেছিলে,
যেদিন আমি এই সুমিত ঘোষ দাদা, chingari app এর যে মালিক,
সে ভিলাইতে নিজের Tech Park বানাচ্ছে,
সেটা দেখিয়ে তুমি বলছিলে,তোমারও একদিন খুব বড় কোম্পানি হবে,
Microsoft এর মত বিশাল কোম্পানি।
আমি তোমার এই স্বপ্ন চার বছরের মধ্যে পুরন করে দেখাবো বন্ধু।
২১ আগস্ট ২০২৪ এই দিন টা মনে রাখবে,
একটা বড় জায়গায় না যদি পৌঁছাতে পারি তো,
আমি তোমার বন্ধু নই!
আমিও একদিন এরকমই সুমিত ঘোষ দাদার মত একটা Porsche নেব,
আর রাধা কৃষ্ণ ভগবান এর ভালোবাসা আর আশীর্বাদ থাকে তো,
তোমাকে আমি সেই গাড়িতে বসিয়ে ঘুরাবো একদিন ১০০% sure বলছি।
জানি আজকের এই পোষ্টটা পড়লে,
আবার তুমি কিছু দিন না পড়ে থাকবে।
কিন্তু দিনে একবার তো আমাকে মনে করবেই,
আর একদিন আমরা আবার ভালো বন্ধু হবোই রাধা কৃষ্ণ ভগবান এর ভালোবাসা আর আশীর্বাদে!
#kik #motivation #righttrack #waytogo #waytosuccess #chingari #cinderella #aamarcindrella #mysaraswatidevi #myparbatidebi #MyAngelForever #myimaginarywife #micosoft #aamarcindrellafoundation

Comments
Post a Comment