Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
ওগো নিজেকে কাজের মধ্যে ব্যস্ত করে ফেলেছি এখন,
বেশি দেখো আর লিখিনা আমি,
কার জন্যই বা লিখবো এখন আর,
যার জন্য বানানো, সে মনে হয় কোন কথাতে,
খুব আঘাত পেয়ে আর এই গল্প গুলো পড়তেই ছেড়ে দিল।
এখন আর না বাংলা দেশের মানুষ আসে পড়তে,
না আর তুমি আসো পড়তে।
ওগো তোমাকে খুব মিস করছি গো।
আজ কি একটা কথা উঠলো,
ঘরে বলছে, আমি খুব ধীরে ধীরে কাজ করি,
তখন জেঠিমা বলছে, দেখবে এর বউ আসবে,
সে খুব চঞ্চল স্পীডি হবে।
আমি কিছু বলিনা, শুধু ভাবছিলাম,
জিবনে সত্যি কেউ আসবে কি না!
একটা কথা বলছি, আবার শুনে রাগ করোনা,
তুমিও কিন্তু খুব স্পীডি,চঞ্চল প্রকৃতির।
তোমার এই চঞ্চল প্রকৃতি তোমার Tiktok ভিডিও থেকেই দেখেছি।
হাহা কি করবো,আমি যেরকম একজনকে,
সব কিছু শুধু তোমার মধ্যে রয়েছে,
কিন্তু এটা শুধু স্বপ্ন আর চোখ বন্ধ করলেই সম্ভব,
বাস্তব জীবনে আমাদের মধ্যে এতটা বেশি দূরত্ব রাগ অভিমান বানিয়েছ আমার উপর,
যে এসব বউ বানানোর কথা কি,
সামনে বা কোন দিন মন খারাপ হলে,
এত বকবে এমন আরও কিছু কথা বলবে যে,
যে বন্ধুটা কোন করে বেঁচে আছে,
আর ও যদি কিছু বলো তো মনে হয় না,
তার আর বাঁচতে ইচ্ছে হবে।
জানিনা কবে তোমার মত মিষ্টি ভালো একটা মেয়ে পাবো,
যে আমাকে বুঝবে, ভালোবাসবে।
এই একটা মাস জানিনা কি হয়েছে,
সব clients গুলো চলে যাচ্ছে।
এখন এক দুটো পড়ে রয়েছে শুধু।
এখনও সবার পেমেন্ট নেওয়া হয়নি,
সেই তিনটে বড় প্রজেক্ট যেগুলো আগের বছর সেপ্টেম্বর মাসে শুরু করেছিলাম,
সেগুলোর তাও কিছু পেমেন্ট পেলাম,
আরও দুই চারটে র পেলাম।
এখন একটা বন্ধু তার whatsapp status এ এই মেসেজের পিক টা লাগিয়েছে,
"অভিমানের ভাষা যদি সবাই বুঝতো,
তাহলে সম্পর্ক গুলো কখনোই বিচ্ছেদ হতো না"
তখন আমি বললাম,
ঠিক বলেছ, কিছু কিছু মেয়ে দের আভিমান ভাঙ্গাতে ভাঙ্গাতে এক বছর না একটা জিবন পেরিয়ে যাবে, তাও ওরা বুঝবেনা, কোনটা ঠিক আর কোন টা ভুল !
যদি তোমার অভিমান থাকতো না তো,
কখনোই এভাবে না কথা বলে থাকতে না।
এত দিনে আবার ভালো বন্ধু হয়ে যেতাম।

Comments
Post a Comment