Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
ওই Cindrella👩🎨 তোমাকে পুরো Shirley Setia👩🎤 র মত লাগে🌹🍫💖🤗
তুমি জানো পুরো Shirley Setia র মত দেখতে,
খুব কিউট, ওকে আমি Melody Queen বলি,
পেজ বানিয়েছিলাম বিনা কিছু না করেই,
৬৫৬৯ লাইক হয়েছে হাহা।
ও হচ্ছে World Beauty Shirley Setia,
অার তুমি হচ্ছ Bengali Beauty আমার Shirley Setia.
তুমি যেমন খুব মিষ্টি দেখতে, তোমার হাসিটা যেমন খুব মিষ্টি,
ঠিক তেমনি এই সিঙ্গার টারও হাসিটা মিষ্টি,
কিন্তু তোমার হাসি সবার চাইতে মিষ্টি।
তোমার মুখের মিষ্টি হাসি দেখলে মন ভালো হয়ে যায়।
তোমার মিষ্টি হাসি আমার খুশি থাকার ওষুধ,
এখন চোখ বন্ধ করে তোমাকে দেখে,
ওষুধ টা মনে মনে খেয়ে নিই।
নতুন প্রফাইল পিক লাগাও না,
তুমি কেমন আছো এখন কিছুই জানিনা।
ভগবান যেন তোমাকে রোগমুক্ত রাখে।
মনে হয় বকতে আমাকে ভয় করো এখন,
আবার বকলে আবার না কিছু করে ফেলে ভুল কিছু,
না গো অার কিছু করবনা এরকম কিছু,
শুধু মন খারাপ থাকলে এখানে লিখবো,
তোমাকে মেসেজ করবো।
প্লিজ অার ব্লক মেরোনা সত্যি খুবই খারাপ লাগে।
রোজ নিজের একাউন্ট থেকে Sagarika লিখে search করি,
ভাবি যদি আজ আমার মিষ্টি বন্ধু আমাকে আনব্লক করেছে,
অার আমার মিষ্টি বন্ধুর মিষ্টি মুখ টা দেখতে পাই যদি,
কিন্তু সে করিনি, অভিমানের পাহাড় বানিয়েছে আমার জন্য,
কত ভাবে বোঝাচ্ছি, সেদিন একটা গান বানালাম,
দুদিন ধরে বসে বসে কেউ দেখেনি দেখছি।
কেউ বা দেখতো তো মন টা ভালো লাগতো,
মনে হয় যে Thumbnail Pic টা দেখে,
কারুই ভালো লাগেনি শুনতে।
আজ জানিনা কেন মন খারাপের প্রভাব চারদিকে পড়ে,
খাবার খেতে ভালো লাগছিল না,
তাই মা বাবার বৌদির কাছে কথা শুনলাম,
বলছে দেখবো তোমার বউ তোমাকে কেমন খাবার খাওয়ায়,
কি বলবো অার, বউ এটা জানিনা জিবনে আছে কি না,
করোনা টা ভগবান খুব শীঘ্রই চলে যাক।
কোন জায়গায় চলে যাবো কিছু দিনের জন্য,
ঘরে কাউকে বলবোনা কে কোথায় যাচ্ছি,
ভাববে ও নিজের কর্মস্থলে আছে,
শান্তি চাই জিবনে একটু।
বাড়ি আসা মানে সংসারিক জিবনে ঢুকে যাওয়া,
কত কিছু নিয়ম কানন,
আমিও পুজো করি রোজ স্নান করার পর হনুমান চলিশা পড়ি,
সন্ধ্যেতে ধুপ দিই,আবার হনুমান চলিশা পড়ি।
কিন্তু এখানে আরও অনেক কিছু,
যেসব কখনো কখনো ভালো লাগেনা।
যেমন মন্দিরে পুজো হলে কাজ ছেড়ে,
ওখানে বসে থাকতে হবে।
আমি পারিনা,আমার দাদা পারে,করে।
এখন মন্দিরের কাজে কেউ হাত লাগায় না,
কিন্তু দাদা একাই সব করার চেষ্টা করে।
আমার রাগ লাগে,ওকে বলি তো,
বলে,আমিও যদি না বলি,
তো পুজো এসব কি করে হবে।
আমাকে একদিন বলেছিল বসে থাকতে সারা দিন মন্দিরের মধ্যে,
কিন্তু আমার মনে নিজের কাজ করাটাই হচ্ছে আসল পুজো।
ওখানে প্রাসাদের থালা সাজানো,
এসব থেকে নিজের কাজে অগ্রগতি করো,
এমন কাজ করো যাতে অনেক বড় জায়গায় পৌঁছানো যায়,
তখন নিজের গ্রামের জন্য কিছু স্কুল কলেজ,
অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম বানিয়ে দাও,
এটা করলে মনে হয় ঠাকুর বেশি Aashirwad করবে।
জানি মন্দিরের কাজ করলেও পূণ্য হয়,
কিন্তু নিজের কাজ ফেলে রেখে মন্দিরে কাজ করাটা ঠিক নয় মনে হয়।
যারা বড় জায়গায় পৌঁছায়,
তারাকি নিজেদের কে সংসারের
মায়া জালে বন্ধ করে রাখে,
কখনো না!
এসবে থাকলে অার এগোনো যাবে না।
কাল দেখি যদি একটা গুড মর্নিং মেসেজ করতে পারি তো,
ফেসবুক আমার ৪টা একাউন্ট disabled করে দিল বানাতে গিয়ে,
দেখি কাল যদি একটা মেসেজ করতে পারি তো,
একটু মন টা ভালো থাকবে।
Haha যা ইচ্ছে নাম আমি দিই তাই না,
কখনো বলি Cindrella,কখনো বলি Angel,
কখনো আবার বলি Lucky Champ,
কখনো আবার বলি Bengali Cutipie😛
কখনো বলি My Sweet Dear Friend 🥰
আবার আজ তোমাকে বলছি,
Bengali Beauty Shirley Setia।
হা হা, তুমি একটু মুখ ঘুরোবে,একটু রাগবে,
তারপর মনে মনে বলবে অার কটা নাম আমাকে দেবে বলতো।
একদিন বলেছিলে, আমার নাম নেই কি,
Cindrella বলে ডেকোনা,এটা আমি অনেক আগে পেয়েছি।
আমি বলি ও তোমায় Cinderella বলে,
আমি তোমায় Cindrella boli,
নাম টা দেখো ভালো করে,
বলেছিলে মা বাবা আমার কত সাধ করে নাম রেখেছিল Sagarika,
অার তুমি আমাকে যা ইচ্ছা বলো😤,
আমি বলি Sagarika সবাই,
তুমি আমার কাছে আমার Cindrella।
এখন কেউ যদি Cinderella Sagarika লিখে তো,
তোমাকেই পাবে খুঁজে,
হাহা আসল Cinderella Cartoon Movie কে outrank করতে পেরেছি তোমার নামের সাথে🥰।
তোমার একটা পিক ছিল না,
যেটাতে আমি তোমাকে বলতাম,
তুমি একটা আলাদা Sagarika লাগছ।
দাড়িয়ে ছিলে হুম্ বলেছিলে ওটা লাল বাঘ ছিল,
ওটাতে বলেছিলাম যেন Foreigner লাগছে তোমাকে।
তুমি তখন হাসছিলে আমার কথা শুনে।
মন ভালো রাখার একটা উপায়,
লিখে যাই শুধু তোমাকে নিয়ে।
জানি কাজের ক্ষতি হচ্ছে এটাতে,
কিন্তু জিবন এর আগে তো কিছু নয়,
জিবন চলে গেলে কাজ অার কি থাকবে।
তাই যে যা ইচ্ছা বলুক আমাকে,
কাজ চলছে কোন করে,চলুক।
ভগবান কে বিশ্বাস করি,
সব ঠিক হবে একদিন।
তুমি আমাকে বুঝবে একদিন।
আবার আমরা ভালো বন্ধু হবো,
আবার একটু কথা বলবো।
আজ দেখি আবার একটা গান বানাবো যদি পারিত,
সময় লাগে খুব এটা বানাতে,
ছন্দ মিলিয়ে বানানো এত সহজ নয় কিন্তু।
ভালো থেকো, সুস্থ্য থাকো।
ভগবান তোমার সাথে সবসময় থাকবে।
#GodBlessMe #shirleysetia #MelodyQueen #CindrellaMyShirleySetia #aamarcindrella #cinderellastory #bengali #storyoflife #sansar #orphanage #staysafe #StayHomeSaveLives #MyCEO #ImmortalLove

Comments
Post a Comment