Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

শুভ বিজয়া আমার মিষ্টি বন্ধু আমার Cindrella 🌹🍫💍🥻👗👘💃💝 - তোমার এই বন্ধু তোমার পাশে সারাজীবন থাকবে যদিও কখনো তোমাকে সবাই ভুল বুঝে থাকে তো | The Untold Story

 
Subha Bijaya

শুভ বিজয়া আমার মিষ্টি বন্ধু আমার Cindrella 🌹🍫💍🥻👗👘💃💝 - তোমার এই বন্ধু তোমার পাশে সারাজীবন থাকবে যদিও কখনো তোমাকে সবাই ভুল বুঝে থাকে তো | The Untold Story


সুপ্রভাত শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা,
তোমাকে আর তোমার বাড়ির সকল সদস্য কে,
কাকু কাকিমা ভাই আর যারা আছে,
সবাই কে আমার ভালোবাসা আর প্রণাম জানিও।
আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু আমার অ*মিকা,
আমার জীবনের Cinderella❤️,
আমার স্বপ্নের রাজ্যের মিষ্টি সুন্দরী পরী🥰,
আমার চোখে দেখা সরস্বতী দেবী,
আমার Shirley Setia Melody Queen ❤️,
আমার Bangalore Best Drawing Teacher 👩‍🎨
আমার চোখ বন্ধ করলে দেখতে পাওয়া মিষ্টি হাসির সাথে মিষ্টি একটা বউ 🥰,
তুমি সারাদিন ভালো থেকো,
খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
রাধা কৃষ্ণ ভগবান এর ভালোবাসা আর আশীর্বাদে,
ঠাকুর তোমার মন থেকে অভিমান দূর করে,
আমার জন্য ভালোবাসা ভরে দেয় এত যে,
একদিন আমরা সব চাইতে ভালো বন্ধু হবো।❤️❤️❤️

🌄☕🍪🥪🍞🥞🍰🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦💍🥻🎒👜👝💄🎧👩‍🎨🎨❤️
🍱🍚🍛🐟🐣🐤🐥🍗🍗🍗🐓👗🍹
🍿🍩☕🧃👘👓☂️🏘️🚘🏍️🚲💌💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧🏦
🍲🍽️🌭🌮🌯🍜🍝🍟🍥🌹💐💐💐💃❤️🥰🥰🥰😊😊

যখনই লিখতে বসি ভাবি কি লিখবো,
কিন্তু মানুষ যাকে মন দিয়ে ভালোবাসে না,
তার সাথে কোথা থেকে কথা শুরু হয় কেউ জানে না,
একটার পর একটা কথা বলতে থাকে।
জানতো না, এত কথা তাকে সে বলতে পারবে কখনো।
আমিও তোমাকে FB Call, মেসেজ তো নয়,
এখানেই বলি আর নিজের মনের কথা প্রকাশ করি।
জানি এটা তে শুধু আমি বলবো,
আর তুমি শুনবে শুধু।
যদি কখনো মন খারাপ থাকে,
কিছু লিখে দিই,তখন তোমারও মন খারাপ করিয়ে দিই।
আর সেই দিনেই নিজেকে নিজে গালি দিই,
কেন তোমাকে আমি এরকম বললাম।
আমার রাগ ১ দিন সব চাইতে বেশি হলে থাকে,
আমি যাকে ভালোবাসি তাকে কোন দিনও ভুলিনা।
তোমাকেও জানিনা কি করে ভুলবো,
যদি আমার এই হৃদয় টা কেড়ে নেই তো একটা কথাই ওই হৃদয় থেকে বেরোবে,
"I love you my sweet dear best friend A*amika, আমি তোমাকে খুব ভালোবাসি, হলো তো দেড় বছর,
আর কত দিন আমার উপর রেগে থাকবে,
ক্ষমা করবেনা আমাকে তুমি,
আবার ক্ষমা চাইছি,
আর দেখো তোমাকে মেসেজ করে সুপ্রভাত শুভ রাত্রি জানিয়ে বিরক্ত করিনা আর,
সব কিছু এই ডাইরি তে লিখে চলেছি।
আমার সাথে কথা বলো বন্ধু।
আজীবন তোমার ভালো বন্ধু হয়ে তোমার ডান হাত হয়ে থাকবো গো,
যদি কখনো কোন কারনে সবাই তোমাকে ভুল বুঝে, ছেড়ে দেয়(ঠাকুর যেন না হয় কোন দিনও এমনি) তো একটা মেসেজ, কল করিও,মন থেকে ডাক দিও, দেখবে তোমার এই বন্ধুটা তোমার পাশে এসে দাঁড়াবে।"

জানিনা কি লিখবো ভাবলাম, কি লিখছি এখন।
ওগো ভগবানের কৃপায় Internet এর এই ইন্দ্রজালে,
তোমার নতুন নতুন পোস্ট Google uncle এর কাছ থেকে দেখতে পাই রোজ।
ধন্যবাদ তোমাদেরকে।

ওগো এখন যেমন লিখছি না রোজ,
তেমনি একদিন রোজ একটা করে তোমার ছবি এঁকে,
তোমাকে উপহার হিসাবে দেবো🥰।

ওগো আর দুটো মাস আছে হাতে,
টার্গেট পূরণ এর ধারে কাছে পৌঁছায়নি এখনও।
সময় কম, কিন্তু করতে হবে।
ওগো এখনও পেমেন্ট নেওয়া হয় নি।
২-২.৫০ লাখ টাকা বাকি আছে পেতে clients দের কাছ থেকে,
তার সাথে ওই বড়কি ম্যানেজার এর কাছ থেকে ৩০-৪০ হাজার টাকা পাবো,
ভেবেছিলাম নেব না, কিন্তু টাকা দরকার আছে।

ওগো আজ বিজয়া দশমী,
কাল ভোর ৪টে ১০ এর দিকে ঘুমোলাম।
সকালেই প্রায় ৬ টা ৫০ এ ঘুম ভাঙাতে হলো দাদার call এ,
উঠে আজ দোকান খুলে দোকান পেড়ে,
স্নান করে ঘট বিসর্জন দিতে গেলাম পুকুরে।
ভেবেছিলাম খালি খালি থাকবে,
কিন্তু যেন লাগলো উল্টো টা,
সবাই বেড়িয়ে পড়েছে, যেন লাগছে,
The sea of heads, মনেই হচ্ছে না,।কোন করোনা এসব কিছু হয়েছে।

বিসর্জন দিয়ে শান্তির জল মাথায় নিয়ে,
পূজো শেষ করলাম আজ।

ওই বন্ধু টাকে ব্লগ লিখতে শিখালাম।
ও অনেকদিন থেকে বলছিল,
মেয়েদের নিয়ে কিছু লিখতে চাই।
কিভাবে বানাতে হবে, বল তো।
আমি বললাম, বানিয়ে দিলাম।
কিন্তু তাও কোন অসুবিধা হচ্ছিল।
কাল বললাম, একটু ব্যস্ত আছি, পড়ে দেখছি।
আজ মেসেজ করে একটা ব্লগ বানিয়ে তার site link পাঠিয়ে বলছে,
দেখ কেমন হয়েছে!
আমি বললাম, "Very good.
Keep it up, খুব লিখতে থাক।
যে ব্লক করছে করতে দে, ভালোবাসা তে সবসময় মনের মানুষ কে কেউ ব্লক করেনা। তুই লিখতে থাক, দেখবি ভালো লাগবে। নেশা হয়ে যাবে।
মন খারাপ জিনিস থেকে দূরে থাকবে।"

তোমাকেও ওই রিয়া আদক একাউন্ট থেকে বলেছিলাম,
কিভাবে ব্লগ বানাতে হয়।
জানিনা তুমি বানিয়েছ কি না!
মন বলছে, তুমি বানাও নি।
শুধু ইউটিউব এ করেছ।

কাল রাত প্রায় ৪ টা পর্যন্ত শুধু Aamar Cindrella ব্লগ টা কে সাজা ছিলাম।
প্রায় ৩৫০ পোস্ট আছে, টাও Google এ, ১৮ টা পোস্ট দেখায়,
ওটায় যেন সব গুলো google এ index pay,
সেই জন্য সারা রাত ধরে ওর পিছনে সময় দিচ্ছিলাম।

পূজো পূজো আসবে এটাই ভালো,
যখন এসে যায়, কিভাবে দিন গুলো পেরিয়ে যায়,
বুঝতেই পারা যায়না।

তোমার মিষ্টি মুখটা কাল দেখতে পেলাম,
উফ্ কি সুন্দর লাগছিল তোমাকে।
কি করবো সামনে, মেসেজে বলতে তো পারছিনা।
এখানেই বলি, সত্যি দারুণ লাগছিল।
কি সুন্দর আলতা লাগিয়ে ছিলে, যেন কোন অ্যাকট্রেস এর মত লাগছিল তোমাকে।

ওগো এত ভালোবাসি যে, ভাষায় প্রকাশ করতে পারবো না,
শুধু এই ব্লগ ডাইরি তে রোজ লিখে যাই।

ভাবছি এবারে বেশি মানুষ রাখবো না,
কম জন কে কাজ দেবো,
কিন্তু দেখে নেবো যারা বেস্ট তারাই যেন থাকে যেন।
Clients দের কাছ থেকে কথা যেন না শুনতে হয়।
ভাবছি এটাই ঠিক হবে।
কাজ বাড়াতে হবে, রুম টা মোটামুটি হয়ে গেছে।
দেখি এখনও ১ সপ্তাহ লাগবে পুরোপুরি কমপ্লিট হতে।

ওগো নতুন প্রোফাইল পিক লাগাও না গো,
তোমার মিষ্টি মুখ দেখেই মন ভালো রাখি।
আমি জানি তুমি বুঝ এই ছেলেটা তোমাকে অন্ধের মতো ভালোবাসে,
ওকে বকো, ভয় দেখাও তাও সে তোমাকে ভালোবাসতে ছাড়বে না।
আমি তো তোমার কাছে শুধু ২ মিনিট চাই সারা দিনের মধ্যে,
তুমি আমাকে সেটা কবে দেবে জানিনা।

ওই চোখ বন্ধ করে তোমাকে রোজ দেখি,
তোমার সাথে কথা বলি,
আমার ভালোবাসা জানাই তোমায়।
এর চাইতে বেশি তো আর কিছু পারছিনা এখন আর।
দেখি রাধা কৃষ্ণ ভগবান এর কবে আমার উপর মায়া হবে,
আর ঠাকুর সব ঠিক করবে।
এই আশা তেই বসে আছি আর লিখে চলেছি একটার পর একটা পাতা।

শুনলাম কাকিমার শরীর একটু ভালো আছে ভগবানের কৃপায়,
দেখি এক দু দিনের মধ্যে সব ঠিক হয়ে বাড়ি ফিরে আসবে।
প্রচুর খরচা হলো ২-৩লাখ টাকার মত,
দেখি সব ঠিক হলে ঠাকুর সব ঠিক করবে।

টাকা তো আসবে যাবে,
কিন্তু মানুষ চলে গেলে ফিরিপাওয়া  যায় না আবার।

হাতে দুই মাস ৪ দিন সময়,
আমার টার্গেট এর ধারে কাছে নেই এখনও।
প্রচুর খাটার আছে।
টার্গেট না কমপ্লিট করতে পারলে,
আমি যে তোমাকে হারিয়ে ফেলবো।
রাধা কৃষ্ণ ভগবান টার্গেট কমপ্লিট করতে সাহায্য করো প্রভু।
সবার মঙ্গল করো, আমাকেও একটু দেখো।
Aamar Cindrella অ*মিকার মত একটা মিষ্টি বউ,
জিবনে এনে দাও ঠাকুর জলদি করে।
যাকে আমি ওর মতই ভালোবাসি,
শ্রদ্ধা করি, পূজো করি।
যেমন অ*মিকা কে দেখলে মন শান্ত হয়ে যায়,
যেন আমার সেই বউ টাকে দেখলেও যেন মন শান্ত হয়ে যায়,
যেন মনে হয় সারাদিন তাকে দেখতে থাকি।
না চাই না বড় লোক, একটা সাধারণ মধ্য বিত্ত ঘরের হলেই হলো,
না চাই না কোন পণ না কোন কিছুই,
চাই আমার মিষ্টি Cindrella এর মত মিষ্টি হাসির একটা বউ,
যে আমাকে খুব ভালোবাসে, বুঝে,
ভুল যেন আমাকে কোন দিনও না বুঝে।

চলো পরে লিখবো আবার,
রাধা কৃষ্ণ ভগবান আমার Cindrella A*amika কে ভালো রেখো সুস্থ রেখো সারা জিবন,
ওর ভাইরাল ফিভার এসব যেন আর না হয় কোন দিনও।
ও রোজ ছবি আঁকে, ওর হৃদয়ে আমার জন্য একটু ভালোবাসা বানিয়ে দাও,
যাতে সে আমাকে মেসেজ করে, fb call করে,
আর আমরা যেন Best Friends Forever হয়ে থাকি।
জানিনা কেন চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়ছে,
সত্যি কি এটাকেই বলে Turu Love ❤️❤️❤️,
আর ও লিখলে নিজে ভালো থাকবো না আবার,
তোমার স্মৃতি মনে করতে করতে তোমার মত মাথায় লাগবে আবার।
এখানে আজ কলমের নিপ ভাংলাম।

ভালো থেকো, খুশিতে থেকো,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে,
খুব বড় হও আমার মিষ্টি স্বপ্নের পরী ❤️।

#aamarcindrella #bestfriendshipstory #SubhaBijaya #শুভবিজয়া #দুর্গা  #durgapuja2020 #neverfearyourfriendishere #iloveyouforeverandever #mysweetheart

Comments

Popular posts from this blog

আমার অজানা অচেনা মিষ্টি Cyndrella

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story

Munna Bhai MBBS এ Bapu Mahatma Gandhi র মত, যেন আমি তোমাকে দেখতে পাই চোখ বন্ধ করলেই 🥰😊🤗 | AamarCindrella 🌹🍫💝 | The untold story সুপ্রভাত আমার মিষ্টি কষ্ট সহিষ্ণু পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু, আমার জীবনের Cindrella 💖, আমার সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️🤗, আমার Bangalore Best Art Teacher, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো সারাদিন। তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে, তুমি খুব বড় হও, রাধা কৃষ্ণের ভালোবাসা আর আশীর্বাদে আমরা আবার যেন ভালো বন্ধু হই 😊🥰। 🌄☕🍪🍰🥯🥣🥪🍳🥻🧃🍱🍚🍛🐣🐥🍗🍗🍗🐟👗💍⌚☂️🎧🍹🍿🍩🍪🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦🍡🏘️🚖🚘🏍️🚲🚴‍♀️💸💸💸💷💶💵💴💳💲💹💱💰🏧💌🌹💐💐💐🍲🌭🌯🍜🍝🍟🍕🍕🍕👩‍❤️‍👨👘💃👠👛👜👝💝🥰🥰🥰😊😊😊❤️ অনেক দিন পর এভাবে লিখলাম, এটা লিখলে মুখে একটা হাল্কা হাসি এসে যায়, মনে হয় আমি তোমাকে সত্যি কারের এভাবে দিয়েছি, আর তুমি বলছো, বাব্বা এতো কিছু, এতো ভালোবাসো আমায় তুমি, আমি বলি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি গো। তুমি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছো। জানিনা আবার কবে দেখা হবে, যেমন Mun...