Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
![]() |
| সে যে বসে আছে একা একা |
=====================
সে যে বসে আছে একা একা,
সে যে আমার বন্ধু অ*মিকা👸
সে যে চেয়ে থাকে সমুদ্রের দিগন্তে,
যেন স্বপ্ন গুলোকে চোখের সামনে ভেসে উঠতে🏩🚘💏
সে যে চেয়ে থাকে জানালার ধারে💭,
যেন নতুন স্বপ্নকে বুনতে।
সে যে ব্যস্ত আজ ছবি আঁকতে,
যেন মনের কথা গুলো ছবিতে ভাসিয়ে তুলতে👩🎨।
সে যে নিজেকে দেখে কখনো কখনো নতুন বউ হিসেবে👰,
সিঁথিতে লিপস্টিক নিয়ে নিজেকে সাজিয়ে তুলতে🥰
আর নিজের মন কে খুশিতে ভরিয়ে রাখতে😊
সে যে খুঁজতে থাকে নিজেকে শিশুদের মধ্যে,
তাই ছোট বাচ্চা হয়ে নিজেকে খুশি রাখে🤗
তার মন যে খুব সুন্দর সরল,
তার ব্যবহারেতে তা বোঝা যায় 🥰
সে যে সারা জিবন ভালো থাকে,
আর মুখের মিষ্টি হাসি নিয়ে খুশিতে থাকে 😊

Comments
Post a Comment