Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
চোখ টা এমন লাল হয়ে গেছে, যেন সবাই বলবে এর করোনা হয়েছে😅
সারা রাত আজ চোখ টা ভিজে রইলো,আজ আবার তোমাকে বোঝাতে গেলাম।
কত ভাবে বোঝালাম, কিন্তু
একটা রিপ্লাই ও করলেনা তুমি গো।
ব্লক ও মারলেনা আর,
মনে হয় তোমার খারাপ লেগেছে।
বন্ধু আমার অ*মিকা তোমার মন খারাপ,
কোনদিনও করতে চাইনি গো।
সব সময় তোমার মুখে মিষ্টি হাসি দেখতে চাই।
ভগবান যেন সারা জীবন তোমার মুখে
মিষ্টি হাসি টা বানিয়ে রাখে।
এখন বাজছে রাত ৩টে ৪৩ ,
এখন যদি কেউ ঘরে এসে দেখে,
তো সবাই ভাববে আমার শরীর খারাপ,
করোনা হয়ে গেছে মনে হয় এর।
এমন চোখটা লাল হয়ে গেছে চোখের জল ফেলে।
আমার Cindrella অ*মিকা❣️
জানিনা রাধা কৃষ্ণ ভগবান আমার
আর কত দিন এভাবে পরীক্ষা নেবে।
কতদিন চোখ টা ভিজিয়ে রাখবে।
জানি কষ্টের পরেই সুখ আসে,
আমিও তাই ২০১৯ এর ২১ আগস্ট থেকে,
কষ্ট টাকে হাসি মুখে বরণ করে চলেছি।
জানি একদিন জিবনে আমারও সুখ আসবে,
কিন্তু জানিনা কবে আসবে।
ও অ*মিকা আমি তোমাকে খুব মিস করছি গো,
আমার সাথে ২ মিনিট একটু কথা বলোগো।
মরে যাচ্ছি আমিগো ,
তোমার সাথে না কথা বলে।
কাজ থেকেও কাজে মন নেই আমার গো।
শুধু তোমাকেই ভাবি সারাদিন,সারা রাত।
ও রাধা কৃষ্ণ ভগবান আমার মিষ্টি বন্ধু অ*মিকার হৃদয়ে
একটু বন্ধুত্বের ভালোবাসাটা জাগিয়ে দাওনা।
সারা জিবন আমি ওকে খুশিতে রাখার চেষ্টা করবো।
ওর চোখে জল কোন দিনও আসতে দেবনা।
সারা জিবন ওর মুখে মিষ্টি হাসি বানিয়ে রাখবো,
একটা ভালো বন্ধু হয়ে।

Comments
Post a Comment