Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
বন্ধুটার চোখ টা ভিজিয়ে দিলে আজও তুমি বন্ধু অ*মিকা 👩🎨😔
ভাবলাম আর ব্লক মারবেনা,কিন্তু আবার মেরে দিলে,
শুধু তো দেখতাম ,লাইক করতাম,
তোমার ভিডিও গুলো প্রশংসা করতাম,
কিন্তু তাও তোমার অভিমান ভাঙতে পারলামনা😔
জানো যে ব্লক করলে, বন্ধুটার চোখ টা ভিজে যায়,
তাও ব্লক করে দাও।
আজ লিখতে লিখতে ব্লক মেরে দিলে।
আর কি বলি তোমায়।
জানিনা কত দিন আর লাগবে তোমাকে বোঝাতে,
একটা বন্ধু নিজের একটা ভুলের জন্য
এতো বার ক্ষমা চাইলো,
কিন্তু তুমি তাকে ব্লক মেরে মেরে
বন্ধুটার মাইন্ড টা ব্লক করে দিচ্ছ।
আমার Cindrella অ*মিকা❣️
কি চাই আমি তোমার কাছ থেকে,
শুধু সব কিছু ঠিক করতে,
আবার ভালো বন্ধু হই,
সবার সাথে ভালো বন্ধু হয়ে থাকতে চাই।
এটাও কি সম্ভব নয়??
তোমারও তো সু*রের সাথে ভুল বোঝাবুঝি হয় কখনো কখনো,
তুমি কি ক্ষমা করোনা?
আবার তো সব ঠিক করতো।
তাহলে আমার উপর কেন এত রাগ আছে?
কত করে একাউন্ট গুলো বানাচ্ছি তুমি জানো?
টাকা লাগিয়ে ফেসবুকএকাউন্ট কিনতে হচ্ছে কখনো কখনো,
কি করবো,না ভুলতে পারছি, না তুমি আমাকে বুঝছো।বোঝানোর চেষ্টা করছি কিন্তু তুমি রেগেই যাচ্ছ শুধু।
একবার একটু ভালো করে কথা বলে দেখো,
সব ঠিক করে দেবো বন্ধু।
ইচ্ছে হয় তোমাকে ডাইরেক্ট call করি,
কিন্তু তুমি আমাকে আরো খারাপ ভাববে ,
তাই call করিনি কখনো।
আর একাউন্ট কিনেও মেসেজ করলেও
তুমি আর দেখো না,
তাহলে আর কি করে বোঝাবো,
তাই আজ তোমার tiktok এই,
কমেন্ট করতে বাধ্য করলে।
Sorry, এখানে লিখতে চাইনি,
কিন্তু তোমাকে একটু বোঝাতে,
সব ঠিক করতে কমেন্ট করতে বাধ্য করলে।
ক্ষমা করে দিও বন্ধু 😔🙏
পারতো একটু কথা বলো।
মন একটুও ভালো নেই,
আমাকে একবার বুঝো।
ভালো থেকো।
ভগবান তোমাকে সারা জিবন খুশিতে রাখে,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
ভগবান তোমার সব স্বপ্ন যেন পূর্ণ করে একদিন।।
#joydeepa*amika #friendshipstory #aamarcinderella #cinderellastory2019 #missyou #bestfriendsforever #maafkardo #godhelpme #aboyiscryingforagirl #tosavethefriendship #bangalorebestdrawingteacher

Comments
Post a Comment