Skip to main content

Posts

Showing posts from March, 2020

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

একদিনে পর পর আমার তিনটে একাউন্ট ব্লক মেরেও তোমার মন ভালো করতে পারলামনা অ*মিকা👩‍🎨😭

একদিন এ পর পর আমার তিন টে একাউন্ট ব্লক মেরেও তোমার মন ভালো করতে পারলামনা অ*মিকা👩‍🎨😭 ====================================== আজ একদিন এ পর পর আমার তিনটে একাউন্ট ব্লক মেরেও, তোমার মন ভালো করতে পারলামনা অ*মিকা। দু:খ থাকবে সারা জীবন এটাই আমার। একটা বন্ধু তোমার প্রশংসা করে রোজ, তাও তাকে রোজ ব্লক মেরে দাও গো, একটুও মনে হয়না, ও আমার ভালো চাই, ও আমার ভালোর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে, একটু কথা বলি ওর সাথে? একটা বন্ধু একটা ভুল বোঝাবুঝি ঠিক করতে রোজ তোমাকে বুঝিয়ে চলে, ক্ষমা চাই গত আট মাস ধরে রোজ, তোমার সবসময় care করে, তাও তাকে ব্লক মেরে চলো রোজ। জানো মন টা কতটা খারাপ হয়, যখন একাউন্ট টা দেখতে পাইনি তো। দুদিন বালিশ টা ভিজেনি, তোমার ভিডিও দেখে খুশি ছিলাম। তুমিও আমার কমেন্টে লাইক করেছিলে, ভাবলাম রাধা কৃষ্ণ ভগবান এবারে সব ঠিক করবে, কিন্তু আজ আবার চোখ টা ভিজিয়ে দিলে গো। সারাদিন মন এত খারাপ যে, আমার কাজের মধ্যে খুব খারাপ ভাবে effect পড়েছে। আমার Cindrella অ*মিকা❣️ জানি আবার ব্লক মারবে, আর কি করি তুমি ইনবক্স এ মেসেজ গুলো দেখনা, না একবারও বুঝার চেষ্টা করছো, ত...

চাই তোমার বন্ধুত্ব 👨‍💻👩‍🎨কে গিফ্ট 💝 হিসাবে আমার জন্মদিনে🎂 অ*মিকা 👩‍🎨

চাই তোমার বন্ধুত্ব কে গিফ্ট 💝 হিসাবে আমার জন্মদিনে 🎂 আজ আমার জন্মদিন, কেউ নেই যে একটা call করে উইশ করবে, ভাবলাম এবারে বড় রেস্টুরেন্টে গিয়ে আমার দুটো ম্যানেজারকে পার্টি দেবো। কিন্তু এই করোনা ভাইরাস যেন কোন কথাই শুনেনা। ঘরের মধ্যে বন্দি গত ১০ দিন ধরে। মন টা দু দিন ধরে খুব আপসেট, তুমি মেসেজ গুলো দেখছনা। আর রোজ রোজ কত একাউন্ট বানাবো। ভাবলাম আমার লাইক কমেন্ট এ একটু যদি মন ভালো থাকে, কে জানে আবার তোমার একাউন্ট টা দেখতে পাবনা। আজ আবার একটা একাউন্ট বানালাম, আজ তুমি কত সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছ, জয় মাতাদির কি সুন্দর ছবিটা এঁকেছ, খুব সুন্দরগো বানিয়েছ ওটা। বাচ্চা সেজে আবার একটা বানিয়েছ, হে হে কি মুখের অ্যাক্টিং, সেরকম চোখ গুলোকে ঘুরিয়ে, ওটা দেখে এত হাসলাম কি আর বলি তোমায়, কত creative তুমি গো, সত্যি পারো তুমি করতে🙈😅 ওই বন্ধু অ*মিকা আজ আমার জন্মদিন, আমার সাথে একটু কথা বলোনা। গিফট হিসেবে তোমার বন্ধুত্ব কে দাও। ক্ষমা করো এই বন্ধু টাকে, আবার আমরা ভালো বন্ধু হই। তোমাকে সারা দিন খুশিতে রাখবো বন্ধু, এই বন্ধু টাকে একটা সুযোগ দাও। আর ব্লক মেরোনা আবার। সব ঠি...

ও করোনা, তুমি চলে যাও না🙏

ও করোনা, তুমি চলে যাও না🙏 ======================== ও করোনা, তুমি চলে যাও না, তোমার জন্য থাকতে হচ্ছে আমাকে ঘরে, ঘরে থাকা মানেই, নেই কাজ তো খই ভাজ, সারাদিন শুধু মনে করতে থাকি তাকে, যাকে ভোলা আমার কাছে হয়ে উঠেছে অসম্ভব । না পারছি ওকে বোঝাতে, না সে বুঝছে একটাও আমার কথা। কিভাবে আর বোঝাবো করোনা, ও করোনা তাকে গিয়ে বোঝাও না, তার এই বন্ধু টা তাকে কত মিস করে, কিন্তু তাকে ছুঁয়না কিন্তু, না আমি কোনো দিন ছুঁয়েছি তাকে, সে আমার সব চেয়ে ভালো বন্ধু। শুধু তার ভালোবাসার মানুষের অধিকার তাকে ছুঁয়ার। আমার Cindrella অ*মিকা❣️ ওকে সবাই ভালো রেখো, সুস্থ্য রেখো, ওর মুখে সব সময় হাসি ফুটিয়ে রেখো। ও করোনা ঘরে বসে বসে না করতে পারছি কাজ,  মাথায় যেন পড়ছে আমার বাজ। ও করোনা তুমি চলে যাও না, কত মানুষ দিন আনে দিন খায়, তোমার জন্য তাদের জুটেনা একবেলা খাবার, মরছে তারা অনাহারে, ছোট ছোট বাচ্চা গুলোর চোখ ভিজছে চোখের জলে। ও করোনা তুমি চলে যাও না, হাজার হাজার মানুষ মরে চলেছে রোজ, সরকার ও যেন তাদের পারছেনা রাখতে খোঁজ। ও করোনা, তুমি চলে যাও না, ও করোনা আমার জিবনে এরকমই আছে কষ্ট,...

Dhadkan ye kehti hai dil tere bin dhadke na

Dhadkan ye kehti hai dil tere bin dhadke na I am missing you dear, my beautiful angel missing you yaar... Sorry yaar,maaf krde... Gussa chodho,thoda pyar kro yaar.. My Best friend অ*মিকা 👩‍🎨💝🌹🍫🍫🍫 https://aamarcindrella.blogspot.com/

আমার ৩২ মিনিটের রেকর্ড শুনে তুমি তো আবার tiktok করা শুরু করলে🥰

আমার ৩২ মিনিটের রেকর্ড শুনে তুমি তো আবার tiktok করা শুরু করলে🥰 =================================== ৩২ মিনিট চোখের জলের রেকর্ড শুনেও, তুমি আমাকে তো বুঝলেনা, কিন্তু একটা কথা শুনলে আবার tiktok করা শুরু করলে, ভালো লাগলো। আমি তোমার ভালই চেয়েছি সবসময়, কিন্তু তুমি বুঝলেনা কোন দিনও। তুমি আবার দুটো মিষ্টি ফটো দিয়েছ, কি মিষ্টি সুন্দর লাগছ বোঝাতে পারবোনা👌🥰 কতবার দেখলাম জানিনা😛 তোমার বন্ধু স্ব*প  ও যেন তোমার প্রেমে পাগল হয়ে গেছে, দেখেই বুঝতে পারলাম😅😅😅 কিন্তু তুমি তো সু*র এর জন্য পাগল। দশ বছরের ভালোবাসা কি করে ভোলা যায়, ভুল তো হয়,কিন্তু কথা না বলা ঠিক নয় গো। তোমার Tiktok গুলোতে বুড়ো দাদুর সাথে ভালই অ্যাক্টিং করেছ😂😂😂 খুব হাসি পেলো দেখে ওটা, একটা ছোট্ট বাচ্চাকে শিখাচ্ছ, করোনা ভাইরাস আর স্যানিটাইজার ইউজ খুব সুন্দর ওটা, মন টা কাজ করছেনা,কিছু ভালো লাগছেনা, তুমিও বুঝছো না, আমার উপর রেগেই আছো। কি ভাবে বোঝাবো গো। আমার একটা ভুলের জন্য কথা বলছনা, মন টা কি খারাপ আছে, কিভাবে বোঝাবো তোমাকে। আমার চোখের জলের রেকর্ড  শুনেও তুমি বুঝলেনা, আমি কি ভাবে...

আমার ৩২ মিনিট চোখের জলের রেকর্ড শুনেও তুমি আমাকে বুঝলেনা গো বন্ধু আমার অ*মিকা😔

আমার ৩২ মিনিট চোখের জলের রেকর্ড শুনেও তুমি আমাকে বুঝলেনা গো বন্ধু  আমার অ*মিকা😔 ========================== ভাবলাম আজ রাধা কৃষ্ণ ভগবান সব ঠিক করবে, আবার তোমাকে বোঝাতে আরেক টা একাউন্ট থেকে মেসেজ করলাম, আজ আমার ৩২ মিনিট চোখের জলের রেকর্ড শুনেও, তুমি ব্লক করে দিলেগো আবার বন্ধু। আমি আর কি ভাবে তোমাকে বোঝাবো গো। আমার চোখের জল দেখেও তুমি একবারও আমাকে বুঝতে পারলেনাগো, ভাবলাম তুমি আজ থেকে আবার সব ঠিক করবে, কিন্তু কে জানত, আবার আমাকে নতুন একাউন্ট বানিয়ে তোমাকে বোঝাতে হবে। ৩২ মিনিট ধরে বোঝালাম, "ও অ*মিকা ভুল হয়েছে, ক্ষমা করে দাও এই বন্ধুটাকে" কিন্তু তুমি আর বুঝলেনা। রেকর্ডিং গুলো শুনতে শুনতে দিলে আবার ব্লক করে, আজ না খেয়েছি, না কিছু কাজ করতে পেরেছি। শুয়ে আছি না খেয়ে কাল রাতের পর থেকে, মন টা খুব খারাপ গো। কি ভাবে বলি জানিনা😭 কারু জন্য এতটা কাঁদিনি যতটা শুধু তোমার বন্ধুত্ব ফিরে পেতে রোজ চোখের জল ফেলেছি। না তোমাকে ভুলতে পারছি, না তুমি আমাকে বুঝতে পারছ। কি ভাবে তোমার মুখে খুশি আনবো গো, কি ভাবে তোমার মিষ্টি মুখ টা আবার দেখতে পাবো গো। কিসের অভিশাপ পেয়েছি আমি জানিনা, এই অভিশাপ এ কতদিন...

ওই আমার মিষ্টি বন্ধু অ*মিকা,এবারে তো সব ঠিক করো🙏( A poem where best friend name lies)

  ওই আমার মিষ্টি বন্ধু অ*মিকা,এবারে তো সব ঠিক করো🙏 ====================================== অ নেক গুলো দিন পেরিয়ে গেল, ৭-৮টা মাস, না তুমি ভালো আছো, না আমি ভালো আছি। মি স করছি কতো তোমায় কিভাবে বোঝাবো! কা লো মেঘ যেন মাথার উপর থেকে যেতেই চাইনা। আ মার ভুল ক্ষমা করো আমার মিষ্টি বন্ধু, দ য়া করো এই বন্ধুটার উপর একটু গো🙏 ক ত দিন কষ্ট দেবে না কথা বলে, জানিনা আমি😔 তোমার নামের প্রথম অক্ষর দিয়ে আবার একটা কবিতা লিখলাম,  কবে তুমি আমাকে বুঝবে আর কবে রাধা কৃষ্ণ ভগবান  আবার সব ঠিক করবে,শুধু তিনি জানেন।

Mummyne kahaa betaa kabhi koyi ladkike samne khudko chotaa naa karnaa🙂

Mummyne kahaa betaa kabhi koyi ladkike samne khudko chotaa naa karnaa🙂 ======================== Mummy ne kahaa, beta aapne ko kabhi kisike samne chotaa mat krnaa, Aapna dignity banaake rakhna. Pataa nhi yeh jo Maa hoteehay, Unko  aapne Bache ki Dil ki baat kayse pataa chal jaatahay, Isliye Maa to Maa hi hotaahay❤️ Mein khamos raha aur bolaa, Tumhara beta simple hay,stupid hay,naa samajh hay Par kisike samne khudko chotaa nhi krtahay. Mummy ko kayse batayu mein life mein bas ek ladki ki friendship paane ke liye khudke najro mein khudko chota krliyahu😔 Mein sochtahu ki duniya mein Jo tumhara sabse khaas friend ban jaaye, Agar kuch misunderstanding hobhi jaaye to, Khudko chota krlo sirf woh dost ke samne,  Par dosti naa tootni chahiye. Mummy ne bolaa Tere life mein koyi hay to bataa, Meine kahaan, mere life ki dictionary mein sirf kora kagaj hay, Jisko rangeen krne ke liye koyi nhi banaa hay. Akela hu,akela hi rahunga, Jabtaknaa koyi ek aachasa dost mil...

আমার কোন বন্ধু তোমাকে কখনো কিছু indirect বলেছে তো আমি ক্ষমা চাইছি গো অ*মিকা🙏🙏🙏

আমি জানিনা আমার কোন বন্ধু তোমাকে indirect আমাদের ব্যাপারে বলে তোমাকে ছোটো করেছে 😔 আমি কখনো তোমাকে ছোটো করতে চাইনি গো আমার সবচেয়ে প্রিয় বন্ধু অ*মিকা। যদি কেউ তোমাকে বলেছে তো আমি তার পক্ষ থেকে নিজে ক্ষমা চাইছি🙏 আর আমি কিভাবে বোঝাবো, আজ কেউ বোঝালাম, আবার মারলে ব্লক বন্ধু🥺 ভাবলাম রাধা কৃষ্ণ ভগবান এবারে সব ঠিক করে দেবে। কিন্তু তুমি যে এত টা রেগে থাকবে কে জানে। তুমি বলছো আমি রেগে নেই,আমরা বন্ধু আছি তাহলে বন্ধু কে কেন ব্লক করবে গো😭😭😭 একটা ছেলে কখনো কাঁদেনা,তার চোখের জল তখনি পড়ে, যখন সেই মেয়েটা তার জিবনে সবচাইতে বেশি বড় হয়ে উঠে😭 আমি শুধু তোমার বন্ধুত্ব চাই,এটার জন্য ২১ আগস্ট থেকে নিজেকে নিজে কষ্ট দিয়ে চলেছি। কতবার বলেছি যতদিন না তুমি আমার সাথে আগের মত একটা বন্ধুর মতো কথা বলবে,আমি নিজেকে ক্ষমা করব না। আজকেও বোঝালাম। ভাবলাম রাধা কৃষ্ণ আমার পরীক্ষা আর নেবেনা। কে জানতো তোমাকে আর ওই একাউন্ট থেকে মেসেজ করতেও পারবোনা আবার। আমাকে আবার নতুন একাউন্ট বানাতে হবে। চোখ টা ভিজে যাচ্ছে জলে🥺, কি করবো অ*মিকা একটা ভুলের জন্য,কতদিন শাস্তি দেবে আমাকে গো। আমি তোমাকে নিজের জীবনের চাইতে বেশি ভা...

Missing you my Cindrella A*amika 👸 When I close my eyes,I saw your face

Missing you my Cindrella A*amika 👸 When I close my eyes,I saw your face Tu loat aa yun na sataa Yeh dil tujhe bhul na saka Roya bhi tere ishq mein Hasna bhi tere ishq mein Ek vaari mujhe Tu bhi pyaar kar Ek vaari mujhe Tu bhi yaad kar Ehsaas tujhe bhi Mere pyar ka hoga Intazaar tujhe bhi Tere yaar ka hoga Paas kabhi toh Mere aaoge Saath mera bhi Tum nibhaoge Aas yahin lekar Main aaj jee raha Tere pyaar ko baar Baar main khat likh raha আমার Cindrella অ*মিকা❣️ Missing you my Cindrella A*mika👸🌹💝🍫🍫🍫When I closed my eyes,I saw your face... How could I forget you? God help us to be good friends again 🙏🙏🙏 #missyou #behappy #keepsmiling #takecare #sorry #joydeepa*mika #friendshipstory #bestfriendquotes #bestfriends #friendshipsong #romanticsong #art #penart #artist #honeysingh #royabhitereishqmein #joydeepkicindrella #myangel #a*amika*ak #comebackdear  #godblessus

আমার জন্য তুমি Facebook Account Deactivate করলে😔, কখনোই চাইনি আমি, তোমার শুধু খুশি চেয়েছিলাম💝🍫

আমার জন্য তুমি Facebook Account Deactivate করলে, কখনোই চাইনি আমি, তোমার শুধু খুশি চেয়েছিলাম ======================================= হে Cindrella আমি কখনো চাইনি, আমার জন্য ফেসবুক একাউন্ট তুমি deactivate করবে। আমি তো তোমার মুখে হাসি দেখতেই চাইছিলাম। আমাকে ক্ষমা করে দাওগো। আর মেসেজ ও করবনা তোমাকে। ভাবলাম রাধা কৃষ্ণের আশীর্বাদে একদিন তুমি আমাকে বুঝবে, কিন্তু আমার জন্য একাউন্ট deactivate করবে, সত্যি খুব খারাপ লাগছে, অফিসে বসে আছি,চোখ টা ভিজে যাচ্ছে। রাধা কৃষ্ণ ভগবান প্লিজ সব ঠিক করো। ভুল মানুষের হয়,আমি একবার ভুল করলাম, হাজার বার ক্ষমা চাইলাম, কিন্তু মন খারাপ থাকলে আবার কিছু বলেছি, যেটা তোমাকে কোন দিনও বলতে চাইনি গো। হে রাধা কৃষ্ণ ভগবান আমার Cindrella অ*মিকা কে শক্তি দাও, সাহস দাও,ওকে খুশিতে রেখো সারা জিবন। ওর মুখে হাসি দেখেই আমি সারাজীবন নিজেকে খুশি রাখবো। আমার মন খুব খারাপগো, তোমাকে অন্য কোন একাউন্ট থেকেও দেখতে পাচ্ছিনা। ওই বন্ধু ঠিক আছে, ভুল করেছি। শাস্তি দাও,মাথা পেতে সইবো। যাই বা শাস্তি দাও,কিন্তু আমার জন্য তুমি তোমার প্রাণের Tiktok আর ফেসবুক একাউন্ট deacti...

ভগবান আমাদের জিবনে খুশি নিয়ে এসো,আবার আমরা যেন ভালো বন্ধু হই 👨‍💻👩‍🎨🤗

ভগবান আমাদের জিবনে খুশি নিয়ে এসো,আবার আমরা যেন ভালো বন্ধু হই 👨‍💻👩‍🎨🤗 ====================================== ভুল সবার কার হয়, ঠিক করেও ছিলাম। এক মাস ঠিক ছিল, কিন্তু তার পর চলে গেলে না বলে। আমি ক্ষমা চাইলাম, একবার না হাজার বার কিন্তু আমাকে একটা সুযোগ দিলেনা। কত ভাবে বোঝালাম, ও অ*মিকা sorry, ক্ষমা করে দাও। আমরা তো ভালো বন্ধু না, তাও কেন বুঝলেনা গো। একটা ভুলের জায়গায় আবার অনেক ভুল করলাম, তোমার মন খারাপ করলাম, নিজেকে কষ্ট দিয়ে চললাম দিনের পর দিন, তোমার মন খুশি করতে গিয়ে। কি বলবো আর, যদি রাগ থাকে তো, যা ইচ্ছে বলে নাও,মেরে নাও, তাও এরকম চুপ থেকোনা। ভগবান আমার বন্ধুর সব কষ্ট আমাকে দাও, তাও ওকে খুশি তে রেখো। ওর মুখের মিষ্টি হাসি দেখেই নিজে খুশিতে থাকবো সারা জিবন। আর আমি কিছু চাইনা ওর কাছ থেকে। সব ভুলে এই বন্ধু টাকে একবার সুযোগ দাও, তোমাকে সারা জিবন খুশিতে রাখবো। ভগবান আমার বন্ধু কে খুশিতে রেখো। ওর সব স্বপ্ন পূর্ণ করো একদিন। আমার Cindrella অ*মিকা❣️ #godblessa*amikajoydeep #makeushappy #imissyou #iamsorry #letsbefriends

ভগবান আমার মিষ্টি বন্ধুর মুখে সারা জিবন মিষ্টি হাসিটা থাকে🥰,ওর সব কষ্ট আমাকে দিয়ে দাও,তাও সে যেন ভালো থাকে🤗

ভগবান আমার মিষ্টি বন্ধুর মুখে সারা জিবন মিষ্টি হাসিটা থাকে🥰,ওর সব কষ্ট আমাকে দিয়ে দাও,তাও সে যেন ভালো থাকে🤗 আজ সকাল সকাল ঘুম ভেঙে গেছলো, তুমি তো জানো প্রথমে রাধা কৃষ্ণ আর সাই বাবাকে দেখি, তার পর তোমার মিষ্টি মুখটা দেখতে tiktok খুলি, তোমার ঠাকুরের ভিডিও গুলো দেখে ঠাকুর কে বলি, আমার মিষ্টি বন্ধু অ*মিকার মন জয় করতে সাহায্য করো, আমি ওকে কখনো কষ্ট দেবনা। ওর মুখে আমি সারাজীবন মিষ্টি হাসি বানিয়ে রাখবো। একটু দয়া করো আমাদের উপর। আমরা দুজনেই একটুও সুখী নেই বিগত ৮ টা মাস ধরে, তুমি সব ঠিক করতে পারবে। আজ মনে হলো,দেখি যদি একটা ফেসবুক একাউন্ট বানানো যায় তো। নতুন গুলো বানাতে দিলনা। পুরনো একটা ছিল বেঁচে, সেটা থেকে আবার তোমাকে মেসেজ করলাম। যেন একটা ইতিহাস লিখে দিলাম আবার🤗 জানিনা কেন তোমার ইনবক্সে লিখতে খুব ভালো লাগে। তোমাকে আজ আবার বোঝালাম। Happy Holi wish করলাম, দেখলাম তুমি পড়েছ, কিন্তু চুপচাপ আছো। জানো অ*মিকা, তোমার ইনবক্স টাটে মেসেজ পাঠাতে পারছি, শুধু এটা দেখে মন খুশি ছিল। জানো আমার অরিজিনাল টাই তোমাকে যখন দেখি, তোমাকে মেসেজ পাঠাতে পারছিনা। Users not available, সত্যি বলছি বন্ধু, খুব খ...

তুমি Tiktok একাউন্ট প্রাইভেট করলেও কিন্তু আমি তোমাকে রোজ দেখবো👸🍫🌹🤗

তুমি Tiktok একাউন্ট প্রাইভেট করলেও কিন্তু আমি তোমাকে রোজ দেখবো👸🍫🌹🤗 মিষ্টি বন্ধু আমার অ*মিকা, ভুল হয়ে ছিল একবার, Sorry বললাম হাজার বার, কান ধরে চাইলাম ক্ষমা, কিন্তু তুমি আর আমাকে একটাও সুযোগ দিলে না। রোজ চোখ ভিজে যায়, তাও তোমাকে না দেখে থাকিনা। আজ Tiktok একাউন্ট প্রাইভেট করে দিলে। কিন্তু আমি তো তাও tiktok খুলেই দেখতে পাই। ফেক লাইক দিচ্ছি এখন, কি করবো, আবার না হলে ওই একাউন্ট টাও দেখে ওই একাউন্ট টারও শেষ নিশ্বাস ত্যাগ করবে, যেমন রোজ এক একটা একাউন্ট তুমি করছো। তোমার সেই মোটা হাতের টা, কাল জামা পরে , নাচের টা সব দেখতে পাই আমি। তুমি তো hide করেছ জানিনা কেন, কি সুন্দর গান টা "আলো আলো ছায়াতে কিছু ভালো বাসতে" কি মিষ্টি লাগছ ওটাই, নাচের টাই কি দারুণ নাচ তুমি, হাহা কোনটা টে তুমি কম। সব কিছুতেই পারদর্শী, বিবিধ মুখী প্রতিভার অধিকারী আমার মিষ্টি বন্ধু অ*মিকা ❤️👸🤗 আজ Thappad দেখলাম, সেখানে বর ওর বউটাকে সবার সামনে ভুলে রাগের বশে থাপ্পর মারলো। কিন্তু সেই জন্য বউ টাও রেগে ঘর ছেড়ে দিলো। কিন্তু বর টা যদি তখনই sorry বলতো, বোঝাত, সব ঠিক হয়ে যেত আর কেউ ওই বউ টা...

Happy Holi My Sweet Dear Friend অ*মিকা 👸🌹🍫🍫🍫

Happy Holi My Sweet Friend অ*মিকা 👸🌹🍫🍫🍫   Be happy and keep smiling always dear...   My best wishes with you always dear...  I know Tumi rege aacho ekhono  but one day I will make you happy  and bring smile in your face sure by the blessing of the almighty God 🥰

শরীর ভালো নেই কিন্তু তোমাকে না দেখে থাকতে পারিনা 🥰👨‍💻👩‍🎨

শরীর ভালো নেই কিন্তু তোমাকে না দেখে থাকতে পারিনা। তোমার ভিডিও দেখে মাথা ব্যাথা ঠিক করি  🥰 👨‍💻 👩‍🎨

I don't know when I see your sweet smile why am I happy then👸🙈😻

Missing you My Cindrella A*amika 🙈😻😴 It's become 7-8 months, but abhibhi gussa Kam nhi huyaa... Gusse mein kuch likh diyato Jo naa tiktok mein daala, tabhi dekhliya tumne... Mera blog bhi padteho tum yaar...delete bhi krdiyatha yaar... Hogayaa galti...Sorry yaar...kayse thik kru batade ab... Koyibhi nhi hay Jo jaake usko samjhaye...

যে ক্ষমা করতে জানে, তারা একদিন জিবনে খুব বড় জায়গায় পৌঁছায়🥰

যে ক্ষমা করতে জানে, তারা একদিন জিবনে খুব বড় জায়গায় পৌঁছায়🥰 =================================== কাল যখন থেকে তুমি ওরকম বললে, মন টা এতো খারাপ হয়ে গেলো যে তোমাকে কি করে বোঝাই গো। রেগে লিখেছিলাম,আবার পরের দিন ডিলিট করে দিয়েছি। আমি খারাপ কিছু লিখলে তোমার ব্যাপারে, আমি নিজেকে নিজে কষ্ট দিই তারপর। না তোমাকে বোঝাতে পারছি, না তুমি আমাকে বুঝছো। আমি জানি তুমিও মনে মনে অনেক কিছুই বলবে আর বলেছ, স্বাভাবিক এটা, কি করবে, মানুষ আমরা, কখনো কারু উপর রেগে খারাপ বলি আর আবার তাকেই ভালোবাসি। এটাই মানুষের চরিত্র। যে যার উপর যত রেগে থাকে, সে তাকে তত ভালোবাসে। আমার দাদা আমাকে খুব বকে, অনেক কিছু বলে,রাগ হয় খুব, কিন্তু আমাকে ভালোবাসে  সব চেয়ে বেশি তাই বলে আর বোঝাই কোন টা ভালো কোনটা খারাপ। কাল বিকেল থেকে চোখ টা ভিজেই আছে, চোখের জল যেন থামছেনা। না অফিস গেলাম, না কিছু কাজ করতে পারলাম। সারা রাত ধরে চোখটা ভিজাচ্ছি। এখানে লিখি আর চোখ টাও ভিজতে থাকে। কি করবো গো,কেন তোমাকে এতো ভালোবেসে ফেলেছি জানিনা, মন টা খুব খারাপ গো। হৃদয় টা চিরে দেখলে শুধু তোমাকে ই দেখতে পাবে। জানিনা ...

এই ব্লগ আমার জীবনের ডায়রি এখন📖❤️

এই ব্লগ আমার জীবনের ডায়রি এখন📖❤️ ==================================== জানতাম না তুমি আমার ব্লগ পড় রোজ, আমি তো নিজের হৃদয় খুলে রেখেছি এখানে। কে জানে আমার এই কবিতা গুলো কেউ পড়ে রোজ। তোমার নাম করি রোজ আর রোজ ব্লক ব্লক দেখে যখন আমার মাইন্ড টা ব্লক হয়ে যায়, তখন যা ইচ্ছে লিখে ফেলি আমার ব্লগে। আর কে জানে যে ওটাও আবার তুমি পড়বে। আমার রাগ একদিনের মধ্যেই কমে যায়, তাই আবার ওই কবিতাটা ডিলিট করে তোমার ভালো ভালো মিষ্টি মিষ্টি কবিতা লিখি। তোমাকে মা সরস্বতীর সাথে তুলনা করি তো, কখনো তোমাকে রাধা, মীরার (আমার মা এর নাম এটা 🥰) সাথে তুলনা করি তো, কখনো মা পার্বতীর সাথে তুলনা করি তো, কখনো ধরিত্রী মাতার সাথে তুলনা করি। কি করবো নিজের জীবনের চাইতে বেশি যে ভালোবেসে ফেলেছি তোমাকে অনামিকা। তোমাকে না দেখে থাকতেই পারিনা, তোমার ভিডিও গুলো একশো বার দেখি রোজ, তাও ভালো লাগে,তোমার মিষ্টি হাসি তোমার গান গাওয়া, তোমার কবিতা, তোমার ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি পাগলামি পোজ গুলো, ছোট্ট বাচ্চা সেজে ভিডিও গুলো সব ভালো লাগে। তোমাকে এতো টা ভালোবেসে ফেলেছি, যে জানিনা তোমাকে না দেখে বাঁচবো আমি কিভাবে। তোমাকে না দেখে দিন...

ভগবান তোমার লীলা চমৎকার🥰, আবার দেখালে তাকে স্বপ্নে🤗❤️

ভগবান তোমার লীলা চমৎকার🥰, আবার দেখালে তাকে স্বপ্নে🤗❤️ ভগবান তোমার লীলা চমৎকার🥰, আবার দেখালে তাকে স্বপ্নে🤗❤ জানিনা রাধা কৃষ্ণের কি লীলা, দুদিন ধরে তোমাকে খুব মিস করছিলাম, বালিশ টাকে আবার ভিজিয়ে ফেলেছিলাম, ভগবান যেন তার হাত আমার মাথার উপর রেখেছে, তাই আবার তোমাকে দু দিন ধরে স্বপ্নে দেখলাম। আজ সারা রাত তোমাকে দেখলাম। কত মিষ্টি মিষ্টি কথা বলছিলাম। আজ তোমার সামনে বসে তোমার সাথে খুব কথা বলছিলাম। ভাবছো ছেলেটা পাগল হয়ে গেছে, হে হে জানিনা আমি, এটা কি। কিন্তু তোমাকে দেখলেই মন আমার শান্ত হয়ে যায়। কাজ করতে ভালো লাগে, সব কিছুকে ভালো লাগে। জানিনা কেন এরকম হয়ে গেছি আমি?🙈 কিন্তু সত্যি বলছি বন্ধু, আজ খুব খুশি, কারন তোমার সাথে স্বপ্নে সারা রাত কথা বললাম তাই। তোমার আকাশি রঙের শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছিল। যেন দেবী পার্বতী লাগো এই শাড়ি টে । তোমার সাদা জামা (Sorry, মেয়েদের কোনটা কুর্তি, কোনটা টপ, কোনটা সালোয়ার কামিজ  এগুলোতে গুলিয়ে ফেলি🙈), গেরুয়া ওরনা আর হাতে গেরুয়া সাদা সবুজ রঙের  ব্যাঙ্গেলস টে যখন salute করছিলে মুখে একটা মিষ্টি হাসি নিয়ে ২৬শে জানুয়ারি টে, তোমাকে খুব...