Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
এই ব্লগ আমার জীবনের ডায়রি এখন📖❤️
====================================
জানতাম না তুমি আমার ব্লগ পড় রোজ,
আমি তো নিজের হৃদয় খুলে রেখেছি এখানে।
কে জানে আমার এই কবিতা গুলো কেউ পড়ে রোজ।
তোমার নাম করি রোজ
আর রোজ ব্লক ব্লক দেখে যখন আমার মাইন্ড টা ব্লক হয়ে যায়,
তখন যা ইচ্ছে লিখে ফেলি আমার ব্লগে।
আর কে জানে যে ওটাও আবার তুমি পড়বে।
আমার রাগ একদিনের মধ্যেই কমে যায়,
তাই আবার ওই কবিতাটা ডিলিট করে
তোমার ভালো ভালো মিষ্টি মিষ্টি কবিতা লিখি।
তোমাকে মা সরস্বতীর সাথে তুলনা করি তো,
কখনো তোমাকে রাধা, মীরার (আমার মা এর নাম এটা 🥰) সাথে তুলনা করি তো,
কখনো মা পার্বতীর সাথে তুলনা করি তো,
কখনো ধরিত্রী মাতার সাথে তুলনা করি।
কি করবো নিজের জীবনের চাইতে বেশি যে
ভালোবেসে ফেলেছি তোমাকে অনামিকা।
তোমাকে না দেখে থাকতেই পারিনা,
তোমার ভিডিও গুলো একশো বার দেখি রোজ,
তাও ভালো লাগে,তোমার মিষ্টি হাসি
তোমার গান গাওয়া, তোমার কবিতা,
তোমার ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি পাগলামি পোজ গুলো,
ছোট্ট বাচ্চা সেজে ভিডিও গুলো সব ভালো লাগে।
তোমাকে এতো টা ভালোবেসে ফেলেছি,
যে জানিনা তোমাকে না দেখে বাঁচবো আমি কিভাবে।
তোমাকে না দেখে দিন গুলো কি ভাবে চলবে।
তোমাকে খুব মিস করি বন্ধু আমার।
একটা ভুলের জন্য ২০০ দিন ধরে শাস্তি পেয়ে চলেছি।
কতভাবে বুঝিয়েছি, কিন্তু তুমি বুঝলেনা।
তুমি ব্লক মেরে দাও, আর জাননা কোন কোন দিনটা আমার কেমন লাগে।
এত খারাপ লাগে যে কি ভাবে বোঝাবো।
সারা দিন কিছু খাইনা,আজ যেমন সেই রাতে দুটো বিস্কুট খেয়ে ছিলাম।
তাই রাগে কিছু লিখে ফেলি,সেটা আবার এই খানেটে।
না তোমাকে দেখাই, না tiktok এ দিয়।
তাও তুমি ব্লগ থেকে পড়বে কে জানত।
আমি তো পরের দিন ডিলিট করে দিয়েছি।
আবার তোমাকে দেখা শুরু করলাম।
কি করবো রাধা কৃষ্ণ ভগবান তোমাকে দেখায় স্বপ্নে রোজ।
ভুলতেও পারিনা তাই, মনে হয় ঠাকুর মনে হয় সব ঠিক করবে একদিন।
তাই তোমাকে ভুলতেও দেয়না আমায়।
আর আমিও তোমাকে রোজ না দেখে থাকতে পারিনা আর।
কৃষ্ণ ভগবান তুমি যেমন তোমার রাধা কে খুব ভালোবাসো,
আমি আমার অনামিকা কে নিজের জীবনের চাইতে বেশী ভালোবেসে ফেলেছি।
তাই ওর সাথে না কথা বলতে পেয়ে রোজ চোখের জল ফেলি।
জানি ওর হৃদয়ে কিছু নেই,
তাই ওর একটা ভালো বন্ধু হয়েই থাকতে চাই সারা জীবন।
মা গো আমার অনামিকার সাথে কথা বলিয়ে দাওনা।
ও যখন থেকে একটা রিপ্লাই করেছে, আমি না কিছু কাজ করতে পেরেছি,
না চোখের জল বন্ধ হচ্ছে,না কিছু খেয়েছি সারাদিন।
সরি বন্ধু, ক্ষমা করো তোমার এই বন্ধু টাকে,
ভুল মানুষের হয়,ওকে না সুযোগ দিলে
ও আবার ভুল করে থাকে।
তখন আবার বেশি রাগ হয়,
আবার হৃদয় টাকে আঘাত করে ফেলে রাগের চোটে।
তাই একটা সুযোগ দাও।
আমাকেও দাও গো,তোমার ভালো বন্ধু হয়ে দেখাবো।
তুমি খুশিতে থেকো বন্ধু।
তোমার খুশিতেই আমি খুশি আমার Cindrella 🤗
#aamaranamika #aamarcindrella #mybestfriend #joydeepanamikafriendshipstory #joymissyouanamika #godblessus #Bangalore #bestartteacher #bestdrawingteacher

Comments
Post a Comment