Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
আমার জন্য তুমি Facebook Account Deactivate করলে, কখনোই চাইনি আমি, তোমার শুধু খুশি চেয়েছিলাম
=======================================
হে Cindrella আমি কখনো চাইনি,
আমার জন্য ফেসবুক একাউন্ট তুমি deactivate করবে।
আমি তো তোমার মুখে হাসি দেখতেই চাইছিলাম।
আমাকে ক্ষমা করে দাওগো।
আর মেসেজ ও করবনা তোমাকে।
ভাবলাম রাধা কৃষ্ণের আশীর্বাদে একদিন তুমি আমাকে বুঝবে,
কিন্তু আমার জন্য একাউন্ট deactivate করবে,
সত্যি খুব খারাপ লাগছে,
অফিসে বসে আছি,চোখ টা ভিজে যাচ্ছে।
রাধা কৃষ্ণ ভগবান প্লিজ সব ঠিক করো।
ভুল মানুষের হয়,আমি একবার ভুল করলাম,
হাজার বার ক্ষমা চাইলাম,
কিন্তু মন খারাপ থাকলে আবার কিছু বলেছি,
যেটা তোমাকে কোন দিনও বলতে চাইনি গো।
হে রাধা কৃষ্ণ ভগবান আমার Cindrella অ*মিকা কে শক্তি দাও,
সাহস দাও,ওকে খুশিতে রেখো সারা জিবন।
ওর মুখে হাসি দেখেই আমি সারাজীবন নিজেকে খুশি রাখবো।
আমার মন খুব খারাপগো, তোমাকে অন্য কোন একাউন্ট থেকেও দেখতে পাচ্ছিনা।
ওই বন্ধু ঠিক আছে, ভুল করেছি।
শাস্তি দাও,মাথা পেতে সইবো।
যাই বা শাস্তি দাও,কিন্তু আমার জন্য তুমি তোমার প্রাণের Tiktok আর ফেসবুক একাউন্ট deactivate করোনাগো🙏🙏🙏
আমি আজ কথা বলার হালতেও নেই,
আজ আর কিছু লিখছিনা।
ভগবান ও যেন ওর একাউন্ট Reactivate করে আবার,
আমাকে ক্ষমা করে যদি পারেতো।
ভেবেছিলাম তুমি আমাকে একটা সুযোগ দেবে,
এই ভেবে দিনের পর দিন,মাসের পর মাস বুঝিয়ে চললাম,
তোমার একটা লাইক, একটা কমেন্ট এ thank you আর দুটো কথা শুনতে ৮ মাস ধরে অপেক্ষা করে রইলাম।
My Best Friend A*amika 👸 প্লিজ এত মন খারাপ করোনা গো,
তুমি ভালো নেই আমিও ভালো নেই।
ভগবান কিছু চমৎকার করো,
একটা বন্ধু ওর বন্ধুত্ব বাঁচাতে ৮ মাস কাউকে খুশি করার চেষ্টা করলো নানা ভাবে,
তাও তুমি ঠিক করলেনা ভগবান,
আর কত দিন তোমার দুটো সন্তান কে এভাবে কষ্ট দেবে,
ক্ষমা করো সব ঠিক করো ভগবান🙏🙏🙏
তুমি চাইলেই সব সম্ভব ভগবান।
আমি আমার বন্ধু অ*মিকা কে খুব মিস করছি।
#sorryfriend #sorryanamika #sorrycindrella #sorrygod #pardonmeanamika #mybestfriendanamika #behappy #keepsmiling #takecare

Comments
Post a Comment