Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
আমার ৩২ মিনিটের রেকর্ড শুনে তুমি তো আবার tiktok করা শুরু করলে🥰
===================================
৩২ মিনিট চোখের জলের রেকর্ড শুনেও,
তুমি আমাকে তো বুঝলেনা,
কিন্তু একটা কথা শুনলে
আবার tiktok করা শুরু করলে, ভালো লাগলো।
আমি তোমার ভালই চেয়েছি সবসময়,
কিন্তু তুমি বুঝলেনা কোন দিনও।
তুমি আবার দুটো মিষ্টি ফটো দিয়েছ,
কি মিষ্টি সুন্দর লাগছ বোঝাতে পারবোনা👌🥰
কতবার দেখলাম জানিনা😛
তোমার বন্ধু স্ব*প ও যেন তোমার প্রেমে পাগল হয়ে গেছে,
দেখেই বুঝতে পারলাম😅😅😅
কিন্তু তুমি তো সু*র এর জন্য পাগল।
দশ বছরের ভালোবাসা কি করে ভোলা যায়,
ভুল তো হয়,কিন্তু কথা না বলা ঠিক নয় গো।
তোমার Tiktok গুলোতে বুড়ো দাদুর সাথে ভালই অ্যাক্টিং করেছ😂😂😂
খুব হাসি পেলো দেখে ওটা,
একটা ছোট্ট বাচ্চাকে শিখাচ্ছ,
করোনা ভাইরাস আর স্যানিটাইজার ইউজ খুব সুন্দর ওটা,
মন টা কাজ করছেনা,কিছু ভালো লাগছেনা,
তুমিও বুঝছো না, আমার উপর রেগেই আছো।
কি ভাবে বোঝাবো গো।
আমার একটা ভুলের জন্য কথা বলছনা,
মন টা কি খারাপ আছে, কিভাবে বোঝাবো তোমাকে।
আমার চোখের জলের রেকর্ড শুনেও তুমি বুঝলেনা,
আমি কি ভাবে বোঝাবো গো।
আমার সাথে এরকম কেনো করছো?
ভগবান কতদিন কষ্ট দেবে আমাকে জানিনা,
না ভুলতে পারছি,না তোমাকে দেখে থাকতে পারছি।
যেটাতে তোমাকে বোঝালাম আজ একাউন্ট টা শেষ নিশ্বাস ত্যাগ করলো।
ফেসবুক মেরে ফেললো একাউন্ট টাকে আজ।
কি করবো লাইক দিলেও ব্লক করবে,
মেসেজে বোঝালেও ব্লক করবে,
কমেন্টে প্রশংসা করলেও ব্লক করবে।
তাই আর লাইক করবনা।
ভাবলাম আমার জন্মদিনে আমি আমার পুরনো বন্ধু কে ফিরে পাবো,
কিন্তু ও যে আমার সাথে কথা বলতেই চাইনা কি আর করবো।
৮ টা মাস বুঝিয়ে ক্ষমা চেয়েও আর যে বুঝেনা,
তাকে শুধু ভগবান ছাড়া কেউ বোঝাতে পারবেনা।
ভগবান কে রোজ বলতাম,
আমার বন্ধু অ*মিকার সাথে একটু কথা বলিয়ে দাওনা,
সব ঠিক করে দাও,
কিন্তু তার রাগের কাছে হেরে গেলাম আমি।
আমার চোখের জল ভগবান ও যেন বুঝেও অবুঝ রয়ে গেল।
সারা জিবন দু:খ রইবে
যে তোমাকে আর বোঝাতে পারলামনা।
#anamika #aamarcindrella #bestfriend #howcanImakeyouhappy #sweetfriend #sorry #friend

Comments
Post a Comment