Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
ওই মিষ্টি বন্ধু👩🎨 আমার,তুমি কি জানিনা আমি🙈🥰
======================================
বন্ধু আমার তোমাকে দেখতে খুব ইচ্ছে হয়,
বন্ধু আমার তোমার সাথে একটু কথা বলতে খুব ইচ্ছে হয়,
বন্ধু আমার তুমি যাইবা কর কেন,
সবকিছুই আমার ভালো লাগে।
তুমি যেটাই আঁকো সেটাই ভালো লাগে,
তুমি যেটাই পরো সেটাতেই তুমি খুব মিষ্টি লাগ।
তোমার মিষ্টি হাসি দেখলে মন আমার খুশি হয়ে যায়,
তোমার মিষ্টি লাজুক চাহনি দেখলে শুধু ইচ্ছে হয় তোমাকেই শুধু দেখি।
তুমি যে খাবার টাই বানাও না কেন,সেটাও যেন দেখতে খুব ভালো লাগে,
তুমি যে গান টাই গাওনা কেন,আমার খুব ভালো লাগে,
তুমি যখনই কিছু বলতে আমি মন দিয়ে শুনতে থাকতাম
কারন তোমার মিষ্টি আওয়াজ টা শুনতে খুব ভালো লাগতো।
তোমার সেই পুরনো নাচের ভিডিও টা,
বাহ্ কি সুন্দর নাচতে,
তোমার হাতের লেখা তাও যেন ভালো লাগে,
ইচ্ছে হয় তোমার মত একটু লেখার চেষ্টা করি 🙈
তুমি যে ছবিটাই এঁকেছিলে সেটাই যেন দারুণ।
তোমার রেগে রেগে tiktok ভিডিও গুলো টেও তুমি খুব কিউট লাগো,
তোমার ছোট্ট বাচ্চা সেজে ভিডিও গুলোতে তুমি এত কিউট লাগো যে রোজ একবার না দেখে থাকিনা🙈
তুমি যে শাড়ি টাই পরোনা কেন তোমাকে একটা দেবী লাগে,
যেন মনে হয় তোমাকে বসিয়ে রোজ পুজো করি,
জানিনা এটা কি, এটা ভালোলাগা না ভালোবাসা না অন্য কিছু,
কিন্তু যেটাই বা সেটা কিন্তু খুব মিষ্টি,
তোমাকে দেখলেই মন শান্ত হয়ে যায়।
ভাববে ছেলেটা যেন পাগল হয়ে গেছে,
হে হে ভাবতেও পারো, যেটা ভালো লাগে সেটাকে সবসময় দেখতে ইচ্ছে হয়,
যেটা ভালো লাগে সেটা ঠিক করতে সারা জিবন লাগিয়ে দিই,
আমি বন্ধু এমনি ই,
একটা সাধারন ছেলের যার স্বপ্ন খুব বড়ো,
যার choice খুব ই rare,
যার জিবনে অনেক কম মানুষ আছে
যাকে সে মন দিয়ে ভালোবাসে,
কি আর বলি,আমি এরকমই 😊

Comments
Post a Comment